Tuesday, 27 February 2018


থাকি!আজও আশায় আশায় থাকি।
রাখি!শুধুই তোমার তরেই,রাতদুপুরে জানলা খুলে রাখি।
ফাঁকি! ভাবের ঘরে ম-স্-ত বড় ফাঁকি। 
বাকি?তোমার হিসাব মিলল কবেই, আমার যে সবই বাকি।

মন কেন যে শুধুই খোঁজে বিগড়ে যাবার বাহানা-
মন খারাপের সেই পলে যে শুধুই তোমার ঠিকানা।

No comments:

Post a Comment