Thursday, 6 June 2019

অনির ডাইরি ৬ই জুন,২০১৯


জনৈক গ্রুপে একটি পোস্ট দেবার ছিল, বিষয়টা বেশ জটিল এবং বেশ অনধিগত শিরোনাম ছিল #বেড়ানোর_কেনাকাটা_কান্নাকাটি।

বেড়াতে গিয়ে কেনাকাটা মাইরি বলছি তেমন করি না। যেখানেই যাই, সেখানকার সৌন্দর্যে এমন বিমোহিত হয়ে যাই, যে “স-সে-মি-রা” মত একটা কথাই মুখ দিয়ে বের হয়, “উফ্ কি অপরূপ সুন্দর। ” তাছাড়া কিছু কিনতে গেলেই আমার বর,(শ্রীমান শৌভিক) শর্তারোপন করে, ক্রীত দ্রব্যাদি আমাকেই স্বস্কন্ধে বহন করে আনতে হবে। আমি প্লাস কেনাকাটা যদি অতিরিক্ত শুল্ক প্রদান করতে হয়,এই ভয়েও তেমন কিছু কিনি না।

তবে বেড়াতে যাবার সঙ্গে কেনাকাটার এক অবিচ্ছেদ্য যোগাযোগ আছে এটা মানি। সেই করে নব্বইয়ের শুরুতে মুসৌরি থেকে বিস্তর দর করে ২০টাকা দিয়ে মায়ের কিনে দেওয়া লাল পুলওভার, আজও এতটুকু টসকায়নি। আজকাল আমার মেয়ে পরে। তারও আগে,সেই কবে, আসাম থেকে বড় মেসোমশাইয়ের এনে দেওয়া ছালের কাপড়(ব্যাপারটা কি আমিও জানি না) পরে আজও মা সন্ধ্যা দেয়।২০০৭এ প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে বাতাসিয়া লুপ থেকে ৮০টাকা দিয়ে বাবার কিনে দেওয়া উইণ্ডচিটার,এখনও বর্ষা কালে স্টাইল স্টেটমেন্ট। হায়দ্রাবাদ থেকে বিভিন্ন সময় মাসিদের কিনে আনা কয়েক ডজন মুক্তার সেট,আজও আমার সাজার টেবিল সাজিয়ে রেখেছে। কুর্গ থেকে বছর দুয়েক আগে কিনে আনা খাঁটি চন্দনবাটার মাখন মাখন ফেসপ্যাক আজও গোল্ড ফেসিয়ালকে আড়াই গোল দেয়। তেমনি মন মাতানো সুগন্ধ।  চন্দনের পারফিউমও কিনতে যাচ্ছিলাম। সাথে স্থানীয় এলাচ আর গ্রীন কফি। কিনেও ফেলতাম,যদি না সেলসম্যানটা না ঠেট দক্ষিণ ভারতীয় অ্যাকসেন্টে অবোধগম্য ইংরেজিতে বলত,“শুধু গ্রীন কফি খেলে কিন্তু রোগা হবেন না, সাথে পরিমিত আহার আর শরীরচর্চাও প্রয়োজন।” তাও আবার আমার বরের সামনে! এ হেন অপদস্ত করার কোন মানে হয়?  মূর্তিমান আপদ একটা। যদি কুর্গে যান, বলে দিলাম ভুলেও কর্ণাটক এম্পোরিয়ামের ঐ দোকানটিতে ঢুকবেন না কিন্তু।

শেষ করব লোকাল ট্রেনে আনারদানা বিক্রি করা এই দাদুর গল্প দিয়ে, অফিস যাবার পথে ট্রেনে আমার অন্যতম দোসর, হুগলী জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের এক আধিকারিক।নামটা উহ্যই থাক।  ট্রেনেই আমাদের আলাপ এবং ট্রেনেই জমে ওঠা বন্ধুত্ব। অফিস টাইমে দৌড়তে দৌড়তে বিধাননগর স্টেশনে পৌঁছে যেদিন সখীর দেখা না পাই, সেদিন সক্কাল থেকেই মেজাজটা যায় তেঁতো হয়ে। মুখে অবশ্য স্বীকার করি না, বরং প্রায়ই বলি, “এই শেষ আর তোমার সঙ্গে যাচ্ছি না।“ আসলে আমরা এককাট্টা হলেই কত কি যে কিনি তার ইয়ত্তা নেই। ঝুটো গয়নার প্রায় মিউজিয়াম হয়ে গেছে আমাদের বাড়িটা। বেশ কিছুদিন আগের কথা,আমরা একসাথে যাচ্ছি, হঠাৎ তিনটে বল লাগানো লাঠি হাতে বৃদ্ধের আগমন। আগেও দেখেছি,  চলন্ত ট্রেনে উনি আমলকি, আনারদানা ইত্যাদি ফিরি করেন। পোশাকআশাক বলতে ধোপদুরস্ত সাদা হাফ শার্ট আর প্যান্ট। প্রবল শীতই হোক বা প্রখর গরম অথবা ঘোর বর্ষাকাল, দাদুর পরণে একই পোশাক। বেচেন কি জানি না,তবে, জনে জনে ফ্রি স্যাম্পল বিলি করে বেড়ান।  আমাদেরও দিতে এলেন, আমরা দুজনে হাত নেড়ে জানালাম, চাই না। ও বাবা, বৃদ্ধের কি গোঁসা, সখী ধারে বসেছিল, তাকে লাঠি দেখিয়ে বললেন, “কি রে মা? খাবি না? খা বলছি! নাহলে এই লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব!“ হাসব না কাঁদব বুঝতে পারলাম না। থুড়থুড়ে বুড়ো, লাঠি ঠুকঠুক করে হাঁটে, বলে কি না মারবে। এবার আমাকে বললেন, “তুই ও খারে মা। এই দাদুভাই নে ধর। খা বলছি।“ দাদুভাই বলতে আমার পাশে বসা একজন দিদিমণি।মুখে মুখ টিপে হেসে আমরা তিনজনই বাধ্য ছাত্রীর মত হাত বাড়িয়ে দিলাম। বুড়ো  বিগলিত হয়ে সখীর মাথায় হাত বুলিয়ে বললেন, “রাগ করলি মা? বুড়ো ছেলেটা তোকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবে বলেছে, তাই কি রেগে গেলি মা?” মুখে কাঁচা আম দেওয়া আনারদানা চুষতে ব্যস্ত সখীর হয়ে জবাব দিলাম,” রাগ করবে কি? ও তো পুলকিত হয়ে গেছে। কি তাই না?” প্রায় ৪৫ ডিগ্রি কোণে মাথা বেঁকিয়ে সম্মতি জানালো সখী।  সেই শুরু,তারপর থেকে বুড়োর ভালোবাসার অত্যাচারে আমি জর্জরিত। এবং বর্তমানে একটি পাক্কা গুলিখোর। সবসময় ব্যাগে মিষ্টি গুলি নিয়ে ঘুরি।বিশেষতঃ তুত্তুরীকে পড়াতে বসালে তো গুলির ডাব্বাটা নিয়েই বসি, দাদু ঠিকই বলে,“গ্যাস থেকে গোঁসা যাই হোক দুটো মুখে ফেলে দিবি।” দেখা হলে আপনাদেরও দেবো খন-

ইয়ে আপনাদের জন্য দাদুর একখান ছবি তুলে এনেছি, কেমন পোজ দিয়েছেন দেখুন না। তুলতে হয়েছে অনেকগুলো,তারপর দেখাতে হয়েছে, শেষ পর্যন্ত এটাই বুড়োর পছন্দ-

Sunday, 2 June 2019

অনির ডাইরি ২রা জুন, ২০১৯

এরকম দম্পতি বাস্তবিকই দুর্লভ, যাদের সংস্পর্শে  আমরা দুজনেই স্বচ্ছন্দ। যেখানে কোন সাবটিম থাকবে না। যেখানে পুরুষ সদস্যরা শুধুমাত্র রাজনীতি নিয়ে গুঁতোগুঁতি করবে না।যেখানে আমার বর স্বভাবসুলভ গাম্ভীর্য নিয়ে বড়দা মার্কা জ্ঞান বিতরণ করতে পারবে এবং অন্যপক্ষ মোটেই হাই তুলবে না বা কান বা নাক খুঁটবে না।  যেখানে উপস্থিত অন্য মহিলা সদস্যটি আমাকে ওজন কমানো বা মাতৃত্ব বা গুছিয়ে সংসার করা বা সন্তানের মুখ চেয়ে চাকরী ছাড়া নিয়ে সুচিন্তিত অথচ অযাচিত মতামত দেবে না। শাশুড়ী পুরাণ খুলে বসবে না বা সন্তানের বিদ্যার্জন বা কোষ্ঠকাঠিন্য বা ইয়ের বর্ণ বিশ্লেষণ করতে বসবে না।  কারণ এই নিয়ে গপ্পের হাঁড়ির ঢাকা খুললেই, কেন জানি না, আমার পালিয়ে যেতে ইচ্ছে করে। উপরিউক্ত সমস্ত শর্তাবলী মেনে যাদের পাওয়া যায়, তারা সকলেই এত ভয়ানক ব্যস্ত এবং সর্বোপরি পে কমিশনের দৌলতে মাসের সাত তারিখ কাটলেই এমন হতদরিদ্র যে দেখা করবই বলে গোঁ ধরে বসে থাকলেও আর দেখা হয়ে ওঠে না। হয় শুধু পরিকল্পনা। তারিখ পে তারিখ, মি লর্ড। তারিখ পে তারিখ।
এষা আর অর্জুন হচ্ছে সেই দুর্লভতম দম্পতি তথা বন্ধুদের মধ্যে অন্যতম। সবথেকে বড় কথা বয়স যেহেতু কম, তাই দেখা করার উদ্যোগও এষাই বেশী নয়। পর্যায়ক্রমে একবার শৌভিককে আর একবার আমায়,“ও দাদা/ও দিদি” করতে থাকে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর শৌভিকের নিদ্রাভঙ্গ হয়,“এষাটা খুব জ্বালাচ্ছে। দেখা করতেই হবে মনে হচ্ছে। ”আমি আর তুত্তুরী একপাক নেচেনি আনন্দে। কোথায় দেখা করবে, এই নিয়ে দড়ি টানাটানি শেষে শৌভিক শেষমেশ ঘোষণা করে,“এক কাজ কর,তোরা আমাদের বাড়িতেই চলে যায়।” অতঃপর বাতানুকূল আবহাওয়ায় গড়াগড়ি খেয়ে গপ্প। তুত্তুরীর বাঁধা জায়গা এষা পিসির কোল। আমাদের গপ্পের গতি বারবার বাধা পায় পিসি ভাইঝির গুপ্ত গল্পের ফিসফিসানিতে। অনেক রাতে যখন এষা অর্জুন বিদায় নিতে চায়, তুত্তুরী তখন গড়াগড়ি দিয়ে কান্না জোড়ে। “আজ রাতে আমি এষা পিসির বাড়ি গিয়ে এষা পিসির সাথে ঘুমাব।” চেনা ছক।

এবার অবিশ্যি, একটু অন্য পথে, কারণ বিগত নির্বাচন প্রায় নিকড়ে নিয়েছে শৌভিক আর এষার প্রাণশক্তি। রিফিল করার জন্য নিছক পানভোজন আর আড্ডাটা অনেকটা স্যালাইনের মত। কোথায় হবে, এই নিয়ে ব্রেন স্টর্মিং অপ্রয়োজনীয়, এষার আদুরে আব্দার মার্কোপোলো। শৌভিকের প্রিয় রেস্তরাঁ। আর মাসেরও সবে ইয়ে এক তারিখ আর কি-
তুত্তুরী যদিও এবার যেতে চাইল না। “নাঃ তোমরাই যাও। তোমরা খালি ইলেকশন- ডিএম-এডিএম করবে। ” আসল কারণটা যদিও বাইশ গজে নিউজিল্যাণ্ড-শ্রীলঙ্কা আর আফগানিস্তান- অস্ট্রেলিয়ার দ্বৈরথ।
শৌভিকের হুকুমনামা ছিল সাড়ে ছটার মধ্যে ঢোকার। এষা-অর্জুন বা আমি কেউই তেমন পাত্তা দিইনি যদিও। সাতটা নাগাদ যখন ঢুকলাম, দিব্যি ফাঁকা গড়ের মাঠ। ওয়েটারদের মধ্যেও ব্যাপক ল্যাদ। সাতটা থেকে ঘড়ির কাঁটা কখন যে নটার ঘরে পৌঁছল, কেউই খেয়াল করিনি বোধহয়।

অদূরাতীতে, মার্কোপোলোতেই জীবনের প্রথম ককটেলটির আস্বাদ গ্রহণ করেছিলাম, নাম ছিল,“ইলেকট্রিক জ্যাম। ” ভডকা-টেকিলা আর ব্লু কিউরাশাও এর অনুপম সংমিশ্রন।অর্ধেকটা নীল আর বাকি অর্ধেকটা ঘোলাটে সাদা।  বাইরে থেকে মনে হয়েছিল এক চুমুক সমুদ্র বুঝি ভরে দেওয়া হয়েছে টলটলে কাঁচের গ্লাসে। তলায় হয়তো পড়ে আছে একখণ্ড রোদ পোয়ানো সোনালী সৈকত। হোমিওপ্যাথি ওষুদ ব্যতিরেকে জীবনে প্রথম অ্যালকোহলের আস্বাদ গ্রহণের দৌলতেই হয়তো, অদ্ভুত ফুরফুরে অনুভূতিতে ভরে উঠেছিল মন আর মাথা।
বহুবছর বাদে আবার ইলেকট্রিক জ্যাম চেখে দেখলাম। এবার বড় বেশী মিষ্টি লাগল খেতে। পরেরটা আর মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, ওরাই সাজেস্ট করল,“ব্ল্যাক রাশিয়ান” খেয়ে দেখুন না। একে রাশিয়ান তায় কালো? শুনেই কেমন যেন “মিস জেলী, জ্যামে আটকে গেছে” মার্কা মারকাটারি অনুভূতি হল। মার্টিনি গ্লাসের মত সুন্দর গ্লাসে কৃষ্ণকায় যে বস্তুটি দিল তা মূলতঃ কালো কফি আর ভডকার সংমিশ্রণ,খেতে খেতে বারবার অর্জুন আর আমি একই কথা বলছিলাম,“কেমন যেন। কাশির ওষুধ মার্কা খেতে। ” আর হ্যাঁ, বেশ মিষ্টি বাপু।

খাবার নিয়ে অবশ্য বলার মত কোন বিশেষণই খুঁজে পাচ্ছি না।মার্কোপোলো অনবদ্য। গোটা ঐ চত্বরে, এই অধমের চেখে বেড়ানো, সীমিত সংখ্যক রেস্তোরাঁর মধ্যে নিঃসন্দেহে সেরা।ওদের চেলো কাবাব, অনায়াসে পিটার ক্যাটের চেলোকে সাড়ে বত্রিশ খানা গোল দিতে পারে। পিটার ক্যাটের চেলো আলো করে থাকে যে দুটি শাম্মি কাবাব,বিশ্বাস করুন, তাই দিয়ে তুত্তুরীকে ঠ্যাঙানো যায়। কেমন শক্ত, তেমনি শুকনো। মার্কোপোলোতে ঐটি মুখে দিলেই ফক্কা- অনেকটা বুড়ির মাথার পাকা চুলের মত। একই অনুভূতি তথা অভিজ্ঞতা এবার ওদের গলৌটি কাবাবকে নিয়ে হল।   যখন অর্ডার করা হল, তখনও অওধ- ১৫৯০এ চেখে দেখা গলৌটি কাবাবেরর স্মৃতি মনে করে বেশ বিরক্ত হয়েছিলাম বটে, কিন্তু মুখে দিতেই কেমন যেন গলে গেলাম,হারিয়ে গেলাম কাবাব এবং আমি দুজনেই। ওজনের ঘোড়া এমনিতেই অত্যন্ত অভদ্র বেবাগা, জানি এই সুযোগে দৌড়ে গেল অনেকটাই, তবে কবে যেন তাকে শেষ পাত্তা দিয়েছিলাম? বোধহয় কোনদিনই না। প্রিয়জনেদের সংস্পর্শে এমন একখান নির্ভেজাল আনন্দময় সন্ধ্যার পাশে ওজন যন্ত্র কেয়া চিজ হ্যায়? আর বুধ বা শুক্র গ্রহে যদি যাই, তাহলে তো এই অধমও রীতিমত তন্বী বলেই বিবেচিত হব, নাকি।

Wednesday, 29 May 2019

অনির ডাইরি মে ২০১৯

অনির ডাইরি ২২শে মে, ২০১৯
মা, হওয়া কি মুখের কথা? না বাপু, মোটেই মুখের কথা নয়। যেমন ধরুন, কি কুক্ষণে,যে তুত্তুরীকে বলেছিলাম, হৃদপিণ্ডের যে প্রচলিত প্রতীক, তা আসলে মানুষের পশ্চাৎদেশের উল্টানো প্রতিবিম্ব। মানে আমরা যাদের ভালোবাসি, শুধু তাদেরই নয়, ঘোরতর অপছন্দের পাত্র/পাত্রীকেও আমরা প্রয়োজন বিশেষে “হার্ট” পাঠাতে পারি। ফলশ্রুতি? আমার গোটা গায়ে, গোটা পাঁচেক বিভিন্ন বর্ণের হৃদপিণ্ডর ছবি জ্বলজ্বল করছে। অপরাধ? তুত্তুরীকে পর্যায়ক্রমে বকা, পড়তে বসতে বলা এবং গর্হিততম অপরাধ হল, তুত্তুরীর ভাগের তিনটি চকোলেট সাবাড় করে দেওয়া।
এখন আপনি বলতেই পারেন, এসব অসভ্য কথা, নিজের শিশুকন্যাকে শেখানোর কি দরকার ছিল বাপু? ওতো ছেলেমানুষ, তুমি বলবে, আর ও শিখলেই দোষ? কারণটা, ঐ যে বললাম মা হওয়া কি মুখের কথা? মোবাইল খোলার উপায় নেই মাইরি। যাই দেখতে বসি, যাকেই মেসেজ করতে বসি, যেই ফোন করুক, তিনি নিঃশব্দ চরণে পিছনে এসে দাঁড়াবেন। “কে ফোন করেছে?” “কি বলল?” “তুমি ঐ কথা বললে কেন?” “তুমি হাসলে কেন?” হরি হে মাধব, চান করব না গা ধোব! শৌভিককে এসব প্রশ্ন করে, বিশেষ সুবিধা হয় না, সদ্য জন্মানো বেড়াল বা কুকুরছানার মত ঘাড় ধরে, ঘর থেকে বার করে দেয়। মা হয়ে তো আর, অগত্যা-। তেমনি কোন ইংরাজি সিরিয়াল দেখার সময়, তিনি আমার ঘাড়ের ওপর দিয়ে হামলে পড়ে ছিলেন। তলার সাবটাইটেল দেখে খানিকটা বুঝেছিলেন, বাকিটা অবশ্য এই অধমই-।
আরো যে কত রকমের প্রশ্নাবলীর সম্মুখীন হতে হয়, “ছেলে হয়ে, ছেলেকে চুমু খাচ্ছে কেন?” “ছেলেতে- ছেলেতে বিয়ে হয় নাকি?” “ জন যে স্যামকে বিয়ে করল, ওদের বেবি হলে, কে বাবা হবে, আর কে মা?” “যেমন সারোগেট মাদার হয়, তেমনি সারোগেট ফাদার হয়?” “মা হলে তো উম্ব ভাড়া দেয়, সারোগেট বাবারা কি ভাড়া দেয়?”  “পেনি বিয়ের সময় অত মোটা হয়ে গেল কি করে? কি বললে? বেবি হবে? ওর তো এখনও বিয়েই হয়নি। বিয়ে না হলে, কারো বেবি হয়?” “ হয়?” “তাহলে তুমি খামোকা বাবাকে বিয়ে করতে গেলে কেন?”
শুধু কি তাই? তুত্তুরীর জ্বালায় ঘনঘন মোবাইলের পিন বদল করতে হয় আমাদের। ঈশ্বরের দিব্যি, আমাদের মোবাইলে কোন উল্টোপাল্টা জিনিসপত্র পাবেন না। বন্ধুবান্ধবদের পাঠানো ইল্লি মার্কা ইয়ে আমরা পারতপক্ষে ডাউনলোডই করি না। করলেও, একে অপরকে পাঠিয়েই ডিলিট। তবু ঘনঘন বদলাতে হয় কোড। উপায় কি? বছর চার পাঁচ আগের, কোন এক মধ্য রাতে, যখন শৌভিক এবং আমি গভীর নিদ্রামগ্ন, তুত্তুরীর কোন অজ্ঞাত কারণে নিদ্রাভঙ্গ হয়, এবং আমাদের সম্পূর্ণ অজ্ঞাতে জনৈক বড় সাহেবকে তুত্তুরী মেসেজ পাঠায়, “ইলেকট্রিক শক”।সাথে ২৫খানা ইমোজি। তখনও হোয়াটস অ্যাপে মেসেজ ডিলিট করা যেত না, নেহাত তিনি অত্যন্ত সহৃদয় ব্যক্তি, ঈশ্বর তাঁর মঙ্গল করুন। কিন্তু এই টেনশন নিয়ে বাঁচা যায়? আমরা নতুন কোড দি, আর মোবাইলের ওপর আঙুলের নাড়াচাড়া দেখে তুত্তুরী বুঝে যায়, নতুন কোড কি-।
মা হওয়া মোটেই মুখের কথা না, যেমন ধরুন, আপনি একদিক থেকে ঘরদোর সাফ করবেন, অন্যদিক থেকে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে তাকে পুনরায় পূতিগন্ধময় করে তুলবে তুত্তুরী। সত্যি বলছি, জুতো রাখার র‍্যাক থেকে ওয়াশিং মেসিনের মাথা পর্যন্ত থরে থরে সাজানো, তুত্তুরীর বই, খাতা, খেলনা এবং পুতুল। দাঁড়ান, দাঁড়ান, গোটা পুতুল ভাবলেন নাকি? না মশাই। কোথাও পুতুলের মুণ্ডু পাবেন, কোথাও ধড়। কোথাও কিছুই পাবেন না, এক দু পাটি চপ্পল পাবেন কেবল।  আর পাবেন, ক্লাশ শেষে স্কুলের মাটি থেকে কুড়িয়ে নিয়ে আসা গুচ্ছ-গুচ্ছ, গুড়ি-গুড়ি পেন্সিল এবং রাবার। সবকটিই ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য, তবুও, ঐ গুলির প্রতি তুত্তুরীর যে কি অপরিসীম মায়া। এছাড়াও পাবেন, আমার বাতিল করে দেওয়া বিবর্ণ ঝুটো গয়নাগাটি এবং কয়েকশ পেস্তার খোলা। ক্র্যাফট বানাবে তুত্তুরী, তাই যত্ন করে জমিয়ে রেখেছে। মাঝে মাঝেই গোনাগাঁথা করে দেখে, কিছু হারায়নি তো? আরও পাবেন শেষ হয়ে যাওয়া কয়েক ডজন স্কেচ পেন, যে গুলি, সময় বিশেষে দেওয়ালে ঘষে দেখা হয়,রঙ সত্যিই শুকিয়ে গেছে কি না। নতুন কোন শব্দ শিখলেও আগে তা দেওয়ালে লেখে তুত্তুরী। মাঝে মাঝে পুরানো পড়াও কি সুন্দর দেওয়ালে লিখে অভ্যাস করে। ঐ জিনিসটাই খাতায় লিখতে বলুন, দেখি-। কি বাজে লোক মশাই আপনি। অখাদ্য। ঠিক তুত্তুরীর মায়ের মত। শুধু পড়া নয়, মাঝে মাঝে ছবিও আঁকে তুত্তুরী। অবশ্যই দেওয়ালে। ভালো না হলে আবার ইরেজার দিয়ে মুছেও দেয়, অবশ্য।সেসব ছবি দেখে মাঝে মাঝে আমাদের হার্ট অ্যাটাক হবার উপক্রম হয় যদিও।
আরো অনেক কিছু করে তুত্তুরী, যেমন বোতল-বাটি- ঘটি- গ্লাসে করে ডিপ ফ্রিজে বরফ জমায় তুত্তুরী। অবশ্যই মায়ের অসাক্ষাতে। মামমামকে (দিদা) গায়ের জোর দেখাতে, ভিডিও কল করে, আসবাব পত্র ধরে পর্যায়ক্রমে টানাটানি এবং ঠেলাঠেলি করে তুত্তুরী। গ্লুকন ডি জলে গুলে, আইসক্রিম বানায় তুত্তুরী। ফুল ফুটতে দেরী হলে, গাছ গুলোকে প্রবল ধমকায় তুত্তুরী এবং সর্বোপরি ড্রয়ারের কোন কোণে অনাদরে পড়ে থাকা বাতিল মোবাইল ফোনে চার্জ দিয়ে সেটাতে আবোলতাবোল ভিডিও তোলে তুত্তুরী-

অনির ডাইরি ২৬শে মে, ২০১৯

বললে বিশ্বাস করবেন কি না জানি না, আমার না, দুধ কেটে গেল প্রচণ্ড আনন্দ হয়। কোথায় যেন পড়ছিলাম, প্যাকেট বন্দী হবার, দুদিনের মধ্যে যদি দুধ না কাটে, তাহলে,“তু শালা কাম সে গ্যায়া”।  ওটা দুধ নয়, সোডা আর গন্ধক। একটু কয়লার গুড়ো মেশালেই তুবড়ি- । সত্যি মিথ্যা জানি না বাপু। তবে মাদার ডেয়ারির দুধ কিন্তু ফ্রিজে থাকলেও দু- একদিনের মধ্যেই কেটে যায়। কাটে না আমুল তাজা।
না, না এবং না। আমুলের ওপর ছিটেফোঁটাও অবিশ্বাস করছি না। আমি এবং আমার কন্যা উভয়েই আমুলের দুধ খেয়েই বেড়ে উঠেছি। অধম তো আজও বাড়ছে। বহরে নয়, আড়ে যদিও। আমুল স্প্রে তো আমি আজও এমনি এমনি খাই।পেলেই হল।
কিন্তু আপদ দুধ কাটেই না। ছোটবেলায় কেটে যাওয়া দুধের ছানাকে ঘি আর চিনি দিয়ে তাড়ু মেরে কি অসাধারণ সন্দেশ বানাত মা। গাওয়া ঘি আর এলাচের ভুরভুরে গন্ধওয়ালা ঝুরোঝুরো সন্দেশ- আঃ সাক্ষাৎ জর্জ ক্লুনি।
তবে সচরাচর মা কেটে যাওয়া দুধের ছানা দিয়ে কোন কিছুই বানাতে চাইত না। যাবতীয় সুখাদ্যের প্রতি কেন যে মায়ের ভয়ানক বিরাগ কে জানে। যেমন ধরুন দিদার বাড়ির পান্তাভাত। আহাঃ।দিদার বাড়ি ছিল, সেই উত্তরবঙ্গের সীমানা ঘেঁষা, মুর্শিদাবাদের এক অজ গাঁয়। গ্রামের নাম রামনগর। শিয়ালদা থেকে আটটার লালগোলা ধরে,নৈহাটির ঝালমুড়ি,কাঁচরাপাড়ার শোনপাপড়ি, কালিনারায়ণপুর জং এর কাটা সিদ্ধ ডিম, রাণাঘাটের  লুচি-তরকারি,কাঁচের  বাক্সে কৃষ্ণনগরের সরভাজা সাঁটিয়ে বারোটা- সাড়ে বারোটা নাগাদ নামতে হত পলাশী। অতঃপর রিক্সায় চড়ে, টলটল করতে করতে পলাশীর ঐতিহাসিক আমবাগানের ভিতর দিয়ে গঙ্গার ঘাট। পথের কোন একটা বাঁকে, বিশাল ধানক্ষেতের মাঝে ছিল তিনটি ফলক, সুবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজৌদ্দল্লা - আর তাঁর যোগ্য অনুগামী মীর মদন আর মোহনলালের স্মৃতিতে উৎসর্গীকৃত। পাশেই ছিল একটা শিমূলতুলোর গাছ।মিহি তেলতেলে তুলো উড়ে বেড়াত গোটা সমাধি ক্ষেত্র জুড়ে। যেন প্রকৃতির শ্রদ্ধার্ঘ।
হাতে টানা নৌকায় গঙ্গা পেরিয়ে ওপাড়ে রামনগর।পারানির কড়ি,ছিল কয়েক পয়সা মাত্র।  বুঝতেই পারছেন,  বছরে একবারই যাওয়া হত সাকুল্যে। আর পাঁচটা তৎকালীন গ্রামের মতই, রামনগরবাসীদের প্রাতঃরাশ হত পান্তা খেয়ে। বাবা বা মেসোমশাই মার্কা শহুরে জামাইদের জন্য অবশ্য লুচি ভাজা হত। পাটকাঠির আগুনে। আর আমাদের জন্য, মাটির হাঁড়িতে সিদ্ধ, ঘরের লালচে চালের ভাত, সারারাত ভিজে,পরের দিনে তৈরি হতো পান্তা। হাল্কা টক ভাব না এলে সেটা পান্তা হিসেবে মোটেই কৌলিন্য পেত না।  নেহাত অর্বাচীন। মাটির মেঝেতে মাসিদের হাতে তৈরি, লাল ঝালর দেওয়া আসনে বসে,  “পুরী” লেখা অ্যালুমিনিয়ামের থালায় অল্পভাত, অনেকটা জল। ডেলা পাকানো কড়কড়ে নুন, ঘানি ভাঙা বিটকেল গন্ধওলা, সর্ষের তেল। চাষের জমির ছোলা, ঘরে পাটকাঠির আগুনে ভেজে, জাঁতায় গুঁড়িয়ে বানানো ছাতু। আউস চালের মুড়ি। ছোট্ট ছোট্ট গ্রাম্য কাঁচা পেঁয়াজ আর কাঁচালঙ্কা। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। এক কামড় মারলেই, নাক এবং কান দিয়ে যুগপৎ ধোঁয়া বেরোতো। আর দিদার হাতে বানানো, খেতের মুসুর ডালের তলতলে বড়া। উফ্। সাক্ষাৎ স্বর্গ। কিন্তু মা কিছুতেই খেতে দিত না মাইরি। খেলে নাকি মোটা হয়ে যাব। যেন আমি কোনদিন রোগা ছিলাম। স্টিলের থালায়,পরিপাটি করে সাজানো ধপধপে সাদা জুঁই ফুলের মত ফুলকো লুচি আর হলুদ ছাড়া আলুর তরকারী আর শেষপাতে ঘি গন্ধী সুজির হালুয়া বা দেশের রসগোল্লা দেখলে আমার কান্না পেত- দিদার বাড়ির পান্তার পাশে সাদা ময়দার লুচি? যেন লুচি রসগোল্লায় ক্যালরি কম থাকত।

পান্তার মতই,  কেটে যাওয়া দুধও মায়ের কাছে ছিল অবশ্য পরিতাজ্য। কেটে গেছে মানেই পচে গেছে। ছিঃ ওসব পচাপাতকো জিনিস কারো বাচ্ছা খায়? আব্দারের মাত্রা সীমা ছাড়ালে, লেবু দিয়ে কাটানো দুধের ছানা দিয়ে মাঝেমাঝে ঐ ঝুরো সন্দেশ তৈরি হত বটে, তবে তা মোটেই সুখাদ্য হত না। লেবুর গন্ধ আর ঘিয়ের গন্ধ,কেমন যেন লাঠালাঠি এবং কাটাকাটি করে দিত বারোটা বাজিয়ে, আসল সোয়াদটাকে।
নিজের সংসার শুরু করা ইস্তক কতবার দুধ কেটেছে, গাঁট গুনে বলতে পারি। আর আপনি শোনাচ্ছেন বিশ্বায়ন আর উষ্ণায়নের গপ্প। রাখুন মশাই।
যাই হোক, আজ হেব্বি মজা হল,সকাল সকাল দুধটা গেল কেটে। উফ্ কার মুখ দেখেছিলাম কে জানে।নিজেরই বোধহয়।  আসলে প্যাকেটটা ছিল বিগত ২৩তারিখের। কিভাবে যেন চিলারের এক কোণায় তিনি জায়গা করে নিয়েছিলেন। ফলতঃ তুত্তুরীর মাসিমণির নজরে আসেননি। সপ্তাহান্তে যখন রন্ধনশালের দায়িত্ব অর্পিত মম স্কন্ধে, তখন তিনি পর্যায়ক্রমে আবিষ্কৃত এবং উত্তপ্ত হলেন। অতঃপর পড়লাম আতান্তরে। কি করা যায়? তুত্তুরী তো আপাততঃ হাওড়ায়। দাদু এবং দিদার নিরাপদ ছত্রছায়ায়। সন্দেশ বানালে খাবে কে? আমার বরের এখনও পঞ্চাশ হতে ঢের দেরী, তবে তিনি পুরোদস্তুর মিডলাইফ ক্রাইসিসে আক্রান্ত। ওসব চিনি মিষ্টিতে তাঁর ঘোর অনীহা।  তদোপরি তিনি তাঁর শাশুড়ী মাতার যোগ্য জামাতা, দিবারাত্র কি খেলে আমি ফেটে যাব, সেই তত্ত্বানুসন্ধানে ব্যাপৃত। সর্বোপরি এই প্রথমবার দেখলাম, কেটে যাওয়া দুধের ছানাটায় হাল্কা বোঁটকা একটা গন্ধ। উষ্ণায়ণের তত্ত্ব এবং তথ্যাবলী বোধহয় ততোটা ভ্রান্ত নয়। কি কন?

তাই বলে ফেলে দেব? আমিও আমার শাশুড়ীমাতার যোগ্যা শিষ্যা, উনি কোন জিনিস ফেলেন না। খাদ্য সাক্ষাৎ মা লক্ষ্মী। এর থেকেও বড় কথা হল, “কেউ যদি বেশি খাও, খাবার হিসেব নাও/কেননা অনেক লোক ভাল করে খায় না। ”
কি যে করি,ভাবতে ভাবতেই ছাঁকনির ওপর উল্টে দিলাম কেটে যাওয়া দুধের গামলা। জল ঝরলে, একটু কর্নফ্লাওয়ার, নুন আর চিনি দিয়ে বেশটি করে চটকে, এক আইসক্রীম চামচ লঙ্কাগুঁড়া মিশিয়ে, সাদাতেলে ভেজে নিলাম। মন্দ হল না, মিষ্টি মিষ্টি ছানার চ্যাপ্টা চ্যাপ্টা নরম নরম বড়া।তবে গন্ধটা কেমন যেন হাল্কা হাল্কা রয়েই গেল।হয়তো মনেরই ভুল।
অতঃপর  প্যানে পর্যায়ক্রমে সাদা তেল, জিরে,গোটা দুয়েক শুকনো লঙ্কা, একটি তেজপাতা, ৪-৫টি কাবাবচিনি, ৪/৫টি সাদা এবং কালো মরিচ দিয়ে, তাতে মিহি করে বাটা, পোস্তএবং কাজুবাদাম, একচামচ ধনে গুঁড়া, লঙ্কাগুঁড়া আর দেড় দু চামচ টকদই ,পরিমাণমত নুন আর একটু বেশী মিষ্টি দিয়ে কষে, যখন তেল ভেসে উঠল, পরিমাণমত জল আর বড়া গুলো দিয়ে ফুটিয়ে  নিলাম।মাখোমাখো হয়ে এলে, নামিয়ে নিয়ে শুকনো ভাতের সাথে গপাগপ্। রান্না হবার পরে, বোঁটকা গন্ধটা আর পাইনি।
বারো ঘন্টা কেটে গেছে, পাকযন্ত্রে এখনও কোন ক্রটি পাইনি।  শৌভিক যদিও কেটে যাওয়া দুধের গল্প জানে না। জানলেও কোন চিন্তা নেই,বলে না দিলে ও কোন বদ গন্ধই পায় না,অন্তত খাবারে।  মন্দ হয়নি কেটে যাওয়া দুধের ছানার ডালনা। ছানা কাটানো পাউডার দিয়ে করে দেখতে পারেন। ঘি-গরম মশলা দিয়ে দেখতে পারেন। তবে যাই বলুন,কেটে যাওয়া দুধের ছানার সোয়াদই আলাদা- । কেমন যেন ফিরে ফিরে আসে শৈশব।

অনির ডাইরি ২৯শে মে, ২০১৯

জনাকীর্ণ মহানগরের উপান্তে, ধুলিমলিন ক্লান্ত সড়কের এক অবহেলিত কোণে, সারি সারি দু তিনটি দোকান। প্রতিটা দোকানের সামনে গুটি কয়েক বিবর্ণ, ছাল ওঠা প্লাস্টিকের চেয়ার। দোকান আর চেয়ারের মাঝখান দিয়েও বয়ে চলে জনস্রোত।ভেসে আসে মেহনতী জনতা আর টগবগে জীবনের সৌরভ।   “আইয়ে বাবু,লস্যি খাইয়ে। লস্যি খাবেন নাকি! ও দিদি! আও বাবু আও। ঠাণ্ডা ঠাণ্ডা মিঠা মিঠা লস্যি। ” আসব তো বটেই। আসবার জন্যই তো এই ঝাঁ ঝাঁ রোদে আমরা মা মেয়েতে হাওড়া ময়দানে এসে নেমেছি।
সেই সত্তরের দশকে এটাই ছিল বাবা-মায়ের প্রিয় হ্যাংআউট স্পট। দুই ইয়া বড় ভাঁড় “মালাই মারকে” লস্যি হাতে চলত প্রেমালাপ। বাবা অবশ্য এসব কথা তুললেই,মা রেগে যায়। কারণ বাবার গল্প অচীরেই লস্যি ছেড়ে আমার বড় মেসোমশাইয়ে গিয়ে কেন্দ্রীভূত হয়। শৈশবে পিতৃহারা মা মাসিরা বড় ভয় পেত তাদের দুই নম্বর বাবাকে। অর্থাৎ বড় মেসোমশাইকে। সেই নিয়ে সেদিন অবধি কি খিল্লি যে করত বাবা।
নব্বইয়ের দশকে, পিকচার থেকে মা আউট। এটা হয়ে দাঁড়াল আমাদের বাবা আর মেয়ের আড্ডা মারার জায়গা। “মালিক দো লস্যি,বড়া ভাঁড়মে। মালাই মারকে।” রাজকীয় চালে বলত বাবা। তারপর সামনে রাখা কাঠের লড়বড়ে বেঞ্চে বসতাম আমরা। হাঁ করে দেখতাম,সরু পায়ে চলা পথের ওধারে ফুল ছাপ্পা ওয়েল ক্লথ ঢাকা উঁচু কাঠের টেবিলের ওপর সারি সারি মাটির ভাঁড়ের প্রাসাদ। একপাশে জ্বলন্ত উনুনে টগবগ করে ফুটছে ঘণ দুধ। দুধের ওপর ইয়া মোটা সর। তার পাশেই মাটির গামলায় কাপড় ঢাকা দই। কি অনুপম মাপে, একটা অ্যালুমিনিয়াম হাতা দিয়ে কয়েক হাতা দই তুলে একটা অ্যালুমিনিয়ামের ঘটি টাইপ পাত্রে ঢেলে, ছোট চায়ের ভাঁড়ের এক দু ভাঁড় চিনি মিশিয়ে, একটা খর্বাকৃতি গোলাকার কাঠের ডান্ডা দিয়ে মা যশোদার ঘোলমৌনির  মত ঘটঘট করে বার কয়েক ঘেঁটে নিয়ে, কাঠের গুঁড়ো মাখানো বরফের চাঁইকে ধাঁই ধাঁই করে পিটিয়ে, খানিক ঝুরো বরফ মিশিয়ে আবার শুরু হল ঘাঁটা। অবশেষে বাবা স্পেশাল বিশাল ভাঁড়, যা শৈশবে গামলা ভেবে পুলকিত হতাম, দুবার উল্টো করে ঠুকে নিয়ে, অনেকটা ওপর থেকে ঢালা দুগ্ধফেননিভ লস্যির ওপর অনেকটা মালাই ভাসিয়ে বাড়িয়ে দিত বুড়ো মালিক। বাবা আবার দেখে নিত,“মালাই ঠিক সে দিয়ে না মালিক?” মালিক তার লাল ঝোলা দাঁত বার করে হাসত,“হাঁ বাবু। আপনাকে কি বলতে লাগে?” তারপর জমত গল্প।   জুলে ভার্নে থেকে মঁপাসা হয়ে গড ফাদার।এমনকি হ্যাডলি চেজ। মহান মার্ক্স- এঙ্গেলেস্। ডায়লেকটিক্স অব নেচার।  লেনিন-স্ট্যালিন- মাও। ছেচল্লিশের দাঙ্গার টুকরো স্মৃতি- খাদ্য আন্দোলন। এমনকি স্কুল বা কলেজের কোন দুষ্টু শিক্ষককে জব্দ করার গপ্পও।  গল্প শুনতে শুনতে গরম হয়ে যেত লস্যি। বুড়ো মালিক বসে থাকত, ইনস্টিঙ্কট বশতঃ ভাঁড় বাড়িয়ে দিতাম আমরা। আবার ভরে উঠত ফেনিল লস্যিতে। তবে মালাই আর পেতাম না।
নতুন সহস্রাব্দের শুরুতেই অমৃতলোকে পাড়ি দিল বুড়ো মালিক। তার ছেলেরা অবশ্য বাঁচিয়ে রেখেছে দোকানটাকে। প্রতিটা চাকরীর পরীক্ষা দিয়ে এসে, বাপ মেয়ে ঠেক জমাতাম লস্যি হাতে। কত ব্যর্থতা কত মোহভঙ্গের স্মৃতি জড়িয়ে দোকানটার সাথে। দুভাঁড় লস্যি নিয়ে আকাশকুসুম স্বপ্ন সাজাতাম আমরা। মা বলত, “ রাতে ছেঁড়া কাঁথাটা পেতে শুস। বাপ মেয়েতে। ” সব স্বপ্নই একদিন সত্যি হল। আজকাল বাপমেয়ে আড্ডা মারি, অন্য শীতল পানীয় হাতে, ঠিক যেমন একদিন স্বপ্ন দেখেছিলাম।
এবার তুত্তুরীর পালা। মোলাকাৎ হোক জীবনের সাথে। আপাত রুক্ষ নির্দয় জীবনের মাঝে খুঁজে নিক প্রাণধারা। ও বলতে শিখুক,“লাভ ইউ জিন্দেগী। লাভ মি জিন্দেগী। ”