Monday 28 March 2016

হারিয়ে যাওয়া

হারিয়ে যাওয়া ছেলেবেলা। 
হারিয়ে যাওয়া সোনা রোদ, খেলার মাঠ,
হারিয়ে যাওয়া যত খেলা, কুমীর ডাঙা, রুমাল চোর। 
হারিয়ে যাওয়া চেনা পথ, হারিয়ে যাওয়া গলির মোড়,
হারিয়ে যাওয়া স্কুল, সাদা শাড়ি লাল পাড়,
হারিয়ে যাওয়া যত শারদীয়া গোগোল, কর্ণেল, কিকিরা। 
হারিয়ে যাওয়া বইখাতা আর বন্ধু,
হারিয়ে যাওয়া লোডশেডিং আর মনকেমন করা অন্ধকার ,
হারিয়ে যাওয়া কালবৈশাখী আর হারিয়ে ফেলা বরষা,
হারিয়ে যাওয়া প্রথম ফুল, প্রথম বসন্ত । 
হারিয়ে গেল সবকিছু , সেই মনখারাপ আর ব্যর্থতা,
জীবন ঘোরে চক্রাকারে,হঠাৎ দেখা পথের বাঁকে,
দাঁড়িয়েছিলি কার তরে তুই?
তোরও বুঝি সব হারালো? সেই সোনা রোদ, লুকোচুরি, কুমীরডাঙা?
কিন্তু কেন আজ মনে হয়, সত্যিই কি সব হারালাম?
নাকি কিছুই হারায় না?
২৮.০৩.২০১৬

No comments:

Post a Comment