Monday, 19 June 2023

তুত্তুরী উবাচ ১৯ শে জুন, ২০২৩

 

#তুত্তুরীউবাচ 

👧🏻- (Directive Principles of State Policy পড়তে বসে) মা, "Equal Distribution of wealth" বলতে কি বোঝায় গো?

👩🏻- সম্পদের সম বণ্টন। দেশের সম্পদ কেউ যেন কুক্ষিগত করে না রাখে, তাহা যেন দশের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। এই আর কি। 

👧🏻- ও বুঝেছি। তুমি প্রায়ই বলো না, "লেখাপড়া তো করবি না, দাদুকে বরং বল, দুটো গরু কিনে দিতে, চরাবি।" দাদুকে সেদিন সত্যিই বললাম যখন, দাদু বলল, বড়মামা নাকি আগেই বলে রেখেছে,দুটো নয় চারটে গরু কিনতে। দুটো দাদার ( বুল্লু বাবুর) আর দুটো আমার। এটাই তো, "Equal Distribution of wealth"? Equal Distribution of গরু, কি তাই তো? ঠিক বুঝেছি তো মা? 

👩🏻- (দীর্ঘশ্বাস চেপে) হ্যাঁ মা। ঠিক বুঝেছ। গরু চরানোর ব্যাপার যদি তুমি না বোঝ, তো কে বুঝবে মা।

No comments:

Post a Comment