Wednesday 8 June 2022

ইতিহাসের পুনরাবৃত্তি, ৭ই জুন, ২০২২

 


👩🏻-ম্যাম এসে বসে আছেন তো, এতক্ষণ ধরে ওপরে কি করছ?

👧🏻- (বইয়েরওপর ঝুঁকে পড়ে, অন্যমনস্ক ভাবে) হুঁ। 


👩🏻-(সামান্য অধৈর্য হয়ে) এখন হোমওয়ার্ক করছ? সারাদিন কি করেছ? শুধু বম্ বম্ করে ঘুরে বেরিয়েছ?

👧🏻-(আশ্বস্ত করার ঢঙে) না, না, হোমওয়ার্ক হয়ে গেছে। একটা জিনিস লিখে ফেলেছিলাম সেটাই মুচছি। 

👩🏻-(তরল গলায়) কি লিখেছিলি, ‘আই লাভ শাহরুখ?’

👧🏻-(হেসে ফেলে) নাঃ। লিখেছিলাম,‘আই লাভ ভিকি।’

👩🏻- (হতভম্ব হয়ে) অ্যাঁ, এই ভিকিটা আবার কে?


👧🏻-(চোখ গোলগোল করে) উফ্ মা। ভিকি কৌশল?

👩🏻-(বোকা বনে) ও হো,তাও তো-। শোন বাবু যেখানে খুশি লেখ শুধু পড়ার বইতে লিখিস না, কেমন?

👧🏻-(হেসে ফেলে) লিখিনি। শুধু আই লাভ লিখে ছেড়ে দিয়েছিলাম। তুমি আমাকে ভীষণ ভালো বোঝ মা। 

👩🏻-(দীর্ঘশ্বাস ফেলে) হ্যাঁ। কারণ আমিও তো, ক্লাস সিক্সেই, প্রথমবার (ঢোঁক গিলে), ঘরের দেওয়াল পেন্সিল দিয়ে লিখেছিলাম,‘ আই লাভ মাই রুম।’ সলমান খান লেখার সাহস হয়নি কি না।

No comments:

Post a Comment