Sunday 17 December 2017

ঐ গন্ধটা

ঐ গন্ধটা-
হাল্কা মিষ্টি সিগারেটের গন্ধটা,চোখ বন্ধ করলে  আজো পাই জানো।
তোমার নিশ্বাসের গন্ধ।
আর ঐ স্পর্শটা-
চুমুর সাথে হাল্কা দাড়ির ছুঁয়ে যাওয়া।
দম বন্ধ করে থাকি জানো।
ভয় হয়। বড় ভয়।
সেই যে সেবার মেলায় কাঁচের চুড়ি পরতে গিয়ে ভয় পেয়েছিলাম-
ভেঙে যাবার ভয়, হারিয়ে ফেলার ভয়ে আমি অঝোরে কাঁদছিলাম, তুমি তো হেসেই অস্থির -

হঠাৎ হঠাৎ তোমার পাঠানো,দু এক লাইন কবিতা--
চেনা-অচেনা কোন গানের লাইন-
কি যে তীব্র শিহরন জাগিয়ে যেত, কোনদিন বলিনি তোমায়
আজ খুব বলতে ইচ্ছে করে জানো, ঐ শিহরন আর কখনও জাগেনি।
সেই যে কারণে অকারণে,‘তোমায় ভালোবাসি’
আর কখনও কাউকে বলিনি জানো।

তুমি একটি বারও বলোনি। কেন বলোনি বলো তো?
অভিমান। বুক ভরা শুধু অভিমানের খনি। গভীর থেকে আরো আরো গভীর-
তুমি কখনই বোঝেনি কেন বলো তো?

সাধারণ থেকে অতি সাধারণ হয়ে মাটিতে মিশে যাবার  পথে হঠাৎ দেখা হল নিজের সাথে, জানো।
তারপর আর কি? নিজ হাতে খোঁড়া শূণ্য কবর-বুজিয়ে নতুন শহর গড়ে তোলা।

তোমাকে ছাড়াই গড়ে উঠবে নতুন পৃথিবী দেখো-
শুধু বড্ড মনে পড়বে তোমার মুখের হাল্কা  সেই সিগারেটের গন্ধ-
আর সেই উষ্ণতা - দুকূল ছাপানো সেই উষ্ণতা
মন বলবে-‘তবুও তোমায় ভালোবাসি।
কিন্তু আমি আর ডুবব না দেখো।

No comments:

Post a Comment