Monday 14 October 2019

হিন্দুস্তানের হৃদয় হতে- (পর্ব-১)



ঐ যে ফিরিঙ্গী ভাষায় বলে না, “মান্ডু ইজ নট জাস্ট আ ট্যুরিস্ট ডেস্টিনেশন। মান্ডু ইজ অ্যান এক্সপিরিয়েন্স। ” এটা যে কত বড় সত্যি মান্ডু না এলে বোঝা যাবে না। অবশ্য যদি আপনার ইতিহাসের সাথে পুরানো প্রেম থাকে তবেই-। আমাদের জনৈক বুড়ো  গাইড যেমন বলছিল, “আপ চাহেঁ তো এক দিন মে ভি মান্ডু দেখ সাকতে হ্যায়, অর চাহেঁ তো এক মাহিনা ভি কম পড়েগা সাব”।  এখানে ইতিহাস ফিসফিস করে কথা কয়। গোটা শহর জুড়ে ছড়িয়ে আছে ৩৬০০ সৌধ, মিনার আর মকবরা। দিনে যদি মেরে কেটে দশটাও দেখেন- এক সাল ভি কম পড়েগা  সাব।
ভিডিওটি কারবাঁ সরাইয়ের। কোন এককালে বড় বড় মানুষজন এসে থাকতেন, বিশাল আঙিনা জুড়ে সারি সারি কামরা। এখন শুধু ঘুরে বেড়ায় মান্ডুর তপ্ত বাতাস। কে জানে? হয়তো রাত নামলে এখনও তাঁরা আসেন, লাফিয়ে নামেন ঘোড়া থেকে, তারপর শুরু হয় কোন নতুন কাহানি।

No comments:

Post a Comment