Wednesday, 22 November 2023

অনির ডায়েরি ২১শে নভেম্বর, ২০২৩

 

#অনিরডাইরি 

(জহরবাবুর দাদুভাই আর গোবর্ধনধারী)



সংকুচিত ভাবে শুভাশিস মনে করাল," ম্যাডাম আজ জহরবাবুর নাতির অন্নপ্রাশন।"  জহরবাবুর দৌহিত্র থুড়ি দাদুভাই আজ প্রথম অন্নগ্রহণ করবে। প্রায় তিন সপ্তাহ আগে থেকে বলে রেখেছেন জহর বাবু,  ঐদিন সকলের উপস্থিতি এবং আশির্বাদ প্রদান বাধ্যতামূলক। 


জহরবাবু এককালে এই অফিসের দারোয়ান এবং নৈশপ্রহরী ছিলেন। বছর দুয়েক আগে আমি এসে তাম্রলিপ্তের কার্যভার গ্রহণ করলাম আর উনিও অবসর নিলেন। আমরা সাধ্যমত ওনাকে বিদায় সম্বর্ধনা তো জানিয়ে দিলাম, কিন্তু জহর বাবু গেলেন না অফিস ছেড়ে। একখান দরখাস্ত করলেন, যতদিন না পাকাপাকি দারোয়ান পাচ্ছে এই অফিস,উনি ওই দায়িত্বভার গ্রহণে ইচ্ছুক। বেতনপত্র সরকার বাহাদুর যা দেবে, তাই মাথা পেতে নেবেন। ব্যাপারটা মহানগরের জানালামও আমি। তারপর যা হয় আর কি, Dঅনুমোদন বা মজদুরি কিছুই আসে না, তাতেও জহরবাবু অদমনীয়।


 প্রত্যহ সকাল ন'টায় ভটভটি চালিয়ে আপিসে এসে ঢোকেন, সব জানলা দরজা খোলেন,  আলো জ্বালেন, সুইপার মাসিকে দিয়ে ঘরদোর সাফ করান, জল ভরান, চা করে ধরেন সবার মুখে মুখে, বেল বাজালেই ছুটে আসেন এবং প্রতি এক ঘন্টায়  একবার করে জানতে চান," ম্যাডাম, টিপিন হয়েছে?" অথবা " ম্যাডাম আজ অফিসে কিছু খাওয়া-দাওয়া হবে নি?" আরো অনেক কিছু করেন, যাতে মাঝেমাঝেই আমার অন্য স্টাফদের কান দিয়ে ধোঁয়া বেরোয়। বিগত বছর তাও এদিক-ওদিক করে Rসামান্য কিছু সাম্মানিক দিতে পেরেছিলাম বুড়োকে, এ বছর তো আমার নিজেরই ভাঁড়ে মা ভবাণী। বুড়াকে তাই যত বলি, আর কেন আমার পাপ বাড়াচ্ছেন, এবার আসুন। বিদেয় হন। বুড়া ততো জোরে জোরে চিৎকার করে, "জয় গুরু নিতাই। প্রেমানন্দে হরি হরি বলো মন, হরি হরি বলো।"


এহেন বৃদ্ধের দাদুভাইয়ের k অন্নপ্রাশনে হাজিরা না দিয়ে কি পারা যায়! লম্বা ছুটির মাঝে একদিন আপিস, ঠিক সেইদিনই অন্নগ্রহণ করবেন দাদুভাই। আগে থেকে যারা ক্যাজুয়াল লিভের আবেদন করেছিল, সব নাকচ করে দিয়েছি আমি। আরে ভাই এই খেয়ালী বৃদ্ধের জন্য এইটুকু তো করতেই হবে। কিন্তু এখন তো বাজে সবে বেলা দেড়টা, এত তাড়াতাড়ি খেতে যাব কেন? টিফিন তো তিনটের আগে করি না কেউই। শুভাশিস কান চুলকে বলে, ' সকাল থেকে ফোন করেই যাচ্ছেন জহর বাবু। 'কখন আসতেছ? ম্যাডাম কখন আসতেছেন?'"

মুড়ির টিনের মত ঠেসেঠেসে ঢুকিয়েও ধরল না সবাই গাড়িতে। যোশুয়া আর আশিসকে সওয়ার হতে হল বাইকে। সবমিলিয়ে মোরা, এক কম এক ডজন। জনা দুয়েক রয়ে গেল অফিস সামলাতে।  বেশি দূরের রাস্তা তো নয়। পনেরো কুড়ি মিনিট মাত্র। গ্রাম জানুবসান, পোস্ট নোনাকুড়ি। সেখানে কি যেন এক বন্ধ সিনেমা হলের পাশে জহরবাবুর বেয়াই গৃহেই  দাদুভাইয়ের মুখে ভাত। 


দাদুভাইয়ের ভালো নাম জয়। তিনি ফিরিঙ্গি ভাষায় সত্যিই "a bundle of joy"। ভাগ্যে কার্ডে তার ছবি ছিল, তাই না আমরা নিমন্ত্রণ বাড়িটা খুজে পেলাম। হাইরোড থেকে ঢালু রাস্তা দিয়ে অনেক নীচে জয়ের পিতামহের ভিটে। যখন গাড়ি থেকে নামছি আমরা, শান্তনু বলল, "এত বছরে এই প্রথম আমরা জহর বাবুর বাড়ি আসতেছি। এর আগে ওনার দুই মেয়ের বিয়ে আর কার যেন শ্রাদ্ধে নিমন্ত্রণ করছিলেন, আসতে পারিনি আমরা। খুব রেগে গিয়েছিলেন জহর বাবু।" 

Dআজ অবশ্য জহরবাবুর মুখে চোখে রাগের কোন চিহ্নই নেই। একগাল হেসে স্বাগত জানিয়ে নিয়ে গেলেন আমাদের। বাড়ির বাইরে জুতো খুলে ঢুকছে সকলে। আমাদের জন্য একটু বেশি খাতির। সামনের এক ফালি মাজা বারান্দায় রাখা আছে কতগুলি প্লাস্টিকের চেয়ার, সেখানে জুতো খুলে ভিতরে ঢুকলাম আমরা। 


অগণিত কুচোকাঁচা পরিবৃত হয়ে মায়ের কোলে শুয়ে খেলা করছিলেন জয় বাবু, আমাদের দর্শন করানোর জন্য R সাময়িক ভাবে কুচো ব্রিগেডকে বাইরে পাঠানো হল। ইত্যবসরে দাদুভাইকে সটান মায়ের কোল থেকে তুলে আমায় গছিয়ে দিলেন জহরবাবু। ছিমছাম ভদ্রলোক কিঞ্চিৎ টেকো, ধপধপে গাত্র বর্ণ, কপালে ধ্যাবড়া Kকাজলের টিপ,  পরণে ন্যাপি, তার ওপর নীলচে হাফ প্যান্ট এবং জামা থাকলেও মধ্যপ্রদেশ পুরো ফাঁকা। যেমন তুলতুলে তেমনি মসৃণ। গায়ে দুধ আর ট্যালকম পাউডার মেশানো মোহক সৌরভ। অচীরেই অনুধাবন করতে পারলাম, আমি ওনাকে আলিঙ্গন করে যতটা মন্ত্রমুগ্ধ, উনি মোটেই ততোটা পুলকিত নন। বরং উটকো লোকের আদরে বেশ বিরক্ত। 


Dজহরবাবুর গিন্নি বললেন, " আজ সকাল থেকেই বলছিলাম, দেখো এবারেও কেউ আসবে নি। আর লোকটা সমানে বলে চলেছে, 'না ম্যাডাম বলেছেন উনি আসবেন।' আপনারা আসাতে লোকটা যে কি খুশি আর গর্বিত হয়েছে কি বলব।" না বলতে পারলেও, বেশ বুঝতে পারছিলাম, 'লোকটা' হেব্বি খুশি। আমরা থাকতে অন্য কাউকে আর দাদুভাইয়ের কাছে ঘেঁষতেই R দিচ্ছিল না। দৌড়ে দৌড়ে গিয়ে কখনও কফি আনছিল, তো কখনও সবার জন্য জলের বোতলK। ওই যজ্ঞিবাড়িতে কোথা থেকে খুঁজে পেতে একরাশ মিষ্টি, নিমকি দিয়ে তিনটি প্লেট সাজিয়েও এনেছিল লোকটা। এসব খেলে আর নিমন্ত্রণ রক্ষা করব কি করে, বলে কোন মতে নিরস্ত করা হল তাকে।


ভোজনের ব্যবস্থা দোতলায়। সদ্য নির্মিত রেলিং- পলেস্তারা বিহীন খাড়া সিড়ি দিয়ে উঠতে হয় দোতলার ছাতে। ছাদের প্রথম অংশে মাটিতে আসন পেতে খেতে বসেছেন অভ্যাগত বর্গ।  আমাদের আরো তিন ধাপ সিঁড়ি ভেঙে উঠতে হল, পাশের ছাতে। আমাদের জন্য প্লাস্টিকের চেয়ার টেবিল। 

শুভাশিস- শান্তনু-নন্দন আগে থেকেই বলে রেখেছিল, নিরামিষ ভোজ হবে। কারণ গোবর্ধনধারী এসেছেন। গোবর্ধনধারী হলেন বালক শ্রীকৃষ্ণ, নাড়ুগোপাল আর রাধাস্বামীর মাঝামাঝি।  কষ্টি পাথরে নির্মিত, রুপার চোখ, মাথায় প্রকাণ্ড মুকুট, সর্বাঙ্গ গহনায় মোড়া। গোবর্ধনধারীর প্রবল ডিমান্ড এই চত্বরে। কোলাঘাট ব্লকের দেরিয়াচকে ওনার মন্দির। কিন্তু সেই মন্দিরে মোটেই থাকেন না গোবর্ধনধারী, তিনি ঘুরে বেড়ান ভক্তদের বাড়ি বাড়ি। কারো বাড়িতে শুভ কাজ হলে আগেভাগে ডেট নিতে হয় গোবর্ধনধারীর। পাঁচ ছয় মাসের আগে কোন ডেট মেলা ভার। একেক দিনে চার পাঁচ বাড়িতে দর্শন দেন গোবর্ধনধারী। আর এই পথ উনি অতিক্রম করেন পালকিতে। সেই পালকি বহনের ও নির্দিষ্ট লোক থাকে। তবে শর্ত একটাই, গোবর্ধনধারী নদী পার করবেন না।


গোবর্ধনধারীর প্রিয় খাদ্য নাকি,' বিছে কলা', অর্থাৎ বীজ সমেত কাঁচা কলা। রাস্তায় কোথাও যদি বিছে কলার কাঁদি দেখতে পান উনি, তাহলে নাকি এমন লোভ দেন যে পালকি প্রবল ভারী হয়ে যায়, আর তাঁকে নড়ানোই যায় না।


গোবর্ধনধারী যখন আসেন সঙ্গে পাঁচক ঠাকুরও নিয়ে আসেন। প্রয়োজনে যারা হাজার বারোশো নিমন্ত্রিত লোকেরও রান্না করে দেয়। উনি এলে বিনা নিমন্ত্রণেও সেখানে ভিড় জমায় ভক্তবৃন্দ, মাটিতে পাত পেড়ে সেবন করে প্রভুর প্রসাদ। ঠাকুরের মাহাত্ম্য এমনি, যে যতই লোক আসুক না কেন,ভোগ কোনদিন কম পড়ে না। আমার অবশ্য গোবর্ধনধারীর সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হল না। আমরা যাবার আগেই উনি সপার্ষদ রওনা দিয়েছেন অন্য ভক্তের গৃহে। ওনার প্রসাদ টুকু সেবন করতে পারলাম এটাই যথেষ্ট।


প্রসাদ বলতে তপ্ত ভাত, পরিবেশকের ভাষায় অন্ন, ঘরের খাঁটি গাওয়া ঘি, চার রকমের তরকারি। যার মধ্যে যেমন ছিল শুক্ত, তেমনি ছিল বিখ্যাত বিছে কলার তরকারি। এছাড়া ধোঁয়া ওঠা ডাল, প্রচুর পোস্ত ছড়ানো আলু ভাজা, চাটনি থুড়ি অম্বল, পরমান্ন, মিষ্টি এবং এলাচ গন্ধী চাপ চাপ লাল দই। সাথে জহর বাবুর হরি নাম।  খেয়েদেয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠছি, বৃদ্ধ এক গাল হেসে বললেন, " ম্যাডাম চলি যাচ্ছেন?চিন্তা করবেন নি, আমি পাঁচটার মধ্যে পৌঁছে যাব।" বলতে গেলাম, কে চিন্তা করছে, বলতে গেলাম, আজ আর নাই বা গেলেন, আজ তো আপনার দাদুভাইয়ের অন্নপ্রাশন। বললাম না, বললেই বা শুনছে কে? লোকটা তো আজ সকালে ও নটার মধ্যে এসে অফিস খুলে দিয়ে গেছে। সবই গোবর্ধনধারীর মহিমা।

অনির ডাইরি ১২ই অক্টোবর, ২০২৩

 


#অনিরডাইরি 

রোজ অফিসে বেরিয়ে, সর্বাগ্রে যেটা করি, তা হল  বাড়িতে ফোন। সাধারণতঃ সারাদিনে এই একবারই বার্তালাপ হয় জনকজননীর সাথে। হয় নৈমিত্তিক কুশল সমাচার আদানপ্রদান, " ঠিক আছ তো? শরীর- টরীর সব…" ইত্যাদি। দিন বদলালেও জিজ্ঞাস্য একই থাকে,  জবাবও একই আসে। "আমরা তো ভালোই আছি, তোরা কেমন আছিস? তুত্তুরীকে স্কুলে দিয়ে এলি".… ইত্যাদি প্রভৃতি। এর বেশি বলার মত কথা, তেমন কিছু খুঁজেও পাই না  আমরা। 


সেদিন, এইসব কথার মাঝে মা জিজ্ঞাসা করল,"কবে আসছিস?" আসা মানে কালীপুজোয় পিত্রালয় গমন। এই তো একাদশীর দিন ফিরলাম, আবার বাক্সপ্যাঁটরা গুছিয়ে যেতে হবে ভাবলেই, "কুন কুন জায়গায়" যে ব্যথা জেগে ওঠে কি বলব। সেটাই বললাম মাকে, বোঝালাম, এবার নাও যেতে পারি। মাসিক টাকাপয়সা গুলো তুলে একদিন দিয়ে আসব খন।

" তোমরা তাহলে এবার কালীপুজোয় আসছ না?" পরের দিন আবার একই প্রশ্ন করে বাবা। বোঝাই, পেটের ধান্ধায় দৈনন্দিন এই দেড়শ কিলোমিটার যাতায়াতে ভিতর থেকে ক্ষয়ে যাচ্ছি আমি। এর উপর সরকারি চাকরগিরি করার হাজার অত্যাচার, অফিস সামলে বাড়ি ফিরে মেয়েকে পড়ানো, সব মিলিয়ে জর্জরিত আমি। চুপ করে শোনে বাবা। অপরাধবোধ হয়, নিজের অপারগতায়। বলি, এবার না হয় তোমরা দুজনেই খুব আনন্দ করে দীপাবলী কাটালে, আমাজন থেকে স্পেশাল মোমবাতি অর্ডার দিয়ে দিচ্ছি, বাড়ি পৌঁছে যাবে।


"কেন?" ওপার থেকে ভেসে আসে বাবার মন কেমন করা কণ্ঠস্বর, "কে জ্বালাবে? তোমরা আসলে, তবেই খণ্ডহরে দেওয়ালি। বাতি জ্বালাবার সামর্থ্য আমাদের আর নেই। কালীপুজোর দিন বড়জোর বারান্দা আর বাইরের আলো গুলো জ্বেলে দেব আমরা। ব্যাস।" সেদিনের মতো দূরাভাষে কথাবার্তা ওই পর্যন্ত হলেও, বুকের ভিতর কুরেকুরে কেউ যেন লিখতে থাকে, কানের কাছে বলতে থাকে, বার বার, "তোমরা এলে, তবেই খণ্ডহরে দেওয়ালি।"


কালীপুজোর ছুটিতে কবে কি করব সেই পরিকল্পনা হয়ে গিয়েছিল আমাদের। শেষ মুহূর্তে ঝাড়াই-বাছাইয়ের সময় খুলে বললাম শৌভিককে। জানতে চাইলাম, কি করি বল তো। ক্ষণিক ভেবে আমার বর বলল," ক্রিকেটে, বেনিফিট অফ ডাউট সবসময় ব্যাটসম্যানের পক্ষেই যায়। যখন মনে  দ্বিধা দেখা দিয়েছে, চলেই যা।" এই না হলে আমার বর। জীবনেও কোন কিছুতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, নিজের মত জোর করে চাপিয়ে দেয় নি।


এরপর আর কি, বাক্স খাটের ভিতর থেকে বেরোয় চাকা লাগানো ব্যাগ। কালী পুজোর আগের রাতে গোছগাছ মিটতে মিটতে বেজে যায় রাত একটা। পুজোর দিন অ্যালার্ম দিয়ে কাক ভরে উঠে পড়ি আমি। যাবই যখন, সময় নষ্ট করে লাভ কি। মেয়েকে ঠেলে তুলি, হেমন্তী প্রভাতে কাঁপতে কাঁপতে স্নান, পুজো সেরে, এক কাপ কেলে কফি খেয়ে বেরিয়ে পড়ি হাওড়ার উদ্দেশ্যে। যাচ্ছি মাত্র দিন চারেকের জন্য অথচ জামা কাপড় নিয়েছি ব্যাগ ভর্তি করে। নিয়েছি রং বেরংয়ের প্রদীপ, মোমবাতি, রংলী বানানোর উপকরণ, দীপাবলী উপলক্ষে উপহার পাওয়া শুকনো ফল, মিষ্টি, এমনকি মায়ের ফরমাইশি তুলসী গাছও।


বাড়ির গলিতে যখন বামাল সমেত ঢুকছি আমরা মা-মেয়ে, জনৈক প্রতিবেশী ছুটে এসে টব সমেত তুলসী গাছটা নিতে চায় তুত্তুরীর হাত থেকে। "আহারে, মেয়েটার কত কষ্ট হচ্ছে এত বড় টব বইতে।" টবটাকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে তুত্তুরী, হাসি মুখে প্রত্যাখ্যান করে সহৃদয় সহায়তার প্রস্তাব। অতঃপর তিনি হাত বাড়ান আমার ভারী ব্যাগগুলির দিকে। " তুই তো দে, বাড়ি পৌঁছে দিয়ে আসি।" আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিরস্ত করি আমিও। আমরা হলাম যাকে বলে শক্তপোক্ত স্বাধীনচেতা নারী, নিজেদের মোট নিজেরাই বইতে পারি।

আজ আমাদের চাটুজ্জে বাড়িতে দীপান্বিতা লক্ষ্মীপুজো। সবার ব্যস্ততা চরমে। একদিকে ভোগ রান্না হচ্ছে তো অন্য দিকে চাল গুড়ি দিয়ে কলার পেটোর ওপর বানানো হচ্ছে ১৪ প্রদীপ। চতুর্মুখী সুখ প্রদীপ। এরপর বানানো হবে বাক্সপ্যাঁটরা  সমেত লক্ষ্মী নারায়ণ কুবের। তারপর গড়া হবে গোবরের লক্ষ্মী। সায়াহ্নে কুলো পিটিয়ে তাকে বিদেয় জানানো হবে চৌ রাস্তার মুখে। এসব মিটলে বানানো হবে রঙলী।

দিন ঢলে, সন্ধ্যা নামে, বৈঠক খানার সাদা মার্বেলের ওপর ফুটে ওঠে অয়নের হাতে বানানো দশ রঙা রঙলী। সাজানো হয় প্রদীপ দিয়ে। উৎসাহের আতিশয্যে, কাতরাতে কাতরাতেও মাটিতে বসে পড়ে পঁচাত্তরের মা আমার। বাবার 'খণ্ডহরে দিওয়ালির' প্রথম প্রদীপ জ্বলে ওঠে মায়ের হাতে। বাকি গুলো জ্বালানো নিয়ে আক্ষরিক অর্থে হাতাহাতি চলে বাবার দুই নাতিনাতনীর মধ্যে। সাময়িক ভাবে হলেও আলোক মালায় সেজে ওঠে প্রপিতামহের বানানো দেড়শ বছরের বুড়ো বাড়িটা। 

দক্ষিণের ছাত থেকে ভেসে আসে কোলাহল, হাজিরা দিতে হবে বাজি পোড়ানোর যজ্ঞে। নাহলে ব্যাপারটা নাকি তেমন জমছে না। ঘাসে ঢেকে যাওয়া পরিত্যক্ত পূবের উঠোন পেরোতে পেরোতে ফিরে তাকাই একবার বাড়িটার দিকে, কানে বেজে ওঠে জনৈক মাতৃসমার গর্বিত উক্তি, আজ সকালেই বলছিলেন উনি, "তোর কথা আমি প্রায়ই বলি জানিস। সবাইকে বলি। তুই কেমন সব দিক সামলাস।  আমাদের বাড়ির মেয়েটা জানিস, বিয়ে হয়ে ইস্তক আর আসতেই চায় না। ওর বর নাকি পছন্দ করে না, ঘনঘন বাপের বাড়ি যাওয়া। এটা কেমন কথা বল তো? মেয়ের বাড়ির লোক বলে আমাদের কি মন নেই?" 


ভদ্রমহিলা মোটেই আবেগপ্রবণ নন, বরং বেশ ঠোঁটকাটা। এই প্রথম নিজের প্রশংসা শুনলাম ওনার মুখে, জীবনের চারটে দশক পেরিয়ে। দ্রবীভূত হয়ে পড়েছিলাম আবেগে, সামলে নিয়ে চরণ স্পর্শ করে বলেছিলাম, কতটা পারি জানি না, আশির্বাদ করো যেন সত্যিই সবদিক সমান তালে সামলাতে পারি। না পারলে আমার যে কোন উপায় নেই। আমি এলে, আমি পারলে তবেই না "খণ্ডহরে দিওয়ালি"।আমাকে যে পারতেই হবে।

অনির ডাইরি ১০ই নভেম্বর, ২০২৩

 

#তাম্রলিপ্তকড়চা #অনিরডাইরি 

এই তো সেদিনের কথা,পুজোর ছুটির পর সদ্য খুলেছে অফিস। বাতাসে হেমন্তের শিরশিরে আগমনী বার্তা, রোদে লেগেছে পশমী উষ্ণতা। সর্বত্র আলসেমি আর গা ছাড়া ভাব। আর তো মেরেকেটে দু সপ্তাহ, গয়ংগচ্ছ করে কাটিয়ে দিলেই হল। তারপরই এসে হাজির হবেন উলঙ্গিনী। আসমুদ্র হিমাচল আবার ভেসে যাবে উৎসবের আবহে। 

 

সোমবারের বারবেলায় অলক্ষে কে যে হেসেছিল। ঢং করে মেসেজ ঢুকল, সেদিনই সন্ধ্যায় ভিসি করবেন মহামহিম, যাতে হাজিরা বাধত্যামূলক। ভিসি গড়াল সন্ধ্যা সাড়ে সাতটা অবধি। মহামহিম বললেন," লেবার ডিপার্টমেন্ট পারবে না,তোমরা একটু দেখ।" ইয়েস স্যার বলতে ব্যস্ত রথীমহারথীদের পিছনের সারির ভিড়ে মিশে থাকা কালো মাথা, বলতে পারলাম না, কি পারব না স্যার? রাজ্য জুড়ে অসংগঠিত ক্ষেত্রে পৌনে দুই কোটি মানুষকে পরিষেবা দিই আমরা। সংগঠিত ক্ষেত্রকে জুড়লে সংখ্যাটা আরো অনেক অনেক বেশি। এই তো দুয়ারে সরকারে এত গুলো সার্ভিস ডোলিভারি করলাম আমরা আর এই তুচ্ছ কাজটা পারব নি?


তবে জেলা প্রশাসনকে বড় মুখ করে বলে এলাম, আমাদের কাজ, আমরাই করে নিব। আপনাদের এমনিতেই এত্ত চাপ, সংসদীয় নির্বাচন আসতেছে, খামোখা এর মধ্যে আর আমাদের জন্য বিব্রত হতে হবেনি। যদি কোন প্রয়োজন বা সমস্যা হয় অবশ্যই জানাব। 


বলে এলাম, নিজের টিমের প্রতি অখণ্ড ভরসা থেকে।  সময় যে এমন চাল চালবে, কে জানত। দিন রাত ছোটে, দৌড়য় আমাদের কালেক্টিং এজেন্ট/ এসএলও থেকে সিকেসিও, ইন্সপেক্টরেরা। ফোন করে গালাগাল খায় সাধারণ মানুষের। জেলা থেকে জেলায় ঘোরে সেই সব রেকর্ডেড মেসেজ। শেষ অক্টোবরেও জলমগ্ন ছিল পূব মেদিনীপুরের বিভিন্ন গ্রাম, হাঁটু ভাঙা জল ঠেলেও ঘোরে আমার লোকজন, ঘোরে বাড়ি বাড়ি। খুঁজে বেড়ায় হারানিধি। তদারকি করে, চাপ দেয়, রিপোর্ট বানায়, ডিজিটাইজ করে ওরা। অথচ কোন ভোজবাজিতে যেন কেবল পিছিয়েই পড়তে থাকি আমরা।


 রোজ ঝাড় খায় বড় সাহেব আর আমি। সবার এক বুলি, ‘নম্বর বাড়াও ইয়ার, নম্বর বাড়াও।’  নম্বর কি মুড়িমুড়কি, চাইলেই বাড়ানো যায় নাকি। বড় সাহেবের কড়া হুকুম, নম্বরের ইঁদুর দৌড়ে আমরা সামিল হব না। খিস্তি খেলে খাব, রিপোর্ট জল মেশাব না কিছুতে। শ্যাম রাখি, না কুল রাখি- এই দ্বন্দ্বে নাকানিচোবানি খাই শান্তনু আর আমি। যেখানে যত ডেটা বেস আছে নামিয়ে চলে আমাদের সমীক্ষা, ব্যাটারা ভোজবাজি টো করছে কুথায়? কিভাবে এত্ত পিছিয়ে পড়ছি আমরা। পুরাণ জং ধরা দপ্তরী কম্পিউটারের সাধ্য কি, অলীক ব্যাপারস্যাপার ধরার। তিনি বাবু দিব্য ঝুলন্ত, ঘুমন্ত হয়ে পড়ে থাকেন। রক্তচাপ বাড়ে আমাদের।


এত্ত এত্ত চাপে যখন আকন্ঠ নিমগ্ন, স্ট্রেস পেইনে জর্জরিত সকলে, তখন এক মিটিং এ এমনিই বললাম আমি, " হ্যাঁ গো, এবার আমাদের অফিসে দীপাবলি হবে নি?" সামনে বসে থাকা ক্লান্ত, কোটরগত দেড় ডজন চোখ পলকে ভ্যাবলা হয়ে যায়। তারপর সকলের মুখচোখের ওপর খেলে যায় অবিশ্বাসের রৌদ্রছায়া, কি বলছেন কি ম্যাডাম, মাথা টাথা খারাপ হল নাকি। একে নির্বাচনী কাজ তার ওপর দপ্তরের হাজারো " ডু ইট নাও" মার্কা চাপ, সবার ওপর এই সমীক্ষা আর পিছিয়ে পড়ার খেউড় গান, এর মধ্যে দীপাবলি! 


বললাম, হোক না, আমার মা আর জ্যাঠাইমা ছোট থেকে শিখিয়েছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। কাজের চাপ তো সারা বছরই চলবে। DA মামলা যেমন গড়াবে জন্ম থেকে জন্মান্তরে, ন্যায্য প্রাপ্য - পদ - সম্মান- পরিকাঠামো কোনদিনই জনগণ চাকর গিরিতে জুটবে না, এগুলো তো নিত্য সত্য।  তাই বলে কি বাঁচতে ভুলে যাব আমরা? এই উৎসব গুলোই তো সামান্য নিঃশ্বাস নেবার সময়।


তারপর আর কি, বাক্সপ্যাঁটরা হাঁটকে বেরোয়, গেল দীপাবলির আলোক মালা, যার কিছুতে আবার দাঁতে শান দিয়েছে কালেক্টরেটের মহা পরাক্রমী ইঁদুর গুষ্টি। বাদ দিয়ে কেটে, ছেঁটে, দুয়েকটা কিনে এনে হলুদ-সবুজ-লাল-গোলাপী আলোর মালায় সেজে ওঠে আমাদের আঞ্চলিক শ্রম দপ্তর। নিমন্ত্রণ জানানো হয় সমস্ত কর্মচারী থেকে SLO - CA দের। কাজ মিটিয়ে, সবাই আসুন। সামিল হোন আমাদের রং আর আলোর উৎসবে। আসুন দুদণ্ড স্বস্তির বাতাস ভরে নিই ফুসফুসে।  তবে এমনি এলে হবে নি, এসে বানাতে হবে রঙলী। জ্বালাতে হবে প্রদীপ। প্রদীপ, মোমবাতি আর সামান্য রং যোগান দিব আমরাই। যদি পারেন তো নিয়ে আসুন রং, চুড়ি, ছাঁকনি, চামচ, কাঁটা চামচ ইত্যাদি, রঙলী বানাতে যা যা অবশ্য প্রয়োজনীয়। 


অধিকাংশই আল্পনার সাথে পরিচিত থাকলেও কখনও বানায়নি রঙলী। বেশির ভাগই প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, সন্ধ্যা প্রগাঢ় হলে বা রাত নামলে চলে না বাস বা টোটো, তাতে কি। তাতেও উৎসাহে পড়েনি ভাঁটা। বিকাল নামার সাথে সাথেই জমিয়ে বসে পড়েছে লোকজন, জীবনের প্রথম রঙলী করতে। মফঃস্বল শহর আমাদের, আশেপাশের দোকান ঘুরে ও চার প্যাকেটের বেশি মেলেনি রঙলীর রং। নভোনীল বাবু হায় হায় করেছেন," ইশ যদি একবার যাওয়া যেত মহানগর, সত্যনারায়ণ পার্কের সামনে ঢেলে বিকোয় ম্যাডাম।" সে অবকাশ মিললে তবে তো।আর আমাদের সাধ্যও যা সীমিত। 

সকলের উৎসাহ আর উদ্দীপনার দাপটে জাস্ট উড়ে গেছে আমাদের রং, নিয়ে আসা হয়েছে আবির। ফুরিয়েছে আবির, তো নিয়ে আসা হয়েছে আটা, কিন্তু হাল ছাড়েনি কেউ। নব্য প্রশাসনিক ভবনের তিন তলার করিডোর জুড়ে ফুটে উঠেছে একের পর এক কল্পনার ছায়া-মায়াচিত্র।


দীপাবলির আগের সন্ধ্যার শেষ অফিস, একে একে নিভে যাচ্ছে অন্যান্য দপ্তর গুলির আলো, আর আমাদের ক্ষুদ্র অকিঞ্চিৎ দপ্তর, আর তার সামনের দালান তখন ভেসে যাচ্ছে আলো আর রঙের প্লাবনে। মন খারাপ করে বসেছিল সৌম্য, শুভদীপ্ত আর যশুয়া টেনে নামিয়েছে মাটিতে। "চল হাত লাগাই"। রিপোর্ট বানানো ছাড়িয়ে শান্তনুকে টেনে করিডোরে নামিয়েছে অরূপ, হয়ে যাবে, হয়ে যাবে। সব হয়ে যাবে। দৌড়ে দৌড়ে তদারকি করেছেন হক বাবু, ঘুরে ঘুরে দেখেছেন উৎসাহ দিয়েছেন নভোনীল বাবু। আর আমি কি করেছি, সত্যি বলছি আমি কিছু করিনি। আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি, প্রতিটা রোমকূপে ভরে নিয়েছি আজকের দিনটার প্রতিটা মুহূর্ত। বদলির চাকরি আমাদের, পরিযায়ী পাখির মত আজ এখানে আছি, কে জানে কাল কে কোথায় থাকব। সঙ্গে করে নিয়ে যাব, কেবল এই ভালোলাগা আর সুখ স্মৃতি গুলো। এই তো জীবন কালি দা -

Monday, 6 November 2023

অনির পুজোর ডাইরি, ২০২৩

 

 পর্ব -  ১

#অনির_পুজোর_ডাইরি #অনিরডাইরি 


পুজো আসতে বাকি, আর মাত্রই কয়েক সপ্তাহ। তারপরই জনৈক বঙ্গ সন্তানের জলদ গম্ভীর কণ্ঠে ঘোষিত হবে, " আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির-।" আর তার ঠিক আট দিনের মাথায় আমাদের ট্রেন। ফি বছর ওমনিই তো বেরোই আমরা, অষ্টমী বা নবমীর দিন। 


এবারের গন্তব্য দক্ষিণ ভারতের এমন এক প্রত্যন্ত অঞ্চল, যার আশেপাশে দূরদূরান্তেও নেই কোন বিমানবন্দর। ট্রেন-ই একমাত্র ভরসা। তাও কেবল একটিই ট্রেন। সেই ট্রেনে যেতে সময় লাগে পাক্কা দুই রাত। টিকিটের জন্য বিগত বৎসর থেকে যুদ্ধ করে চলেছি আমরা, এ বছর যাবারটা জুটলেও, ফেরারটা ঝুলে আছে অপেক্ষমাণ তালিকায়। যাবার টিকিটেরই বা কি ছিরি, দুটো সাইড আপার একটা সাইড লোয়ার বার্থ জুটেছে, তাও কামরার তিন কোনায়।


বিগত তিন চার মাস ধরে প্রতি ভোরে ঘুম থেকে উঠেই, PNR স্ট্যাটাস চেক করি আমি। প্রতি রাতে শুতে যাবার আগে, চেক করে শৌভিক। অপেক্ষমাণ তালিকার তাতে কিস্যু যায় আসে না। আপদ ভারতীয় রেল, ওই পথে আরও গুটিকয় ট্রেন দিলেই তো পারে বাপু, তা নয়।


রবিবারের রাত, ঘড়ির কাঁটা সদ্য স্পর্শ করেছে মধ্যরাত, আর ঘন্টা ছয়েক পর থেকেই শুরু হয়ে যাবে সাপ্তাহিক যুদ্ধ। নিদ্রা দেবীকে মন প্রাণ দিয়ে ডাকছি, তার আসার কোন লক্ষণই নেই। বছর ঘুরে মা আসছেন, কিন্তু সেই আনন্দানুভূতি কেন যেন কিছুতেই আসছে না। বিগত এক মাস ধরে যা চলছে, প্রথমে শাশুড়ি মাকে নিয়ে যমেমানুষে টানাটানি, তারই মধ্যে শ্রীমতী তুত্তুরীর ষাণ্মাসিক পরীক্ষা,তার মধ্যেই দুয়ারে সরকারের পাগল করা চাপ, শৌভিকের নৈমিত্তিক পেশাদারী ঝঞ্ঝাট, সবার উপর এই টিকিট কনফার্মেশন এর জটিলতা। কেনাকাটাও হয়নি কিস্যু।  কাঁথি ছেড়ে নড়লে তবে না কেনাকাটি, ওই অনলাইনের ভরসায় যতটুকু হয়। রোজ রাতেই টেনশন করি আমি, যাঃ সব্বাই, সব কিনে নিলো গো। মোদের বুঝি আর জুটবে নি কিছুই। রোজ সকালে উঠে ভুলে যাই। 


কেমন যেন ঘেঁটে যাচ্ছে সব। সামলানো যাচ্ছে না কিছুই। টিকিট যাও বা কাটা হয়েছে, হোটেল গাড়ি বুকিং কিছুই করা হয়নি। মধ্যরাতের নিভৃতিতে সেই কথাই কইছিলাম দোঁহে, এবার কিন্তু করেই ফেলতে হবে সব। হাতে সময় আর নেই। একটা প্রকাণ্ড দীর্ঘশ্বাস হঠাৎ শৌভিক বলল, " দূর ওখানে আর যাবই না।পচা জায়গা।" সত্যি বলতে কি কথাটা অমনঃপূত হল না আমারও, এত ঝঞ্ঝাট করে যেতে মন চাইছে না মোটে। তবু নীরব থাকি। মোটা লোকদের আবার সব ব্যাপারে মতামত দিতে নেই। দিলেই কিভাবে যেন সব দায় এসে চাপে তাদের ঘাড়ে।  মাথার ওপর ঘট ঘট করে ঘুরতে থাকে বুড়ো শিলিং ফ্যানটা। জবাব না পেয়ে ঠেলে শৌভিক, "এই মধ্যপ্রদেশ যাবি?" 


এবার সিরিয়াসলি ধড়মড় করে উঠে বসি আমি,  আবার মধ্যপ্রদেশ? বিগত চারটে পুজোর মধ্যে তিনবারই গেছি ওই রাজ্যে। ওঙ্কারেশ্বর, মহেশ্বর, মান্ডু, উজ্জয়িনী, গোয়ালিয়ার, চান্দেরী, ওর্চা, শিবপুরী, ভীমবেটকা, ভোপাল, সাঁচি,বিদিশা সবই আমাদের ঘোরা। তাহলে?


উৎসাহ পেয়ে, উঠে বসে শৌভিক, মৃদু রাত আলোকের আলোয়, খাটের ওপর মুখোমুখি হাঁটু মুড়ে বসে চলে আমাদের গোল টেবিল বৈঠক। বৈঠকে শ্রীমতী তুত্তুরী অনুপস্থিত থাকলেও, এই আলোচনার মধ্যমণি তিনিই। মেয়ের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোর ওপর দুর্দম আকর্ষণ, ভারতের কোন প্রান্তে কটা সাইট এই তালিকায় ঢুকেছে, কটা ঢুকতে চলেছে, দিবারাত্র এই নিয়েই চর্চা করেন তিনি। সেই সূত্র ধরেই ঠিক হয়, খাজুরাহ আর মার্বেল রক দেখতে গেলে কেমন হয়। 


এতবার গেছি বলেই হয়তো পশ্চিমবঙ্গের বাইরে ভারতের এই অঙ্গরাজ্যটিকে এত আপন লাগে আমাদের। মধ্যপ্রদেশ ট্যুরিজমের দক্ষতা আর পেশাদারিত্ব অতুলনীয়। ভাষা বা খাদ্য সংক্রান্ত কোন জটিলতা কখনও হয় না। স্থানীয় মানুষজন অত্যন্ত বিনয়ী, আন্তরিক এবং ভদ্র। সেসব তো ঠিকই আছে, কিন্তু যাব কেমনে? এত বিলম্বে কি আর কিছুতে সিট বা বুকিং মিলবে আদৌ?


রাত সাড়ে বারোটায় খাজুরাহের নিকটবর্তী বিমানবন্দর দেখতে বসে শৌভিক। দেখা যায়,খাজুরাহতেই একখান এয়ারপোর্ট আছে বটে, তাও আন্তর্জাতিক মানের, কিন্তু কলকাতা থেকে কোন উড়োজাহাজ সেখানে অবতরণ করে না। বিমানবন্দর আছে জব্বলপুরেও, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট ও আছে,তবে ওয়ানস্টপ নয়। যেতে লাগবে ঘন্টা আটেক, আর টিকিটের দাম যা,বেচতে হবে কিডনি। 


অগত্যা পুনরায় শরণাপন্ন হতে হয় ভারতীয় রেলের। রাত একটায় জ্বলে ওঠে ঘরের আলো, দৌড়ে গিয়ে মধ্যপ্রদেশের চার ভাঁজ করা ম্যাপটা নিয়ে আসে শৌভিক। নিয়ে আসা হয় ল্যাপটপ। রাত দুটো-সোয়া দুটো অবধি, গুগল ম্যাপে ফেলে দুজনে দেখতে থাকি, কিভাবে যাওয়া যায়, কি কি দেখা যায় ইত্যাদি প্রভৃতি।  


দেখা যায়, ট্রেন তো আছে, কিন্তু যে দিন আমাদের ট্রেন ধরার কথা অর্থাৎ নবমীর দিন কলকাতা থেকে জব্বলপুর যাবার সমস্ত টিকিট ওয়েটিং লিস্টে চলে গেছে। "দূর ঘুমিয়ে পড়ি চল" হতাশ হয়ে বলি আমি। ঘড়িতে রাত দুটো কাল ভোরে শ্রীমতি তুত্তুরী স্কুল, আমাদের অফিস। এতক্ষণের উত্তেজিত নার্ভগুলির উপর দ্রুত নামছে হতাশার ক্লান্তি। দুই চোখে ঝপ করে নেমে আসছে গভীর নিদ্রার যবনিকা।


 শৌভিক ঘুমাতে দিলে তো, "একদম শুবি না। একটু ভাবতে দে-।" অন্ধকার ঘরে পায়চারি করতে করতে বলে শৌভিক। নিষেধ সত্ত্বেও ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়, শৌভিকের ঠেলার চোটে, আঁতকে উঠে বসলাম, " কি হয়েছে?" চোখের ওপর জোর পাওয়ারের আলো জ্বলছে, ল্যাপটপ, ম্যাপ, সরকারি ক্যালেন্ডার ছড়িয়ে আছে বিছানা জুড়ে। আমার মাথায় দুঘা তবলা বাজিয়ে তিনি বললেন, " এই দেখ, সব প্ল্যান করে ফেলেছি। মহালয়ার দুদিন আগে বেরোব আমরা। মাত্র চার দিন ছুটি নিলেই কেল্লা ফতে। সব ফাঁকা,যাতে চাইবি, তাতেই কনফার্ম বুকিং মিলবে। 


বন্ধ জানালা গলে পালায় ঘুম, ধড়মড় করে উঠে আয়েস করে বসি, এক কাপ চা হলে মন্দ হত নি, বলে দাঁত খিচুনি খাই। উল্টোদিকে একের পর এক হিসেব আর পরিকল্পনা বলতে থাকে শৌভিক, ভেবেচিন্তে সহমত বা দ্বিমত পোষণ করতে থাকি আমি। নাকচ ও হয় কিছু , ঘড়ির কাঁটা ছুটতে থাকে আপন গতিতে, তার থেকেও দ্রুত গতিতে ছোটে আমাদের মন আর মাথা। কানের পাশে কে যেন গুণগুণ করে ওঠে, " কাশ আর শিউলি পারফেক্ট পেয়ার, পুজো পুজো গন্ধ ইজ ফ্লোটিং ইন এয়ার।" এতদিনে মনে হচ্ছে তিনি আসছেন, আসছেন আনন্দকলস উপুড় করতে, সেই আনন্দের অংশীদার হতে হবে যে। এখনও কত কিছু বাকি, কে জানে কি হয় -

(চলবে)

পুনশ্চ - ছবিটি অজয়গড় দুর্গের। যাতে উঠতে নামতে সব মিলিয়ে ভাঙতে হয়েছিল প্রায় দেড় হাজার পাথুরে সিঁড়ি।


অনির পুজোর ডাইরি, ২০২৩

#অনিরডাইরি #অনির_পুজোর_ডাইরি 

পর্ব -২


সেদিন রবিবার, আসছে রবিবার থেকেই শুরু হয়ে যাবে নবরাত্রি। নগর কলকাতা ভেসে যাবে হুজুগে উৎসবমুখর জনপ্লাবনে। সন্ধ্যা নামছে মহানগরের বুক জুড়ে। কি যেন একটা টিভি প্রোগ্রাম দেখছিলেন শ্বশুরমশাই একাকী। বৃদ্ধ-বৃদ্ধার নিভৃত সংসারে অসময়ের দরজা ঘন্টির শব্দে বেশ বিরক্ত হয়েই দরজা খুললেন। 


একজোড়া সার্চ লাইট এর মত খর দৃষ্টি ঝপাং করে এসে পড়ল শৌভিক আর আমার মুখের উপর। কয়েক মুহূর্ত বুঝি স্তব্ধ হয়ে দাঁড়াল সময়। তারপর বৃদ্ধের দুই চোখে উপচে উঠল খুশির মহাপ্লাবন। "তোরা! এই অসময়ে-"। অসময়েই বটে, সেই কোন সকালে বেরিয়েছি কাঁথি থেকে, প্রথমে হাওড়া, তারপর দোঁহে কলকাতা। পাঁচ প্রিয়তম বৃদ্ধ-বৃদ্ধাকে পুজোর আগে এক ঝলক দেখার আশা নিয়ে।


হাওড়া আমায় আসতেই হতো, মাসিক টাকা-পয়সা তুলে দেবার জন্য, কলকাতাও যে সেই তালিকায় ঢুকবে গতরাতেও তা ঠিক ছিল না। বিগত দিন দিনেক ধরে কি যেন ইন্টারভিউ নিয়েছে শৌভিক । সপ্তাহান্ত হওয়া সত্ত্বেও জোটেনি বিশ্রাম, দুই চোখে গভীর ক্লান্তির কাজল। তাও লাফিয়ে লাফিয়ে আমার সঙ্গী হয়েছে। এক ঝলক বাপ মাকে দেখার জন্য। 


ঘন্টা তিনেক লেগেছে হাওড়া আসতে। হাওড়ায় এসেই বরকে বাবা-মায়ের কাছে গচ্ছিত রেখে হাওড়া ময়দান দৌড়েছি আমি। মাস দুয়েক আগে একখান সাধের ব্লাউজ কিনেছিলাম। পুজোর ব্যাগ গোছাতে গিয়ে দেখি দুই সাইজ ছোট। কি যে অসম্ভব মন খারাপ নিয়ে ছটফট করেছি গত দুই রাত। কোন ছোট্টবেলা থেকে মায়ের সাথে ওই দোকানে যাচ্ছি, একবার বলেই দেখি না, যদি পাল্টে দেয়। যা দাম এই ডিজাইনার ব্লাউজ গুলোর।


গোটা রাস্তা এই নিয়ে খিল্লি করতে করতে এসেছে আমার বর। হাওড়ায় এসে দোসর হয়েছে বাবাও। আলোচ্য একটাই, এমন বেখাপ্পা আব্দার শুনে কেমন আমায় পাগল ঠাউরাবে দোকানদার। খিল্লি করাই স্বাভাবিক। বিল-প্যাকেট কিস্যুই নাই আমার। কাঁথির এক অনামা মিষ্টির দোকানের খোলে ভরে এনেছি ব্লাউজটা। কার্যক্ষেত্রে যদিও ভিড়ের জন্য ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হলেও, জোটেনি কোন দুর্ব্যবহার। বুড়ো কর্মচারী, যাকে সবাই মামা বলে সম্বোধন করে, মেপে দেখিয়ে দিলেন যে মাপে কোন ভুল নেই। একটু সেলাই খুলতে হবে কেবল। সেটা ওঁরাই করে দেবেন, সময় লাগবে দিন চারেক।


চারদিন মাত্র? আমি তো পাক্কা বারো দিনের আগে ফিরছিই না এই শহরে। খুশির চোটে কুস্তি করে মায়ের আরও তিনটে ব্লাউজ কিনে যখন বাড়ি ফিরলাম, ঘড়িতে বেলা তিনটে। তখনও অভুক্ত বসে আছেন আমার জনক জননী। জামাই সামলাচ্ছেন যত্ন করে। এ এমন জামাই যে, চা, মিষ্টি, জাঙ্ক ফুড কিচ্ছু খায় না, ঘড়ি ধরে খায়, অসময়ে কিছু দাঁতে কাটে না। সে যাই হোক, অভুক্ত জামাইয়ের সামনে ওমন হাউহাউ করে খাওয়া যায় নাকি, অতএব -।


আসল কথা হল, আমরা কেউই বাবামায়েদের বিব্রত করতে চাই না। যাদের এই বয়সে সামান্য নড়তে দম বেরিয়ে যায়, পাঁচ মিনিট দাঁড়াতে হাঁটু কাঁপে, এক ধাপ সিঁড়ি ওঠানামা করতে লাঠি হলে ভালো হয়, তাদের কাছে আবার আপ্যায়ন কি? একই কথা প্রযোজ্য শ্বশুর-শাশুড়ির ক্ষেত্রেও। তাই হাওড়া থেকে বেরিয়ে, মলে খেয়ে ঢুকেছি আমরা। ভ্যাটভ্যাটে সাদা, জলের মত পাতলা চিজ সসওয়ালা পাস্তা আর গার্লিক ব্রেড। তাতে পকেটে যত বড় ফুটো হল, পাকস্থলী তেমন ভরল কই? উল্টে শ্রীমতি তুত্তুরী রেগে প্রবল হাত-পা ছুঁড়ছেন কাঁথিতে, "মাকে আলাদা পেলেই যত ভালো-মন্দ খাওয়াও।"


সেই গল্পই করলাম আমরা। দীর্ঘদিন বাদে মহানগরের পা রেখে কেমন বেমানান, বেকুব লাগে নিজেদের, তিলোত্তমার রূপে প্রানোচ্ছলতায় কেমন জুড়িয়ে যায় চোখ, পুড়িয়ে যায় চোখ, জিনিসপত্রের দাম দেখে কেমন কপালে ওঠে চোখ ইত্যাদি প্রভৃতি। তুত্তুরীকে আনিনি বলে সামান্য অনুযোগ করলেন শ্বশুরমশাই। আজই ফিরে যাব আমরা। এতটা যাতায়াত করতে ওর বড় কষ্ট হত, কাল ভোরে আবার স্কুল- বলতে বলতে থমকে গেলাম দোঁহে, রান্নাঘর থেকে গটগট করে বেরিয়ে আসছেন শাশুড়ি মাতা, একহাতে বৃদ্ধর জন্য চা অন্য হাতে, বগলে একাধিক বিস্কুটের ডাব্বা।


সত্যি দেখছি, না স্বপ্ন! এই তো মাস খানেক আগের কথা, জবরদস্তি যখন কলকাতা থেকে কাঁথি নিয়ে গিয়েছিল শৌভিক, গাড়ি থেকে ধরাধরি করে নামাতে হয়েছিল বৃদ্ধাকে। ওনার অবস্থা দেখে, আঁতকে উঠেছিলাম আমি আর তুত্তুরী। পূর্ণিমার চাঁদের মত গাত্রবর্ণে, পড়েছিল পুরো কালির পরত। দশাসই চেহারার অস্থিগুলোকে কোনমতে আঁকড়ে ঝুলছিল লোলচর্ম। জড়িয়ে যাচ্ছিল কথা, পায়ের পর পা ফেলতেও থমকাচ্ছিলেন,টলছিলেন, হুমড়ি খেয়ে পড়ছিলেন। 


অবস্থা যে এতটা সঙ্গীন আমরা বুঝতেই পারিনি। শ্বশুরমশাই প্রায়ই বলতেন," জ্বর আসছে।" আর পাঁচটা বাঙালি বাড়ির মতই, জ্বর এলে প্রতিরক্ষার প্রথম লাইন হিসেবে দেওয়া হত প্যারাসিটামল। দিলেই পালাত জ্বর, আবার দিন তিনেক বাদে ফিরে আসত দল বল নিয়ে। সাথে যোগ হল যখন তখন মাথা ঘুরে পড়ে যাওয়া, আর সাংঘাতিক রকমের ডুমোডুমো রাশ।


অতঃপর পাড়ার ডাক্তার, টেস্ট, ওষুধ এবং পথ্য। ধরা পড়ে না কিছুই। উদ্বেগ বাড়ায় কেবলই হিমোগ্লোবিনের পরিমাণ। ২০২২ এ ভয়ানক কমে গিয়েছিল হিমোগ্লোবিন, নেমে গিয়েছিল সাড়ে তিন।পাক্কা ছয় বোতল রক্ত দিতে হয়েছিল, যার মধ্যে দু বোতল দিয়েছিল তমলুক মহকুমা শাসকের বাহনচালক পলাশ আর ডেপুটি ম্যাজিস্ট্রেট অঞ্জন চৌধুরী সাহেব। তারপর থেকে আয়রন রিচ খাবারদাবার, ওষুধ দেওয়া হয় ওনাকে, থাকেন পেশাদার আয়ার তত্ত্বাবধানে। তারপরেও সাড়ে পাঁচ হিমোগ্লোবিন নামে কি করে?


উদ্বেগের মধ্যেই একের পর এক ডাক্তার বদলান শ্বশুরমশাই, নিয়ে যান মহানগরের বড় থেকে বড়তর হসপিটালে। কিন্তু ব্যর্থ হয় সবাই। জ্বর সেই আসতেই থাকে, উনি বারবার উল্টে পড়ে যেতেই থাকেন। অবস্থা শেষ পর্যন্ত এমন দাঁড়ায় যে উচ্চ তাপমাত্রায় সংজ্ঞা হারিয়ে ফেলেন শাশুড়ি মা। তড়িঘড়ি শ্বশুরমশাই আর প্রতিবেশী পট্টনায়ক কাকু মিলে নিয়ে যান এক সুপার স্পেশালিটি হাসপাতালের ইমারজেন্সিতে। খবর পেয়ে সব কাজ ফেলে কলকাতা ছুটে যায় শৌভিক, পৌঁছাতে লাগে ঘন্টা চারেক, গিয়ে দেখে ওই জ্বর কমানোর ইনজেকশন দিয়ে ফেরৎ পাঠিয়ে দিয়েছে হাসপাতাল। সামান্য কিছু ওষুধ দিয়েছে, যা এমনিই সবার ঘরে থাকে। 


 মহানগর ডাহা ফেল করার পর নিছক কথা প্রসঙ্গেই কাঁথির সরকারি হাসপাতালের ডাক্তার বাবুকে ব্যাপারটা জানানো হয় । সাম্প্রতিক টেস্ট রিপোর্টগুলি বুড়ো শ্বশুরমশাই হোয়াটসঅ্যাপ করতে পারেন না বলে, ফোনে জেনে-টুকে দেখানো হয় ওনাকে।


এক প্রত্যন্ত অঞ্চলের সরকারি হাসপাতালের ডাক্তারবাবুর প্রথম বক্তব্যই ছিল, বারবার ঘুরিয়ে ফিরিয়ে করানো, এসব মূল্যবান টেস্ট দেখে বোঝা যাচ্ছে, যে ওনার কি হয়নি। কিন্তু কি হয়েছে, সেই টেস্ট বা তার রিপোর্ট কোথায়? একটা সাদামাটা রক্তের পরীক্ষা করতে দেন উনি। রিপোর্ট কি এলে চিকিৎসা করা সহজ তাও জানিয়ে দেন আগে ভাগে। আর যদি তা না আসে, তাহলে খারাপতম ব্যাপারটার জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে বলেন। 


রিপোর্ট হুবহু মিলে যায় ওনার ভবিষৎ বাণীর সাথে। এরপর আর সময় নষ্ট না করে বুড়োবুড়িকে সোজা নিয়ে আসা হয় কাঁথি। স্বচক্ষে বৃদ্ধাকে প্রত্যক্ষ করে ডাক্তারবাবু জানান এটা সেপসিস। কোন সাংঘাতিক ইনফেকশন হয়েছে ভদ্রমহিলার। যার মূল জীবাণু,এতদিন ধরে এতজন ডাক্তারের দেওয়া অ্যান্টি বায়োটিকে মরে গেলেও ছেড়ে গেছে তার বিষ। সেই বিষের দহনেই বিগত বছরে হিমোগ্লবিন নেমেছিল সাড়ে তিন। 


জানান, পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে, সর্বাগ্রে শিরায় দিতে হবে চড়াতম ডোজের অ্যান্টিবায়োটিক।দিতে হবে গোটা পনেরো। তবে ইতিমধ্যেই অনেক দেরী হয়ে গেছে, এমতবস্থায় গোটা ছয়েক অ্যান্টিবায়োটিক যদি উনি নিতে পারেন,তবেই আশা আছে, অন্যথা খারাপতম ঘটনার জন্য যেন আমরা মানসিক ভাবে প্রস্তুত থাকি। 


এরপরের দুই সপ্তাহ যে কি অসম লড়াই করেছিলেন ভদ্রমহিলা আর তার জ্যেষ্ঠ পুত্র, তার সাক্ষী বৃদ্ধ শ্বশুরমশাই, তুত্তুরী আর আমি। একদিকে চড়া অ্যান্টিবায়োটিক, অন্য দিকে রক্তরস দিতে হচ্ছিল বৃদ্ধাকে। প্রতি দেড় দিনের মাথায় বদল করতে হচ্ছিল হাতের চ্যানেল। সে যাতনা চোখে দেখা যায় না। যেদিন ডাক্তার বাবু ছাড়পত্র দিলেন, যে এবার উনি সুস্থ, সেটা ছিল শৌভিক এর জন্মদিনের আগের রাত। জন্মদিনের সেরা উপহার। 


 তবে সেদিনও ভাবিনি আর কখনও ভদ্রমহিলাকে এই রূপে দেখতে পাব। তখনও হাঁটতে গিয়ে থরথর করে কাঁপছিলেন উনি। তখনও জড়িয়ে যাচ্ছিল কথা। আজ, সেই মহিলা নিষেধ করা সত্ত্বেও নিজে হাতে চা করে খাওয়ালেন আমাদের,মুখের সামনে সুন্দর করে সাজিয়ে ধরলেন কেক আর বিস্কুট। এঁটো কাপ গুলো মাজতে গেলাম তো হাত থেকে কেড়ে নিলেন জোর করে, এও কি সত্যি!


রাত বাড়ছে, উঠে পড়লাম আমরা। কাল আবার অফিস। মহালয়ার দুদিন আগে থেকে ছুটি চেয়েছি দোঁহে, পঞ্চমী থেকে সারা পুজো ঘাঁটি আঁকড়ে মহকুমা সামলাবে শৌভিক । তার আগে কয়েকদিনের জন্য বেড়াতে যাব আমরা। ফলে পুজোর মধ্যে আর সাক্ষাৎ হবে না আমাদের সাথে। এর পর যখন আসব, ততদিনে বিদেয় নেবেন দশ ভূজা। তবে এখনই সে কথা ভেবে কি লাভ। আনন্দ কলস পূর্ণ হতে যে এখনও ঢের দেরী। 

(চলবে) 

পুনশ্চ - ছবিতে সকাল সাতটার পান্না


অনির পুজোর ডাইরি, ২০২৩

 পর্ব ৩

#অনির_পুজোর_ডাইরি #অনিরডাইরি 

আর মাত্র ঘন্টা আধেক, তারপরেই বেজে উঠবে সেই বহুকাঙ্খিত বাঁশি খানা। হেলতে দুলতে গড়াতে শুরু করবে ট্রেনের চাকা। বিগত কয়েকদিনে যেই প্রশ্ন করেছে, " পুজোয় কোথাও যাচ্ছ নাকি?" একই জবাব দিয়েছি আমি, টিকিট তো কাটা আছে মধ্যপ্রদেশের, তবে ট্রেনের চাকা না গড়ানো পর্যন্ত বলতে পারি না, যে যাচ্ছি। 


আর আধ ঘণ্টার মধ্যেই হয়ে যাবে ফয়সালা, যাচ্ছি, নাকি যাচ্ছি না। কি যে অসীম উদ্বেগে কে









টেছে বিগত কয়েকটা দিন। উদ্বেগ দুই বাড়ির বাবা মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে, উদ্বেগ তুত্তুরীর স্কুলের ছুটি না পড়া নিয়ে, উদ্বেগ আমাদের ছুটি অনুমোদিত হওয়া/ না হওয়া নিয়ে। আজ যখন হাওড়া স্টেশন থেকে মাত্র পাঁচশ মিটার দূরে আছি, এবার তো কেটে যাবার কথা সব বাদল। মুখোশের মত টুপটাপ ঝরে যাওয়া উচিৎ যাবতীয় উদ্বেগের অবগুণ্ঠন। 


ছুটি অনুমোদনের পূর্ব শর্ত মেনে পঞ্চমীর ভোর রাতে কাঁথি ফিরে আসবে শৌভিক। বাকি পুজোটা "একা কুম্ভ" হয়ে ঘাঁটি গেড়ে পড়ে থাকবে কাঁথিতে।আমি আর তুত্তুরী অবশ্যই থাকব না। আমাদের কাছে পুজো মানেই প্রাণের শহর, হাওড়া। পঞ্চমীর মধ্যরাত্রে ট্রেন থেকে নেমে সবাহন শৌভিক, সবৎসা আমায় ছেড়ে আসবে পিত্রালয়।


ব্যাপারখানা লেখা যতটা সহজ, আদতে গোজগাছ করাটা ছিল ততটাই জটিল। কাঁথির নিবাস খালি করে, তিন ব্যাগ প্যাকিং করতে হয়েছে আমায়। বামাল সমেত দুটো ঢাউস ব্যাগ আগেভাগে গিয়ে রেখে আসতে হয়েছে হাওড়ায়। কারণ বেড়াতে গিয়ে যে পোশাক পরব তা পুজোর দিনে পরা যায় না, আবার পুজোর সাজে ভ্রমণ অসম্ভব, ইত্যাদি প্রভৃতি। প্রায় অরভিন রোমেলের মতো ছক কষে সামলাতে হয়েছে সব রণাঙ্গন।


প্যাকিংয়ে বিন্দুমাত্র সহায়তা করতে পারেনি আমার বর। পুজোর ছুটি পড়ার আগেই ছুটি নেওয়ায়, জমা কাজ শেষ করতেই নাভিশ্বাস উঠেছে লোকটার। গতকাল বাড়ি ফিরেছে রাত পৌনে দশটায়, তার পাক্কা সাড়ে এগারো ঘণ্টার মধ্যে পোঁটলাপুঁটলি সমেত রওনা দিয়েছি আমরা। ট্রেন বেলা একটা দশের শক্তিপুঞ্জ এক্সপ্রেস। একটায় ট্রেন ধরতে, নটায় বেরোনো নিয়ে প্রবল আপত্তি ছিল শৌভিকের। নূপুর বাবু ছাড়তে যাবেন সঙ্গে সিকিউরিটিও থাকবে, তিন ঘন্টায় আরামসে পৌঁছে যাব হাওড়া। দশটা না হলেও সাড়ে নটায় তো বেরোলেই হয়।


উভয়ের মধ্যস্থতায় সোয়া নটায় বেরিয়েছি আমরা। নিয়মানুবর্তিতার কোন অপবাদ এই ট্রেনের নাই, ফলে আগামী অন্তত ২৬ টি ঘণ্টা আমাদের কাটতে চলেছে ট্রেনেই।তাই সবথেকে আরামদায়ক আর ঘরোয়া পোশাকে রওনা দিয়েছি আমরা, পেট ভরে খেয়ে রওনা দিয়েছি আমরা। ট্রেনে কোন প্যান্ট্রি কার নাই, ফলে স্যান্ডউইচ আর মিষ্টি সুখ নিয়েছি বাক্স ভর্তি করে।


পাক্কা অফিস টাইমে বেরোলেও, ফাঁকায় ফাঁকায় পেরিয়ে গেলাম রূপশ্রী মোড়, হেঁড়িয়া, উলুবেড়িয়া, পাঁচলা এমনকি অঙ্কুরহাটির ভিড়ে ভরা পুজোর হাটও। শৌভিক আড়ামোড়া ভেঙে বলল, "বারোটার আগেই পৌঁছে যাব। তেমন হলে কিছু খেয়েও নেব।"


একরাশ অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়ে ইছাপুর জলট্যাঙ্কে নেমে গেল তুত্তুরীর মাসি, এখান থেকে হাওড়া স্টেশন আর মিনিট পনেরোর গল্প। ডান হাতে কদমতলা বাজার হয়ে হাওড়া ময়দান,সেখান থেকে একটুখানি। কি মনে হল, এই সময় ওই পথে জ্যাম হতে পারে, তার থেকে সোজা বাইপাস ধরে আরও তাড়াতাড়ি হবে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ময়দানের মুখে পড়ার ৫০০ মিটার দূর থেকেই শুরু হল ট্রাফিক জ্যাম। এই ঘোর মধ্যাহ্নে এত ট্রাক, বাস, টেম্পো, গাড়ি, বাইক কিভাবে একই সাথে এসে হাজির হল জানিনা, সব মিলিয়ে শুদ্ধ বাংলায় যাকে বলে, যানবাহন চলাচল স্তব্ধ।


ঘড়ির কাঁটা বারোটা ছাড়িয়ে সাড়ে ১২ টপকে গেল কুল কুল করে ঘামছি আমি, মনে আকুল প্রার্থনা ট্রেন যেন মিস না হয়। খোদ ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে এত জ্যাম, কেন ঠাকুর? হয়তো ঈশ্বর প্রেরিত দূত হয়েই আচমকা এসে উদয় হলো এক মহিলা সিভিক ভলান্টিয়ার। জানতে চাইল, গন্তব্য কোথায়, কটার ট্রেন। ট্রেনের টাইম জেনে আঁতকে উঠে বলল, " সামনে রাস্তা সারাই চলছে। ঘুরিয়ে নিন স্যার, এই বেলা ঘুরিয়ে অন্য পথ ধরুন। না হলে দুটোর আগে কোন মতে পৌঁছাতে পারবেন না।"


কপাল গুণে ঠিক সেই মুহূর্তে এমন জায়গায় দাঁড়িয়ে ছিলাম আমরা যে গাড়ি ঘুরতেই পারে, কিন্তু ঘড়ি যে বলছে, পৌনে একটা বেজে গেছে। গাড়ি ঘুরিয়ে সেই ইছাপুর জল ট্যাংক- কদমতলা বাজার - পঞ্চাননতলা হয়ে ময়দান পৌঁছতে অন্তত আরো আধঘন্টা তো লেগেই যাবে। তাছাড়া ওই পথে হাওড়া ময়দান পৌঁছেও যদি দেখা যায় এমনই জ্যাম, কি হবে? 


আনন্দময়ীর আশির্বাদ আর নূপুর বাবুর হাত যশে, বাকি পথটা বোধহয় উড়েই গিয়েছিলাম, আর একটু দেরী হলেই হুইসেল বাজিয়ে রওনা দিত মোদের সাধের ছুটির ট্রেন। এক হাতে টানা ব্যাগ অন্য হাতে শ্রীমতী তুত্তুরীকে নিয়ে কি ছুটই না লাগলাম দোঁহে। আর এই মুহূর্তে, সকল উদ্বেগের অবসান ঘটিয়ে যখন গড়াতে শুরু করেছে ট্রেনের চাকা, ধীরে ধীরে পিছিয়ে পড়ছে হাওড়া স্টেশনের নয় নম্বর প্লাটফর্ম, নিজেকে দেখতে পাচ্ছি না বটে, তবে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি কি চলছে সামনের দুজনের মনের মধ্যে। শৌভিকের চোখে মুখে এখনও লেগে আছে সন্দেহের ছাপ, তুতুরি দুচোখে অগাধ বিস্ময়। সত্যিই যাচ্ছি তাহলে- 

(চলবে)

পুনশ্চ: - ছবিতে খাজুরাহের বিশ্বনাথ মন্দিরের উল্টোদিকে অবস্থিত মনোলিথিক নন্দী মহারাজ


অনির পুজোর ডাইরি, ২০২৩

 পর্ব ৪

#অনির_পুজোর_ডাইরি #অনিরডাইরি 

আজব ট্রেন মাইরি শক্তিপুঞ্জ এক্সপ্রেস। নামেই এক্সপ্রেস। বাংলা ছাড়ানোর সাথে সাথেই বনে গেছে লোকাল। বাংলা থেকে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ হয়ে তবে মধ্যপ্রদেশে ঢোকেন মহাশয়। পথে থামেন প্রায় সব স্টেশনে। হাওড়া ছাড়ানোর পর বর্ধমানে যা হকার উঠেছিল, তারপর থেকে ওঠেনি আর একটাও হকার। এক কাপ চায়ের জন্য প্রাণটা হা হা করছে। 


এত স্টেশনে থামছে, কিন্তু একটাও চা ওয়ালা উঠছে না। স্টেশন গুলোও কেমন যেন,জনশূন্য। নেই কোন স্টল বা ফেরিওয়ালা। আলোআঁধারি স্টেশনে লোকজন নামছে আর গায়েব হয়ে যাচ্ছে। অথবা জনহীন স্টেশনে দুম করে উদয় হচ্ছে এক দঙ্গল ক্লান্ত মানুষ। 


সন্ধ্যা প্রগাঢ় হয়ে রাত নামে। ডিনারের অর্ডার নিতে আসে না কেউ। কেবল জলের বোতল বিক্রি হয় ট্রেনে। IRCTC থেকে মেসেজ পাঠায়, খেতে চাইলে অর্ডার করুন। রাত ন'টা নাগাদ ট্রেনটা বারকাকানা নামক এক ইস্টিশনে থামার কথা, সেখানেই খাবার অর্ডার দেয় শৌভিক। দুটো এগ থালি, মূল্য ৪৮০ টাকা। রাত পৌনে দশটা নাগাদ ট্রেনটা যখন পৌঁছায়, দুটি থালি আসে বটে, তাতে ডবল ডিম থাকলেও ঝোল মাত্র এক চামচ। মোটা আলো চালের ভাত, সামান্য ডাল, ছোলার তরকারি আর দুটো রুটি। কথা ছিল বাটার রুটি দেওয়া হবে, আদতে হাতে গড়া ঘরোয়া রুটি। আচারের প্যাকেট হন্যে হয়ে খুঁজেও পাই না। উল্টে ডিমের ঝোলে মেলে এক টুকরো কাঠ।


আগের দিনের ট্রেনটা ঘন্টা আড়াই লেটে পৌঁছেছিল, আজ কি হবে কে জানে। জব্বলপুর অবধি টিকিট থাকলেও, আমরা নামব দক্ষিণ কাটনি বলে একটা স্টেশনে। সেখানেই অপেক্ষা করবে গাড়ি। দক্ষিণ কাটনি থেকে গন্তব্য, সোজা মাডলা। সেখানেই অভয়ারণ্যের লাগোয়া পান্না জঙ্গল ক্যাম্প, আগামী দুদিন আমাদের আস্তানা।


 দক্ষিণ কাটিনি থেকে পান্না জঙ্গল ক্যাম্পের দূরত্ব ১৪২ কিলোমিটার। গুগলে বলছে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা, তাই আজ আর কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা রাখিনি আমরা।


ভাগ্যক্রমে মাত্র পনেরো মিনিট দেরিতে আমাদের নামিয়ে দিল শক্তিপুঞ্জ এক্সপ্রেস। আরো মিনিট ১৫/২০ অপেক্ষা করতে হল ড্রাইভারের জন্য, যিনি ভুল বুঝে আড়াই কিলোমিটার দূরে কাটনি মুড়ারওয়া স্টেশনে গিয়ে প্রতীক্ষা করছিলেন আমাদের। বাকি পথে অবশ্য আর কোনো সমস্যা হয়নি।


কাঁথি থেকে বয়ে আনা স্যান্ডউইচ আর মিষ্টি সুখ দিয়ে প্রাতরাশ সেরেছি আমরা। সকাল থেকে জোটেনি এক কাপ চাও। হোটেল পৌঁছাতে গড়িয়ে যাবে বিকেল। পথে দাঁড়িয়ে জম্পেশ করে মধ্যাহ্ন ভোজন করার মত কোন দোকানপাট পেলাম না আমরা। কাটনি খুব ছোট্ট শহর। শহর ছাড়ালেই হাইওয়ে, যার দুদিকে কেবল চাষের জমি। মাঝে মাঝে পড়ে ছোট্ট ছোট্ট গ্রাম। রাস্তার ওপরেই শুকায় শস্য। চড়ে মোষ। রাস্তার অবস্থা ও খুব ভালো নয়।


পথে পাওয়া একমাত্র ভদ্র সভ্য দোকান থেকে মসলা চা আর পকোড়া দিয়ে মধ্যাহ্নভোজ সেরে যখন মাডলা পৌছালাম, ঘড়িতে বিকাল সাড়ে চারটে। পান্না জঙ্গল ক্যাম্প একদম ছবির মত সুন্দর। কাঁটা তারের বেড়া দিয়ে জঙ্গল থেকে আলাদা করা। নিস্তব্ধতার চাদরে মোড়া, চারটি দোতলা কাঠের কটেজ। প্রতিটি কটেজে চারটি করে ঘর। ঘরের লাগোয়া বারন্দায় বসেই কাঁটাতারের বাইরে ঘন জঙ্গলের শোভা উপভোগ করা যায়। 


  সদ্য বর্ষা শেষ হয়েছে, জঙ্গল এখন সত্যিই পান্না সবুজ। মধ্যপ্রদেশের দুটি জেলা, পান্না আর ছত্রপুর জুড়ে অবস্থিত এই অভয়ারণ্যের আয়তন হল ৫৪২ বর্গ কিলোমিটার। এককালে মহারাজা ছত্রশালের রাজধানী ছিল পান্না। ভারতের ২২ তম আর মধ্যপ্রদেশের পঞ্চম অভয়ারণ্য পান্না‌। বয়সে নিতান্তই অর্বাচীন। ১৯৯৪ সালেই পান্নাকে বাঘেদের অভয়ারণ্য ঘোষিত করা হয়।


 বাঘ ছাড়াও চিতা, স্লথ ভাল্লুক, চিতল হরিণ, সম্বার, নীল গাই, চৌখাম্বা ইত্যাদির নিবাস পান্না। ২০০৯ সালে রাতারাতি বাঘ শূন্য হয়ে পড়ে পান্না। কারণ হিসেবে বলা হয় যে, এখানকার পুরুষ বাঘেরা নাকি, বাচ্চা বাঘগুলোকে খেয়ে নেয়। এবং চোরা শিকার অবশ্যই। তখন বান্ধবগড় আর কানহা থেকে দুটি মহিলা বাঘ আর পেঞ্চ থেকে একটি পুরুষ বাঘকে নিয়ে আসা হয় পান্নায় বংশ বিস্তারের জন্য। 


বর্তমানে পান্নায় সাকুল্যে ৮০টি বাঘ আছে। আয়তনে বিশাল হবার জন্য, এই জঙ্গলে তেনাদের দেখা মেলা অবশ্য লটারি পাবার সামিল। বিশেষত এই মুহূর্তে। আমরা অবশ্য এসেছি জঙ্গল দেখতে। জঙ্গলের রূপ রস গন্ধ ছন্দকে প্রতিটি রোমকূপে ভরে নিতে। তবে যদি তিনি দয়া করে দর্শন দেন, তাহলে খুশির সীমা থাকে না, এই আর কি। শৌভিক বলেই রেখেছে, ক্যামেরা এনেছে বটে, তবে সামনে যদি তিনি এসে দাঁড়ান, তাহলে প্রথম চোটে মোটেই ছবি তুলবে না। বরং দেখবে প্রাণ ভরে। সামনে যেই আসুক, মোরা আগে দেখব। তারপর হুঁশ ফিরলে, তিনি যদি পোজ দেন তো ভাবা যাবে ছবির কথা। 


এখন অবশ্য ওসব কিছুই ভাবার মত অবস্থায় নেই আমরা। আপাতত ভালো করে স্নান, গরম চা, চটজলদি নৈশ ভোজ আর ঘুম। কাল ভোর চারটেয় উঠতে হবে। ছটা থেকে আমাদের সাফারি শুরু, তবে শুধু সেই জন্য নয়, কাল মহালয়া যে। কালই তো বেজে উঠবে তাঁর আলোর বেণু। রেডিও নেই বটে, গুগল তো আছে। আর আছে কলকাতা ক এর ওয়েবসাইট। বছর ভর অনেক অপেক্ষা করিয়েছেন তিনি, এবার তো জলদি এসো মা।

(চলবে)




অনির পুজোর ডাইরি, ২০২৩

 পর্ব ৫

#অনির_পুজোর_ডাইরি #অনিরডাইরি 


চারটে বাজতে দশে অ্যালার্ম দেওয়া ছিল আজ, অবশ্য অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেছে দুজনের। আজ মহালয়া যে। কলকাতা 'ক' এর ওয়েবসাইট খুলে দিলাম, ঘর ভেসে গেল বীরেন ভদ্রের উদাত্ত কণ্ঠস্বরে। পাশের ঘরেই এক অবাঙালি পরিবার আছে, গতকাল অনেক রাত অবধি ভেসে আসছিল গ্লাসের টুংটাং শব্দ, চাপা হাসি, অট্টহাস্য, উত্তেজিত মৃদু কথাবার্তা। নগর কলকাতায় থাকলে হয়তো শোনাই যেত না, কিন্তু পান্নার জঙ্গলে অসীম নৈঃশব্দের মাঝে, বড় বেমানান লাগছিল ওই উল্লাস। বেশ বিরক্ত হচ্ছিল তুত্তুরী। এখন অবশ্য তাঁরা নাক ডেকে ঘুমাচ্ছেন। তাঁদের ব্যালকনিতে গড়াগড়ি যাচ্ছে মূল্যবান বোতল, খালি- আধ খালি গ্লাস। এবার এই ব্রাহ্ম মুহূর্তে, এই বাঙালি পরিবারের জ্বালাতন করার পালা।


ঘরেই দেওয়া কেটলি আর দুধ, চিনি দিয়ে কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসলাম দুজনে। জঙ্গলের গায়ে এখনও আঁধারের চাদর। জঙ্গলের মাথার ওপর ঝিকমিক করছে হীরের কুচির মত সহস্র তারা। তাদের মধ্যে শুকতারার দীপ্তিই আলাদা। পৌনে ছটায় গাড়ি আসবে আমাদের, ছটা থেকে সাফারি শুরু। চলবে বেলা এগারোটা অব্দি। দুক্ষেপে জঙ্গল দেখব আমরা। এগারোটায় ফিরে স্নানাহার সেরে, আবার বেরোব বিকেল পৌনে চারটেয়। পরের সাফারি বিকেল চারটে থেকে যতক্ষণ না সন্ধ্যা নামে।


আজকের প্রাতঃরাশ জঙ্গলেই সারব আমরা। গতকাল রাতে হোটেল থেকে জানতে চাওয়া হয়েছিল, কি প্রাতঃরাশ নিয়ে যেতে ইচ্ছুক আমরা- পরোটা-জিরা আলু, আলু পরোটা -দই, ব্রেড-বাটার, স্যান্ডউইচ নাকি অন্য কিছু। যা বলা হবে, ওনারা তাই প্যাক করে গাড়িতে তুলে দেবেন। সাথে দেবেন মাথাপিছু দুটো করে সিদ্ধ ডিম, দুটি করে কলা আর প্যাকেজড জুস। চা কফিও বানিয়ে রাখবে, যাতে খেয়ে গাড়িতে উঠতে পারি।


হুড খোলা জিপসি তে আমাদের প্রথম জঙ্গল সাফারি, উত্তেজনায় ফেটে পড়তে চাইছে হৃদয়। জিপসিতে ড্রাইভার এর পাশের আসনে বসবে গাইড। পিছনের উঁচু সিটগুলো আমাদের জন্য। জিপসির গায়ে ২/৩ টি আঁকাবাঁকা পাদানি করা আছে তাতে পা দিয়ে উঠে, গাড়ির দেওয়াল টপকে ঢুকতে হয়। অন্য কোন রাস্তা নেই। যাদের হাঁটুর সমস্যা থাকে, তাঁরা কি করে ওঠেন ভগবান জানে। মাঝের সিটে বসব আমি আর শৌভিকের ক্যামেরার পিট্টু ব্যাগ, পিছনে ক্যামেরা বাগিয়ে ওরা বাপ আর মেয়ে।


শুরু হল যাত্রা। মাডলা গেট দিয়ে ঢুকতে হলে আগে থেকে করিয়ে রাখতে হয় পারমিট। বনদপ্তরের ওয়েবসাইট থেকে পারমিট করা থাকলে জিপসি আর গাইড পাবেনই। না হলে এসেও করাতে পারেন, সে ক্ষেত্রে গাড়ি ফাঁকা থাকলে তবেই পাবেন। আমাদের সব আগে থেকেই বুক করা ছিল। হোটেলে বললে, ওরাই সব ব্যবস্থা করে দেয়। তার জন্য নেয় কিছু অতিরিক্ত মূল্য। সেটা আমাদের সরকারি হোটেলের ক্ষেত্রে দেড় হাজার টাকা। আশেপাশের বিলাসবহুল রিসর্ট গুলিতে তার মূল্য পাঁচ থেকে দশ হাজার টাকা। বিদেশি হলে অবশ্য সবই দ্বিগুণ হয়ে যায়। খাজুরাহর সৌজন্যে পান্নায় বিদেশি ভ্রমণ পিপাসুর সংখ্যাও অনেক বেশি। তুলনায় বাঙালি নগন্য।


পরপর লাইন দিয়ে দাঁড়ালো জিপসি গুলো। সাকুল্যে দশ-বারোটা গাড়ি আজ। বাঘ দেখার সম্ভাবনা কম বলে পান্নায় পর্যটকও বান্ধবগড় ইত্যাদির তুলনায় অনেক কম। ঠিক ছটায় গেট খুলে গেল, ছুটতে শুরু করল গাড়িগুলো। জঙ্গলে প্রবেশ করেই ছিটকে গেল যে যার মত। এখনও ভালো করে আলো ফোটেনি, বাতাসে বেশ ভালো ঠান্ডা। 


পান্নার জঙ্গলের চরিত্র প্রতি কিলোমিটারে বদলে যায়। মাডলা গেট দিয়ে ঢুকলে প্রথমেই পড়ে বেল আর কয়েতবেল গাছের জঙ্গল। পাবেন খয়ের গাছ আর কি যেন একটা ভূতিয়া গাছ। গাছের কাণ্ড রূপালী রঙের আর পাতাগুলো এই মরশুমে লাল। দূর থেকে চাঁদের আলোয় নাকি এই গাছগুলোকে মানুষ বলে ভ্রম হয়, তাই স্থানীয় বাসিন্দারা ওদের 'ভূতিয়া পেড়' বলে। তারপর শুধুই সেগুন গাছের জঙ্গল। জঙ্গলে প্রথমে সাক্ষাৎ হল এক দঙ্গল চিতল হরিণের সাথে। বেপরোয়া হরিণ যত, পাত্তাই দিল না আমাদের বা জীপটাকে। অন্তত ২৫-৩০ জন তো হবেই। পুরুষ মাত্র হাতে গোনা, তাদের মধ্যে জনা দুয়েকের মাথায় বিশাল শিং,যেমন আমরা ছবিতে দেখি। বাকিদের মাথার শিং ছোট এবং মেরুন রঙ মোজার মতন পাতলা আস্তরণ দিয়ে ঢাকা।


গাইড বললেন,এগুলোকে Antler বলে, horn নয়। হর্ন হলে তা পাকাপাকি হয়, যেমন পুরুষ চৌখাম্বা, নীলগাই বা সম্বর হরিণের মাথায় দেখতে পাওয়া যায়। চিতলের শিং বছরে একবার ঝরে যায়। মোজার মত পাতলা আস্তরণটা রক্তজাল বহন করে। শিং বেশ বড় হয়ে গেলে, ওই ভেলভেটের মতো স্তরটা শুকিয়ে আসে। ফলে রক্ত সংবহন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার অল্প দিনের মধ্যেই শিং গুলো আমাদের osteoporosis হওয়া হাড়ের মত মুচমুচে আর ফোঁপড়া হয়ে পড়ে। তখন হরিণ গিয়ে গাছে মাথা ঘষে। ঘষতে ঘষতে শিং গুলোকে ভেঙে ফেলে। ভেঙ্গে ফেলা শিংগুলো মিনারেল এ ভর্তি থাকে বলে, সজারুর মত কিছু বন্যজন্তু আবার ওই গুলো খেয়ে তাদের মিনারেলের অভাব পূরণ করে।


গাইড শোনাতে থাকেন পান্নার ইতিহাস। সমগ্র জঙ্গলটাই নাকি পান্নার রাজা সম্পত্তি ছিল। জঙ্গলের মধ্যে রাজার ব্যক্তিগত ফার্ম হাউস আজও আছে। সম্প্রতি রাজার উত্তরসুরিরা ওইখানে একটি বিলাসবহুল রিসর্ট করার পরিকল্পনা করছে। গাড়ি গড়ায়, গড়ায় গাইড দাদার গল্পও। পথে দেখা হয় সপরিবার সম্বর হরিণ আর নীলগাইদের সাথে। চিতল, সম্বর, নীলগাই পাশাপাশি থাকে, একই সাথে ঘাস খায়। বাচ্ছা গুলোও মনে হয় যেন একই সাথে খেলা করে। গাছের উপর থেকে বাঁদর আর লেঙ্গুরদের সাথে বার্তালাপ করে। অ্যান্টিলোপ হওয়া সত্ত্বেও দূরত্ব বজায় রাখে চৌখম্বা। তিনি নাকি সাংঘাতিক লাজুক। গাইড বলেন, " শের মিল জায়গা, পর উসকা দর্শন মিল না মুস্কিল হ্যায়।" সর্বত্র চূড়ান্ত অলসতার ছাপ। আমরা ছবি, ভিডিও তুলি, ফুসফুসে ভরে নিই টাটকা জংলি সুবাস।


আবার গাড়ি গড়ায় মন্থর গতিতে, মুঠোফোনে কি যেন দেখতে থাকে গাইড, স্থানীয় ভাষায় কি যেন বলে ড্রাইভারকে, তারপর আমাদের দিকে ঘাড় ঘুরিয়ে বলে, " চেপে ধরে বসুন। গাড়ি ছুটবে এবার, কল এসেছে।" 'কল' অর্থাৎ সাবধান বাণী, বাঘ বা লেপার্ড আসছে। মূলত বাঁদর, লেঙ্গুর এরা গাছের উপর থেকে যদি বাঘকে আসতে দেখে, তাহলে এক বিশেষ ধরনের আওয়াজ করে। যাতে সচকিত হয়ে যায় চিতল- সম্বর-নীলগাইয়ের দল। কল শুনতে পেলেই, একে অপরকে মেসেজ পাঠায় ড্রাইভার আর গাইডরা। যেখানে কল আসে সেখানেই এসে জমায়েত হয় সব গাড়ি। নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী দাঁড়িয়ে অপেক্ষা করে জিপসি গুলো, আর সওয়ারিদের বলা হয়, মোবাইল সাইলেন্ট রাখুন আর একদম কথা বলবেন না। বললেই পালাবে মহারাজ।


ঝড়ের বেগে পৌছে গেলাম আমরা। তখনও শোনা যাচ্ছে, 'কুপ - কুপ' করে কল, থেমে-থেমে, আস্তে-আস্তে। এবার পালা অপেক্ষার। অপেক্ষা করলেই যে তিনি আসবেন এমন নয়। ওই কল তাঁরও পরিচিত। ফলে কল শুনে তিনি রাস্তা বদলে ফেলতেও পারেন। তবুও, এই অপেক্ষা করার মধ্যেই লুকিয়ে আছে যাবতীয় উত্তেজনা। জঙ্গলের এই অংশটি জুড়ে কেবল তৃণভূমি। আফ্রিকার তৃণভূমির মত, সোনালী হলুদ রঙের বড় বড় ঘাস চতুর্দিকে। মাঝে মাঝে নড়ে উঠছে ঘাস, আর বয়ে যাচ্ছে শিহরণ।এলেন কি! তিনি এলেন কি! আচমকা দুলে উঠল পিছনের ঘাস, একসাথে পিছন ফিরল সব কটা গাড়ির সমস্ত আরোহী। ছুটে মাটির রাস্তা পেরিয়ে চলে গেল যে, আয়তনে পাড়ার নেড়িদের সাইজ হবে। গায়ের রং চুনে হলুদ, তার ওপর কালো প্যাস্টেল রং দিয়ে যেন ডোরা কেটে দিয়েছে কেউ। একা নন, সঙ্গে দোসর আছে। আরেকটি একই সাইজের মহাশয়। আকারে ক্ষুদ্র হলেও, দুটোই ব্যাপক নাদুসনুদুস চেহারা। ছবি তোলা ভুলে চোখ দিয়ে গিলছি আমরা। দুই পুঁচকেও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত দেখল আমাদের। চোখগুলো বোধ হয় কালো পুঁতি দিয়ে তৈরি । ভোরের সূর্যালোকে ঝকমক করছে। এতদিন সার্কাসে দেখেছি, চিড়িয়াখানায় দেখেছি আর দেখেছি স্টাফড টয় হিসেবে, এই প্রথম তাঁর রাজত্বে তাঁর দর্শন পেলাম। সত্যি বলছি পুতুল, চিড়িয়াখানা বা সার্কাসের বাঘের থেকে হাজার হাজার গুণ সুন্দর এবং অভিজাত। স্বর্গীয় সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় কি সাধে বলে গেছেন, "বন্যরা বনে সুন্দর-"।প্রাথমিক মুগ্ধতা কেটে গিয়ে সবে ক্যামেরা অন করেছি, আচমকা যেন কানের কাছে গর্জে উঠল কেউ। রক্ত জল করা সে চিৎকার। মা ডাকছে,"পালিয়ে আয় বাবু।" দুই খুদে ওমনি দে ছুট। বেশ খানিকক্ষণ ধরে শুধু কাঁপতে থাকল ঝোপঝাড়।

(চলবে)

 




Sunday, 24 September 2023

অনির ডাইরি ৪ঠা সেপ্টেম্বর, ২০২৩ #অনিরডাইরি

 


পাহাড় ঘেরা ছোট্ট একতলা বাংলো। সরকারি বাংলো যেমন হয় আর কি, আহামরি কিছু না। বাংলোর সামনে দিনে একবার এসে থামে মস্ত সরকারি বাস। দু চার জন ঢুলন্ত যাত্রীকে নামিয়েই কোথায় যে হারিয়ে যায়। বাকি দিন জুড়ে বিরাজ করে অখণ্ড নৈঃশব্দ্য। আজ এখানে তুষারপাত হবে। আবহাওয়ার পূর্বাভাস তাই বলেছে। পুরো "রোজা জানে মন" গানের দৃশ্যাবলীর মত শুভ্র চাদরে নিজেকে মুড়ে নেবে চরাচর। মুঠোফোন নিয়ে প্রস্তুত আমিও, তুষার স্নান করার জন্য, এমন সময় বেজে উঠলো অ্যালার্ম।


তুত্তুরীর পরীক্ষা চলছে, ষাণ্মাসিক। তাকে স্কুলে ছাড়তে, রোজ যে কেন আমাকেই যেতে হয়? গজগজ করতে করতে উঠেই পড়লাম। স্বপ্ন দেখার বিলাসিতা যার পোষায় সেই দেখুক। ঘুম ভেঙেছে তারও, তবুও তিনি উঠবেন না। চাদর মুড়ি দিয়ে ঝগড়া করবেন গলা ফাটিয়ে, তবুও না। মেয়ে যেন আমার একার।

এত ভোরেও শ্বশুর-শাশুড়ির ঘরে আলো জ্বলছে, উঁকি মেরে দেখি শাশুড়ি মাতা নিদ্রিতা, নিঃসঙ্গ শ্বশুরমশাই ডুবে আছেন বইয়ে। স্বল্পদিন হল ওনাদের কাঁথিতে নিয়ে এসেছে শৌভিক। শাশুড়িমাতা বড়ই অসুস্থ হয়ে পড়েছিলেন। এখনও যে সম্পূর্ণ সুস্থ তা নয়, সারাদিন কেমন যেন ঝিমোচ্ছেন। যখনই শ্বশুরমশাইয়ের ঘরের দরজায় এসে দাঁড়াচ্ছি, সেই কথাই হচ্ছে দুজনে। যে মহিলাকে উনি এবং ওনার দুই পুত্রবধূ যমের মত ডরায়, তিনি এমন নিস্তেজ হয়ে পড়লে কি করে চলবে। ছায়ার সাথে তো আর যুদ্ধ করা চলে না।


"মাসি! মাসি!" করে ডেকেই চলেছে তুত্তুরী। গত রাতের বাসি বিনুনীর উপর চিরুনি বুলিয়ে, ঝুরো চুলে দুটো ক্লিপ আটকাতে হবে। এটা রোজ মোলায়েম হাতে মাসিই করে দেয়। আজ মাসি বড় ব্যস্ত সকাল থেকে। ঠাম্মা দাদুর চা, সময়ে প্রাতঃরাশ, আমাদের অফিস টাইমের ভাত, দুপুরের টিফিন- মাসির নাকের জলে,চোখের জলে অবস্থা। সরকারী সহযোগী একজন আছেন বটে, তাঁর আসতে সাড়ে সাতটা বেজে যায়। বার দুয়েক মৃদুভাবে বললাম," আয় আমি করে দিই।" শুনলে না। এরা বাপ-মেয়ে কেউ ভালো কথা শোনার পাত্র নয়। অগত্যা রুদ্রমূর্তি ধরতেই হয়। বৃদ্ধ - বৃদ্ধার উপস্থিতিতে গলার আওয়াজ চড়াতে পারি না, তাতেও কোন সমস্যা নেই। নীরবে কিভাবে আত্মারাম খাঁচা ছাড়া করতে হয়,বিগত এক যুগের মাতৃত্ব আমায় ভালোভাবেই শিখিয়ে দিয়েছে।


মেয়েকে গাড়িতে তুলছি যখন, মাসি ছুটতে ছুটতে এল, "তোমার মাসি তোমারই থাকবে সোনা মা। কেউ তাকে চুরি করছে না।" এতক্ষণে হাসি ফুটল তার মুখে। বয়স বাড়ছে, মাথাটা যে কবে বাড়বে মেয়েটার।এখন ভালো করে পরীক্ষাটা দিলে বাঁচি। যেটা নিয়ে সামান্যতম বাক্যব্যয়েও তিনি উৎসাহী নন। বাসা থেকে ইস্কুল গোটা পথটা তিনি উল্টে আমার পড়া ধরতে ধরতে গেলেন।" মা একজন ফুটবলারের নাম বল তো?" এত সকালে যার কথা প্রথম মনে পড়ল, তাই বললাম। "সুব্রত ভট্টাচার্য।" দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, " থাক।বুঝেছি। আমি নাম বলছি, তুমি বলো তুমি এদের চেনো কি না?" অতঃপর একে একে গাড়িতে সওয়ার হলেন পুসকাস, প্লাতিনি, বেকেনবাওয়ার, মালদিনি, পেরলো সহ আরো ৪১ জন।


বাড়ি ফিরে আরেকবার মেসেজাঘাত করলাম আমার টিমকে, "সবাই পাক্কা দশটার মধ্যে ঢুকে যেও বাবা।" ডি এম সাহেবকে নিয়ে আমাদের বন্ধন ও শ্রম সখ্য উৎসব শুরু হবে পাক্কা সাড়ে বারোটায়।  শেষ মুহূর্তে সবকিছু ঝালিয়ে নিতে হবে আরো একবার। বড় সাহেবের আজ মহানগরের মিটিং,  ওনার অনুপস্থিতি আরো ঘাবড়ে দিচ্ছে আমাদের।


যেখানে বাঘের ভয়, সেখানেই কেন যে সন্ধ্যা হয়। কাঁথির কুখ্যাত জ্যামে আটকে যখন অফিস ঢুকলাম, সোয়া দশটা। বার বার মিলিয়ে নিতে থাকি সবকিছু। কোথাও কিছু ভুলে যাইনি তো -। কিছু বাকি থেকে যায়নি তো? হল, ফ্লেক্স, লোকজন, চা, জল, টিফিন, ভিআইপি ফোল্ডার, ফোল্ডারে দেওয়ার রিপোর্ট, প্রেস নোট - রেডি আছে তো সব? আর রাখি? অনুষ্ঠানের জন্য স্থানীয় এক প্রতিবন্ধী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর থেকে সুদৃশ্য পাটের রাখি আমরা আগেই কিনে রেখেছিলাম।গত সন্ধ্যায় নভোনীল বাবু প্রস্তাব দিলেন, আমাদের স্কিমের নামওয়ালা রাখি বানালে কেমন হয়? রাখির আগের সন্ধ্যায় কে রাখে আমাদের আব্দার? অগত্যা চালাও পানশি কোলাঘাট। 


সাড়ে দশটা, নাগাদ দেখি,SLO প্রণব বাবুর কন্যা বানিয়ে এনেছে গোটা ১৫ রাখি, যাদের ওপর সুন্দর করে লেখা আছে কি করি আমরা। ডিএম সাহেবের মণিবন্ধে মঙ্গলসূত্র বাঁধবে কে, এই নিয়ে ধন্ধে ছিলাম আমরা। আজ সেই ধন্ধের অবসান হল। স্রষ্টাই বাঁধুক তার সৃষ্টি। 


পৌনে এগারোটার সময় হক বাবু এসে খবর দিলেন,"ম্যাডাম একটু সমস্যা হইছে। SLO রা বুঝতে পারছে না, কখন আসবে। আমায় বেশ কয়েকজন ফোন করছে।" কি সর্বনাশ, অত করে বললাম যে সাড়ে এগারোটার মধ্যে হল ভরে যাওয়া চাই। 

সাড়ে এগারোটা, হলে যাব বলে বেরোতে যাচ্ছি,দল বেঁধে ঢুকল ডিএম অফিসের সুইপার দিদিরা। কব্জিতে বেঁধে দিল সুগন্ধী ফুলের রাখি। হাতে ধরিয়ে দিল এক বাক্স মিষ্টি। 

বেলা বারোটা নাগাদ সেমিনার হলে প্রবেশ করে মাথা ঘুরে গেল।লোক কই? হল তো অর্ধেক ও ভরেনি। যাঁরা এসেছেন তাঁরাও একে অপরকে রাখি বাঁধতে ব্যস্ত। কি বকান বকলাম সবকটাকে, প্রধান অতিথি অনুপস্থিত আর আপনারা রাখি বেঁধে ফেললেন? উনি এসে দেখে কি ভাববেন? আমি নিজে খুলে এসেছি প্রিয় ফুলের রাখি খানা।বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে, আগে কি নিজেরা খেয়ে নেন?  আর লোকজন অনুপস্থিত কেন? হলের পিছনের দরজা দিয়ে ঢুকবেন ডিএম সাহেব, আর ঢুকে দেখবেন পিছন দিকটাই গড়ের মাঠ? দপ্তরের মান ইজ্জত বলেও তো কিছু আছে নাকি?


সাড়ে বারোটা নাগাদ শুভদীপ্ত যখন খবর দিল, ডিএম স্যার চেম্বারে ঢুকেছেন, নভোনীল বাবু আর হক বাবু তখন সামনে বসা লোকজনকে ফাঁক ফাঁক করে বসাচ্ছেন। যাতে হলটা ভরাট লাগে। প্রথা মাফিক ডিএম স্যারকে ডাকতে গিয়ে দেখি, ইলেকশন কমিশন থেকে কারা যেন এসেছেন। ভয়ানক ব্যস্ত ডিএম স্যার। আমায় দেখে বললেন," তোমরা শুরু করে দাও। আমি একটা সোয়া একটা নাগাদ যাব। অসুবিধা হবে কি?"


ঐ মুহূর্তে এর থেকে বড় সুবিধে আর কি হতে পারে? লোকজন এসেই যাচ্ছে, হল ভরে উঠছে ধীরে ধীরে। সুইপার দিদি গুলোকেও ডেকে নিয়েছি আমরা। ওদের সবার বই আছে। ওরা সবাই আমাদেরই তো লোক। ঠিক একটা পাঁচে ডিএম স্যার যখন এলেন, হল তখন কাণায় কাণায় ভরে উঠেছে। আমার ছেলেগুলোর আর বসার জায়গা নেই।

বলেছিলেন ৫ মিনিটের বেশি সময় দিতে পারবেন না, কার্যক্ষেত্রে আধ ঘন্টারও অনেক বেশি ডিএম স্যার আমাদের জন্য ব্যয় করলেন। রাখি পরলেন, শ্রমিকদের হাতে বেনিফিট তুলে দিলেন, মনোজ্ঞ বক্তৃতা দিলেন। উনি চলে যাবার পর শুরু হল আমাদের রাখি উৎসব। আগামীকাল থেকে শুরু হতে চলেছে দুয়ারী সরকার। মারাত্মক চাপে থাকবে সবাই। আসতে চলেছে নতুন প্রকল্প। তার আগে একটা দিন সবাই প্রাণ খুলে আনন্দ তো করুক।  সবার আগে মার্জনা চেয়ে নিলাম, খুব বকেছি না?  তমলুক ব্লকের দুই বয়ঃজ্যেষ্ঠা কালেক্টিং এজেন্ট এসেছিলেন, যাবার সময় বলে গেলেন," আমরা মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকি ম্যাডাম।কবে আপনি ডাকবেন।"


এত ভালো দিনটায় এক ফোঁটা চোনার মত ছিল বড় সাহেবের অনুপস্থিতি। মহানগরের মিটিং সেরে উনি যখন ঢুকলেন, ঘড়িতে প্রায় তিনটে বাজে। স্যার বলেছিলেন বটে, সবাইকে ছেড়ে দিতে, আমাদের মেয়েগুলো কেউ ফিরে যায়নি। হোক না আমার ছোট্ট চেম্বার, তাও পুষ্পস্তবক-উত্তরীয় দিয়ে বরণ করা হল, রাখি বাঁধা হলো প্রথা মাফিক।


সব মিটলে ভেবেছিলাম টুকুস করে পালিয়ে আসব। কাল তুত্তুরীর দুটো পরীক্ষা। কার্যক্ষেত্রের তিন দফা ভি সি সেরে বাড়ি ঢুকলাম যখন, ঘড়িতে রাত আটটা। তুত্তুরীর মুখ ভার। বলেই দিল," আমার পরীক্ষার কথা তোমায় ভাবতে হবে না।"


অভিমানী মেয়ে বলতেই পারে, কিন্তু ভাবতে যে আমাকে হবেই। ভাবতে হবে, দিনের এই শেষ কয়েক ঘন্টার মধ্যে কতখানি সময় বরের সাথে কফি কাপ নিয়ে গুলতানি করে কাটাব, কতটা সময় শাশুড়ির পাশে বসে সারা দিনের তত্ত্বতালাশ করব। শ্বশুরমশাই এর সাথে দেশদুনিয়ার চর্চা করব, তারপর গান শুনতে শুনতে সান্ধ্যভ্রমণের নাম করে মেয়েটাকে টেনে আনব বাগানে। কৃষ্ণ প্রতিপদের বুড়ি চাঁদের আলোয়, বকুল-গুলঞ্চ আর কামিনী ফুলের দম বন্ধ করা সৌরভী বাতাস ফুসফুসে ভরতে ভরতে কায়দা করে জানতে চাইব, কেমন হয়েছে আজ সকালের পরীক্ষা? কেমন হবে আগামী কালকের পরীক্ষা?  ভাবতে আর পারতে যে আমাকে হবেই। মায়েদের যে না পারলে চলে না।

অনির ডাইরি ৯ই সেপ্টেম্বর, ২০২৩

 

#অনিরডাইরি 


তাম্রলিপ্ত নগরীতে পা রাখার সাথে সাথেই সকলে সাবধান করেছিল,“আর যেখানেই যাও না রে ভাই সপ্তসাগর পার-” অমুক জায়গায় যেন যেও না খবরদার। অমুক হল এমন একটা পঞ্চায়েত, যেখানে নাকি বৃষ্টির মত পটকা পড়ে। হাতা-খুন্তির মত ঘরে ঘরে অস্ত্র রাখা থাকে। ওখানকার মেয়েরা নাকি পুরুষদের থেকেও বেশি লড়াকু এবং দুর্ধর্ষ। ব্রুস লির থেকেও দ্রুত গতিতে আঁশ বটি চালায়।


বহিরাগত কেউ সেথায় পা রাখলেই হল, আসুনD পথ দেখিয়ে দিই বলে তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে বাড়িতে। তারপর দরজা জানলা বন্ধ করে প্রশ্ন করবে, “বল কোন পার্টি করিস?” এবার কি জবাব দেবেন আপনি? ধরুন “দাদা আমি এখনও যে ইস্কুলে পড়ি” অর্থাৎ অরাজনৈতিক বললেন। অমনি ঘচাং ফুঃ। Rধরুন আপনি সত্যিই রাজনৈতিক ভাবে সচেতন এবং কোন বিশেষ দলের সমর্থক। তাই বললেন  বুক ফুলিয়ে। যদি মিলে যায়, জামাই আদরে পৌঁছে দিয়ে আসা হবে আপনার গন্তব্যে। আর যদি না মেলে? এই প্রশ্নের জবাবে নীরব থাকেK সবাই। সচেতন ভাবে তৈরি করে ভয়ের আবহ। 


গল্প শোনায় আপনি একবার ইউট্যুব খুলে সার্চ করেননি, Dদেখবেন কেবল মারামারির ভিডিও। গল্প শোনায় ওই সালে,  ডিএম সাহেবের গাড়ি আটকে দিয়েছিল কারা যেন। সেই সালে এসপি সাহেবেরR গাড়ি ভাঙচুর হয়েছিল। জাতীয় স্তরের তমুক নেতার গাড়ি ঘিরে সবাই মিলে তবলা বাজিয়েছিল।এছাড়া ঐ দলের পদাধিকারীকে এমন ভাবে হত্যা করা হয়েছে, তমুক দলের পদাধিকারীকে সপরিবারে উচ্ছেদ Kকরা হয়েছে এসব তো আছেই। 


তমলুকে এটা আমার পঞ্চম দুয়ারে সরকার। প্রায় সব ব্লকের সব পঞ্চায়েতের ক্যাম্পে পা রাখলেও আজ অবধি ওখানে যাওয়া হয়নি। আমি এমনিতে বেশ ডাকাবুকো। যেতেও ইচ্ছুক, এমন বীর এবং বীরাঙ্গনাদের স্বচক্ষে প্রত্যক্ষ করতে উদগ্র। কিন্তু প্রতি বার বেঁকে বসেন ইন্সপেক্টর সাহেব। “না ম্যাডাম। যেনে শুনে আপনাকে ওখানে নিয়ে যেতে পারি না।”


 Dবাঁশের চেয়ে কঞ্চি দড়, ইন্সপেক্টর যত বলে, SLO কুল চিৎকার করে তার দেড় গুণ। “না ম্যাডাম, ওখানে যাবেন নি।” পাশের, তার পাশের পঞ্চায়েতের SLOরা গল্প শোনায়, ‘জানেন ম্যাডাম, ঐ দুয়ারে সরকারে স্যার তো আমাদের ডিউটি দিয়েছিলেন। গিয়ে দেখি যে স্কুলে ক্যাম্প, তার গেটে তালা। সব শুনশান। হেড স্যারR পাশেই ভাড়া থাকেন, তার দরজা পিটিয়ে তাঁকে ডেকে তুললাম। তিনি Kকইলেন,‘ আজ নাকি? অ। তা তুমরাই চাবি নিয়ে গিয়ে খুলে বসো।’


 আর একজন বলে,‘ সেই যে সে বার, স্যার বললেন, তুমিও যাও। স্থানীয় SLO একা সামলাতে পারবেনি। তো গ্যালাম ভগবান ডাকতে ডাকতে। গিয়ে দেখি,যে স্কুলে ক্যাম্প, তার পাশের মাঠে বাইক রাখতে হয়। সেখানে একটা গুমটিতে একটা লোক বসে বসে পেটো বাঁধছে। আমার তো আত্মারাম খাঁচছাড়া। তাকে জিজ্ঞাসা করলাম,‘ ভাই মোটর সাইকেল এখেনে রেখে যাব? কিছু হবেনি তো? আমি গরীব মানুষ, অনেক কষ্টে কিনিছি।’ তো লোকটা পেটো বাঁধতে বাঁধতে ঘাড় তুলে কইল,‘যাও যাও। আমি দেখব তোমার মোটর সাইকেল।’


ক্যাম্প শেষে, ইষ্ট নাম জপ করতে করতে গ্যালাম মাঠে। দৃঢ় বিশ্বাস যে আমার মোটর সাইকেল এতক্ষণে উড়ে গেছে। গিয়ে দেখি লোকটা তখনও পেটো বাঁধছে। আমার সাইকেল অক্ষত। আমাকে দেখে হেসে বলল,‘এ নাও গো। তোমার সাইকেল। এটা অমুক জায়গা, এখেনে আমরা পেটোও বাঁধি আবার সাইকেলও রাখি।”


গতকাল আড়াইটে নাগাদ ইন্সপেক্টর সাহেব যখন মেসেজ করলেন,‘ম্যাডাম আজ আমি ঐ ক্যাম্পে। যা ভিড়। সব রেকর্ড ব্রেক করে দিল। সিস্টেম না ভেঙে পড়ে হুড়মুড়িয়ে।” হেব্বি রাগ হল। আরে আমায় বলবি তো। আম্মো যেতাম। রাত পৌনে আটটা নাগাদ, আঞ্চলিক শ্রম দপ্তরে গ্রুপে একটি ভিডিও পোস্ট করল স্থানীয় SLO ছেলেটি। শেয়ার করছি না। ছেলেটি এবং ইন্সপেক্টর সাহেবের পরিচয় প্রকাশ করার কোন ইচ্ছে নেই বলে। 


ভালো করে দেখলাম, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কই কেউ তো বোমা, পেটো নিয়ে আসেনি। ছুরি-ছোরা, ঘোড়া-পিস্তল,আঁশবটিও তো নেই। আর পাঁচটা ক্যাম্পে ভিড় করে আসা মানুষ জনের সঙ্গে কোন প্রভেদই তো নেই এণাদের। বললামও কথাটা। স্থানীয় ছেলেটি বলল,‘ তবেই বুঝুন ম্যাডাম। কেমন অপপ্রচার চালায় লোকজন। বাঁধছে আতশ বাজি এরা তাকে পেটো ভেবে ভয়েই অস্থির হয়ে যায়। ”


কে জানে, কোনটা সত্যি, কোনটা (অপ)প্রচার। সব ছাপিয়ে আমি দেখতে পেলাম আমার ইন্সপেক্টরটাকে, আমার SLOদের। ক্যাম্পের সময় সীমা কখন পেরিয়ে গেছে। পাটে বসতে চলেছেন সূর্যদেব। তাও ক্যাম্প গুটিয়ে ওঠেনি ওরা। মোবাইলের টর্চ জ্বেলে কাজ করছে। যতদূর ভদ্রভাবে পারা যায়, ফর্ম দিচ্ছে, নিচ্ছে।তথ্যের আদানপ্রদান করছে। 


কাল ঘোষণা হবে চূড়ান্ত সফল দুয়ারে সরকার। বাহবা কুড়োবেন আসল রণাঙ্গন থেকে অনেক অনেক উঁচুতে আলোকবর্তিকায়  বসবাসকারী কিছু মানুষ। আসল সৈনিকদের কথা ভাবার মত অবকাশ তাঁদের কই। হুকুমের চাবুক, সমালোচনার ভর্ৎসনা  থামিয়ে একটু প্রশংসা,দু- একটা মিষ্টি কথা, অতিরিক্ত একটাকা সাম্মানিকও জুটবে না মোদের কপালে। আমাদের জন্যই যে বজায় থাকে রাষ্ট্রের কল্যাণমূলক রূপ, রাষ্ট্র সে কথা ভাবে না।  নাগরিকগণ ভাবেন কি? দূর। তাঁরা ব্যস্ত হয়ে পড়বেন, সরকারী কর্মীদের মুণ্ডপাতে। নামি সাহেবী ইস্কুল থেকে পাশ করা, দামী প্রাইভেট হাসপাতালে প্রাক্টিস করা জনৈক ডাক্তার বাবু যেমন সেদিন চিবিয়ে চিবিয়ে কইছিলেন, “... private healthcare is a lucrative business arena now, but the basic flaw lies in the govt. sector with no work culture..esp. in Eastern India।" সব শুনে দীর্ঘশ্বাস ফেলে,  “বলেছিলাম ওদের ভালো হোক। ” এত ঐশ্বর্য, এত উপার্জনের পরেও দরিদ্র সরকারী লোকজনের প্রতি এত অসুয়া, এত মাৎসর্য যখন, কুছ তো বাত হ্যায়, যা হয়তো আমরাই দেখতে পাই না।

অনির ডাইরি ২৪শে সেপ্টেম্বর, ২০২৩

 

#অনিরডাইরি 

সদ্য অফিস থেকে বাড়ি ফিরেছি, মুখ হাতটা ও ভালো করে ধুইনি, এক মুঠো খুচরো পয়সা, দু চারটে ভাঁজ করা ময়লার নোট আমার সামনে ফেলল তুত্তুরী। "মা এতে ১১৩ টাকা আছে, তুমি খুচরো গুলো নিয়ে আমাকে গোটা নোট দিতে পারবে?" সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, "কেন রে? আর তুই এত টাকা পেলি কোথা থেকে?" সামান্য নার্ভাস হয়ে বার কয়েক নাক চুলকে তিনি জবাব দিলেন," ওই যে তোমরা মাঝেমধ্যে টাকা দাও না, স্কুলে যদি কোন দরকার পড়ে বা কিছু কিনে খেতে ইচ্ছে করে-সেটাই জমিয়ে রেখেছিলাম। রথের দিনও কিছু টাকা পেয়েছিলাম।" 


আবার প্রশ্ন করি, "তুই এই টাকাটা নিয়ে করবি কি?" জবাব আসে, স্কুলে কোন এনজিও থেকে এসে বলেছে কিছু চাঁদা তুলে দিতে, দাতব্য বৃদ্ধাবাস বানানো হবে। যারা ১০০ বা তার বেশি তুলবে তাদের কোন ফুটবলারের অটোগ্রাফ দেওয়া হবে যেন। চোখের সামনে থেকে সরে যায় না জানি কতগুলো বছর, ভেসে ওঠে সাদাকালো কিছু দৃশ্য। এমনই একটা এনজিও এসেছিল আমাদের স্কুলেও। এমনি মাত্রা ধার্য হয়েছিল চাঁদার। মাত্রা ছাড়াতে পারলে জুটত তৎকালীন ভারতীয় ক্রিকেট টিমের অটোগ্রাফ। পেয়েও ছিলাম আমি, লম্বা সাদা কাগজে পাশাপাশি দুটো কলামে বারো জন ক্রিকেটারের নাম আর স্বাক্ষরের সস্তা ফটোকপি। আজও রাখা আছে কাগজটা, যত্ন করে হাওড়ার বাড়িতে।


খানিক কথা বলেই বুঝলাম, “আবার সে এসেছে ফিরিয়া”। বললাম, বৃদ্ধাবাসের জন্য চাঁদা তোলা তো খুব ভালো কথা, তো চাদা তুললেই তো পারিস। জমানো ব্যাঙের আধুলি খরচা করছিস কেন? "কার থেকে চাঁদা চাইব মা? কিভাবে চাঁদা চাইব মা?" কাতর স্বরে প্রশ্ন করে তুত্তুরী। বাইরের ঘরে বসে সকালের বাসি সংবাদ পত্রখানা রিভিশন দিচ্ছিলেন শ্বশুরমশাই, ইশারাতে বললাম, "ধর দাদুকে।"


সঠিক পথ দেখিয়েছি, অচীরেই বুঝতে পারলাম। পিতামহ শুধু নিজে দিলেন তাই না, পিতমহীর নামেও দিলেন। সেই খবর মুঠোফোনে যখন হাওড়া পৌঁছালো, তুত্তুরীর মাতামহ জানতে চাইল, "দাদু কত দিয়েছে? আচ্ছা, ওর ডবল তুমি আমার নামে লেখো। আচ্ছা, ঠাম্মার নামেও দিয়েছে! তুমি আমার পাশাপাশি মামমাম (দিদা), দিদি (পিসি), আর লক্ষ্মীর (আয়া দিদি) নামও লেখো।" নাম লেখা তো হল, টাকাটা হাওড়া থেকে আসবে কি করে? দাদু উদার স্বরে বলল, " তোমার মাকে দিয়ে দিতে বল। হাওড়া এলে আমি দিয়ে দেব। এমনি দেবে না, আমার মেয়েটা যা কিপটে, বলো তোমারটাও দাদু দিয়ে দেবে বলেছে।" 


গল্প এখানেই থামল না রোজ বাড়ি ফিরি আর দেখি উত্তরোত্তর বাড়ছে চাঁদা দেওয়া লোকের সংখ্যা। তুত্তুরী মুখ ফুটে না চাইতেই বাড়ছে, শাশুড়ি মায়ের জন্য যে আয়া দিদিকে রাখা হয়েছে, তিনি দিয়েছেন। বাংলায় রান্না করে যে ছেলেটি, সে আর তার চার দিদি দিয়েছে। তুত্তুরীর মাসি, তার দুই মেয়ে, জামাই, নাতি সবার নাম লেখা রয়েছে কাগজে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাঁদার অঙ্ক। চওড়া হচ্ছে মেয়ের মুখের হাসি। বুঝতে পারি পাশ করে গেছি পরীক্ষায়। 


দিন কয়েক পরের কথা, অফিস থেকে ফিরেছি, দেখি মেয়ের মুখ ভার। চোখ ছলছল। "তোমার কি একটু সময় হবে?" কান্না চেপে প্রশ্ন করে তুত্তুরী। ১৫০ কিলোমিটারের দৈনন্দিন যাতায়াত, গুচ্ছের দপ্তরী ঝামেলা আর জটিলতায় জেরবার হয়ে বিকট তিতকুটে মুডে সদ্য বাড়িতে পা রেখেছি। কয়েক মুহূর্ত আগেও শারীরিক ক্লান্তি আর মানসিক তিক্ততায় ভেঙ্গে পড়তে চাইছিল শরীর, মেয়ের অবস্থা দেখে কোথায় যেন উবে গেল সব ক্লান্তি আর বিষণ্ণতা। অফিসের ঘেমো পোশাক, নোংরা হাতপায়েই ধপ করে বসে পড়ি, "কি হয়েছে বাবু?" বিশদে শুনি, শিক্ষক দিবস উপলক্ষে বড় অনুষ্ঠানের পরিকল্পনা করেছে তুত্তুরীর ক্লাশ। তাতে আমন্ত্রণ জানানো হবে স্কুলের সব স্যার আর ম্যাডামদের। ছাত্রছাত্রীদের নাচ-গান-আবৃত্তি-শ্রুতিনাটকে ঠাসা জমজমাট অনুষ্ঠান। ইংরেজি-বাংলা দুটোই ভালো বলতে পারে বলে, ক্লাসের সর্বসম্মতিক্রমে এই অনুষ্ঠানের সঞ্চালনা বর্তেছে তুত্তুরীর ওপর। কাজটা খুব পছন্দ ওর। আজ স্বতঃপ্রণোদিত হয়ে হঠাৎ তার অডিশন নিতে আসেন কোন স্যার। তিনি যখন আসেন, টিফিন খেয়ে হাত ধুতে গিয়েছিল তুত্তুরী। ক্লাস যে চার পাঁচজন ছেলেমেয়েকে সিলেক্ট করেছে, ও ছাড়া বাকিরা কপাল গুণে ক্লাসেই ছিল। তারা অডিশন দিয়েওছে, সব শেষে স্যার যখন জানতে চেয়েছেন, আর কেউ দেবে কি না, তখন কয়েকজন তুত্তুরীর নাম বলেছে, আর একজন বলেছে, "ওর অডিশন নেবার দরকার নেই স্যার, ও খুব একটা স্মার্ট নয় আর একটু তোতলায়।" সেই শুনে স্যার, আর অপেক্ষা করেননি, চলে গেছেন। 


যে মেয়েটি বলেছে,আজ সকালেও তার গুণমুগ্ধ ছিল তুত্তুরী। তার মুখে এই কথা তুত্তুরীর কাছে চরম বিশ্বাসঘাতকতার সামিল। " মা তুমি বলো, আমি কি তোতলাই? ও কেন এমন করল মা?" ক্রন্দসী কন্যাকে কি বলে সান্ত্বনা দিই খানিক মাথায় আসে না। বুঝতে পারি এবারের পরীক্ষা বেশ কঠিন। "ওকে তো আমি ভালো বন্ধু ভাবতাম মা। গত বছর নভেম্বরে যখন ভর্তি হলাম, ও আমাকে ওর সব খাতা দিয়েছিল। আমিও দিই। টিফিন ভাগ করে খাই আজও -"। বলতে ইচ্ছে করে, এই তো জীবন কালিদা। এটাই মানবচরিত্র। বলতে ইচ্ছে করে, জীবনের প্রতিটি বাঁকে, প্রতি পদে তুমি এমন মানুষ পাবে। 


বলি না। কি দরকার, কয়েকটা পুঁচকে ছেলেমেয়ের ঝামেলায় নাক গলিয়ে, কি দরকার এত অল্প বয়সে মেয়ের মন বিষিয়ে দিয়ে। বরং স্বাবলম্বী হবার শিক্ষা দিই। ঢোঁক গিলে বলি, “ব্যাপারটা কি তোর কাছে খুব গুরুত্বপূর্ণ?” জোরে জোরে মাথা নাড়ে তুত্তুরী। তাহলে তো তোর জন্য, তোকেই লড়তে হবে। স্যারকে গিয়ে বলতে হবে, “আমাকে অডিশন দেবার একটা সুযোগ দিন।” তারপর উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই মাথা নত করে মেনে নিতে হবে। ব্যাপারটা বেশ মনে ধরে তুত্তুরীর, সাময়িক ভাবে মনে হয় পাশ করে গেছি, ভুল ভাঙে, পরদিন প্রভাতে। 


ভোর বেলা ঢুলতে ঢুলতে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি, অন্যমনস্ক ভাবে তুত্তুরী বলল, “ধর মা, স্যার আমার অডিশন নিলেন, নিয়ে আমায় সিলেক্ট করলেন, তাহলে তো আমার জন্য আমার অন্য বন্ধুরা বাদ পড়ে যাবে, ওদের ও বিশ্বাসভঙ্গ হবে। তখন ওরাও তো ওদের মায়েদের কাছে আমার নামে একই কথা বলবে, তাই না?” ঘুমন্ত মস্তিষ্ককে কয়েক ঘা বেত্রাঘাত করে জাগিয়ে, সামান্য ভেবে বলি, সে সিদ্ধান্ত তো তোমাকেই নিতে হবে সোনা। যদি মনে করো, এটা তোমাকে পেতেই হবে, তাহলে লড়ো, আর যদি মনে করো, তোমার জন্য তোমার বন্ধুদের হৃদয় ভঙ্গ হবে, তাহলে লড়ো না। সমস্যাটা তোমার, তুমি যাই সিদ্ধান্ত নেবে, তাকেই আমি সম্মান করব। বিন্দুমাত্র ‘জাজ’ করব না। “থাঙ্কু মা” বলে এক গাল হেসে গাড়ি থেকে নেমে যায় তুত্তুরী। 


 দুপুর তিনটে নাগাদ সবে টিফিন বাক্সটা খুলেছি, মাসির মোবাইল থেকে উত্তেজিত তুত্তুরীর ফোন, “মা, মা আমি চান্স পেয়ে গেছি।” মেয়ের চিৎকারে বিষম খেয়ে খানিক কেশে বললাম, “আর বন্ধুরা?” তুত্তুরী বলল, “তুমি জানো, আমার জন্য ওরা কত বড় সাক্রিফাইজ করতে যাচ্ছিল, ওরা দল বেঁধে স্যারকে বলতে যাচ্ছিল, আমাদের চাই না, পুরোযাকে একটা সুযোগ দিন। যে বলেছিল আমি তোতলাই, সেও এসে ক্ষমা চাইল। আমি বললাম, ঠিক আছে, কাউকে কারো জন্য সাক্রিফাইজ করতে হবে না। চল সবাই মিলে গিয়ে স্যারকে বলি, মে দা বেস্ট ওয়ান উইন।” ফোন রেখে ঈশ্বরকে ধন্যবাদ দিই, না তুত্তুরী নির্বাচিত হয়েছে, তাই জন্য নয়, মা হিসেবে পাশ করেছি বলে। যেদিন থেকে মাতৃত্বের শিরোপা পরেছি, এটাই তো করে আসছি। কত রকম যে পরীক্ষা দিয়ে চলেছি, প্রতিটা মুহূর্তে, কখনও পাশ করছি, কখনও ডাহা ফেল। তিনি আমার সূর্য, তাঁকে ঘিরেই আবর্তিত হয়ে চলেছে আমার জীবন। প্রতিটা দিন, রাত, মুহূর্ত জুড়ে রাজত্ব করেন কেবল তিনি। আর আপনারা বলেন কেবল আজ নাকি কন্যা দিবস।