শৌভিক বাণী ২৯শে ডিসেম্বর,২০২২
👨🏻- (রিলস্ দেখতে দেখতে, এক গাল হাসি নিয়ে) একটা ছেলেকে ভিডিও তুলতে বলেছে, ছেলেটা ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে।
👩🏻-(গেম থেকে মুখ তুলে) ওটা ২৫ বছর ধরে বাজারে চলছে। তুই আজ দেখলি।
( অতঃপর কফির কাপে চুমুক দিতে গিয়ে) এ ম্যা গো! আমার কফিতে একটা পোকা পড়ে বসে আছে।
👨🏻- (তির্যক স্বরে) তা পোকাটার কি দোষ? কফিটা এত ক্ষণ ধরে ফেলে রেখে দিয়েছিস ও ভেবেছে ওটা বোধহয় সুইমিং পুল। তাই গরম জলে সাঁতার কাটতে নেমেছে।
👩🏻- 🫤
শৌভিক বাণী ২৭শে ডিসেম্বর,২০২২
👨🏻- পৌঁছতে এখন তিন ঘন্টা। ঘুমিয়ে পড়।
👩🏻-(হাই চেপে) আমার গাড়িতে ঘুম আসে না।
👨🏻- একা থাকলে আমি তো দারুণ ঘুমাই।
👩🏻-(সন্দিগ্ধ স্বরে) দোকায় কি প্রবলেম?
👨🏻-(দীর্ঘশ্বাস ফেলে) প্রবলেমটা সঙ্গে থাকে তো।
👩🏻-😡
শৌভিক বাণী ১৮ই ডিসেম্বর, ২০২২
👨🏻-(খেলা শুরুর আগে, বিজ্ঞ স্বরে) দীনু কাকুকে বললাম, আজ ফ্রান্স জিতলে আমি খুব খুশি হব।
👩🏻-সে কি? তুই তো চিরকালীন আর্জেন্টিনার সমর্থক রে।
👨🏻-( উদ্দীপ্ত স্বরে) হ্যাঁ, কিন্তু ফ্রান্স হল বিপ্লবের আঁতুড় ঘর। উদার দেশ। বর্ণ বিদ্বেষ নেই। অনর্থক ইমিগ্রেশনের ঝামেলা নেই। কড়া বিধিনিষেধ নেই। কত জন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় আছে দেখছিস না। যুদ্ধটুদ্ধও তেমন পারে না-----_-।
(খেলা শুরু হতেই) গোওওওওওল।
👩🏻- আর্জেন্টিনা গোল করল তো। তো তুই খুশি হচ্ছিস কেন?
👨🏻-(বিরক্ত হয়ে)হব না?
👩🏻- তবে যে দীনু খুড়োকে পট্টি পড়ালি, যে ফাইনালে তুই ফ্রান্সকে সমর্থন করবি।
👨🏻-( চোখ পাকিয়ে, দাঁত কিড়মিড় করে) মোটেও আমি তাই বলিনি। বলেছি ফ্রান্স জিতলেও এএএএ মানে ঠিইইইক আছেএএ।
👩🏻- 🐻😡
শৌভিক বাণী, ৪ঠা ডিসেম্বর,২০২২
👨🏻- এত পড়ার চাপ দিচ্ছিস কেন(তুত্তুরীকে)?
👩🏻- চেপে পড়তে না বসালে, ও জীবনে পড়তে বসবে? পরীক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল করবে যে।
👨🏻- বসে বসেই ফেল করুক না। কি যায় আসে।
👩🏻- 😡
শৌভিক বাণী ৯ই মে, ২০২২
👩🏻-আঁকশি কাকে বলে জানিস?
👨🏻-হুঁ যেটা দিয়ে আম পাড়া হয় তো?
👩🏻- হ্যাঁ। একটা লম্বা লাঠির ডগায়, আরেকটা ছোট লাটি ভি এর মত করে-
👨🏻-(মাঝপথে বিরক্ত হয়ে) জানি রে বাবা।
👩🏻-(বিড়বিড় করে) না মানে বাঙালরা আবার আঁকসিকে ঠিক কি বলে, তা তো জানি না। তাই ভাবলাম
👨🏻-(অত্যন্ত শীতল স্বরে) জানতাম না তো। শ্বশুর মশাইয়ের কাছে শেখা। সেই যে সেবার ওণার সাথে কামচাটকা গিয়েছিলাম, কৃষক বিদ্রোহ সংগঠিত করতে।
👩🏻-( হাসি চেপে) কামচাটকায় কৃষক বিদ্রোহ-
👨🏻-হয়েছিল তো। আমার শ্বশুর মশাই সংগঠিত করেন। সেখানেই একজন কৃষক একটা আঁকসি নিয়ে এসেছিল অস্ত্র হিসেবে। শ্বশুরমশাই বোঝালেন,এটা শুধু অস্ত্র হিসেবেই ব্যবহার করা যায় না, এটা দিয়ে ফলও পাড়া যায়। এটা দিয়ে তোমরা আম আর খেজুর পেড়ে খেও। তারপরই তো ফল পাড়তে আঁকসির ব্যবহার শুরু হল। তার আগে তো ওটা দিয়ে চাষ করা হত।
👩🏻- (হাসির দমকে, বিষম খেয়ে) সিরিয়াসলি, বিয়ের পর এত বছর হয়ে গেল, এবার আমার বুড়ো বাপটাকে একটু ছাড়। তোর শ্বশুর নিয়ে অবসেশনটা দিন দিন মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে মাইরি।
শৌভিক বাণী ১১ই অক্টোবর, ২০২১
"We enjoy as a family, we suffer as a family."
শৌভিক বাণী- ২৫শে জুলাই, ২০২১
‘পরীক্ষা বছরে চারটে করে হয়, আর অলিম্পিক চার বছরে একবার। ওকে(শ্রীমতী তুত্তুরী) শান্তিতে অলিম্পিক দেখতে দে। অত পড়াশোনা করার দরকার নেই।’
অতঃপর আহ্লাদী কন্যাকে আর পায় কে?😡
শৌভিক বাণী- ৭ই ফেব্রুয়ারি ২০২১
"বিয়রকে বলা হয়, সফ্ট ড্রিংক ফর অ্যাডাল্টস্। এই ব্রীজার ব্যাপারটা নির্ঘাত বিয়র ফর কিডস।"
শৌভিক বাণী- ৫ই এপ্রিল ২০২০
“করোণা মাই কি জয়। আসছে বছর আবার হবে। ”
শৌভিক বাণী ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮
“এবার মুখর করে দাও হে তোমার নীরব মোদী’রে”- শৌভিক বাণী অদ্য প্রাতে-
‘পরীক্ষা বছরে চারটে করে হয়, আর অলিম্পিক চার বছরে একবার। ওকে(শ্রীমতী তুত্তুরী) শান্তিতে অলিম্পিক দেখতে দে। অত পড়াশোনা করার দরকার নেই।’
অতঃপর আহ্লাদী কন্যাকে আর পায় কে?😡
No comments:
Post a Comment