Sunday 20 September 2020

মধ্য রাতে মন খারাপে -


রাত এখন অনেক, পশ্চিশ আকাশে ঢলঢল সোহাগী চাঁদ। 

বড্ড গরম আজ, ঘুমন্ত চরাচর, অাঁধার ঘরে উড়ে বেড়াচ্ছে গুটি কয় জোনাকি। 

ভাবছি তোমার সিক্রেট মেসেজ পাঠাই, ‘তুমি কি এখনও আমায়_ _?‘ 

দূর কেন যে খামোকা এসব ভাবি? 

সেই যে, সেদিন সান্ধ্য মেঘ বয়ে এনেছিল তোমার মেসেজ, ‘.’। 

হ্যাঁ গো, ফুল স্টপ মানে কি? সব শেষ? 

নাকি শেষের পর, নতুন করে শুরু? 

কে জানে? অনেক পরে শুনেছিলাম, পরদিন গায়ে হলুদ রঙ মেখেছিলে তুমি- 

ফিকে হয়েছে কি সেই হলুদের রঙ, অথবা হয়েছে আরো প্রগাঢ়-

কে জানে? মন শুধু চায়, লুকিয়ে,সবার অলক্ষ্যে, একবার, শুধু একবার, ফুসফুসে ভরে নিতে, তোমার ঘেমো,মেঠো ঘ্রাণ-

“হ্যাঁ গো, তুমি কি, কখনও? মিথ্যে মিথ্যেই সই-? বলো না গো? প্লিজ। প্লিইইইইজ-”

No comments:

Post a Comment