Sunday 12 July 2020

তুত্তুরী উবাচ ১২ই জুলাই, ২০২০



👧🏻-খুব ভুল করেছে, কাজটা।
👩🏻-অ্যাঁ? কে? কি?
👧🏻-আমাদের ম্যামেরা খুব ভুল করেছে। লকডাউন মানে সব বন্ধ। পড়াশোনাও বন্ধ থাকা থাকার কথা। ছুটি মানে ছুটি। তা নয়, ম্যামেরা গ্রুপ খুলেছে, আর রোজ পড়াশোনা করাচ্ছে। আমাদের কাছে তো ম্যামের নম্বর ছিল না, তাহলে ম্যাম আমাদের নম্বর পেল কোথা থেকে?
👩🏻-পড়তে বসালেই যত উদ্ভট চিন্তা আসে তোর মাথায়?
👧🏻-মা, জানো তো, বাবা হল কেসিয়াস আর তুমি না পাক্কা ব্রুটাস।
👩🏻-বাবা রে! আর তুমি কে মা? জুলিয়াস সিজার?

No comments:

Post a Comment