Saturday 7 August 2021

তুত্তুরী উবাচ ৭ই আগস্ট, ২০২১

 মধ্যরাতে নীলচে রাতবাতির আলোয় মা মেয়ের কথোপকথন অন্তে-

👧🏻- ব্যাস? হয়ে গেল? মানে শেষ পর্যন্ত কি জানা গেল, অবনী বাড়ি আছে না নেই?

👩🏻- সেটাই তো। তোর শুনে কি মনে হল? 

👧🏻-(বিজ্ঞ স্বরে) আমার মনে হচ্ছে অবনী বাড়ি নেই। নইলে অত কড়া নাড়লে তো যে কোন লোকের ঘুম ভেঙে যায়। 

👩🏻-থাক বাবু, তোকে আর কাব্য সমালোচনা করতে হবে না। আয় ঘুমাই।


তুত্তুরী উবাচ ৭ই আগস্ট, ২০২১

👧🏻-(বিড়বিড় করে শ্লোগান দিতে দিতে) আমাদের নেতা জিতেছে! (মাকে দেখে গলার জোর বেশ খানিকটা উঠিয়ে, মাকে প্রদক্ষিণ করতে করতে) আমাদের নেতা জিতেছে!দুর্গন্ধ কালু জিতেছে। 

👩🏻- (অন্যমনস্কভাবে) অ্যাঁ কে জিতেছে? অলিম্পিকে নতুন কেউ পদক পেল নাকি। 

👧🏻-(হিহি করতে করতে) না না। একটা কার্টুনের কথা বলছি। তাতে একটা লোক শ্লোগান দিচ্ছিল, ‘আমাদের নেতা জিতেছে। দুর্গন্ধ কালু জিতেছে-। 

👩🏻-(হেসে ফেলে) কি নাম রে! দুর্গন্ধ কালু! উফঃ

👧🏻-(প্রশ্রয় পেয়ে) হ্যাঁ গো মা। ওর আসল নাম কালু মণ্ডল। হিন্দিতে বলে কালু সিং। কিন্তু বাকিরা ওকে বলে দুর্গন্ধ কালু। আর হিন্দিতে বলে বদবু কালু। 

👩🏻-বাবা গো! তুই বাংলা আর হিন্দি দুটোই দেখিস। 

👧🏻-(সরল ভাবে) হ্যাঁ। ইংরিজিতে হয় কিনা তাও খুঁজে দেখেছি। ইংরেজিতে দুর্গন্ধ কালুকে কি বলে জানতে। 

👩🏻- কি আর বলবে, স্টিঙ্কি কালু বলে হয়তো  তা কালুর নাম দুর্গন্ধ কালু কেন?

👧🏻-(সোৎসাহে) ওর গায়ে যে ভীষণ দুর্গন্ধ। ওর বগলে, মুখে,পেছনে সর্বত্র ভয়ানক দুর্গন্ধ। তারওপর ঢেউ ঢেউ করে ঠেঁকুর তোলে।  কোন খেলায় নামতে হলে বা মারামারি করতে হলে বিপরীত পক্ষকে ভয় দেখায়, ‘কি রে আমার বগলের গন্ধ শোঁকাব নাকি তোকে-(সটান বগল তুলে)’। আর মাঝেমধ্যে ইয়েও করে, তখন ওর পিছন দিয়ে সবুজ ধোঁয়া বেরোয়। 

👩🏻- আচ্ছা মা, এবার থামো। আমি আর দুর্গন্ধ কালুর দুর্গন্ধপুরাণ শুনতে চাই না। দয়া কর। 🙏🏼

No comments:

Post a Comment