Monday 11 October 2021

অনির পুজোর ডাইরি ১০ই অক্টোবর, ২০২১

 অনির পুজোর ডাইরি ১০ই অক্টোবর, ২০২১

শুভ পঞ্চমী


'মা, মা একটা খেলা খেলবে?' দিন দুয়েক ধরে বলে যাচ্ছে তুত্তুরী। একাধিক চরিত্রে নাম ভূমিকায় অবতীর্ণ হতে হতে, কোথাও যেন সবথেকে বেশী অবহেলিত থেকে যায়, মায়ের ভূমিকাটাই। এই উৎসবের দিনেও শুকনো মুখে ঘরে বসে রয়েছে মেয়েটা। কাল সন্ধ্যে থেকে সামান্য জ্বর জ্বর ভাব। মধ্যরাতে ঘুমের আশ্লেষে একে অপরকে জড়িয়ে ফিসফিস করে কথা বলি আমরা, ‘বাবু, তুই যেন আমায় আর বিপদে ফেলিস না।’ ‘কাল ঠিক, ঠিক হয়ে যাব। তুমি দেখো। ’ ঘুমের ঘোরে বিড়বিড় করে তুত্তরী। 


বোধহয় দরজার বাইরে হলেও কান পেতে শোনেন আনন্দময়ী। আজ সকাল থেকে সত্যিই উধাও হয়ে যায় জ্বর। নাকটানা আর কাশি অবশ্য বিদ্যমান। তবে ও যৎসামান্য। প্যারাসিটামলের পাহাড় উপুড় করে দিয়েছে বড় মামা। কত খাবি খা। শুধু সুস্থ থাক পুতু। এবাড়ি আর কোন মনোবেদনা সহ্য করার মত অবস্থায় নেই এই মুহূর্তে।  


যাই হোক, এরপর তো তুত্তুরীর আবেদন অগ্রাহ্য করা যায় না। খেলতেই হয়। তবে খেলার শর্ত হচ্ছে, গায়ে চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে খেলতে হবে। আতঙ্কে এসির রিমোট লুকিয়ে রেখেছে মামমাম(থুড়ি দিদা)। কমানো সব পাখার রেগুলেটর। খেলা বলতে একটি পাতায় লিস্ট বানাতে হবে গোটা পনেরো প্রিয় গানের। কেউ কারো লিস্ট দেখতে পারব না আমরা। তারপর যখন তৈরি হয়ে যাবে লিস্টি, তখন আমরা মিলিয়ে দেখব কতগুলি গান পছন্দ দোঁহের। তবে শর্ত একটাই যে এই খেলায় জড়ানো যাবে না দাড়ি বুড়োকে।  তাঁর লেখা গান যেহেতু দুজনেরই পরম প্রিয়। 


বেশ তো, তৈরী হল লিস্টি-

এই মুহূর্তে তুত্তুরীর সেরা -১৫

১। নোকঝোক(ছপাক)

২। টু লেট টু টার্ন ব্যাক নাউ

৩। কভিরা✔️

৪। রাধারাণী লাগে✔️

৫। ঘর মোরে পরদেশীয়াঁ ✔️

৬। কলঙ্ক (টাইটেল ট্রাক)

৭। কানহা শো যা যারা

৮। চিডিয়া

৯। লগনলাগি রে

১০। এয় ওয়াতন (মেল ভার্সন)✔️

১১। ভারত✔️

১২। ভারত কি বেটি

১৩। আশমাঁ দি পরী

১৪। রাঞঝা(শেরশাহ)✔️

১৫। মন ভরেয়া ২.০


এবার আমার পালা, লিখতে বসে যত গানের কলি মাথায় আসে সবই তো দাড়ি বুড়োর লেখা। ধুৎ তেরী, যাই হোক, তাঁকে বাদ দিয়ে যে কটি গানের কলি মাথায় এল,তাই লিপিবদ্ধ করলুম শেষে-


১। দিল কি আওয়াজ ভি শুন, মেরে ফ্যসানে পে না যা ( আহাঃ পরম পূজনীয় রফি সাহেব)✔️

২। ও মেহবুবা (রাজ কাপুর আর মুকেশ জী। পিওর লাভ)

৩। রাঞ্জনা হুয়া ম্যায় তেরা, কওন তেরে বিন মেরা (ধনুষ)✔️

৪। ফুলোঁ কে রঙ সে, দিল কি কলম সে✔️ (কিশোরকুমারকে ছাড়া আবার লিস্টি হয় নাকি?)

৫। আজিব দাস্তান হ্যায় ইয়ে, কাঁহা শুরু কাঁহা খতম( আহাঃ লতাজী)✔️

৬। কুছ না কহো ( রাহুল দেববর্মন আর কুমার শানু❤️)

৭। ওঠো গো ভারতলক্ষ্মী✔️

৮। আজি এসেছি,আজি এসেছি নিয়ে এই হাসি- রূপ-গান✔️ (এই গানটি দেখে শ্রীমতী তু্ত্তুরী ভয়ানক রাগ করেছিলেন, ‘বলেছিলাম না তোমায়,রবীন্দ্র সঙ্গীত রাখবে না’। স্বর্গীয় ডি এল রায় সাহেব, অনুগ্রহ করে আমার গণ্ডমূর্খ কন্যাটিকে মার্জনা করিবেন) 


৯। প্যার হুয়া হ্যায় জব সে, মুঝকো নেহি চ্যায়ন আতা (শৌভিকের প্রিয় জুটি লতা জী আর কিশোরকুমার)

১০। ম্যায়নে প্যার কিয়া (এস পি বালাসুব্রহ্মমণিয়ামের কণ্ঠ আমার শৈশবের প্রেম) 

১১। তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে✔️ (চিরন্তন হেমন্ত মুখোপাধ্যায় ❤️আর উত্তমকুমার ❤️)

১২। নিশিরাত বাঁকাচাঁদ আকাশে ✔️(গীতা দত্ত❤️)

১৩। এয় দিল মুঝে বতা দে, তু কিসপে আগয়া হ্যায় (গীতা দত্ত❤️)✔️

১৪। আকাশ কেন ডাকে,মন ছুটি চায়✔️

১৫। বদনাম হবে জেনেও ভালোবেসেছিলাম


খেলা শেষে মেলাতে বসে দেখা গেল, ছিমতী তুত্তুরীর ১৫টা গানের মধ্যে ৬টা আমার মনোমত। যেগুলির পাশে ✔️ দেওয়া আর কি। আর আমার ১৫র মধ্যে ১০টাই ভীঈঈঈষণ প্রিয় তুত্তুরীর। ফলতঃ আমি বিজয়ী হইলাম এবং গতরাতে চাটুজ্জে বাড়ির বড় তরফের রাজাদার কাছ থেকে উপহার পাওয়া বিশাল বড় সিল্ক আর ক্যাডবেরী ফ্রুট এন্ড না্ট দুটোর ওপরেই আমার অধিকার স্বীকৃত হল। তবে জিতেও শান্তি নেই, তুত্তরী তালিকার বাকি ৯টা গান এবার আমায় শুনতে হবে এবং বিশদে বোঝাতে হবে কেন আর  দ্বিতীয়বার শুনতে আমি আগ্রহী নই👺👹👹। মা হওয়া কি মুখের কথা।😡😡

No comments:

Post a Comment