Thursday, 13 April 2017

অনির ডাইরি

অনির ডাইরি ২৫শে জুন ২০১৭

জানি না কাল চাঁদ দেখা যাবে কি না, জানি না কাল ঈদ হবে কি না, কিন্তু ঈদ এলেই চার্চ লেনের কথা খুব মনে পড়ে যায়, এবং হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। সুদীর্ঘ সাড়ে পাঁচ বছর কাটিয়েছি চার্চ লেনে, কত সুখ দুঃখের সঙ্গী। সেসময় মাহে রমজানে চার্চ লেনের রোশনাই ছিল আলাদা। হবে নাই বা কেন, আমার দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শ্রীআবুল ফজল নাজিমুদ্দিন আহমেদ এবং শ্রীনজরুল ইসলাম সাহেব তখন ঝকমক করছেন চার্চ লেনের আকাশে। আর বস ছিলেন তৎকালীন জয়েন্ট লেবার কমিশনার মহম্মদ আমানুল হক সাহেব। হক সাহেবের সেই বিক্রম যারা দেখেননি তারা জানেন না, গোটা চার্চ লেন থরহরি কম্প দিত ওনার ভয়ে। ভয় করতাম না একমাত্র আমি। প্রায় দিনই ঝামেলা হত আমার সাথে, স্যারের যত বিক্রম সবই ছিল আমাদের ওপর, জেলা থেকে রিপোর্ট পাঠায়নি, কি ইউসি পাঠায়নি, কি কোন ভুল তথ্য এসেছে, তাই জন্য রিপোর্ট বানাতে দেরী হলে বা টাকা না ছাড়লেও স্যার আমাদের বকতেন। জীবনেও জেলার অফিসারদের কিছু বলতেন না,এ নিয়ে অনুযোগ করলে বলতেন, “আহাঃ ওদের কি চাপ তোমরা বুঝবে না?” হয়তো কারো নামে আমরা সবাই সম্মিলিত ভাবে অভিযোগ দায়েব করলাম, স্যার ও উত্তেজিত হয়ে ফোন তুলে নিলেন, আঃ এবার নির্ঘাত ঝাড়বেন। স্যারের সংলাপ শুনে বুঝতে পারতাম না, হাসব না কাঁদব? “হ্যালো, অমুক? কোথায় আছ ভাই? অফিসে? আচ্ছা একটু রিপোর্টটা যে পাঠাতে হবে ভাই। এই দেখো না, অনিন্দিতা কি বকান বকছে আমাকে...”। বোঝ? কি কারণে স্যার প্রচণ্ড বকেছেন, চূড়ান্ত অভিমানে দড়াম করে দরজা বন্ধ করে, বেরিয়ে এসে নিজের চেম্বারে হাঁড়িমুখ করে বসে আছি, স্যার ডেকে পাঠালেন, তেতো মুখে গেলাম, স্যার গলা ঝেড়ে বললেন, “শোন। আমি বকলে অত দুঃখ পেয়ো না। আমরা বকি বটে, তবে বাবা-কাকাদের জায়গা থেকে বকি...”। তবে স্যার জীবনেও রোজা রাখতেন না এবং ঈদের পর স্যারের পকেট কাটা ছিল দুঃসাধ্য।
সে ছিল আমাদের নাজিম সাহেব।না চাইলেও পকেট উল্টে দিতেন। সত্যিই ঈদকে খুশির ঈদ বানাতে জানতেন ভদ্রলোক। নাজিমুদ্দিন সাহেব ছিলেন অভিজাত,অসম্ভব সুদর্শন এবং সুপুরুষ।অনেকটা রইস জমিদার টাইপ। ধুতি পাঞ্জাবি আর গড়্গড়া ধরিয়ে দেওয়ার অপেক্ষা।  সাথে সাথে  চূড়ান্ত পরিশীলিত , মার্জিত। অনেকটা শরৎচন্দ্রের সৃষ্ট বাড়ির বড়কর্তা সুলভ। প্রায় বলতাম,“আপনি টলিগঞ্জে যাচ্ছেন না কেন মশাই? কখনও ‘জলসাঘর’ সিনেমার রিমেক হলে ছবি বিশ্বাসের রোলটা আপনার বাঁধা । ” উনি প্রাণখোলা হাসি হাসতেন। কথাগুলি যে উনি উপভোগ করতেন তা বলাই বাহুল্য। নাজিম সাহেবের আর একটা গুণ ছিল, উনি ছিলেন অসম্ভব ভালো বাজারু। রোজ আমাদের টিফিন টাইমের গল্পের কিয়দংশ জুড়ে থাকত, আজ উনি কি বাজার করেছেন, কি মাছ কিনেছেন। শুধু তাই নয়, আমাকেও শোনাতে হত, এবং পরিশেষে প্রত্যেকে দিনই উনি এই সিদ্ধান্তে উপনীত হতেন, আমি একটি গোবরগণেশ। এতদিন ওনার সংস্পর্শে থেকেও রুই কাতলার তফাৎ চিনতে শিখলাম না। আর যথারীতি মাছওয়ালা এবং বাজারওয়ালা আমাকে ঠকাবে বলেই সকাল সকাল পসরা সাজিয়ে বসেছিল।

আর নজরুল সাহেব? নজরুল ইসলাম ছিলেন আদ্যন্ত সরল, আবেগপ্রবণ মাটির মানুষ। এত অসম্ভব বর্ণময় চরিত্র বাস্তবে দুর্লভ । গরিব পরিবহন শ্রমিকদের টাকা পাইয়ে দেবার জন্য উনি সমস্ত নিয়ম ভাঙতে সদা প্রস্তুত থাকতেন। সরকারী কর্মচারী মাত্রই অডিটকে যমের মত ভয় পায়। উনি তাতেও কাবু ছিলেন না। পেনশন বন্ধ হয়ে যেতে পারে বলে ভয় দেখালে, উল্টে জ্ঞান দিতেন,“এই গরিব লোকগুলোকে দেখলে ঈশ্বর দেখবেন আমায়। ” কিন্তু ঈশ্বরের ওপর এত ভরসা করতে পারলাম কই? ফলতঃ কলহ অনিবার্য ছিল। আজো মনে আছে প্রথমবার ওনার সাথে ঝগড়া করে নিজের চেম্বারে এসে বসেছি, উনি সন্তর্পণে এসে বসলেন আমার সামনে। অপরাধ বোধে ভুগছিলাম। এতক্ষণ একাই চিৎকার করেছি, উনি দুর্বল ভাবে আত্মপক্ষ সমর্থনের চেষ্টাই করে গেছেন শুধু। যাই হোক সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। উনি আমতা-আমতা করে জিজ্ঞাসা করলেন,“আচ্ছা তোমার কি কোন কারণে মন ঠিক নেই। টেনশন আছে কিছু?” উত্তর দিতে যাব, উনি আবার প্রশ্ন করলেন, “আচ্ছা তোমার বয়স কত?”
ক্রোধে অগ্নিশর্মা হয়ে কিছু বলতে যাচ্ছি, উনি শিশুর সরলতা নিয়ে বলে উঠলেন,“আমার মেয়ের বয়স ২৮। তোমাকে দেখলেই কেন জানি না আমার মেয়ের কথা মনে পড়ে যায়। ”
হতবাক হয়ে নিজের রূঢ় ব্যবহারের জন্য ক্ষমা চাইতে যাব, উনি বলে উঠলেন,“ দূর। দূর। তোমার কথায় আমি কিছুই মনে করি না। ”বলেই ধড়মড় করে বেড়িয়ে গেলেন।

নজরুল সাহেব রক্তিম ইসলাম ছদ্মনামে কবিতা লিখতেন। ওনার কবিতা জন্মাতো টিফিন টাইমে। কখনও ছেঁড়া ঠোঙার ওপরে, কখনও বা বাতিল মলিন বিবর্ণ নোটশীটে। আর সেই সব সদ্যোজাত কবিতার প্রথম পাঠিকা ছিলাম আমি। যত বলতাম, “ছেড়ে দিন কেঁদে বাঁচি। আমি কবিতা বুঝি না। ” ততো উনি চেপে ধরতেন। বলতেন, “বোঝার নয় কবিতা অনুভবের বস্তু। ” সত্যি বলছি উনি কান ধরে না পরালে কবিতার সাথে আলাপ জমতই না।
নাজিম সাহেব যতটা সমজদার ছিলেন, ততোটাই শিশুসুলভ ছিলেন নজরুল সাহেব। পান থেকে চুন খসলেই অভিমান হত ওনার। কর্মসূত্রে শৌভিক আর আমি তখন আলাদা আলাদা থাকি। সপ্তাহান্তে দেখা হয়। তবে কোন কারণে হাইকোর্টে হাজিরা দিতেহলে শৌভিক আমার অফিসেও এসে হাজির হত। তা সে যত অল্পক্ষণের জন্যই হোক না কেন। শৌভিক এসেছিল অথচ ওনার সাথে আলাপ করাতে নিয়ে যায়নি, এই গর্হিত অপরাধে উনি বেশ কিছুদিন আমার সাথে বার্তালাপই বন্ধ করে দেন। হাতে পায়ে ধরে সে যাত্রা ওনাকে মানাই। পরের বার শৌভিক আসতেই পাকরাও করে নিয়ে গেলাম ওনাদের কাছে। পরিচয় দিলাম। নাজিম সাহেব উঠে করমর্দন করলেন। নজরুল সাহেব মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর প্রায় আলিঙ্গন করে বললেন,“আসুন আসুন। কি যে অসম্ভব ভাল লাগছে আপনার সাথে আলাপ হয়ে। আমরা ভাবি জানেন! আমরা স্বপ্ন দেখি। আমাদের অনিন্দিতার বর কেমন হবে। আপনি অনেকটা সেই রকমই। ”এত ভালবাসা জীবনে এত অপ্রত্যাশিত উৎস থেকে পেয়ে গেছি না, যে জীবনের অমৃতকলস প্রায় টইটুম্বুর। সমস্ত সুখ-দুঃখ,দুশ্চিন্তা, উৎকন্ঠা নির্দ্বিধায় ভাগ করে নিতাম আমরা। দুটি ভিন্ন পরিস্থিতিতে দুজনের সজল আঁখি দেখার সৌভাগ্য হয়েছিল আমার। সৌভাগ্য এই কারণে যে খুব কাছের লোক ছাড়া আমরা কারো কাছে এতটা অকপট হতে পারি কই?
নজরুল ইসলাম সাহেবও নিয়মিত রোজা রাখতেন না। নাজিম সাহেব আবার অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি। ওণাদের থেকেই শিখলাম, “ মাহে রমজান” হল রমজান মাস। মাহে রমজান আসার আগে থেকেই কত শত জল্পনা শুরু হয়ে গেল, কত টাকার ফল কেনা হবে, আত্মীয় স্বজনের জন্য কি কি উপহার কেনা হবে। সে বছর ইদের মাস খানেকের মধ্যেই দুর্গোৎসব ছিল, ফলে একত্রে পরিকল্পনা হত। দেখতে দেখতে রমজান এসে গেল। নজরুল সাহেবও অনুপ্রাণিত হয়ে কঠোর রোজা রাখতে শুরু করলেন। অফিসে ঢুকেই আমার প্রথম কাজ ছিল গতকাল কে কি খেয়ে রোজা ভেঙেছেন এবং সকালে কি সেরগি সেরেছেন তার বিস্তারিত বিবরণ নেওয়া। আমার উৎসাহ দেখে নাজিম সাহেব ঠাট্টা করে বলতেন, “ এক কাজ করেন, আপনিও বৃহস্পতি আর শনিবার উপবাস শুরু করেন। তাতে ওজন টাও কমে!!!” একদিন চা ওয়ালা চা দিয়ে গেছে, আমরা তিনজন একত্রে কাজ করছিলাম, কথা বলতে বলতে যেই চা টা মুখে তুলেছি, নজরুল সাহেব হাঁহাঁ করে উঠলেন, “ কর কি? রোজাদারের সামনে কিছু খাওয়া কিন্তু গুণাহ। ”

প্রকৃত খুশির ঈদ এলেই নাজিম বউদি আমাদের জন্য মিষ্টি পরোটা আর চিকেন পাঠাতেন। সাদা ময়দাতে খাঁটি গাওয়া ঘির ময়ান আর দুধ দিয়ে মাখা, তারপর ভাজা। সাথে সরু সুতোর মত সিমুই। ঘিয়ে ভাজা, কাজু কিশমিশে সম্পৃক্ত। সে স্বাদ আজো মুখে লেগে আছে। এই দেবভোগ যে শুধু আমাদের তিনজনের জন্য আসত তা নয়, শ্রী অঞ্জন মুখোপাধ্যায়ের জন্য ও আনতেন নাজিম সাহেব। দুর্ভাগ্যবশত অঞ্জনদা একবার অনুপস্থিত ছিল। পরের দিন সব শুনে এক প্রস্থ কপাল চাপড়ে, নাজিম সাহেবকে ধরলেন, ‘বড়খাসি’ খাওয়াতে হবে। নাজিম সাহেব কিছুতেই রাজি নন। অঞ্জনদাও নাছোড়বান্দা। শেষে নাজিম সাহেব বিরক্ত হয়ে বললেন,“ধুর মশাই । আপনার ধর্মে তো একটি জিনিসই খাওয়া নিষেধ। সেটা মানুন না। তাছাড়া কোন মুসলমান বাড়িতে আপনাকে গরুর মাংস দেওয়া হবে না। ”আমি আর অঞ্জনদা সমস্বরে বলে উঠলাম, “কেন?” “ কারণ আমাদের ধর্মে নিষেধ আছে। কারো ধর্মে নিষেধ থাকলে, তাকে ঐ জিনিস খেতে দেওয়ার অর্থ গুণাহ।”

গোমাংস ভক্ষণ নিয়ে অনেকে অনেক কিছু লিখে ফেলেছেন, আমি শুধু আমাদের হুসেন মিয়াঁর একটা কথা লিখে শেষ করব।হুসেন মিঞা ছিল আমাদের অবসর প্রাপ্ত ক্লার্ক। রিএমপ্লয়মেন্টে ছিলেন। আমি বলতাম উনি আমার অভিভাবক। রোজ কিছু না কিছু ফেলে আসতাম অফিসে। পেন ড্রাইভ, চশমা, হেড ফোন মায় হাতঘড়ি পর্যন্ত । হুসেন মিঞা যত্ন করে তুলে রাখেন। অনেক রাত পর্যন্ত ফাঁকা অফিসে একা কাজ করতাম জানতাম হুসেন আছে। চার বার দেখে যাবে, কি করছি। অথচ পান থেকে চুন খসলে কি বকুনি না খেত। ক্ষমা চাইলে বলত, “ধুর বাবা। আপনি আমার মেয়ের মত। কতবার বলব? আপনার কথায় কি মনে করব। ” সেবার বকরিদ্ এর পর হুসেনের সাথে কথা হচ্ছিল, জিজ্ঞাসা করলাম,“কোরবানিতে কি দিলেন? ”
“ঐ যে বড় বড় খাসি গুলা হয় না। ”
“অ। গরু?”
“না। না। খাসি-খাসি। গ্রামের দিকে বড় বড় খাসি হয় না? ঐ গুলা”
“ দুম্বা ? ঐ গুলোকে দুম্বা বলে তো?”
“উফ। আপনি কিচ্ছু চেনেন না। বলছি খাসি। গরু, দুম্বা কি সব বলছেন” হাসতে হাসতে বললেন হুসেন মিঞা।
“ মানে, ছাগল তাই তো?”
“ হ্যাঁ রে বাবা। ”
“ না খাওয়ালে বুঝব কি করে?” হেসে উঠলাম উভয়েই। জিজ্ঞাসা করলাম,“গরু কেউ দেয়?”
“ দেয় ম্যাডাম। গরিব মানুষ দেয়। দুচারজন মিলে দেয়। মাংসটাও অনেকটা হয় কি না”। মনটা হঠাৎ ভারি হয়ে উঠল। যে দেশে মানুষ অনাহারে মরে, তারা লড়ে যাচ্ছে কি নিয়ে?
যাই হোক কাল খুশির ঈদ। খুব খুব ভালো কাটুক সকলের। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য। আর আমার দুই অভিন্নহৃদয় বন্ধু, আমার প্রাক্তন বস আর আমার হুসেন মিয়াঁর জন্য রইল অনেক ভালবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আসন্ন ঘোর মহানিশায় আপনার আমার মত সাদা বোকাসোকা মানুষের বড় প্রয়োজন।
#ঈদ_মোবারক
অনির ডাইরি ২৩ই জুন, ২০১৬
আমাদের বাড়িটা বেশ পুরানো। বাবার ঠাকুরদা যখন বানিয়েছিলেন তখন বাস্তুভিটা সহ সংলগ্ন জমির পরিমাণ ছিল সাড়ে সাত বিঘা। যার মধ্যে দুটি বিশাল পুকুর ছিল, একটি সর্বসাধারণের জন্য এবং অপরটি বাড়ির মেয়েদের জন্য খিড়কি পুকুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধান্তে যখন ভাঙন ধরল, তখন অনেকটা জমিই বিক্রি করে দেওয়া হল। আমাদের জ্ঞানত শুধু বাস্তুভিটাটুকুই ছিল, যার পরিমাণও কিছু কম ছিল না, খাতায় কলমে চোদ্দ কাটা। যদিও পরবর্তীকালে মেপে এগারো কাটা পাওয়া গিয়েছিল, বাকি তিনকাটা জমি কবে যেন চুরি হয়ে যায়।

এতবড় বাড়িতে যত না মানুষ, তার থেকে অনেক বেশী ছিল গাছপালা। সুউচ্চ সদর দরজা দিয়ে ঢুকলে প্রথমেই চোখে পড়ত এক বিশাল কাঁঠাল গাছ। আমাদের বাড়ির নামই ছিল “কাঁঠালগাছওয়ালা বাড়ি”। কাঁঠাল গাছের তলা দিয়ে এগিয়ে এলেই অতিকায় শান বাঁধানো উঠোন। উঠোনের পূর্ব দিকে ছিল একটা আম গাছ, এত মিষ্টি আম আমি জীবনে খাইনি। তার পাশে ছিল একটা নাগকেশর গাছ, উঠোনের পশ্চিম কোনে ছিল বিশাল বেল আর পেয়ারা গাছ। আবার বলছি এত মিষ্টি পেয়ারা খুব কম খেয়েছি। এই আম এবং পেয়ারার লোভে আসত হনুমানের দল। আমাদের বাড়িতে হনুমানের উৎপাত ছিল প্রবাদ প্রতিম।
তখনও চাটুজ্জে বংশের দুর্দিন শুরু হয়নি। দাদু ছিলেন খুব শৌখিন।দোতলার দালানে বিশাল বেলজিয়াম গ্লাসের আয়না ওলা টেবিলের সামনে দাঁড়িয়ে দাড়ি কামাতেন। টেবিল ভর্তি থাকত দামি দামি ফরাসি আফটার শেভ আর পারফিউমের বোতলে। সেসব কাটগ্লাসের বোতলের ভগ্নাংশ মাত্রই আমরা দেখেছি। যাই হোক দোতলার দালান জুড়ে ছিল ৯টা গারদহীন ফ্রেঞ্চ উইন্ডো।  পাশেই ছিল আম গাছটা, একদিন হনুমান ঢুকে দাদুর দামি আফটার শেভ খেয়ে নিয়েছিল। তারপর সেই মাতাল হনুমান নাকি শোলের ধর্মেন্দ্রর মত দোতলার বারন্দা থেকে “সুসাইড” করতে গিয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মেজদাদু আর ছোটদাদু নীচে শতরঞ্চি নিয়ে দাঁড়িয়ে ছিল সেই মাতাল হনুর মাৎলামির গল্প আমরা রোজ একবার করে ঠাকুমার কাছে শুনতে চাইতাম।
জেঠুর সাথে হনুমান গুলোর ছিল বেজায় দোস্তি। দোতলার বারন্দায় দাঁড়িয়ে, জেঠু উদাত্ত গলায় ডাকত, “আয়-আয়-আয়-আয়-আয়”। অমনি দুদ্দাড় করে ছুটে আসত হনুমানের দল। জেঠু একটা একটা করে কলা বাড়িয়ে দিত, ওরাও লক্ষ্মী ছেলের মত নেমে এসে একে একে নিয়ে যেত। এরকমই একদিন জেঠু হনুমানকে কলা  খাওয়াচ্ছিল, উল্টো দিকে রান্নাঘরের সামনের রোয়াকে বসে বাবা ভাত খাচ্ছিল, পাশে ঠাকুমা বসেছিল। শেষ পাতে দুধভাত খেতে খেতে হঠাৎ কি ভাবল বাবা কে জানে, এক গাল দুধ ভাত নিয়ে ওপর দিকে দেখিয়ে বলল, “খাবি?”হনুমানটা তৎক্ষণাৎ কলার খোসাটা ছুঁড়ে ফেলে দিয়ে সড়সড় করে নেমে এসে সোজা বাবার কোলে। কোলে বসে হাত বাড়িয়ে দিল, হনুমানের গায়ে নাকি সাংঘাতিক দুর্গন্ধ হয়, বাবার অন্নপ্রাশনের ভাত গলা দিয়ে বেড়িয়ে আসতে চাইছিল, তারওপর হনুমানের বিখ্যাত চড়ের ভয়। ভয়ে বাবার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, কোনমতে ঠাকুমাকে জিজ্ঞেস করল, “মা কি করব?” ঠাকুমার বরাবরই ভয়ানক সাহস,  নির্বিকার চিত্তে বলল, “ডেকেছ যখন, ওর হাতে ভাতটা দাও।“একগাল ভাত খেয়েই কিন্তু হনুমানটা বাবার কোল ত্যাগ করে, আর জ্বালায়নি।
আমার মা এবং কাকিমা দুজনেই চাকুরীরতা ছিলেন। আমরা তিন জেঠতুতো খুড়তুতো ভাইবোন ঠাকুমা-পিসির কাছেই মানুষ। তারমধ্যে আমি আর আমার খুড়তুতো ভাই অয়ন হলাম কয়েক মাসের ছোটবড়। দুটো সমবয়সী বাচ্ছার দেখাশোনা করা মোটেই সহজ কাজ ছিল না। বাচ্ছা দেখার কোন লোক ঠাকুমা রাখতে দিত না, বিশাল সংসার এবং দুটো দুধের বাচ্ছার দায়িত্ব একাহাতে সামলাতে হত ঠাকুমা-পিসিকে। দুপুর বেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমাকে রেখে আসা হত দোতলার উত্তর পশ্চিমের ঘরে, ঠাকুমার বিয়ের বিশাল উঁচু খাটে, চারদিকে বালিশ দিয়ে ঘিরে। আর ভাইকে শোয়ানো হত একতলার দক্ষিণ পশ্চিম দিকের ঘরে একই ভাবে। মাঝে মাঝে পিসি এসে দেখে যেত ঘুম থেকে উঠেছি কি না। একদিন এরকমই দেখতে এসে দেখে দুটি অতিকায় কালো মুখো হনুমান আমার পাশে খাটে বসে আছে। পিসিকে দেখেই দুজনে দাঁত খিঁচিয়ে উঠেছে, ভয়ে পিসি তো প্রবল চিৎকার জুড়ল। কি ভাগ্যি সেদিন ও জেঠু বাড়িতে ছিল, ঝুল ঝাড়া নিয়ে দুটোকে তাড়া না করলে কি হত কে জানে। আমৃত্যু অবশ্য জেঠু আমাকে খেপাত যে আসলে ওটা ছিল হনুমান রুপী রাজপুত্র। জেঠু অবশ্য সর্বত্রই আমার জন্য ছদ্মবেশী রাজপুত্র দেখত। আমাদের একটা বিশাল হুমদো হুলো ছিল। তাকে দেখলেই ভয় করত। নাম ছিল “অমিতাভ”। মাঝে মাঝেই সে চার হাতপা উল্টে মরার ভান করে পড়ে থাকত। গোটা বাড়ির লোক এককাট্টা হয়ে যখন সিদ্ধান্ত নিত, যে এই মরা বিড়ালটাকে কে কোথায় ফেলতে যাবে, অমনি তিনি আড়ামোড়া ভেঙ্গে উঠে বসতেন। যখনি আমি একা দোতলা থেকে একতলায় নামতে যেতাম, ঠিক তখনি তার একতলা থেকে দোতলায় ওঠার প্রয়োজন পড়ত, মাঝপথে দেখা হত দুজনার, অমিতাভ মুচকি হাসত, মানে হাসত কিনা জানি না,মনে হত। আসলে আমি তখন বড়ই ছোট, আমি কিছুতেই  হাসতে পারতাম না, উল্টে চিল চিৎকার জুড়তাম, যতক্ষণ না সকলে লাঠিসোটা নিয়ে দৌড়ে আসত এবং অমিতাভ সিঁড়ির জানলা গলে ফুড়ুৎ হত। প্রতিবারই জেঠু বলত, “এ হে হে, ভয় পেলে হবে? ওটা বেড়াল ছিল না, ওটা ছিল বেড়াল রূপী রাজপুত্র।“ সত্যি কি মিথ্যা অবশ্য শৌভিক ভট্টাচার্যই বলতে পারবে।
(চলবে?)

অনির ডাইরি ১৫ই জুন ২০১৭
কি যে ভারতের খেলা চলছে, অফিস থেকে ফিরে বর একদম টিভির সাথেই চিপকে আছে। এই সময় দোকান যাবার কথা বললেই দাম্পত্য  কলহ অনিবার্য। অগত্যা তুত্তুরী আর আমাকেই নামতে হল। রাত হয়ে গেলেই হাউসিং এর কুকুর গুলো এমন ঘেউঘেউ জোড়ে যে কি বলব।
সওদা করে মেয়ের সাথে খোশ গল্প করতে করতে সিঁড়ি ভেঙে উঠে ফ্ল্যাটের বেল বাজালাম। ও মা নীচের তলার মালয়ালি আন্টি দরজা খুলে দিলেন। সেই যে আন্টি, যিনি এককালে এক নামী কনভেন্ট স্কুলের বড় দিদিমণি ছিলেন।  যাঁর বয়স সত্তর কিন্তু তাঁকে নাকি দেখে পঞ্চাশ মনে হয়। যিনি শর্ট মিনি ড্রেস আর ধোপ দুরস্ত ট্রাউজার্স ছাড়া কিছু পরেনই না। যাঁর প্রতিটি সুপ্রভাত হয়, স্কুল যাবার জন্য আমার সদ্যোত্থিত কন্যার চিল চিৎকারে। অতঃপর আন্টি তাঁর ঝিঙ্কু নাইটড্রেস আর তুলতুলে স্লিপারস্ সামলে গটগট করে ওপরে উঠে আসেন, এবং অবোধগম্য বিলায়ইতি অ্যাকসেন্টে আমাকে বকতে থাকেন, যতক্ষণ  না মাকে জব্দ হতে দেখে আমার কন্যার মুখে হাসি ফুটছে।

যাই হোক, এতরাতে আন্টি কি করতে এসেছেন রে বাবা? আর উনিই বা দরজা খুলে দিচ্ছেন কেন? আমার বরটি কি এতক্ষণে যথার্থই  টিভির মধ্যে ঢুকে গেছে? আন্টি দরজা আধখোলা করে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করলেন, “ইয়েস মাহ্ ডিয়ার?”মুখে দেখন হাসি হাসলাম বটে, মনে মনে বললাম, “এতরাতে কেন জ্বালাতে এসেছ বাপু?এসেই যখন পড়েছ, দরজাটা তো ছাড়?দেখছ হাতে ভারি মাল আছে--”।  যেমন ভাবা তেমন কাজ, আন্টিকে আলতো করে ঠেলে ঢুকতে গিয়ে চমকে উঠলাম, আমাদের ড্রয়িং রুমটা হঠাৎ  পাল্টে গেল কি করে?এত অন্ধকারই বা কেন?  কি সন্দেহ হতে দরজার দিকে তাকিয়ে দেখি লেখা আছে,‘সিসিল ডিসুজা’। সর্বনাশ!ভুল করে আন্টির দরজার বেল বাজিয়ে ফেলেছি। আসলে ঠিক তলার ফ্ল্যাট কিনা, বকতে বকতে ঠিক খেয়াল করিনি কত তলা উঠেছি। আটটা বেজে গেছে বেচারা আন্টি দরজা জানলা বন্ধ করে নির্ঘাত ঘুমিয়ে পড়েছিল গো। কি বলি? কপালে আজো খটমট ইংরেজি গালি লেখা আছে---অর্ধেক বুঝব না এই যা শান্তি।

অনির ডাইরি ১০ই জুন ২০১৭
আমাদের বাড়িটা ছিল বিশাল বড়। সাবেকী কড়ি বরগা, আর্চওলা, পূব, পশ্চিম, দক্ষিণে বাগানওয়ালা হাওয়া মহল। প্রচুর আলো, প্রচুর হাওয়া, প্রচুর লোকজন। কিন্তু বেলা দশটা বাজলেই কেমন যেন ঘুমন্ত দৈত্যপুরী হয়ে যেত বাড়িটা। জেঠু ছিল পাক্কা সাহেব, সাড়ে আটটার মধ্যে ফিটফাট হয়ে বেরিয়ে পড়ত। নটা থেকে সাড়ে নটার মধ্যে যুগলে বেরোত বাবা এবং মা, এরপর জাভা মোটরবাইক ফটফটিয়ে জগাছা হাইস্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত ছোটকাকু। সবথেকে শেষে বেরোত ছোট কাকীমা।
সাথে সাথেই ঝুপ করে নেমে আসত অসীম নীরবতা। গোটা পাড়াটাই যেন জাদুকাঠির স্পর্শে ঘুমিয়ে পড়ত। দোতলার বিশাল দালান জুড়ে ছিল ন খানা অতিকায় ফ্রেঞ্চ উইন্ডো। সেই বন্ধ কাঁচপাল্লার ভিতর দিয়ে রোদ ঢুকে আজব আঁকিবুকি কাটত।সেই সোনালী রোদে গড়াগড়ি খেতে খেতে চূড়ান্ত অলস ভঙ্গীতে আড়ামোড়া ভাঙত জেঠুর পোষা মার্জারকূল, দিশাহীন ভাবে এদিক ওদিক দৌড়ে বেড়াত একদল চড়াই, মুখে খড়কুটো নিয়ে কোন জানলা দিয়ে ঢুকে কোন জানলা দিয়ে যে বেরোত কে জানে? মাঝখান থেকে আতঙ্কে পাখা বন্ধ করে বসে থাকতাম আমি, যাতে ব্লেডে না কাটা পড়ে। আর ছিল গুচ্ছ খানেক কাক,  পায়রা আর অত্যধিক রাশভারি গুটিকয় ঘুঘু।সময় যেন আর কাটতেই চাইত না।
সেই থেকেই বোধহয় তৈরি হয়েছিল অভ্যাসটা।  এখনও যায়নি। বরং দিনদিন ব্যাপারটা বেশ চিত্রাকর্ষক হয়ে উঠছে। আমি সবার সাথে কথা বলি, কখনও অনুচ্চ স্বরে, কখনও বা তীব্র তীক্ষ্ণ স্বরে। যেমন আজ সকালে, লাইটারের ওপর এক প্রস্থ চিৎকার করলাম, “কোথায় গেলি?দেখছিস তাড়া আছে, ঠিক এই সময় লুকোচুরি খেলতে ইচ্ছে হল বাবা?” পরবর্তী বাক্যালাপ, ভেটকীর সাথে,“ভাঙিস না সোনা। ভাঙিস্ না বাপ। প্লিজ্। অন্তত মেসোমশাইয়ের পিস্ টা ভাঙিস না। ধুৎ মান সম্মান আর রাখলি না দেখছি। ছিঃ। ” এরপর পার্শের পালা, “দেখিস ওল্টাবার সময় ছাল খুলে ফেলিস না যেন। যাঃ সেই ছাল খুলে ফেললি? ধুৎ । ”এটাই বোধহয় এই ডিজিটাল দুনিয়ায় আমার নিজস্ব অ্যানালগ কল্পনার জগৎ। বয়স বেড়েছে কিন্তু জগৎটা পাল্টায়নি। মন্দ নয় বরং বেশ কৌতুকপূর্ণ।
অনির ডাইরি ৯ই জুন ২০১৭

আচ্ছা তাহলে আপনার একজন মহিলার ওপর গোঁসা হয়েছে। নাকি গরম ফুলকো লুচির মত হাল্কা ফুল্কো অভিমান? যাই হোক সবই তো সাময়িক ব্যাপার মশাই। কাল হয়তো ঘটনাটি আপনার মনেও থাকবে না, সময়ের ধুলি জমতে জমতে হারিয়ে যাবে মনের কোন গোপন অলিগলিতে। কিন্তু আজ?আজ আপনার রক্ত ফুটছে, গলা ইস্পাতের মত গরম ক্রোধ আপনার শিরা-ধমনীকে ব্যতিব্যস্ত  করে তুলছে। অথচ সেই আঘাতকারীনীকে পাবেন কোথায়?হয়তো সেই নির্লজ্জা লেডিজ সিট ফাঁকা থাকা সত্ত্বেও জেনারেল সিটে পুরুষ বন্ধুর বা বৃদ্ধ বাবার বাহুলগ্না হয়ে বসেছিল। আপনি তাকে স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন লেডিজ সিটে সরে যেতে, সেই মহিলা সদর্পে আপনাকে জবাব দিয়েছিল, এটা সর্বসাধারণের সিট, পুরুষদের জন্য সংরক্ষিত তো নয় মশাই। ব্যস্ ঐ যে কি বলে, যত বড় মুখ নয় ততো বড় কথা?ক্ষোভ ওগরাবেন কোথায়?কেন?ফেসবুক আছে তো?দিন মশাই একটা জম্পেশ স্ট্যাটাস্। দাঁড়ান শুধু এক অপরিচিতা আধুনিকা উচ্চ শিক্ষিতা(?) জন্তুকে খিস্তি মেরে কি ঠিক আরাম হল? নাঃ আরে সেই জন্যই তো,  ফেমিনিজম্ শব্দটা ভুলে গেলেন? দিন। এক্ষুনি গালি দিন। আরে এত রকমের ইজম্ আছে, কম্যুনিজম্, সোশালিজ্ম্, সেকুইজম্, ফেকুইজম ইত্যাদি ইত্যাদি। তা নয় ফেমিনিজম্?ইশ্ ছিঃ। ওয়াক্ থুঃ।
ফেমিনিস্ট বলে গালি দেবেন তবে না শান্তি। একজন অভব্য মেয়ের জন্য সমগ্র মেয়েজাতিকেই গালি না দিলে চলে? তারপর ধরুন কোন মহিলা,  বিগত দিনে হয়তো তিনি আপনার পরম সুহৃদ ছিলেন, আপাততঃ কোন তুচ্ছ বা অনতুচ্ছ কারণে আপনার ওপর চটে গিয়ে দিলেন একটা আক্রমণাত্মক পোস্ট করে। এবার আপনার পালা, আপনি ভাবছেন ভাবছেন ভাবছেন--- তারপর লিখছেন লিখছেন লিখছেন। আঃ দারুণ। কি দিলেন মশাই। পুরো মাখন। পুরো চাবুক।
ব্যস্ শেষ? নাঃ। দাঁড়ান এ তো হল পোস্টের জবাবে পোস্ট। কিন্তু নারীজাতি?তাদের জবাব দেবেন না? দিন না মশাই। ফেমিনিজম্ তুলে খিস্তি মারুন। হতচ্ছাড়া ফেমিনিস্ট গুলোর জন্য দেশটা উচ্ছন্নে গেল গো। কি যেন বলে ঐ ফেমিনিস্ট গুলো একজন মেয়ে আদৌ সন্তানধারণ করবে কি না সেটা সে সিদ্ধান্ত নেবে? এতবড় স্পর্ধা? মাতৃত্ব বলে এই পৃথিবীর শ্রেষ্ঠতম সুখ। নাহলে মেয়েদের প্রয়োজনটা কি?বাজে মেয়েরাই তো ফেমিনিস্ট হয়। এই যে গুরুগ্রামের মেয়েটা নির্ঘাত ফেমিনিস্ট ছিল। তাই তো বরের সাথে ঝগড়া করে মধ্যরাতে গৃহত্যাগ করেছিল। কি সাহসরে মেয়ে তোর?নিকষ রাতে দুজন অপরিচিত পুরুষের মাঝে বসে বাপের বাড়ি যাবি?পেলি তো উচিত শিক্ষা? ঠিক হয়েছে। ফেমিনিস্টদের এটাই হওয়া উচিত। মাঝখান থেকে শুধু ছয় মাসের বাচ্ছাটাই---সেটাও অবশ্য মেয়েই ছিল।

অনির ডাইরি ২১মে ২০১৭
মায়ের অনেক চুল ছিল। ঘণ কালো, ঢেউ খেলানো, কোমর ছাপানো চুল। মা চুল খুলে শুত, চুলের গোছা মাটি স্পর্শ করত। আমাদের খাটটা কিন্তু অনেক পুরাণো, ঠাকুমার বিয়ের খাট। আসলে খাটটা ছিল ঠাকুমার ঠাকুরদাদার। ওণার অন্তিম ইচ্ছা মোতাবেক নাতনীর বিবাহের সময় সাবেকী আবলুস কাঠের জম্পেশ খাটটিকে পালিশ করে যৌতুক দেওয়া হয়। সেই বিশাল উঁচু খাট থেকেও মায়ের চুল মাটি চুম্বন করত।
কানাঘুষো শোনা যায় যে মায়ের উদারতা এবং গুণমুগ্ধতার পাশাপাশি মায়ের কাজল কালো আয়ত চক্ষু এবং কেশদামই বাবাকে অনুরক্ত করে তুলেছিল। ঠাকুমা কদাচিৎ পুত্রবধূদের প্রশংসা করতেন, কিন্তু তিনিও বলতেন আমার মা হল কুঁচবরণ কন্যা যার মেঘবরণ কেশ।

মা শুধু নয়, মাসিদেরও ছিল সাংঘাতিক চুলে মাথা। বিশেষতঃ সেজ মাসির। সাটিনের মত মসৃণ সোজা কোমর ছাপানো চুল। চুলের রঙ হল অদ্ভূত লাল। আমরা একগাদা অর্থ ব্যয় করে ঐ রকম রঙ করাই। কেউই খুব একটা চুলের যত্ন করত না বা করেও না। বিগত বিশ বচ্ছর ধরে রোজই মায়ের থোকা থোকা চুল ওঠে, কিন্তু তাও তা কোমর বা কামরা যাই হোক স্পর্শ করে।
মা বলত বা এখনও বলে তেলে জলে চুল। অর্থাৎ রোজ চুলে তেল দাও এবং মাথা ভেজাও। আর রাতের বেলা গোড়া এঁটে শোও, অর্থাৎ দড়ি দিয়ে চুল বেঁধে শোও না হলে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং বালিশে ঘষা খেয়ে ডগা ফেটে যায়।
মাথায় নিজে নিজে তেল মাখলে হবে না, কাউকে ঘষে ঘষে মাখাতে হবে। কে মাখাবে ঠাকুমা ছাড়া? ঠাকুমারও অনেক চুল ছিল,  একদম আমার মত কোঁকড়া চুল। ঠাকুমার কাছে তেল মাখা ছিল এক বিড়ম্বনা। শালিমারের নারকোল তেলের টিনকে ফুটো করে কাঁচের শিশিতে তেল ঢেলে রাখত ঠাকুমা। সেই তেল বিলি কেটে কেটে গোটা মাথায় জবজবে  করে লাগানোর পর, বেশ খানিকটা তেল হাতে নিয়ে চুলের ডগা ভেজাত। বাপরে বাপ। শ্যাম্পুকে বলা হত মাথা ঘষা এবং তা শুধুমাত্র  রবিবারে করার অনুমতি জুটত। ফলে সহজেই বোধগম্য হয় যে  ঠাকুমার কাছে একেবারেই তেল মাখতে ইচ্ছুক হতাম না। পিসির দায়িত্ব ছিল সন্ধ্যা নামার আগে চুল বেঁধে দেওয়া। একদম ছোটবেলায় লাল ফিতে দিয়ে বেড়া বা কলা বিনুনি   এবং একটু বড় হতে কালো দড়ি দিয়ে খোঁপা। জেঠাইমা দিদিভাইয়ের আইবুড়ো বেলার একরাশ প্লাস্টিকের কাঁটা বার করে দিয়েছিল যাতে আমার মাথায় না ব্যথা লাগে। চুল কাটলেই বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যেত। মা একবার সদ্যখোলা এক পার্লার থেকে চুল কাটিয়ে আনায় জেঠু এমন রাগারাগি করেছিল যে আর কেউ আমার চুলে হাত দেবার সাহস পেত না। দিদিভাই অর্থাৎ আমার জেঠতুতো দিদির ও একরাশ চুল ছিল,  বিয়ের পর টুলটুল দাদা অর্থাৎ জামাইবাবুর আব্দারে দিদি যখন ঐ কেশরাজিতে কাঁচি চালালো বাড়িতে প্রায় কান্নার রোল উঠেছিল। আর লকস্ কাটা তথা ভ্রু প্লাক্ করার পর জ্যাঠাইমা যে ভাষণে দিদিভাইকে সম্ভাষিত করেছিল তা আর জনসমক্ষে প্রকাশ করছি না। একই অভিজ্ঞতা হয়েছিল যখন শৌভিকের আব্দারে আমি চুল ছোট করেছিলাম গত পূজায়। মা জ্যাঠাইমা সম্মিলিত ভাবে হাউমাউ  জুড়ে দিয়েছিল। শৌভিকের নাম করতেই সব শান্ত। বাবা শুধু ক্ষুব্ধ স্বরে বলেছিল, “তোমার বর সব বোঝে। যাক কি আর করার আছে? এবার বরং নীলাচলে মহাপ্রভু কাট্ টাও দিয়ে নাও। ”

বলাইবাহুল্য যে বিদ্যালয় জীবনে কিছুটা  নিয়ম মেনে চললেও মহাবিদ্যালয়ে প্রবেশের সাথে সাথে মহা পাখনা গজালো। তেলের ছুটি, মাথায় বাঁধার দড়ি যে কোথায় হারিয়ে গেল, হারিয়ে গেল কাঁটা গুলোও। চুলের গোছাও হাল্কা হতে লাগল। মহিলা শ্রমিক হবার সাথে সাথেই কোঁকড়ানো কেশগুচ্চ সোজা করে ফেললাম, একগাদা কেমিক্যাল প্রয়োগে। তারপর চুল হয়ে উঠল গিনিপিগ। কখনও কালো, কখনও লাল বা সোনালী। আর আজ? আজ আবার ফিরে গেছি সেই পুরাণো রুটিনে,  ছুটির দিন মানেই ভালো করে তেল মাখা। মেয়েকেও মাখাই জবজবে করে।ঐ অবস্থায় স্কুলেও পাঠাই।  এখন মাখে, কথা শোনে, জানি শুধু ডানা গজানোর অপেক্ষা তারপর ইতিহাস আবার পুনরাবৃত্ত হবে। কি করা? এই তো জীবন মা--_
#অনির_ডাইরি  #Aninditasblog

অনির ডাইরি ১৬ই মে ২০১৭
থেকে থেকে কেন যে মন খারাপ হয়? একেই কি ক্যাথারসিস বলে? ভিতরের সব তিক্ততা, সব নেতিবাচক অনুভূতি চোখের জল হয়ে বেরিয়ে আসতে চায়? আজই যেমন, সকালে মেয়েকে স্কুলে দিয়ে ফিরছি,  মেঘলা ভোর, ক্লান্তির চাদর সরিয়ে তখনও ঘুম ভাঙেনি এই শহরেরে,  হঠাৎ  চোখের সামনে ভেসে উঠল, আমাদের সাবেকী বাড়ির ছবিটা। এককালে গমগম করত। ঠাকুমা, মেজপিসি, বাবারা তিনভাই,  মায়েরা তিন বউ,  আমরা তিন ভাইবোন। এছাড়াও দু দুজন ছিলেন যাঁদের আমরা আজ ও গৃহপরিচারিকা বলে ভাবতে পারি না। এছাড়াও সবৎসা দিদিভাই আর পিসিদের আনাগোনা লেগেই থাকত। দিদিভাই অর্থাৎ আমাদের জেঠতুতো দিদি বেশ কিছুদিন বাপের বাড়ি না এলে, বাবা বা ছোটকাকুর সাথে গিয়ে আমরা হামলা করতাম দিদির শ্বশুরবাড়ি। দিদি না আসতে পারলে বোনঝি কেই তুলে নিয়ে আসা হত। সারাক্ষণ সরগরম থাকত বাড়ি। মা এবং কাকিমা দুজনেই চাকুরি করতেন, ফলতঃ গরমের ছুটি পড়ুক আর নাই পড়ুক যেই মায়েরা বেরিয়ে যেত আমরা শুরু করতাম উদ্দাম দুষ্টুমি। ঠাকুমা বলত, “বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর। ”
বাড়িতে প্রচুর গাছ ছিল, উঠোনের ওপর দক্ষিণে ছিল একটা বিশাল কাঁঠাল  গাছ, আমাদের বাড়ির নামই ছিল কাঁঠাল গাছ ওলা বাড়ি। এছাড়াও বাগান ভর্তি ছিল আম, নাগকেশর, পেয়ারা, বেল, যজ্ঞিডুমুর, ডুমুর গাছে।  একটা বট আর একটা অশ্বত্থ গাছ জড়াজড়ি করে উঠেছিল। নিম গাছ ও ছিল। বাবা ভয় দেখাতো, ওটা নাকি পঞ্চমুণ্ডির আসন। ওর নীচে দুষ্টু ছেলেদের কাটা মুণ্ডু পোঁতা আছে। কোন শনিবার যদি অমাবস্যা পড়ে, সেই কাটা কবন্ধ গুলো আসে নিজেদের মুণ্ডু খুঁজতে। আজ এই বৈদ্যুতিন আলোতে লিখতে যতই হাস্যকর লাগুক আমরা তিন ভাইবোন যমের মত ভয় পেতাম। যেদিন আমাদের দুষ্টুমি মাত্রাছাড়া হয়ে যেত,  ঠাকুমা বাবাকে নালিশ করত চুপি চুপি। ভূলেও মায়েদের করত না অবশ্য, কারণ মায়েরা সারাদিন অফিস করে ফিরে শাশুড়ির মুখে এই নালিশ শুনলে সোজা চামড়া ছাড়িয়ে ডুগডুগি বানাতো। বাবার মাথা বরাবর ঠাণ্ডা, বাবা শুধু তিনটেকে ছাতে নিয়ে গিয়ে ভূতের গল্প শোনাতো। তাতে যথাযথ সঙ্গত করত জেঠু। এমন রহস্যময় ভঙ্গীতে ভূতের গল্প জীবনে কাউকে বলতে শুনিনি। ভূতের সঙ্গে প্রীতি বোধহয় সেদিন থেকেই।
গরম কালে ভয়ে মরতাম তাও ছাতে শোবার লোভ সামলাতে পারতাম না। তখন রাতের পর রাত লোডশেডিং থাকত। নিশ্ছিদ্র  অন্ধকার চরাচরে, একটা নিভু নিভু হ্যারিকেনের আলোয় ছাতে জমাটি আড্ডা, যার মূখ্য বস্তু তথা চরিত্র হল ভূত। আমাদের দেড় দুশো বছরের পুরানো বাড়িতে এমনি ভূতের অভাব ছিল না তার ওপর আমরা তিন ভাইবোন তো ছিলামই।
কি মজা, হৈচৈ এ কেটে গেল আশি নব্বইয়ের দশক। সবার বয়স বাড়ছিল, কিন্তু কেউ যেন পাত্তাই দেয়নি। সুগার প্রেসার কোলেস্টেরল চাটুজ্জে বাড়ির চৌকাঠ ডিঙোলেও শুধু নামমাত্র ছিল। ২০০৫এ ঠাকুমার মৃত্যুটা ছিল যাকে বলে কফিনে শেষ পেরেক। ঠাকুমা বলত, “আমি যতদিন বেঁচে আছি আমার পরিবারের কাকো কোন ক্ষতি হতে দেব না”।  কি অব্যর্থ ছিল ঠাকুমার ভবিষ্যৎ বাণী ঠাকুমার মৃত্যু ধসিয়ে দিল বালির বাঁধ। বিগত বারো বছরে ঝপাঝপ চলে গেল জেঠু,  কাকু,  বড় পিসি,  দুই পিসেমশাই। কি জলদি থপথপে অথর্ব হয়ে পড়ল বাকিরা। আমাদের সেই সরগরম বাড়ি, আজ শান্ত প্রাসাদপুরী। ছাতে বহুদিন কেউ ওঠে না। কে উঠবে?দোতলায় উঠতেই ওদের হাঁটু মচমচ করে তিনতলায় ওঠার লোক কই? অধিকাংশ জানলা খোলাই হয় না, বিশাল দালান জুড়ে ছিল ন খানা খোলা অতিকায় ফ্রেঞ্চ উইন্ডো। আজ নিরাপত্তার স্বার্থে তা গ্রীলের বাঁধনে আবদ্ধ।
আজন্মলালিত বাড়িটায় গেলে মন ভারি হয়ে যায়। হয়তো এরই নাম জীবন। যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না, আর যেটুকু পড়ে থাকে তাকেই আঁকড়ে বেঁচে থাকি আমরা আর রোমন্থন  করে যাই সুখস্মৃতির।

https://amianindita.blogspot.com

অনির ডাইরি ১৪ইমে ২০১৭
আজ মা দিবস। সকাল থেকে বা বলা যায় কাল মধ্যরাত্রি থেকে যাঁরা মেসেঞ্জার হোয়াট্সঅ্যাপ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমাকে শুভেচ্ছা  জানিয়েছেন তাদের প্রত্যেককে অজস্র ধন্যবাদ। যদিও আমি তাদের কারোরই জননী নই,  তবু আশির্বাদ করি বেঁচে থাকো বাবা মায়েরা। সুখে থাকো।

আজ ফেসবুক ভর্তি শুধু মায়েদের ছবিতে। অনেকেই মায়ের সাথে সেল্ফি পোস্ট করেছেন। কেউ আবার সন্তানের সাথে। আমার এক বন্ধু তো বউ ছেলের ভিডিওই পোস্ট করে দিয়েছে। খুব ভালো লাগল দেখে।  আমার ও ইচ্ছা করছিল, প্রবল ইচ্ছা এখনও করছে একটা ছবি অন্তত--- শৌভিক খিল্লি করলে করুক। কিন্তু একে তো তুত্তুরী নেড়ি তায় ফোকলা। আর আমি ? এক গা কালিঝুলি নুন হলুদ মেখে রান্না করছি কি না। পুরানো অনেক সুন্দর সুন্দর ছবি অবশ্য আমাদের আছে, তবে আমি যে প্রবল বেগে মোটা থেকে আরোও মোটা আরোও বেশি মোটা হতে থাকি, ওসব ছবি লাগালে নাও চিনতে পারেন। আর মা? মায়ের সাথে সেল্ফি আমার প্রায় নেই। মা প্রথমতঃ সেল্ফি বস্তুটি কি তাই বুঝতে চায় না। মা শুধু বোঝে মোবাইলে ছবি তোলা যায়। নিজস্বী না হয়ে নাহয় পরস্বীই হোক। তাতেও মায়ের কোন উৎসাহ নেই। আর মা কখনই ফোটো রেডি থাকে না। হয় রান্না করছে, নয় বাসন ধুচ্ছে, নয় ঝাড়পোচ করছে। যদিও বা কখনও ঠিকঠাক থাকে, ছবি তুলব বললেই মা এমন ভয়াবহ মুখবিকৃতি  করে,  যে -----।  সে তুলনায় বরং বাবার উৎসাহ বেশ বেশী ।
আর মাকে হ্যাপি মাদার্স ডে উইশ করলে কি হবে? মা সঙ্গে সঙ্গে করুণ সুরে বলবে, “আজ মাদার্স ডে? আর আমার মাটাই নেই?” দিদা মারা গেছেন ১৯৯৮ সালে। শুধু শুধু তাঁর কথা মনে করিয়ে মাকে দুঃখী করে লাভ নেই।
যদি বলি, কি উপহার চাও? না জিজ্ঞাসা করে কিনে দিলে যে কুরুক্ষেত্র হবে, শেষে সেটা আমাকে বা বাবাকে ব্যবহার করতে হবে হয়তো, তাই প্রশ্ন করি। জবাব একটই। “ আমার কিছু চাই না। কি হবে?” খুব চাপাচাপি  করলে, বলবে,“বরং তুত্তুরীকে একটা জামা কিনে দে। আমি টাকা দিয়ে দেব। ওর একটা জামাও আর ভালো নেই--”। বোঝো। এটা মাদার্স ডে না ডটার্স ডে? জানি যে আমার সব বন্ধুর মা’রাই বোধহয় এরকম। এটাই বুঝি মায়েদের স্বভাব। মা শব্দটা শুনলেই তো এটাই চোখের সামনে ভেসে ওঠে,  এক আপনভোলা নারী। যে সন্তানের মঙ্গলের জন্য উৎসর্গীকৃতপ্রাণা। যার প্রায় ছেঁড়া তেল হলুদের গন্ধ ওলা আঁচলের থেকে নিরাপদ স্থান পৃথিবীতে নেই। আর যার বুকের ভিতরটা ঠিক কি দিয়ে যে তৈরি--- ভালো থাকুক সব মায়েরা। তবেই ভালো থাকব আমরা। মা মানেই যে অ্যাটলাস্, আর কে বইতে পারবে আমাদের ভার?

অনির ডাইরি ৯ই মে ২০১৭
রবি ঠাকুরকে নিয়ে কিছু লেখার মত যোগ্যতা বা ধৃষ্টতা আমার নেই। তবে রবি ঠাকুর হলেন প্রাণের কবি, রাজার রাজা। তাকে তো প্রত্যেকেই নিজ নিজ মতো করে খুঁজে পায় বা খুঁজে নেয়। প্রথম পরিচয়, সেই শৈশবে মায়ের হাত ধরে। মা ছিলেন সেই যুগের কর্মরতা গৃহবধূ। চাকুরীরতা হলে কেন যে গৃহবধূ হওয়া যায় না, তা আমি সেদিনেও বুঝতাম না, আজ ও বুঝি না। শুধু এটুকু বুঝতাম, সমসাময়িক অন্যান্য মহিলাদের তুলনায় মায়ের জীবন একটু বেশিই জটিল। অফিসে ঊর্ধ্বতন কতৃপক্ষ এবং বাড়িতে খুড়তুতো পিসতুতো মিলিয়ে একাধিক শাশুড়ি, ননদ, ভাশুর, দেওর, জা সবার সাথে মানিয়ে বা বলা যায় সবার মন জুগিয়ে চলতে হত মাকে।ভোর পাঁচটা থেকে রাত সাড়ে বারোটা অবধি দৌড়েই যেত মা, আর মুখে থাকতেন রবীন্দ্রনাথ। মা বলত, “রবি ঠাকুর হলেন দুঃখ নদীর কাণ্ডারি। ন্যুব্জ, বক্র শিরদাঁড়াকে এক লহমায় ঋজু করে তুলতে তিনি অপ্রতিরোধ্য”।

রবি ঠাকুরকে নতুন করে চেনালো আমার বর। নতুন করে আলাপ জমিয়ে দিল দেবব্রত বিশ্বাসের সাথে। পরিচয় তো আগেও ছিল, কিন্তু জীবন যে ছিল নিষ্প্রেম। এ সম্পূর্ণ ভিন্ন আলাপ। কি যে ছিল ভদ্রলোকের স্বরতন্ত্রীতে? যে কোন মুহূর্তে সৃষ্টি করতে পারেন মায়াজাল। কি হেলায় খেলা করতে পারেন মানবিক অনুভূতি গুলিকে নিয়ে। চরম দুঃখের মুহূর্তে জাগাতে পারেন নিবিড় প্রশান্তি, আবার পরম আনন্দেও হৃদয় নিংড়ে তুলে আনতে পারেন গভীর বেদনা। সত্যি রাজার রাজা। দুজনেই। এঁরা না থাকলে “রোমান্স” শুধু বোধহয় একটা শব্দ হয়েই থেকে যেত আমাদের জীবনে।

রবি ঠাকুরের সাথে আরো নিবিড় আলাপ আমার দুই নম্বর বাবা অর্থাৎ আমার শশুর মশাই এর মাধ্যমে। যেমন কান ধরে মার্কেজ পড়িয়েছিলেন তেমনি রবীন্দ্রসাহিত্য। একেবারেই অপদার্থ পুত্রবধূ আমি। সব যথারীতি পড়ে উঠতে পারিনি। যা পড়েছি, খোলাখুলি আলোচনা করতাম বাবার সাথে। কিছু ভালো লাগত, কিছু মন্ত্রমুগ্ধ করে দিত। কিছু আবার ভালো লাগত না। যা ভালো লাগেনি, তা নিয়ে কখনও বাবা আমার বুদ্ধিমত্তা বিচার করতে বসতেন না। বরং মাঝে মাঝে সহমত পোষণ করতেন। উৎসাহ দিতেন। আজো দেন আরো আরো পড়ার জন্য। একই কথা প্রযোজ্য রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও। কিছু গান যেন কিছুতেই ভালো লাগত না। বাবা যে কেন সেই গুলিই বেশী করে শুনতেন কে জানে। শুধু শোনা নয়, শোনাতেন এবং গাইতেনও। এমনি একদিন পার্ক সার্কাস ফ্লাই ওভারের জ্যামে ফেঁসে আছি। বাতানুকূল গাড়িতে যথারীতি রবি ঠাকুরের গান বাজছে। শুরু হল, অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে, “ আমার সকল নিয়ে বসে আছি---“। জানতাম বাবার অন্যতম প্রিয় গান। দিনে কতবার যে শুনতেন বা শোনেন তার ইয়ত্তা নেই। একদম সহ্য হত না গানটা। অশোকতরু গেয়েই চলেছেন। আমার মুখভঙ্গীতে বোধহয় মনোভাব প্রকাশ পেয়েছিল, বাবা সস্নেহে বললেন, “কথা গুলো শোনো।সুরে না পারলে বাণীতে মন দাও। কি ভয়ংকর কথা বলেগেছেন কবি। আমার সকল নিয়ে বসে আছি, সর্বনাশের আশায়--।“এতদিনে কান পাতলাম-
“ যে জন দেয় না দেখা, যায় যে দেখে- ভালোবাসে আড়াল থেকে-
আমার মন মজেছে সেই গভীর গোপন ভালোবাসায়—“।

আমার জীবনে রবি ঠাকুরের কথা লিখতে বসলে একজনের কথা না লিখলে এ লেখা অসমাপ্ত থেকে যায়, সে হল আমার বান্ধবী দেবারতি। দেবার কাছে রবি ঠাকুর ছিলেন প্রাণের ঈশ্বর। আমরা ঠাট্টা করে বলতাম, রবি ঠাকুর হলেন দেবার ব্যক্তিগত সম্পত্তি। রোজ সকালে আমার আর চৈতালির ইনবক্স ভরিয়ে দিত রবি ঠাকুরের কবিতায়, গানে। নিয়ন জ্বলা সন্ধ্যার নন্দনে দেখা হত আমাদের তিনজনের। অফিস সংসার ভুলে উদ্দাম আড্ডায় মাততাম আমরা, মাঝে ভাগ করে খাওয়া হত কখনও এক ঠোঙা ঝাল্মুড়ি, লেবু চা, একটি দুটি আইসক্রিম অথবা নন্দন ক্যান্টিনের চিটচিটে মালপো। এত অসম্ভব হাহা হিহি করতাম আমরা যে আশেপাশের প্রেমালাপী যুগলরা আমাদের দেখলেই সরে যেত। দেবা চাইত রবিঠাকুরকে ছড়িয়ে দিতে। এই হিংসা, দ্বেষ, কলুষে পূর্ণ ধরাকে একমাত্র ত্রাণ করতে পারেন তিনিই। চৈতালি একবার বলে ফেলেছিল, “রবি ঠাকুর কি মশা মারার তেল? যে ছড়িয়ে দিবি?” তারপর যে প্রবল কলহ বেঁধেছিল তা আর বলছি না। সময় কেটে যায়। আজ কে কোথায় ছিটকে গেছি, শুধু স্মৃতিটুকুই আছে আর আছেন তিনি, রবি ঠাকুর। রাজার রাজা।

অনির ডাইরি ৫ই মে ২০১৭
একটা নেশা চাই। যাতে সম্পূর্ণ বুঁদ হয়ে থাকতে পারি। প্রাত্যহিক  থোড় বড়ি খাড়া থেকে পালানোর একটা মাধ্যম আর কি। রোজ রোজ মদ গাঁজা ভাঙ তো আর খেতে পারি না। একে কূলবধূ মা তায় মা আর সর্বোপরি সরকারী আধিকারিক। তাছাড়া আমার এমন নেশা লাগে,   যার খোঁয়াড়ি কাটার জন্য ২৪ঘন্টা ও যথেষ্ট  নয়।
২০১৬র শুরুটা একাই টেনে দিয়েছিল হ্যারি পটার। যাঁরা পড়েননি, সিনেমা দেখেছেন বা দেখেননি তাঁরা ভাবতেও পারবেন না কি স্বাদে বঞ্চিত আপনার জীবন। আমিও প্রথমে পড়তে চাইনি বিশ্বাস করুন। কেন পড়ব? কতবার দেখেছি। প্রতিটা দৃশ্য ঠোঁটস্থ। তাও পড়তে বাধ্য হয়েছিলাম দেবশ্রী দি অর্থাৎ শ্রীমতী দেবশ্রী রায়ের অনুরোধ ফেলতে না পেরে।

পড়তে শুরু করে অনুভব করলাম, এ এক অন্য জগৎ। সিনেমার পর্দায় একে তুলে আনা সম্ভবই নয়। জাদুর আড়ালে লুকানো চেনা অচেনা মানবিক অনুভূতির প্রকৃত মায়াজাল।  যা পাঠককে আপ্লুত করার সাথে সাথে ঋদ্ধ করে। পাঠকের ক্যাথারসিস্ হতে বাধ্য।

হ্যারি পটার শেষ হয়ে যাবার পর যে শূন্যতা আমায় গ্রাস করেছিল, তা ভাষায় বোঝাতে আমি অপারগ। কি পড়ি? কি করি?হঠাৎ কি অসম্ভব বিবর্ণ বিস্বাদ হয়ে উঠেছিল আমার জীবন। সুক্ষ্ম - স্থূল কোন অনুভূতিই আর আমাকে স্পর্শ করতে পারছিল না। এমনকি চিরপ্রিয় শরদ্বিন্দু ও মন ভোলাতে পারেনি। বেশ কিছুদিন এই বই সেই বই ঠুকরে বেড়ালাম। অবশেষে মঞ্চে গেম অব থ্রোনস্ এর প্রবেশ। ভাসিয়ে নিয়ে গেল আমায়। ডুবিয়ে দিল আকন্ঠ। বিচ্ছিন্ন হয়ে পড়লাম জগৎ ও জীবন থেকে। নিন্দুকে বলে জিওটিতে যৌনতা এবং হিংস্রতা মাত্রাতিরিক্ত। একদম ঠিক কথা। সাধারণতঃ ভায়োলেন্স আমি হজম করতে পারি না। কিন্তু জিওটি অতুলনীয়। আজো আমি নিজেকে হাউস স্টার্ক বলে শ্লাঘা বোধ করি। যারা জিওটি এইচবিও তে দেখেছেন তাঁদের জন্য সত্যি করুণা হয়। কারণ এর উপর একবিন্দু কাঁচির দাগ মানা যায় না। আর প্রসার ভারতীর আনুকূল্যে কি হতে পারে তা সহজেই অনুমেয়।

বিগত পুজোটা কেটেছিল পাইন ট্রিলজি আর গার্ল অন দা ট্রেন পড়ে। কিছুতেই তৃপ্ত হতে পারছিলাম না। লুসিফার দেখলাম কিছুদিন। খুব ভালো যে লাগত তা নয়। বরং বেশ সাদামাটা । দেখতাম তো শুধু লুসিফার রূপী ব্রিটিশ অভিনেতা টম এলিসকে। বাকি গল্প গোল্লায় যাক।
শেষ হবার পর আবার বিস্বাদ জীবন। কি দেখি? কি পড়ি? ডিসেম্বর থেকে ধরলাম সুপারন্যাচারাল।  এককালে আমার অন্যতম প্রিয় শো ছিল। ছয় নম্বর সিজন অবধি দেখেছিলাম। তারপর যা হয় আর কি। এতদিনে ১২ টা সিজন হয়ে গেছে। প্রতিটা সিজনে ২৩খানা করে এপিসোড। হোক, তবু দেখতে লাগলাম। বেঁচে থাক জিও কানেকশন আর অ্যামাজন প্রাইম। দুই উইনচেস্টার ভাইয়ের কাণ্ডকারখানায় বুঁদ হয়ে বেশ কাটছিল জীবন। পোড়াকপাল আমার পরশুরাতে শেষ হয়ে গেল। এবার? কি করি? কি করি? কি পড়ি?কি দেখি?

অনির ডাইরি ৪ঠা মে ২০১৭
কর্কশ অ্যালার্মকে দশটা মিনিটের জন্য ঘুম পাড়িয়ে দেওয়ার আনন্দ- বোধহয় একজন মা’ই সবথেকে বেশী অনুভব করতে পারে। এ যেন সময় নামক পাগলা ঘোড়ার রাশ টেনে ধরা-- যদিও বৃথা প্রচেষ্টা, তবু কিছুটা সময়ের জন্য অন্তত স্তব্ধ হও জীবন। আর দশটা মিনিট -- শুধু দশ। তারপর তো একসাথেই দৌড়ানো-- পারি বা না পারি।

অনির চুঁচুড়ার ডাইরি ২৫শে এপ্রিল ২০১৭

চোখেও দেখি না। চশমাও পড়ি না। ব্যাগে আছে অবশ্য। আজ যা গরম,  মনে হচ্ছে চশমা পড়লে গরম বেশি লাগবে। আর ফিরছি তো ট্রেনে চশমার দরকারটাই বা কি শুনি? শুধু কোন স্টেশন এল আর কোনটা গেল এটা বোঝাই একটু ইয়ে কি বলে চাপ। ফলতঃ ভয়ানক চোখ মুখ কুঁচকে দেখার বা বলা যেতে পারে অনুধাবন করার চেষ্টা করছি কি লেখা আছে, ওটা কি প? নাকি দ? নাকি উ? ধুত্তোর !!!!!

অনির ডাইরি  ২৪শে এপ্রিল ২০১৭

প্রথম দেখা এক পড়ন্ত বিকালে। আজ তার প্রেমে হাবুডুবু খেলেও সেদিন তাকে পাত্তা ও দিই নি। তার সঠিক মূল্যায়ন তো দূর অস্ত।  মাত্র আট ন মাস হয়েছে আমি কলকাতায় বদলী হয়ে এসেছি। হক সাহেব যেন সেদিন কোথায় গিয়েছিলেন। ‘বামুন গেল ঘর’ বলে আমি এবং শ্রী অঞ্জন মুখোপাধ্যায়, দুই স্থূলাকায় এএলসি বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে। চার্চ লেন যেখানে কিরণশঙ্কর রায় রোডে মিশেছে, আচমকা দেখা হয়ে গেল তার সঙ্গে। দর্শনে আমার বিন্দুমাত্র পুলক না জাগলেও অঞ্জনদার আদিখ্যেতার আর সীমা ছিল না।
কোথায় ফুটপাতে পেতে রাখা নড়বড়ে বেঞ্চিতে বসে গুড়ের গন্ধওলা ধূমায়িত এক কাপ কফি খাব, তা না অঞ্জনদা লাফিয়ে উঠলেন তাকে দেখে। “কফি ছাড়ো। ঐ দেখো--”।
পাক্কা বাজাড়ুদের মত করে উবু হয়ে বসে একটি একটি করে বাছাই করে কিনলেন, আমাকেও গছালেন গুটি কয়। বেজার মুখে বাড়ি নিয়ে গেলাম। পরদিন দেখা হতেই অঞ্জন দা সোৎসাহে বললেন,“কেমন লাগল বল?” “কি” ভ্যাবাচাকা খেতে খেতেও খেলাম না। “অঃ। জানি না তো। মা এখনও অম্বল রাঁধেনি। ”
“অ-ম্ব-ল” এত ব্যথিত অঞ্জন দাকে কখনও দেখিনি। কয়েক মুহূর্তের মধ্যে ক্ষোভ, ক্রোধ, বেদনা এবং করুণা খেলে গেল ওনার চোখে। শেষে প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলে বললেন,“কাঁচামিঠে আমের অম্বল? ভালই হয় বোধহয়। ”
দ্বিতীয় সাক্ষাৎ বছর খানেক পর, খর দ্বি প্রহর, লাল দীঘির ধারে। পূর্ণেন্দু বসু তখন আমাদের মন্ত্রী। রাইটার্স বিল্ডিং এ ওনার চেম্বারে ট্রান্সপোর্ট বোর্ডের মিটিং ছিল। মিটিং ভালভাবে মিটে যাবার পর, হক সাহেব অত্যন্ত প্রীত হয়ে রজত দা(তৎকালীন অ্যাডিশনাল সিইও) এবং আমাকে বললেন,“চল তোমাদের কিছু খাওয়াই। ” অন্য কেউ এই প্রস্তাব দিলে ধন্য হয়ে যেতাম। কিন্তু স্যারের খাওয়ানো মানে হয় নুন ছাড়া কলা ওঠা ছোলা, না হলে ডাঁশা পেয়ারা, কাঠালী কলা আর তিতকুটে কালো চা। বাপরে !!! আমাদের প্রবল আপত্তিতে কর্ণপাত না, কিনে বসলেন দুটি কাঁচা মিঠে আম। ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে, ফালি ফালি করে, ঝালনুন মাখিয়ে শাল পাতায় মুড়ে ধরিয়ে দেওয়া হল আমাদের হাতে। স্যারের অনুরোধে ঢেঁকি গিললাম। এক টুকরো মুখে দিতেই সব বিতৃষ্ণা ফুঃ। কি অপরূপ স্বাদ। না টক, না মিষ্টি আর তেমনি সুগন্ধ। আর একটুকরো চেয়ে নিলাম, স্যার যে কি খুশি হলেন, তা কহতব্য নয়।
সেই শুরু। তারপর থেকে গ্রীষ্ম মানেই কাঁচামিঠে আম। লিট্টি মাসির প্রতি প্রেম, কাঁচামিঠের আগমনে ফুৎকারে উড়ে গেছে। দৌড়ে দৌড়ে বাড়ি ফিরি শুধু কাঁচামিঠের টানে।

আহাঃ আমাদের আবাসনের নীচেই যে এই অমৃতের খনি তা কি ছাই আগে জানতাম? কি ভাল করেই যে মেখে দেয় ছেলেটা-- বিট লবণ, কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে-- উফ্ লা জবাব।

অনির ডাইরি ২১শে এপ্রিল ২০১৭
চোখের জল আমার কিছুতেই বাগ মানে না। হৃদয়ের তন্ত্রীতে  সামান্য হিল্লোল ঝরঝরিয়ে ঝরে পরে দুই চোখ দিয়ে। অবাধ্য, অপরিশীলিত অশ্রু কিছুতেই স্থান কাল পাত্র মানতে চায় না। প্রাকবিবাহ প্রণয় পর্বে কোন এক পড়ন্ত বিকালে শৌভিক একবার বলেছিল, “চোখের জল খুব মূল্যবান। তুচ্ছ কারণে তা নষ্ট করতে নেই।তাহলে আর অশ্রুর মান থাকে না। ” এত ভাল কথা কখনও কারো মুখে ইতিপূর্বে শুনিনি। মন ভরে গিয়েছিল।

কিন্তু আমি নাচার। আজো ট্রেন/বাস/লঞ্চ মিস্ করলে আমার কান্না পায়, লিফটে জায়গা না হলে কান্না পায়, রোজ সকালে ঘুমন্ত মেয়েকে ফেলে অফিস যেতে কান্না পায়। প্রতিবার বাপের বাড়ি ছেড়ে বৃদ্ধ বাবা-মা-পিসিকে ফেলে শ্বশুর বাড়ি আসতে কান্না পায়। প্রিয়বন্ধুর সাথে হোয়াট্স অ্যাপে ই-ঝগড়া করে কান্না পায়,গল্পগুচ্ছ পড়লে কান্না পায়, সিরিয়াস ব্ল্যাক- প্রফেসর লুপিন এবং ডাম্বেলডোরের মৃত্যুতে কান্না পায়, শ্লিন্ডার্স লিস্ট দেখলে কান্না পায়।ডিএম সাহেবের ধমকে কান্না পায়।  কি করি? সুদূর মুর্শিদাবাদের ঘোষ বাড়ির রক্ত আছে আমার শরীরে, ঘোষ বড়ির মেয়েরা পান থেকে চুন খসলেই কেঁদে ভাসায়। সবাই নয় অবশ্য। আমার বড় এবং ছোট মাসি যাকে বলে “আয়রন লেডি”। কিন্তু মা এবং অন্যান্য মাসিরা?? অনু মাসি, অর্থাৎ মায়ের খুড়তুতো বোন, বর্তমানে বাঁকুড়ায় থাকেন। অনু মাসিও আয়রন লেডি, কিন্তু সামান্যতম দাম্পত্য কলহ হলেই মেসোমশাই হাঁক পাড়েন,“ওরে বালতি নিয়ে আয়। কর্পোরেশনের কলে জল এসেছে”। প্রথমবার শুনে খুব হেসেছিলাম, কিন্তু শৌভিক যখন তিতিবিরক্ত হয়ে বলে, “এবার কাঁদলেই মারব!!” তখন মেসোমশাই এর অবস্থাটা খুব ভালভাবে অনুভব করতে পারি।
কালরাত্রে যেমন, কান্নার কোন কারণ ছিল না, দিনান্তে তুত্তুরী তার দাদুর ফোনে গল্প শুনতে মশগুল ছিল, শৌভিক ট্যাবে বই পড়তে ব্যস্ত ছিল। হাঁপ ছেড়ে কানে হেড ফোন গুজলাম, এইটা আমার নিজস্ব সময়। এই সময় আমি কারো কেউ নই। কি দেখি?কি শুনি? ভাবতে ভাবতে কখন যে আঙুল কি স্পর্শ করেছে, সুরেলা মধুঢালা কণ্ঠে এলভিস গেয়ে উঠল, “লং ডিসট্যান্স ইনফর্মেশন,গিভ মি মেমফিস্ টেনেসী----”। নেশাগ্রস্ত হয়ে পড়লাম, কখন যে হৃদয় ফুঁড়ে বেরিয়ে এল শয়ে শয়ে বেদনা, এলভিস গেয়েই চলেছে,

“দা লাস্ট টাইম আই স মারি, শি ওয়াজ ওয়েভিং মি গুডবাই-
উইথ হারি হোম ড্রপস্ অন হার চিক্, দ্যাট টিকলড্ ফ্রম হার আই।
মারি ইজ ওনলি সিক্স ইয়ারজ্ ওল্ড, ইনফরমেশন প্লিজ-
ট্রাই টু পুট মি থ্রু টু হার ইন মেমফিস টেনেসী। ”

সন্তানবিচ্ছিন্ন বাবার হৃদয়ের বেদনা বোধহয় এলভিস ছাড়া আর কেউ এত ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারত না। এলভিস গেয়েই চলেছে, মাত্র আড়াই তিন মিনিটে সব বলে দিল, কিভাবে তিনজনের সুখী গৃহকোণ আচমকা খণ্ডবিখণ্ড হয়ে গেল-- আলাদা হয়ে গেল বাবা-মা।  প্রাণাধিকা আত্মজা, আক্ষরিক অর্থে নাড়ি ছিঁড়ে না জন্মালেও নাড়ি ছেঁড়া ধনকে কে ছেড়ে যেতে হল বাবাকে।মাঝে সময় বয়ে গেল নিজস্ব ছন্দে, ছয় বছরের শিশুকন্যা হঠাৎ একদিন থাকতে না পেরে ফোন করে বসল তার বাবাকে। কপালের এমন ফের, ঠিক সেই সময়েই বাড়িতে ছিল না বাবা। বাড়ি ফিরে হতভাগ্য  বাবা জানতে পারে মেমফিস টেনেসী থেকে তার ট্রাঙ্ককল এসেছিল। যে করেছে সে গুছিয়ে কিছু বলতে পারেনি, নিজের নম্বর ও দিতে পারেনি।  মেমফিস টেনেসী থেকে ফোন এসেছিল বলতেই বাবার বুঝতে বাকি থাকে না, কে করেছিল--- । অতঃপর বাবা পাগলের মত  ওপারেটরকে অনুরোধ করতে থাকে, “দয়া করে আমার মারির সাথে যোগাযোগ করে দাও।  মারি নিজের নম্বর দিতে পারেনি।  কি করে পারবে? আমার মারির বয়স যে মাত্র ছয়।শেষ বার মারিকে যখন দেখেছিলাম, ও হাত নেড়ে আমাকে বিদায় জানাচ্ছিল। ওর চোখ ছাপিয়ে দুই গাল বেয়ে টপ টপ করে ঝরে পড়ছিল মুক্তোবিন্দু। আমার মারিকে প্লিজ খুঁজে দাও--”।
এই গান শুনে না কেঁদে থাকা যায় বলুন তো?  অতএব ভেউ ভেউ এবং শৌভিক যথারীতি  ট্যাব বন্ধ করে বলল, “আবার??? এবার কিন্তু সত্যি মারব। ” আমার কপাল। ইমোশন মানেই ইমোশনাল অত্যাচার...
............................................................................

অনির ডাইরি ১৩ই এপ্রিল ২০১৭

৮০-৯০ এর দশক ছিল যথার্থই সোনার সময়। কি অপরিসীম শান্তির মধ্যে বড় হয়েছি আমরা। কম্যুনাল টেনশন শব্দদ্বয় ছিল সম্পূর্ণ অপরিচিত। হ্যাঁ ১৯৯২এ বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল বটে, দেশজুড়ে দাঙ্গাহাঙ্গামা হয়েছিল, আমাদের হাওড়াতেও বেশ কিছুদিন কার্ফু চলেছিল। মিলিটারি সাঁজোয়া গাড়ি রাস্তায় রাস্তায় টহল দিয়ে বেড়াতো। দেখতে পেলেই গুলি করা হবে, ঘোষণা করা হত, তবু বাবা আর সন্তোষ জেঠু (প্রবাদপ্রতীম নকশাল নেতা সন্তোষ মিত্র) জনমানবশূন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত। গাড়ির আওয়াজ পেলেই দৌড়ে পাশের গলিতে ঢুকে পড়ত। আর হাওড়ার গলি? কাশীকেও লজ্জা দেবে। ব্যাস অল্পদিনের মধ্যেই কার্ফু উঠে গেল, জীবন আবার স্বাভাবিক।

কি যে ভালো ছিল আমাদের ছোটবেলার শহরটা, অনেকটা শীর্ষেন্দু বাবুর গল্পে আঁকা শহর গুলোর মত। চরম বিলাসিতা বলতে ঠাকুমার কিনে রাখা দানাদার, ঠেলা গাড়িতে করে বিক্রি করা ২৫পয়সার আম বা একটাকার চকলেট আইসক্রীম। ছোটবেলায় কটা ক্যাডবেরী পেয়েছি বা খেয়েছি হাতে গুনে বলতে পারি। লজেন্স বলতে ছিল খড়মড়ে প্লাস্টিকে মোড়া পাঁচ দশ পয়সার লজেন্স (যার ভিতরে মধুর মত তরল কিছু থাকত),  আর লাল ললিপপ। দিদিভাই মানে আমাদের জেঠতুতো দিদি যখন বাপের বাড়ি আসত , খুশির আর সীমা থাকত না। সব কুঁচোকাঁচা গুলোকে বিকাল বেলা লাইন দিয়ে ঘুঘনি আর আলুর দম খাওয়াত দিদিভাই। ঘুঘনীকে আমরা বলতাম চটপটী। মাঝে মাঝে দুটো মিশিয়েও খাওয়া হত। সেই টকটক ঝালঝাল স্বাদ আজো মুখে লেগে আছে। লুকিয়ে পাতা চাটার নিষিদ্ধ আনন্দ ভাষায় অপ্রকাশ্য । সেই গোপন আনন্দের স্বাদ ভাগ করে নেবার আশায় মেয়েকে একদিন খাওয়ালাম,  লুকিয়ে যদিও নাহলে বিবাহ বিচ্ছেদের সমূহ সম্ভাবনা ছিল, তুত্তুরী এক চামচ খেয়েই বলল,“ আর খাব না। বাজে খেতে। ” এত দুঃখ আমি মেয়ের কাছে জীবনে পাইনি।
আজ নীল। আমরা বলি নীলষষ্ঠী। ছোটবেলায় নীল ছিল এক বিশাল আনন্দের ব্যাপার। নীল মানেই লুচি ছোলার ডাল। নীল মানেই মায়ের হাফ ডে ছুটি নিয়ে বাড়ি ফেরা। আর ভর দুপুরে মায়ের সাথে মন্দিরে পুজো দিতে যাওয়া। নীল মানেই ঠাকুমার হাতের বেলের পানা। কি অসাধারণ বেলের শরবৎ বানাত ঠাকুমা। বাড়ির গাছের বেল, সাবধানে ফাটাতে হত, মাটিতে আছড়ে ফাটাতে নিষেধ ছিল। বলা হত চৈত্র মাসে মাটিতে বেল ঢুকলে, শিবের মাথায় চোট লাগে। খামোকা শিব ঠাকুরের মাথায় আলু করতে যাব কেন? আমরা ভাইবোনেরা অবাক বিস্ময়ে দেখতাম,  কাটারী দিয়ে সমান দুটুকরো করে বেল ফাটিয়ে,  চামচ দিয়ে কুড়ে কুড়ে, তাতে কুঁজোর ঠাণ্ডা জল আর চিনি দিয়ে ভিজিয়ে রাখা হত। মায়েরা খর দ্বিপ্রহরে খালি পেটে এবং খালি পায়ে পুজো দিয়ে ফিরলে, সাদা কাপড়ে ছেঁকে, পাতিলেবুর রস মিশিয়ে গ্লাসে করে ধরিয়ে দেওয়া হত। তখন ফ্রীজ কোথায়? মহল্লায় একটা ছিল কিনা সন্দেহ। কিন্তু সেই ঠাণ্ডা, মিষ্টি বেলের পানার স্বাদ আর কোনদিন কোথাও পাইনি। হয়তো সবটাই ঠাকুমার হাতের জাদু ---
কত বছর কেটে গেছে। বারো বছর হল ঠাকুমা নেই। জেঠু কাকু দুজনেই চলে গেছে। বাবা-মা, কাকীমা-জেঠিমা, পিসি এখনও টিমটিম করে টিকে আছে। নীলষষ্ঠী এলেই, যেখানেই থাকি না কেন,  ছুটে আসি হাওড়ায়। প্রিয়জনদের সাথে কাটাবার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে। আমি আসছি জানতে পারলেই, একঝলক খুলির হাওয়া বয়ে যায় চাটুজ্জে বাড়িতে। আশি উত্তীর্ণ  পিসি থপথপ করতে করতে দৌড়য়, পুজোর সামগ্রী কিনতে, ছয় রকমের ফল, ফুল, আকন্দ ফুলের মালা, সিদ্ধি পাতা, ধুতরো ফল, ধূপ, বাতি, পৈতে, মিষ্টি -খুঁটিয়ে খুঁটিয়ে যোগাড় করে প্রতিটা উপকরণ। আর নীলের দিন ভোর থেকে শুরু হয় ডাকাডাকি। “ওঠরে। চান করে নতুন শাড়ি পরে মন্দিরে যেতে হবে। যত তাড়াতাড়ি শিবের মাথায় জল ঢালবি, তুই ও চা-জল  খেতে পারবি। তোরা কি আর মায়েদের মত দ্বিপ্রহর পর্যন্ত জলগ্রহণ না করে থাকতে পারবি বাবা?”
এই ভালবাসা অমূল্য, শুধু বুঝতে বুঝতে বড্ড দেরী হয়ে যায়। সময় বড় নিষ্ঠুর, কিছুতেই আর পিছনে ফেরে না।
অনির ডাইরি ১৯শে এপ্রিল ২০১৭
প্রতিটা বড় মিটিং এর আগেই আমার কান্না পায়। কি পরে যাব? এইসব মিটিং এর প্রাক্কালে প্রায়শই মনে হয়, ওপরওয়ালারা যদি, এই অধমদের মিটিং প্রতি একটা ড্রেসিং অ্যালোয়েন্স দিতেন!!কি ভালোই না হত। নানা সবাইকে দেবার দরকার নেই, পুং রা বাদ। শুধুমাত্র মিটিং এ উপস্থিত মহিলা অফিসার বা কর্মচারিগণকে দিলেই চলবে।

আগে এতটা মনে হত না। কারণ খাস কলকাতায় অধিষ্ঠানের মজাই আলাদা। তিন মাসে,ছ মাসে বস ম্যানেজ করে এক-আধবার নিউ মার্কেট বা গড়িয়াহাট ঘুরে আসাই যেত। নিদেনপক্ষে বাড়ির কাছের সিটি সেন্টারে তো হরবখত যেতাম। আর এখন?? সপ্তাহব্যাপী ইঁদুর দৌড়ের পর আর ভালো লাগে না। ছুটি মানেই, স্বহস্তে রাঁধা জম্পেশ মধ্যাহ্ন ভোজনান্তে, বাতানুকূল যন্ত্র চালিয়ে,  মেয়েকে জড়িয়ে জমজমাট দ্বিপ্রাহরিক নিদ্রা।

সপ্তাহের মাঝে ডাকা বড়সড় মিটিং গুলো তাই পড়ে পাওয়া চোদ্দ  আনা। একে তো সব প্রিয় লেবারগুলোর (বন্ধু, দাদা-দিদি, ভাইবোন) সাথে দেখা হয়, সাথে জমিয়ে ভুঁড়িভোজ।  তিনটের মধ্যে মিটিং ইটিং পর্ব মিটতেই বন্ধুদের তীব্র আহ্বান উপেক্ষা করে দৌড় লাগালাম বাড়ির দিকে। আহাঃ ওদের সাথে যেতে পারলে কি ভালোই না হত। কিন্তু মা হবার যে বড় জ্বালা। বাড়িতে একটা দেড় ফুটিয়া (বাবার ভাষায়)যে পথ চেয়ে থাকবে। মা বেঙ্গল চেম্বার অব কমার্সে মিটিং এ গেছে,  তার মানে নির্ঘাত বেকড্ রসগোল্লা খাচ্ছে--।এমতবস্থায় খালি হাতে বাড়ি ঢোকা মানে, প্রবল গৃহযুদ্ধ। এই খর দুপুরে বাড়ির রাস্তায় বেকড্ রসগোল্লা কোথায় পাই? প্রতিবার এই একই  ঘটনা ঘটে, প্রতিবার সোচ্চারে প্রতিশ্রুতিবদ্ধ হই, তুত্তুরীকে ছাড়া কিছুতেই আর বিসিসিআই এ মিটিং এ যাব না।  যাবই না। বড়সাহেব, মন্ত্রীমশাই যেই ডাকুন না কেন-- তুত্তুরীর মা যাবে না। আর যদি যায়, তাহলে একটা ইয়ে মানে টিফিন বক্স নিয়ে যাবে--- ।
আসন্ন যুদ্ধ ঠেকাতে তাই গোটা দুই পুঁচকে জলের বোতলই ব্যাগে ঢোকালাম। রসগোল্লা না পারি, ইয়ে মানে কিছু তো এনেছি মনে করে। তাছাড়া দামী ব্যাগ, প্যাড, পেন এসব ও তো তুত্তুরীর জন্যই দিয়েছিল। দুপুর সাড়ে তিনটে চারটের রোদে পোড়া শুনশান রাস্তায় আর কি পাই? ভাবতে ভাবতে দেখি বাড়ির সামনেই এক আইসক্রীম ওলা, কানে হেড ফোন গুঁজে বসে আছে। একটাও খরিদ্দার নেই। ছোটবেলার কথা মনে পড়ে গেল। সত্যিই তো চারটে নাগাদই অাসতো আইসক্রীমওলারা। আর আমরা তিন খুড়তুতো জেঠতুতো ভাইবোন কান খাড়া করে থাকতাম। কি অদ্ভূত  মাদকতা মিশিয়ে হাঁকত, “আ -ই -স কি-রি-ম। কা-ঠি ব-র-ফ। ” নিশির ডাক বুঝি এমন হয়? ঠাকুমা পিসির বকুনী উপেক্ষা করে পাঁইপাঁই করে দৌড়তাম আমরা। কুড়ি পয়সার সবুজ ম্যাঙ্গো আইসক্রীম-- কমলা অরেঞ্জ। খানিক চুষলেই সাদা বরফ বেরিয়ে যেত। বড়রা বলতো নর্দমার জল তুলে বানায়, অত কথা কানে দিলে কি আর শৈশবের আনন্দ উপভোগ করা যায়? মেয়ের জন্য কিনতে গেলে ভয় লাগে। ওর কাছে আইসক্রীম মানেই ম্যাগনাম, ফিস্ট, কর্ণেটো---। এই কমলা সবুজ আইসক্রীম কি ভালো লাগবে? যদিও কোয়ালিটির তবু ??? সব দ্বিধা ঝেড়ে ফেলে কিনেই ফেললাম, তিনটি। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, কুড়ি পয়সার আইসক্রীমের দাম এখন কুড়ি টাকা। ভয় পাচ্ছিলাম, পছন্দ হবে কি না, একবার মুখে পুরেই, সবুজ জিভ বার করে  একগাল হেসে তুত্তুরী যখন বলল, “ থ্যাঙ্কু মা।  কি ভালো খেতে---। ”মনে হল রিওয়াইণ্ড করে দেখছি না তো, “আমার ফেলেআসা মেয়েবেলা”?
#অনির_ডাইরি #Aninditasblog
https://amianindita.blogspot.com

Saturday, 8 April 2017

অনির চুঁচুড়ার ডাইরি

অনির চুঁচুড়ার ডাইরি ৪ঠা সেপ্টেম্বর  ২০১৭


শরতের রোদে কেমন যেন ঝিম ধরে, জাতীয় সড়ক ধরে কখনও হুহু করে ছুটছে গাড়ি, উড়ছে ধুলো, কখনও বা মৃদু মন্থর গতিতে গড়িয়ে চলেছে।  দুপাশে কোথাও মখমলী সবুজ ধান ক্ষেত, কোথাও বা বন্ধ পলেস্তারা খসা দোকানপাট। হাইওয়ের ওপরেই শুকোচ্ছে পাট। হাওয়ায় পাকিয়ে যাচ্ছে কিন্তু উড়ে পালাচ্ছে না। টলটলে নীল আকাশে উড়ছে চিল। হারিয়েই গিয়েছিলাম- মিশে গিয়েছিলাম প্রকৃতির সামনে। হঠাৎ  ঘ্যাঁচ করে দাঁড়িয়ে পড়ল গাড়ি, দরজা খুলে মুখ গলাল নির্মল,“নামবেন না ম্যাডাম?” পাশ থেকে সুখেন বাবু বললেন,“চলুন ম্যাডাম জুট মিল এসে গেছে। ” ভুলেই গেছিলাম, অন ডিউটি। রাণ্ড্যাম ইন্সপেক্সন চলছে।

গাড়ির দরজা খুলতেই যেন হলকা লাগল। কি গণগণে রোদ, এই রোদে এতটা হেঁটে যেতে হবে ফ্যাক্টরি অফিসে? গজগজ করতে করতে বলতে গেলাম,“পুজোর আগে এই রোদে পোড়ার কোন মানে হয়? সবাই ফেসিয়াল করে, ট্যান রিমুভাল প্যাক লাগাচ্ছে, আর আমাকে পুড়িয়ে কাঠকয়লা বানাবার ব্যবস্থা হচ্ছে। আর আমার এত দামি চুল? এই ধুলো খেয়ে আর বাঁচবে?” কিন্তু বলতে পারলাম কই? চোখের সামনে ভেসে উঠল আগের কারখানাটা, গরম গণগণে আঁচে বিস্কুট তৈরি হচ্ছে।  মিষ্টি গন্ধে সুরভিত।  আর যারা খাটছেন? কত টাকা বেতন পান, প্রশ্ন করেছিল ইন্সপেক্টর-জবাবটা আর নাই বা লিখলাম।  আমরা বারংবার আশ্বস্ত করে এলাম, আমাদের সাথে কথা বলার  আপনাকে যদি  কিছু বলে- তৎক্ষণাৎ এই নম্বরে ফোন করবেন। ইন্সপেক্টর নিজ হাতে আমাদের সবার নম্বর সেভ করে দিল। দিন কয়েক আগেই একটা কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, নূন্যতম মজুরী পায় কি না, এই আপাত সাধারণ প্রশ্নের জবাব দেবার  এক অপরাধে এক নামি শপিং মল, সিকিউরিটিকে কর্মচ্যুত করেছে। পুজোর মুখে একটি ছেলের চাকরী এভাবে  ছাড়িয়ে দিতে পারে? সুখেন বাবু, ইন্সপেক্টর এবং আমি পর্যায়ক্রমে বললাম, এই দণ্ডেই লিখিত জানান। তারপর দেখছি, কি করা যায়।

সত্যিই পুজো আসছে।  এদেরও তো পুজো, কিন্তু এ এক অন্য পুজো। শ্রমসেবার(লেবার সার্ভিস) দৌলতে এক দিকে সংগঠিত অপর দিকে অসংগঠিত উভয় ক্ষেত্র নিয়েই আমাদের কারবার। প্রতিনিয়ত সাধারণ খেটে খাওয়া পাতি শ্রমজীবি মানুষের দুঃখ দুর্দশার হাতে গরম অনুভব হয়।  মাঝে মাঝে অসহায় লাগে জানেন, যখন করুণ গলায় কোন বয়ঃজেষ্ঠ্য  বলেন ,“ আপনি আমাদের একটা চাকরী দেবেন ম্যাডাম?আমাদের তো বউ বাচ্ছা আছে, পুজোর আগে বসিয়ে দিল।  আপনাদের এখানে লোক নেবেন না?” সর্ব ক্ষেত্রে যে প্রতিকারের কোন সম্ভাবনা থাকে তাও নয়, সেটা মুখের ওপর বলতে যে কি হৃদয়বিদারক যাতনা হয় তা ভাষায় অবর্ণনীয়।   প্রতিটি দিনের শেষে নতুন করে আর একবার অনুধাবন করি আমি এবং আমরা এখনও কতটা ভালো আছি।
অনির ডাইরি ১০ই জুলাই ২০১৭
কাল নিরবধি। জীবন যে কত ভেল্কি দেখায় ভাবতে বসলে তাজ্জব হয়ে যাই। এককালে সাদা শাড়ি লাল পাড়, কলা বিনুনী বেঁধে মাথা নীচু করে স্কুল যাওয়া নিছক মুখচোরা ভীতু মেয়েটা আজ লেবার চরায়। অসাধারণ গান গাইত যে মেয়েটি, যার খালি গলায় গাওয়া “মন মোর মেঘের সঙ্গী” শুনলেই ঝরঝর করে হেসে উঠত আষাঢ়ের ঘণ বাদল, সে এখন পদার্থবিদ্যার জটিল তত্ত্ব পড়ায়, গুনগুন করার ও ফুরসৎ নেই তার। ঘণঘণ কাল্পনিক প্রেমিক বদলানো মেয়েটা দিব্যি বাবার পছন্দের স্বজাতীয় পাত্রের সাথে সুখে ঘরসংসার করছে। রোগাপাতলা ছোট্ট খাট্ট মেয়েটাকে দেখতে একদমই বালিকাসুলভ ছিল না, পিতৃমাতৃহীন সেই মেয়ে আজ একার কাঁধে টেনে চলেছে বিশাল সংসারের দায়ভার। চূড়ান্ত অগোছালো  মেয়েটা আজ পরের ঘর গোছানো ইন্টিরিয়র ডেকরেটর। এককালে নেহাত সাদামাটা দেখতে মেয়েটার রূপের ছটা আজ তারাদেরও হার মানায়। পড়াশোনা শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে ইচ্ছুক মেয়েটা, এখন ঘোরতর নারীবাদী।  আজকাল বিয়ের নাম শুনলে ক্ষেপে যায়, বলে ওঠে“ কে বলেছে জীবন কাটাতে গেলে একজন বিশেষ পুরুষের প্রয়োজন?” অসম্ভব কেরিয়ারিস্ট মেয়েটা এক কথায়  চাকরী ছেড়ে দেয় আসন্ন সন্তানের মুখ চেয়ে।  এককালে সবার আগে থাকা মেয়েটা আজ কারো হাত ধরতে চায় না, উচ্চমন্যতা নাকি হীনমন্যতা কে জানে?? আর এরই মাঝে বয়ে চলে সময়, দাবার ঘুঁটির মত খেলে আমাদের নিয়ে- কাল ছিল নেহাৎ  মুখচেনা, আজ বন্ধু, আগামী কাল? কি যে লেখা আছে বিধাতার খাতায় কে জানে? কেই বা পরোয়া করে? এই তো দিব্যি আছি ...

-----–--------------------------------------------------------------------


অনির ডাইরি ৮ই জুলাই ২০১৭


তাহলে? ঘুরে ফিরে সেই ফেসবুক? ফেসবুকই আসল কালপ্রিট কি বলেন? কোথাকার এক ডেঁপো পিছন পাকা ছোকরা ফেসবুকে কি আবোলতাবোল শেয়ার করল, আর অমনি এতবড় একটা ঘটনা ঘটে গেল। একটা বিশ্রী কালো দাগ পড়ে গেল আমাদের ধর্ম নিরপেক্ষ শান্তির রাজ্যে। আমাদের রাজ্যে এসব কোনদিন ছিল বলুন? যেখানে যত দাঙ্গাহাঙ্গামা হত, আমরাই তো ডাকতাম নিপীড়িত জনগণকে, “আসুন আসুন,আমাদের সোনার বাংলায় আপনাদের কোন ভয় ডর নেই। আমরা হলাম বাঙালি, দা গ্রেট বাঙালি, “ জন্ম থেকেই সেন্টু খেয়ে শহিদ, শহিদ ভঙ্গী, গুলির আগেই সারেন্ডার আর প্রেমের আগেই লেঙ্গী।“ আমাদের গ্যাস। অম্বল, আমাশা, ডেঙ্গু (নাকি ডেঙ্গি?)  অনেক কিছুই আছে বটে, কিন্তু আমাদের কেউ ক্মুনাল বলতে পারবে না বাওয়া।

কিন্তু এই অপদার্থ গোভূতটা দিল সব শেষ করে।আর তোদেরও বলিহারি যাই বাপ, নাহয় খুব খারাপ কিছু পোস্ট করেইছিল, তাই বলে তোরাও দৌড়বি লুঙ্গি তুলে? একটা মামুলী আচ্ছা চল, চরম অসম্মানজনক পোস্ট  তোদের ধর্মবিশ্বাসে এমন আঘাত করল বাপ, যে শুধু তার বাড়িঘরে আগুন লাগিয়েই শান্তি হল না, তাকে জবাই করাও চাই? পেলি না বলে, দুচারজন নিখাদ গরীবগুর্বো মানুষের বাড়িতেও দিলি আগুন লাগিয়ে?রাস্তা আটকে, টায়ার জ্বালিয়ে, বেছে বেছে বিশেষ সম্প্রদায়ের দোকানপাট ভাঙচুর, লুটপাট করে কি লাভ হল? যে বিষ এতদিন তলায় তলায় ছড়াচ্ছিল তা হলাহল হয়ে বেরিয়ে এল। এবার কি হবে? 

বিগত কয়েকদিন ধরে অনেক কিছু পড়লাম। অনেকের লেখা,অনেক গুজব, গুজবে কান না দেওয়ার অনুরোধ,অমৃতবাণী, আমার এবং শৌভিকের বন্ধুতালিকায় থাকা বহু ব্যক্তির জ্ঞানগর্ভ পোস্ট সব সব পড়লাম। গোগ্রাসে গিললাম বলা যায়।ফেসবুক আপাতত দুই ভাগে বিভক্ত। একদল সমানে প্রচার চালাচ্ছে,গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। বিগত কয়েকদিন ধরে বহুল প্রচারিত ছবি এবং ভিডিও গুলি বিশ্লেষণ করে জানাচ্ছেন যে সেগুলি আসল নাকি নিছক দাঙ্গা লাগাবার উদ্দেশ্যেই তৈরি। উদ্দেশ্য প্রশ্নাতীত ভাবেই সাধু, কিন্তু কোথাও না কোথাও এদের প্রতিটা পোস্টে লুকিয়ে আছে কেমন যেন “ভাই তুই এটা করতে পারলি?” মার্কা তীব্র অভিমান। নিরপেক্ষ হয়েও কেমন যে পক্ষপাত দুষ্ট। তবু এরাই আমাদের আশার আলো, ঘোর অমানিশিতে এরাই আমাদের জোনাকি।

আর একদল  স্বতঃপ্রণোদিত হয়ে বলেই চলেছে,” যাঁরা দাঙ্গা করে তারা আমার বন্ধু নয়,নট ইন মাই নেম,দাঙ্গাবাজদের সঙ্গে আমার নাম জড়াবেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।“ পড়তে পড়তে রাগ হয় জানেন, হেব্বি রাগ হয়। সুকন্যার শব্দচয়ন তুলনাহীন, এরা বাস্তবিকই ইন্টেলেকচুয়াল আপদ। ধুর মশাই কে বলেছে আপনি দাঙ্গাবাজদের বুজম ফ্রেন্ড? কে বলেছে আপনি গোরক্ষক বাহিনীর সদস্য নন, সে কথা ফেসবুকে পোস্ট করতে? আমরা কোন ব্যাখ্যা চেয়েছি কি? আর ঐ ধুতিপড়া গোরক্ষক বা লুঙ্গি পর দাঙ্গাবাজরা কি আদৌ আপনার ঐ পোস্ট পড়ার জন্য ফেবু আলো করে আছে?

কিন্তু কেউ কেন একবারও বলছেন না, যে একটা দ্বাদশ শ্রেণীর ছাত্র যদি তেমন কিছু ফেসবুকে শেয়ার করেই থাকে, তারজন্য এতবড় অশান্তির কি আদৌ কোন প্রয়োজন ছিল? সৌভিক বলে ছেলেটির গ্রাম অর্থাৎ মাগুরখালিতেই যখন এই নিয়ে কারো মাথা ব্যথা ছিল না, তাহলে ঐ লুঙ্গিবাজ দাঙ্গাবাজরা এল কোথা থেকে? কেন এল? ফেসবুকে তো আমরা তাৎক্ষণিক উত্তেজনায় অনেক কিছুই শেয়ার করে বসি, ধর্মবিশ্বাসে এত আঘাত লাগল যে এত বড় কাণ্ড ঘটে গেল?এত ঠুনকো আপনার আমার ধর্মবিশ্বাস? যে লোকমুখে কে কোথায় কি শেয়ার করেছে শুনেই আপনি লাঠি কাস্তে নিয়ে দৌড়বেন? আর এত দুর্বল আপনার আমার মেরুদণ্ড যে আমরা ঐ সদ্য তরুণ ছেলেটির পোস্ট নিয়ে একটি কথাও বলব না?কত বয়স ওর? আঠারো খুব জোর? আমার আপনার ঘরেওএরকম কেউ না কেউ বড় হচ্ছে। কাল যদি সে যথাযথ গুরুত্ব না বুঝে কিছু শেয়ার করে ফেলে? আমি আপনি জানতেই পারলাম না, কেন, কি বৃত্তান্ত, শুধু ঘুম থেকে উঠে দেখলেন একদল লোক আপনার এবং আপনার নির্দোষতর প্রতিবেশীদের বাড়িতে অগ্নিসংযোগ করছে।হতে তো পারে? বলুন না? শুধু তাই নয়, পোস্ট করার অপরাধে তারা আপনার প্রিয় শিশুটিকে পিটিয়ে মারতে চাইছে। কেন না? সে একদল ধর্মোন্মত্ত ব্যক্তির ধর্মবিশ্বাসে আঘাত করেছে।

আমরা যাই বলি না কেন সত্যিটা হল বাঙালি মোটেই শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ জাত নয়। ডাইরেক্ট অ্যাকশন ডে বা স্বাধীনতা অব্যবহিত পরবর্তী দাঙ্গার কথা সুকৌশলে আমার আপনার কাছে গোপন করা হয়েছে, যাতে সেই বিষ আমাদের শিরা ধমনিতে না ছড়িয়ে পড়ে। কিন্তু বিষ কি সত্যিই ঐভাবে চেপে রাখলে চাপা থাকে? দিনকাল খুব খারাপ আসছে দাদা। আমাদের মত মধ্য তথা নিম্নমেধার নিছক খেটে খাওয়া লোকজনের মনে প্রতিনিয়ত জমছে অজস্র প্রশ্ন। জন্ম নিচ্ছে ভয়। তৈরি হচ্ছে অবিশ্বাস। বাড়ছে ফাটল। আর এই ফাটল ওরা কিছুতেই ভরাট হতে দেবে না, এই অবিশ্বাসের জমিতে চাষ করবে ভয়ের ফসল।

---------------------------------------------------------------------------

অনির চুঁচুড়ার ডাইরি ৩রা জুলাই ২০১৭


আজ টমেটোর সাথে দেখা হল। “টমেটো?” টমেটো কে চেনেন না বুঝি? য্যাঃ তাহলে আপনি বাঙালিই নন মশাই। সেই যে টমেটো, যে অবিবাহিত ধনী যুবক বিকাশ রায়কে “বাবা” বলে হঠাৎ আঁকড়ে ধরেছিল? ততোক্ষণ ছাড়েনি যতক্ষণ  না বিকাশ রায় এবং অরুন্ধতী দেবীর প্রণয় যথার্থ পরিণতি পায় এবং তাঁরা যুগলে টমেটোকে তাদের পুত্ররূপে স্বীকার করে নেয়। এবার বুঝেছেন তো? আজ্ঞে হ্যাঁ।  “ছেলে কার” সিনেমার টমেটোর কথাই বলছি।
সেই টমেটো না হলেও  আলুবোখারা তো বটেই। কাজকর্ম, উল্টোরথের নিমন্ত্রণ রক্ষা করে শৌভিক আর আমি দিব্যি খুনসুটি করতে করতে যখন ৬-৪২ এর নৈহাটি লোকালে উঠলাম, ততোক্ষণে সব জানলার ধারের আসন ভর্তি হয়ে গেছে। খুঁজতে খুঁজতে দেখা গেল একটি জানলার ধারে একটি অল্প বয়সী, বছর আট নয় বছরের বালক বসে আছে। তারপাশেই বসলাম দোঁহে। একটু জায়গা ছেড়েই বসলাম, নির্ঘাত বাবা মা কেউ সঙ্গে আছে। যদিও জায়গা রাখা নেই।
ট্রেন ছেড়ে দিল, কেউ এল না। ছেলেটি মাঝে মাঝে মুখ ঘুরিয়ে আমাদের দেখছে-- শৌভিক ফিসফিস করে বলল,“এই গণুটার সঙ্গে কেউ নেই নাকি?” গণু?আমাদের চয়ন করা নিজস্ব কিছু শব্দ আছে। যার মানে শুধু আমরাই জানি। যেমন গণু। সাধারণত আমরা বাচ্ছা বা শিশু বলতে আদর করে গণু বলি। আমাদের বিয়ের পর বাবা-মা একটা তুলো ভরা “বাল (শিশু) গণেশ দিয়েছিল। যাকে বলে স্টাফড্ গণেশ। যখন জানা গেল আমাদের দুজনের মাঝে কোন এক তৃতীয় ব্যক্তি আসতে চলেছে, তখন সেই অচেনা ব্যক্তিকে আমরা আদর করে গণু বলে ডাকতে থাকি। ধীরে ধীরে অবস্থা এমন দাঁড়ায় যে কোন শিশুকেই আমরা গণু বলে ডাকি। যেমন- আজ ট্রেনে একটা গণু উঠেছিল, পাশের বাড়ির গণুটা কি হল্লা জুড়েছে মাইরি। এমনকি মনুষ্যেতর প্রাণীর শিশুকেও--- যাক গে ছাড়ুন।
তো যাই হোক, শৌভিক বলল, “ এই গণুটা কি একাই যাচ্ছে?” শুনেই হঠাৎ ছেলে কার সিনেমাটার কথা মনে পড়ে গেল। এই রে? এবার নির্ঘাত বাবা-মা বলে জড়িয়ে না ধরে? একটা বাদামওলা উঠল টমেটো বাবু গম্ভীর মুখে আমাদের দেখতে দেখতে বাদাম কিনল এবং পকেট থেকে পয়সাও বার করে মূল্য চোকালো। সত্যি বলছি বেশ হতাশ হলাম। এটা মোটেও টমেটো সুলভ কাজ নয়। আমরা কোথায় ভাবছি সত্যিই যদি ওকে বাড়ি নায়ে যেতে হয়, তুত্তুরী কি বলবে? “চাইছিলাম একটা ল্যাব্রাডর, নিয়ে এলে একটা দাদা?” যদিও টমেটো বাবুকে মোটেই আমাদের মত দেখতে নয়, কিন্তু কোথায় লেখা আছে গৌরবর্ণ(?) পিতামাতার শ্যাম বর্ণ পুত্রকন্যা হতে পারে না?জামাকাপড় ও একটু না হয় মলিন, তাতে কি? সারাদিন ধুলাবালিতে  নোংরা হয়ে যেতেও পারে। মাঝে মাঝে বিবর্ণ জামা তো আমিও পড়ি। বাচ্ছাটা চোখ গোল গোল করে একটা একটা বাদাম খাচ্ছে আর গম্ভীর ভাবে আমাদের পর্যবেক্ষণ করছে। একবার জুতো সমেত উল্টোদিকের সিটে ঠ্যাং তুলল, শৌভিক সঙ্গে সঙ্গে বলে উঠল,“এই টমেটোটা জুতো পরে সিটে পা তুলছে কেন?” বেশ চলছিল ব্যাপারটা। হঠাৎ বেলঘরিয়া আসতে একটা মাথায় ঝুঁটি বাঁধা লোক এসে ডেকে নিয়ে চলে গেল আমাদের টমেটোকে। বিশ্বাস করুন খুব রাগ হচ্ছিল লোকটার ওপর, এমন বিশ্রী যবনিকা পাত?এতোক্ষণ কোথায় ঘাপটি মেরে বসেছিল কে জানে? আর টমেটো তুই? এটা করতে পারলি?

---------------------------------------------------------------------------

অনির চুঁচুড়ার ডাইরি ৮ই এপ্রিল ২০১৭


প্রতিদিন কত কিছু ঘটে যায়, কত মজার ঘটনা, মনে মনে নোট নি, এটা লিখতেই হবে, কিন্তু দুষ্টু সময় কিছুতেই বাগ মানে না। যেমন কাল, চুঁচুড়ায় সুতপাদির অন্তিম দিন ছিল। বহুদিন ধরে আমরা দুই এএলসি প্ল্যান করছিলাম, একদিন ধনিয়াখালি যাব, শাড়ি দেখতে এবং কিনতে। ধনিয়াখালি চুঁচুড়া মহকুমার অন্তর্গত একটি ব্লক। শাড়ির জন্য সুপ্রসিদ্ধ।  যেদিনই যাব বলে মনস্থির করি,  আচমকা উটকো ঝামেলা চলে আসে, আজ যাব, কাল যাব করে পিছোতে পিছোতে দেখি আর সময় নেই। আজকের পর আর সুতপাদি থাকবে না---
দুদিকে চোখ জুড়ানো গালিচার মত সবুজ ধান ক্ষেত,  মাঝখান দিয়ে ঝাঁ চকচকে রাস্তা, মাঝে মাঝে দু একটা সাবেকী একচালা মন্দির হাঁ করে গিলতে গিলতে গিয়ে হাজির হলাম ধনিয়াখালি। কৌশিক অর্থাৎ স্থানীয় এসএলওর স্বামী পথ দেখিয়ে নিয়ে গেল তাঁতীর বাড়ি। তাঁতীর বাড়ি শুনে চমকাবেন না, রীতিমত ঝিনচ্যাক দোতলা বাড়ি। একতলায় দোকান শাটার টানা। বিরক্ত হয়ে ভাবলাম কোথায় আনলো রে বাবা কৌশিক? কৌশিক হাত দেখিয়ে আশ্বস্ত করল। নিঝুম ফাঁকা গনগনে দুপুরে  কৌশিকের পিছু পিছু বন্ধ দোকানের পাশের সরু গলি দিয়ে ঢুকলাম বাড়ির ভিতরে। জানলা দরজা বন্ধ বলে বেশ ঠাণ্ডা ভিতরটা। টাক মাথা, মাঝারি উচ্চতা, চশমা পরা নিরীহ দর্শন এক ভদ্রলোক নিজে অভ্যর্থনা জানিয়ে নিয়ে গিয়ে বসালেন। মার্বেলপাতা মেজেতে বিশাল মাদুর পাতা। চারপাশে থরে থরে সাজানো শুধু শাড়ি আর শাড়ি। টুল আর চেয়ার দেওয়া সত্ত্বেও আমরা মাটিতে বসলাম। শুরু হল শাড়ি দেখানো। সাবেকী বাঙালি তাঁত। ওরা বলে একশ সুতোর শাড়ি। প্রচুর শাড়ি দেখাচ্ছিলেন ভদ্রলোক, আমার আব্দার সাদা শাড়ি চাই। শাশুড়ি মা সাদা ছাড়া পরেন না। উনি আনতে গেলেন বাইরে থেকে, এমন সময়,  কৌশিক দুটো ডাব নিয়ে হাজির। গাছের ডাব,  খেতেই হবে। আপত্তি চলবে না। কি মিষ্টি ঠান্ডা ডাবের জল।কিন্তু এত শাড়ি খোলা আছে যদি দাগ লেগে যায়? ভয়ে ভয়ে আমরা একটু সরে বসলাম শাড়ির  থেকে। ভদ্রলোক কয়েকটা সাদা শাড়ি নিয়ে ঢুকলেন যখন,  সুতপাদি একটা কম দামী শাড়ির নীচে হাত রেখে প্রশ্ন করলেন, “আচ্ছা দাদা জল পড়লে কিছু হবে না তো?”
ভদ্রলোক নার্ভাসভাবে  চশমাটাকে নাকের ওপর তুলে দুবার ঠোঁট চেটে হাত কচলে বললেন,“ এজ্ঞে, জল? তা জল পড়লে একটু  দাগ হবে। ” আমিও একটা শাড়ি দেখছিলাম, ফট করে হাত সরিয়ে নিলাম। সর্বনাশ জল পড়লে দাগ হবে? মানে কি? পাড়ের রঙ খোলে লেগে যাবে? ভদ্রলোক একই রকম নার্ভাসভাবে  বললেন, “কাচলেও উঠবে না। মনে হয় আজ্ঞে। ডাবের জল তো!” আমি হাসতে হাসতে গড়িয়ে পড়লাম, আর সুতপাদি কপালে করাঘাত করে বললেন, “হে ভগবান সে নয়। ডাবের জলের কথা কে জিজ্ঞাসা করেছে,  বলছি জল- জল । জলে কাচলে খারাপ হবে না তো?”

---------------------------------------------------------------------------


অনির চুঁচুড়ার ডাইরি ৯ই এপ্রিল ২০১৭


গ্রাজুয়িটি এ্যাক্টে আমরা এএলসি রা হলাম কন্ট্রোলিং অথোরিটি। অর্থাৎ আপনি যদি কোন প্রাইভেট সংস্থায় কর্মরত হন এবং কর্মজীবনের অন্তে আপনি আপনার প্রাপ্য গ্রাচুয়িটি না পান বা ন্যায্য  প্রাপ্যর থেকে কম টাকা পান, তাহলে আপনাকে আমাদের কাছেই আসতে হবে। এমনকি এ বিষয়ে আপনি যদি আমাদের কাছে না এসে সরাসরি আদালতের দ্বারস্হ হন, তাহলেও মহামান্য আদালত পত্রপাঠ আপনাকে ফেরৎ পাঠাবে আমাদের কাছে।
লেবার সার্ভিসের যে সব অফিসার যত বেশি গ্রাচুয়িটি কেস সামলেছেন, সু অফিসার হিসাবে তাঁদের সুনাম ততোবেশী। দুর্ভাগ্যবশত আমি ইতিপূর্বে একটিও গ্রাচুয়িটি কেসের সম্মুখীন হইনি। চুঁচুড়াই প্রথম।
এক একদিনে তিনটি চারটি কেসের হিয়ারিং থাকে। একদম কোর্ট কেসেরই মতো। অ্যাপিয়ারেন্স, স্টেটমেন্ট, এভিডেন্স,উইটনেস (ক্ষেত্র বিশেষে), ক্রশ, আর্গুমেন্ট সব কটি সিঁড়ি ভাঙতে পারলে তবেই অর্ডার দেওয়া যায়। বাদী এবং বিবাদী চাইলেই অভিজ্ঞ আইনজীবী  নিয়ে আসতে পারেন, তাঁর হয়ে সওয়াল জবাব করার জন্য।
টিপিক্যাল মধ্যবিত্ত বাড়ির মেয়ে। জন্মলগ্ন থেকেই দৃঢ় বিশ্বাস,  শ্রমিক মানেই অত্যাচারিত এবং মালিক মানেই অত্যাচারী। পশ্চিম মেদিনীপুরে কাটানো সাড়ে চার বছর সেই ধারণাকেই দৃঢ় করেছে মাত্র। মালিকের থেকেও খারাপ যদি কেউ থাকে তবে তারা হল মালিকের পেটোয়া ম্যানেজারের দল।মালিক যদি একশ টাকা বেতন বৃদ্ধিতে রাজি হয়, এরা সেটা কুড়ি টাকার বেশি কিছুতেই বাড়াতে দেয় না।  খড়্গপুরে একবার এক বন্ধ হয়ে যাওয়া কারখানা সংক্রান্ত ডিসপিউটের মিটিং এ জানতে পেরেছিলাম, যে বেরোজগার শ্রমিকদের অবস্থা এত খারাপ যে তারা অর্ধাহারে আছে। কয়েকজন সপরিবারে প্রতিদিন স্থানীয় এক লঙ্গরখানায় খেতে যায়। আর শয়তান মালিক কারখানার জমি এবং শেড বেচে দিয়ে পাওনাগণ্ডা  না মিটিয়ে কেটে পড়ার তালে আছে। এবং যাতে কেউ না জানতে পারে তাই তার দুষ্টু ম্যানেজার প্রতিদিন মিটিং এ আসেন আর ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেন।
যাই হোক। হুগলীতে এসে অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন । এখানে যে সমস্ত ম্যানেজাররা মিটিং এ আসেন, তাঁরা অত্যন্ত  সংবেদনশীল । প্রায় সকলেই বলেন,“ম্যাডাম ওদের কষ্ট আমি বুঝি। আমিও তো মধ্যবিত্ত পরিবার থেকেই আসছি। ” নিছক গল্পের আবহাত্তয়ায় কেস চলে। সেদিন যেমন একটা কেস এল শ্রমিক সই করে গ্রাচুয়িটির টাকা নিয়ে নিয়েছে। তাতে ইংরাজিতে লেখা ছিল ফুল পেমেন্ট, কিন্তু এখন সে বলছে, কিসে সই করেছি বুঝিনি,  কিন্তু আমি আরো টাকা পাব। কেসটা আমার পূর্বসুরীর কাছে চলছিল। নিয়ম মোতাবেক চেকটা ওর সামনেই দেবার কথা।  ওকে না জানিয়েই বাদী-বিবাদী মিটমাট  করে নিয়েছিল। এখন ঝামেলা বাঁধাতে আবার আমার দ্বারস্থ হয়েছে।
প্রচণ্ড ধমকালাম দুপক্ষকেই। ম্যানেজার সাহেব শুকনো মুখে জানাল, “অন্যায় হয়ে গেছে ম্যাডাম। ” দুজনকেই এভিডেন্সের ব্যাপারটা বুঝিয়ে দিয়ে ফাইল বন্ধ করতে যাব, ম্যানেজার সাহেব বললেন, “ম্যাডাম একটা গল্প শুনবেন। আমি তখন লেবার অফিসার হিসাবে সদ্য জয়েন করেছি। একটি ছেলে,  আমাদেরই কর্মচারী, একদিন এসে বলল, ‘স্যার। আমার ভাইকে একটা চাকরী দেন। ’ হাত নেড়ে জানালাম আমি পারব না। আমার সে ক্ষমতাই নেই। আবার কিছুদিন পর এল,  ছেলেটি। সেই একই কথা। আমারও সেই একই জবাব। এরপর দেখলাম ও দমল তো নাই, বরং আরো ঘনঘন আসতে লাগল। একদিন আমি বিরক্ত হয়ে ওকে মারব বলে উঠে দাঁড়িয়েছি, দেখি ও কাঁদো কাঁদো হয়ে বলল, আমার নাম করে ইউনিয়ন লিডার ওর থেকে ৩০০০০টাকা ঘুষ নিয়ে নিয়েছে। মায়ের গয়না বেচে সেই টাকা দিয়েছে ওরা। এবার চাকরি না দিলে, ধনে প্রাণে মারা যাবে। আমি শুনে চুপ করে গেলাম। তারপর বললাম, যেমন ভাবে আমি  তোর কলার চেপে ধরেছি, ঠিক এইভাবে গিয়ে সেই লোকটার কলার চেপে ধর। বল তোর টাকা ফেরত দিতে। যদি আদায় করতে পারিস, আসিস আমি দায়িত্ব নিলাম। ওরা চলে গেল, আমি পিছনে লোক লাগালাম। খবর পেলাম প্রচণ্ড ঝামেলা হয়েছে। নেতামশাইকে ভালই জব্দ করেছে। সে বলেছ একটু একটু করে টাকা দিয়ে দেবে।
তিন মাস পরে ছেলেটি এসে বলল, ‘স্যার। ১৮০০০ টাকা পেয়েছি। বলছে আর পারবে না দিতে। ’ খবর ছিল। জানতাম ও আর দিতে পারবে না। চেয়ার ছেড়ে উঠলাম,  ছেলেটির ভাইয়ের হাত ধরলাম, নিয়ে গেলাম মালিকের ঘরে, বললাম, চাকরি দিতেই হবে। আমি কথা দিয়েছি। চাকরি হয়েছিল ম্যাডাম। এখনও চাকরি করে ছেলেটি। এখন তো বুড়ো হয়ে গেছে।
যাই হোক ম্যাডাম আমার কথার দাম আছে।  একটু সময় দিন, আমি দেখছি। কি করতে পারি। ” দিলাম সময়। আগে দেখা যাক---

---------------------------------------------------------------------------

অনির চুঁচুড়ার ডাইরি ১০ই এপ্রিল ২০১৭


কি বিশ্রী প্যাচপেচে  গরম। যদিও জানলার ধারের সিট, এক ফোঁটাও হাওয়া আসছিল না। তবে যতবার ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়াচ্ছিলাম, দুহাত বাড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছিল সোনার থালার মত এত ব্বড় চাঁদ। কি মোহক জোছনা। মহানগরের কন্ক্রীটের জঙ্গল, আবর্জনার স্তুপ বা উজ্জ্বল হ্যালোজেন আলোর সাধ্য কি তাকে দমায়। এক ঝলকেই নেশা ধরে যায়।
চন্দ্রাহত হয়ে নামলাম উল্টোডাঙা স্টেশনে। আর চাঁদ নেই। তাতে কি ক্ষণিক পূর্বের নেশায় মত্ত হয়ে হেঁটে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের দিকে, হঠাৎ  কানে এল , এক মধ্যবয়সী মহিলা বলছে,“ চাঁদ দ্যাখ।  উই দ্যাখ চাঁদ। বড়লোকের ঘরে। ” চমকে উঠলাম। তাকিয়ে দেখি নিকটবর্তী ঝুপড়িবাসী এক মহিলা একটি অর্ধনগ্ন অবাধ্য অপরিচ্ছন্ন শিশুকে চাঁদ দেখাবার চেষ্টা করছেন।  জোছনা কি একটু ম্লান  হয়ে গেল কে জানে? শুধু মনে হল, “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি---”।

---------------------------------------------------------------------------

অনির চুঁচুড়ার ডাইরি ৬ই জানুয়ারী২০১৭

কি ভুলভাল দিন মাইরি। সকাল থেকে ট্রেনের গণ্ডোগোল। সকালে বলল কালিনারায়ণপুরে মালগাড়ি উল্টেছে, তাই কল্যাণীর পর আর ট্রেন যাবে না। এ বেলা কোথায় কি উল্টেছে কে জানে?থিকথিক করছে ভিড়। গুতোগুতি করে তিনজনের সীটে চারজন বসেছি। পুরো নিমপাতা চিবানো মুখ করে বসে আছি।  এমন সময় চতুর্থ জন বলল,“ আর একটু চাপা যাবে না?আমরা কেউই তো তেমন মোটা নই। চারজনের আরামসে ধরে যাবে।” ঠিক শুনলাম কি? কেউই তেমন কি নেই? থাক আর বলতে হবে না।  যতদূর সম্ভব হাত পা পেটের মধ্যে ঢুকিয়ে বসলাম। 

চেপে চুপে বসে আছি, দেখি কে যেন মাথায় হাত বোলাচ্ছে তাকিয়ে দেখি জনৈক বৃহন্নলা! আমাকে দেখে এক গাল হেসে বলল,“সুন্দরী!এ্যাই সুন্দরী দুটো টাকা দে না”। সুন্দরী!!! নাঃ একটু আগেও পরিস্থিতি যতটা নারকীয় মনে হচ্ছিল এখন আর ততোটা লাগছে না। ভালোই তো বেশ। 😊😊😊😊😊


Saturday, 25 March 2017

বস্ পুরাণ


বস্ অর্থাৎ ওপরওয়ালা। হোয়াট্স্ অ্যাপের দৌলতে প্রতিনিয়ত বন্ধুমহলে যে আলোচনা হয়, তার গরিষ্ঠাংশ জুড়েই থাকে নানা বন্ধুর বিভিন্ন  ধরনের  বসের গপ্প। আমরা যারা সরকারি চাকুরে তারা ধারণাই করতে পারব না, বেসরকারি ক্ষেত্রে ওপরওয়ালা এবং অধস্তন কর্মচারীর সম্পর্ক ঠিক কেমন হয়।একটা ছোট উদাহরণ দিই, ঠিক এই মুহূর্তে আমার এক বন্ধু হোয়াট্স্ অ্যাপে প্রবল ভাবে তার বসের মৃত্যুকামনা করে যাচ্ছে,  যা লিখছে , তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়,“গোটা অফিসের পরিবেশ দূষিত করে দিচ্ছে। মালটা মরে না কেন? মরলে হাড় জুড়োয়। মরুক। মরুক।  মরুক। ”মুস্কিল হচ্ছে শকুনের অভিশাপে গরু তো আর সবসময়---

এই বন্ধুটি আমার এএমআইইর বন্ধু। সিভিল ইঞ্জিনিয়ার। আগে গুরুগ্রামে কর্মরত ছিল। সেখানে ওর বস্ ছিল এক অপরূপ দর্শন মধ্যবয়সী জাঠ। উচ্চতায় আমার বন্ধুটির প্রায় দ্বিগুণ। আপেলের মত ফর্সা গায়ের রঙ। রীতিমত জিমে গিয়ে শরীরচর্চা করা চেহারা। গোটা অফিসের সব মেয়ে বসের প্রেমে হাবুডুবু খেত, শুধু আমার বন্ধুটি বাদে। যেহেতু ওর প্রত্যক্ষ বস, তাই হয়তো ওর সাথে লোকটির একদম পটত না। রোজ সকাল থেকে বন্ধুটি মেসেজ পাঠাতে শুরু করত,“ ‘আমার হারামি বস্’ আজ এই করেছে, কাল এই করেছিল। আজ অমুককে নিয়ে ঘুরতে গেল। কাল তমুকের কোমর জড়িয়ে ঘুরছিল--”। মজার কথা হল, গ্রুপের বাকি সদস্যরাও না জেনে শুনেই এক সম্পূর্ণ অপরিচিত লোককে আশ মিটিয়ে গালমন্দ করত।  আমার লাভ এই হত, যে রোজ নতুন নতুন গসিপ আর গালি শিখতাম।
যাই হোক, বিগত বৈশাখ মাসে বন্ধুটি তার ‘হারামি বসের’ চাকরি ছেড়ে হায়দ্রাবাদে একটি ভাল চাকরি নিয়ে চলে যায়। এখানে বস একজন মহিলা। ইনিও মধ্যবয়সী। তবে প্রথাগত সুন্দরী নন। কিছুদিন গ্রুপটা আলুনি গেল, কারণ বন্ধু আর বসের গপ্প করে না। ভাবলাম চলো মেয়েটি শান্তিতে কাজ করুক। রথের পর থেকেই শুরু হল, পুনরায় বসের মুণ্ডপাত। মহিলা নাকি মহা ছকবাজ। অফিসে এসেই কেটে পড়েন, সন্ধার মুখে ঢোকেন এবং মাতব্বরি করেন। মাতব্বরি তো ঠিক আছে, কিন্তু সমস্যা হল, মহিলা একা কেটে পড়েন না, প্রায়শঃ কোন নব্য পুরুষ কর্মচারীকে বগলদাবা করে কেটে পড়েন। এমনকি অফিসে থাকলেও নানা রূপ দৃশ্যদূষণ ঘটান। ফলে অফিসে দিনরাত ফিসফাস চলে। এবং সবাই পর্যায়ক্রমে এসে আমার বন্ধুটিকে নালিশ করে যায়।

এতো গেল এক বন্ধুর বসের গপ্প। আর এক বন্ধু, যে এই মুহূর্তে প্রবলভাবে বসের মৃত্যুকামনা করে চলেছে তার গল্পটা একটু বলি। এই বন্ধুবর একটি ছেলে। যার বস্ মধ্যবয়সী এবং বাঙালি। মোটামুটি সুদর্শন এবং ওনার দৃঢ় বিশ্বাস, ঐ অফিসের সব মহিলা কর্মীই ওনার প্রেমে হাবুডুবু খায়। প্রতিদিন ঘোর ব্যস্ততার মুহূর্তে বস্ ডেকে পাঠায় এবং নিজের নানা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফলাও করে গল্প করে। একই গল্প বারবার লাগাতার--শুনে শুনে বন্ধু তো দূর আমাদের এমন কি আমার মুখে শুনে শৌভিকেরও মুখস্থ  হয়ে গেছে। বসের ধারণা মেয়েরা ওনাকে দেখলে প্রেমে না পড়ে থাকতেই পারে না। কত মেয়ে ওনার জন্য ঘর সংসার স্বামী ত্যাগ  করে পথে নামতে রাজি হয়েছে কিন্তু উনি কারো সংসার ভাঙেননি। আর বন্ধু কি বলে? ওর মেসেজ গুলি একটু শেয়ার করছি, যথাবিহিত সেন্সর করে,“ হারামজাদা বলে কি রে? সবাই ওর প্রেমে হাবুডুবু খায়?কে খায় বাপ?পঞ্চাশ বছুরে বুড়ো ভাম। চোখের তলায় কালি। চামড়া ঝুলে গেছে। মেয়েদের সাথে কথা বলতে গেলেই ঘাড় কাৎ করে অর্ধেক নিমিলিত চোখে মুচকি হাসে, ভাবে হেব্বি সেক্সি লাগছে, মেয়ে গুলো বাথরুমে গিয়ে বমি করে নির্ঘাত। কোন দিন হ্যারাসমেন্টের কেসে সিওর ফাঁসবে মাইরি--। কারো ঘর ভাঙেনি!! ন্যাকা__ ক্ষমতাই নেই তো ভাঙবে কি?-”। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

তবে এই দুই বন্ধুকে নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই। বস যতই বুনো ওল হোক, এরা বাঘা তেঁতুলের বাপ। সমস্যা আমার অপর এক নিরিহ গোবেচারা বন্ধুকে নিয়ে। মেয়েটি বড় ভালো। কিছুদিন আগেই প্রোমশন পেয়ে হেড অব দা অফিস হয়েছিল। সম্প্রতি জয়পুর থেকে মালিকের ভাই এসে বড় সাহেব হয়ে বসেছে। অদ্ভুত কেস, সব অধিকার ওনার, সব দায় এই মেয়েটির। মেয়েটির জমানায় অফিসে বেশ এক ফ্যামিলি ফিলিং ছিল। সবাই মনের আনন্দে কাজ করত। ঝামেলা হলেও আপোসে মিটমাট হয়ে যেত। বস এসেই এক নীচু তলার কর্মীর সাথে প্রণয়জালে আবদ্ধ হলেন। মেয়েটি আমার বন্ধুর ভাষায় অতি চতুর। যদিও বিবাহিতা তবু ইতিপূর্বে অপর এক সহকর্মীর সাথেও প্রেমজালে জড়িয়ে নানা জটিলতা সৃষ্টি করেছিল। বন্ধুবর সুকৌশলে ম্যানেজ করেছিল। কিন্তু এবারে পরিস্থিতি এতটাই জটিল, যে ওর হাতে আর কিছু নেই। মেয়েটি স্বেচ্ছায় স্বামীকে এবং প্রাক্তন প্রেমিককে ছেড়ে নব্য প্রেমিকের সঙ্গে থাকবে বলে বাক্স প্যাঁটরা গুছিয়ে গৃহত্যাগী হয়েছে। ফলে দফায় দফায় লোকজন এসে আমার বন্ধুটিকে নানা কথা শুনিয়ে যাচ্ছে। যার কোন কিছুর জন্যই ও দায়ী নয়। বন্ধুর প্রেশার দড়াম করে নেমে গেছে। চাকরী টার্গেট সংসার মাথায় উঠেছে।  বন্ধু ক্ষোভে নিজের মৃত্যুকামনা করছে আজকাল।

কথা প্রসঙ্গে শৌভিককে গল্পটা বলছিলাম, নৈশাহারের সময় রোজই বলি সবই বলি। সেদিন শৌভিক বলল, "এর একটাই সমাধান আছে। তোর বন্ধুকে এই লিঙ্কটা পাঠিয়ে দে। এক আমেরিকান(?) ভদ্রমহিলা কি ভাবে বসকে শায়েস্তা করেছে। "

বন্ধুকে পাঠাবার আগে একপ্রস্থ নিজেই পড়ে দেখি। কি পাঠাচ্ছি যেনে বুঝে পাঠানোই ভাল। পড়ে দেখি এক মহিলা তিন  মিলিয়ন ডলার লোট্ট জিতেছিল। জেতার পরদিনই মহিলা গেলেন পদত্যাগ  করতে। পদত্যাগপত্র লিখে বসের চেম্বারে  গিয়ে দেখেন বস্ চেম্বারে নেই।  মাথায় কি দুষ্ট বুদ্ধি চাপল জানি না, চারপাশ পর্যবেক্ষণ করে, মহিলা এক অপকর্ম করে বসলেন। উনি বসের টেবলে মলত্যাগ  করে,  মনের আনন্দে বেরোতে যাবেন ঠিক সেই মুহূর্তে মঞ্চে বসের প্রবেশ। প্রবল ঝগড়া ঝাঁটির পর পুলিশ ডাকলেন বস। মহিলা গ্রেপ্তার হলেন, আদালতে পেশ করা হল। আদালতে বিচারকের সামনে মহিলা গলা বাজিয়ে বললেন,   “হ্যাঁ করেছি। আমি এতটুকু লজ্জিত নই। বিগত পাঁচ বছর ধরে আমি ওর ‘শিট্’ ঘাঁটতে বাধ্য হয়েছি। জীবনে অন্তত একটিবার, একটিবার ও আমার ‘শিট্’ ঘাঁটুক। ”

https://amianindita.blogspot.in