Thursday 17 October 2019

হিন্দুস্তানের হৃদয় হতে- পর্ব- 4


আদি ওঁঙ্কারেশ্বর সিদ্ধনাথের দেউল। নির্মাণকাল সম্ভবতঃ দ্বাদশ শতক। নির্মাতা রাজবংশ- পরমার। বিগতঃ আটশ বছর ধরে অগুনতি উত্থান-পতনের সাক্ষী এই দেউল। বারংবার আক্রান্ত তথা পরিত্যক্ত এই দেউল তবু কালের চক্রান্তকে তুচ্ছ করে আজও দণ্ডায়মান তথা স্বমহিমায় ভাস্বর। বড় দুর্গম। তাই খুব বেশী তীর্থাভিলাষী আসে না। একাই বসে থাকেন বৃদ্ধ

। সঙ্গী ততোধিক বৃদ্ধ এক নির্লোভ পুরোহিত। প্রভাতী সূর্যের আলোকে মন্দির গাত্রের অনুপম ভাস্কর্য

No comments:

Post a Comment