Thursday 2 April 2020

#জাস্টমনেহল

এই আকালে স্বপন দেখি, দিন পাল্টেছে নিশ্চিন্দিপুরে। সরকারী আবাস যোজনায় পাকা হয়েছে মাটির বাড়ি। ঢালা হয়েছে ছাত। আজকাল বিধবাভাতাও পান ইন্দিরঠাকরুন। খাটুনি বেড়েছে সর্বজয়ার। সংসার সামলে যেতে হয় অঙ্গনওয়ারি কাজে। দুই বেণী দুলিয়ে, সবুজসাথীতে পাওয়া সাইকেলে চেপে ইস্কুলে যায় দুর্গা। অপুও পাবে। একটু বড় হলেই। দুর্গার সম্প্রতি নাম উঠেছে কন্যাশ্রীতে। হরিহর পুরোহিতেরও নাম উঠেছে সামাজিক সুরক্ষা যোজনায়। এতদিন তাও মাসে ২৫টাকা জোগাড় করতে হত, এখন মুকুব। বিনামূল্যে ঘোষণা করেছেন মাননীয়া। হরিহরের প্রদেয় টাকাও দেবে সরকার। ষাট পেরোলেই থোক অনেকটা টাকা পাবে হরিহর।  আছে ডিজিটাল রেশন কার্ড। স্বাস্থ্যসাথীর কার্ড। বিনামূল্যে চিকিৎসা পাবে হরিহর পুরুত আর তার পরিবার। আর যদি খরচা করতেও হয়, সেই টাকা ফেরৎ দেবে সামাজিক সুরক্ষা যোজনা। দুর্গার এখনও জ্বর হয়, তবে ভয় পায় না হরিহর পুরুত বা তার পরিবার।
#জাস্টমনেহল

No comments:

Post a Comment