Wednesday, 24 February 2016

kabita

কোন কোন রাতে, কলুষিত মহানগরে মিষ্টি হাওয়া বয়। 
একটা একটা করে নিভে যায় চোখ ধাঁধানো নিওন আলো। 
মসলিনের মত মিহি জোছনা ছড়িয়ে পড়ে ,
বাতানুকূল যন্ত্র বন্ধ করে, জানলা খুলে দি আমি---
শক্ত মুঠিতে চেপে ধরি মুঠোফোন। 
তোমারও কি একা লাগে? কোন কোন রাতে ......
‪#‎Amianindita‬ ‪#‎Aninditasblog‬

No comments:

Post a Comment