👧🏻-(সকাল বেলা দুধের কাপ হাতে)বাবা
👨🏻-(মোবাইলে কাগজ পড়তে পড়তে অন্যমনস্ক ভাবে) উঁ।
👧🏻-(ঢোঁক গিলে) আমাকে একটা গরু কিনে দাও।
👨🏻-(প্রায় বিষম খেয়ে) অ্যাঁ? কিঃ?
👧🏻-হ্যাঁ বাবা, তুমি আমাকে একটা গরুই কিনে দাও। আমি আর লেখাপড়া করব না। গরু চরাব।
(আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে, কিঞ্চিৎ বিমর্ষ ভাবে) জানো তো বাবা, আমি ভেবেছিলাম এই স্কুলটা খুব ভালো। কিন্তু-
👨🏻-খামোখা ভালো ভাবতে গেলি কেন?
👧🏻-(বাবার সাড়া পেয়ে প্রবল উৎসাহিত হয়ে)হ্যাঁ সেটাই তো ভুল হয়েছে। মোটেই ভালো নয় বাবা। রোজ ক্লাস টেস্ট নেয়। পরীক্ষার আগে একদিনও স্টাডি লিভ দেয় না। শুধু কি তাই, সেদিন কি দেখলাম জানো (গলা নামিয়ে ষড়যন্ত্রের সুরে) একটা ক্লাশ এইটের দিদি লাইব্রেরিতে গিয়ে এদিকওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, ‘কোয়েশ্চন পেপার দেখব।’ আমরা তো তাজ্জব। লাইব্রেরি ম্যাম একবার আমাদের দিকে তাকালেন, তারপর চোখের ইশারা করলেন একটা তাকের দিকে। দিদিটা চুপচাপ ফাইলটা নিল, প্রশ্নগুলো দেখল,তারপর ফাইলটা রেখে দিয়ে চলে গেল।
👨🏻👩🏻-(যুগলে অট্টহাস্য করতে করতে) ওরে ওগুলো পুরাণ পরীক্ষার প্রশ্ন।
No comments:
Post a Comment