Wednesday 25 March 2020

তুত্তুরী উবাচ, ২৫শে মার্চ, ২০২০

  তুত্তুরী উবাচ, ২৫শে মার্চ, ২০২০
 🧔🏻-এই! সক্কাল সক্কাল প্যাঁ-পো, প্যাঁ-পো বন্ধ কর।
🙍🏻‍♀️- তাহলে ও কি করবে? পরীক্ষা শেষ। সারাদিন ঘরে বসে আছে। একটু বাঁশিও বাজাতে পারবে না? যা বাবু বারন্দায় গিয়ে বাজা। সারা বিল্ডিংএর লোককে উত্যক্ত  কর।
👧🏻-(বারন্দায় গিয়ে বেশ খানিক প্যাঁ-পো করার পর) মা। মা। কুকুরটা- 🐕
🙍🏻‍♀️-(প্রবল হাসি চেপে) কুকুরটা তোর বাঁশি শুনে কি বলল?😝
👧🏻-  কেলেটাতো🐕 শুয়েই রইল। নড়লই না। লেলেটা🐩 এল বটে, তবে আমার বাঁশি শুনল না। (প্রসঙ্গতঃ আপাতত আমাদের কোঅপারেটিভে দুইটি নেড়িই রাজত্ব করে। একটির গাত্র বর্ণ কালো। তাই তার নাম কেলে🐕। আরেকটির পাঁশুটে লাল।🐩 তিনি লেলে। তুত্তুরীর মতে কেলে আর লেলে স্বামী-স্ত্রী। লেলেটা রীতিমত খাণ্ডারনি। কেলেটাকে দেখলেই চমকায়। আর কেলেটা অশান্তি এড়াতে, সিকিউরিটির ঘরের পিছনে মনখারাপ করে শুয়ে থাকে। আজও যেমন তুত্তুরীর বাঁশি শুনেও নড়েনি।) জানো মা, লেলেটা না নিজের তলার লোকটাকে খুব ভালোবাসে। একজায়গায় দেখলাম ওরা ময়লা জমিয়ে রেখেছিল, লেলেটা খুঁজে খুঁজে প্লাস্টিক এনে ওখানে জমা করছে। আমি ধমকালাম, “এই কি করছিস?” তখন আমার দিকে তাকিয়ে, বসে পড়ে একটা প্লাস্টিককে ছিঁড়তে লাগল। ও খুব বাজে- 🐕‍😔

No comments:

Post a Comment