আদি ওঁঙ্কারেশ্বর সিদ্ধনাথের দেউল। নির্মাণকাল সম্ভবতঃ দ্বাদশ শতক। নির্মাতা রাজবংশ- পরমার। বিগতঃ আটশ বছর ধরে অগুনতি উত্থান-পতনের সাক্ষী এই দেউল। বারংবার আক্রান্ত তথা পরিত্যক্ত এই দেউল তবু কালের চক্রান্তকে তুচ্ছ করে আজও দণ্ডায়মান তথা স্বমহিমায় ভাস্বর। বড় দুর্গম। তাই খুব বেশী তীর্থাভিলাষী আসে না। একাই বসে থাকেন বৃদ্ধ জ্যোতির্লিঙ্গ। সঙ্গী ততোধিক বৃদ্ধ এক নির্লোভ পুরোহিত। প্রভাত কালে পরিমার্জন করছিলেন শিবলিঙ্গকে, আমাকে আর তুত্তুরীকে দেখে স্বয়ং এগিয়ে দিলেন ছোট্ট তামার পাত্র ভরা জল আর কিছু কুচি ফুল।কোন মন্ত্রোচ্চারণ নেই, কোন কথা নেই, ব্যস্ত হয়ে পড়লেন নিজ কাজে। দক্ষিণা দিতে গেল তুত্তুরী, ইশারায় দেখালেন বাবার কাছে রেখে দিতে। বাইরে তখন সদ্যোদয় হয়েছে প্রভাত তপন-
What ever I like...what ever I feel.... form movies to books... to music... to food...everything from my point of view.
Monday, 14 October 2019
হিন্দুস্তানের হৃদয় হতে- পর্ব- ২
আদি ওঁঙ্কারেশ্বর সিদ্ধনাথের দেউল। নির্মাণকাল সম্ভবতঃ দ্বাদশ শতক। নির্মাতা রাজবংশ- পরমার। বিগতঃ আটশ বছর ধরে অগুনতি উত্থান-পতনের সাক্ষী এই দেউল। বারংবার আক্রান্ত তথা পরিত্যক্ত এই দেউল তবু কালের চক্রান্তকে তুচ্ছ করে আজও দণ্ডায়মান তথা স্বমহিমায় ভাস্বর। বড় দুর্গম। তাই খুব বেশী তীর্থাভিলাষী আসে না। একাই বসে থাকেন বৃদ্ধ জ্যোতির্লিঙ্গ। সঙ্গী ততোধিক বৃদ্ধ এক নির্লোভ পুরোহিত। প্রভাত কালে পরিমার্জন করছিলেন শিবলিঙ্গকে, আমাকে আর তুত্তুরীকে দেখে স্বয়ং এগিয়ে দিলেন ছোট্ট তামার পাত্র ভরা জল আর কিছু কুচি ফুল।কোন মন্ত্রোচ্চারণ নেই, কোন কথা নেই, ব্যস্ত হয়ে পড়লেন নিজ কাজে। দক্ষিণা দিতে গেল তুত্তুরী, ইশারায় দেখালেন বাবার কাছে রেখে দিতে। বাইরে তখন সদ্যোদয় হয়েছে প্রভাত তপন-
Subscribe to:
Post Comments (Atom)
ভালো লাগলো। পড়ার পর বেড়ানোর একটা আমেজ এলো।
ReplyDelete