Tuesday 18 July 2023

তুত্তুরী উবাচ, ১৩ই জুলাই,২০২৩

 

#তুত্তুরীউবাচ 

👧🏻-(অন্যমনস্ক ভাবে, ভূগোল বইয়ের পাতা উল্টাতে উল্টাতে) মস্কো শহরটা নিশ্চয়ই অনেক বড়। নাহলে একটা শহরে একশটা মিউজিয়াম থাকে কি করে। 

👩🏻-(বিরক্ত হয়ে) পড়তে বসে যত অপ্রাসঙ্গিক কথা। পড়া হয়ে গেলে দাদুকে জিজ্ঞাসা করিস। 

👧🏻-(উৎসুক স্বরে) দাদু মস্কো গিয়েছিল। 

👩🏻-(হাসি চেপে) তা যায়নি বটে, তবে দাদু কর্মনিষ্ঠ ছিল কি না। আর মস্কো হল কর্মনিষ্ঠদের জন্ম-কম্মভূমি। 

👧🏻-(বিস্ফোরিত চোখে খানিকক্ষণ তাকিয়ে, অনুধাবন পূর্বক) ও দাদু কম্যুনিস্ট। আগে আমি কম্যুনিস্ট আর কম্যুনাল শব্দ দুটোতে খুব গুলিয়ে ফেলতাম। (বোঝাতে উদ্যত হতেই,আতঙ্কিত হয়ে আশ্বস্ত করার ভঙ্গীতে দু হাত তুলে) এখন বুঝি। এখন বুঝি। তুমি আবার বোঝাতে এস না।

No comments:

Post a Comment