মন ভালো নেই, আমিও না।
কিন্তু কেন? যা চেয়েছি, তাই তো পেয়েছি,
দীর্ঘ ভাবনা-চিন্তা, অনেক হিসাব-নিকাশ কষে, তবেই তো
চেয়েছিলাম।
কেমনে আজ বলি, সব
ভুল?
জানতাম, তুমি কেমন, আমারই মনের মত,
শত বিনিদ্র যামিনীর স্বপ্ন- কল্পনা ওপর পরতে পরতে
জমা রক্ত, মাংস, চামড়া, রোমরাজি।
বড় প্রিয়, বড় আপন, প্রতিটি রোমকূপ,আমারই তো
প্রতিচ্ছবি ।
তবে কেন এ বিষাদ, কার তরে মন উদাস? কার প্রতি
অবহেলা?
সবই বুঝি অলস মায়া, নিখাদ দুঃখবিলাস।
image courtesy- Google
No comments:
Post a Comment