Monday, 19 June 2023

অনির ডাইরি ১২ই মে, ২০২৩

 

#অনিরডাইরি #কাঁথি_থেকে_তমলুক


একটা লাল বাস আসে, বাতানুকূল বাস। বাসের গায়েও বড় বড় করে লেখা, "রেড বাস"। ভিতরে লোকনাথ বাবার ছবি টাঙানো। এমন তিতো, বিরক্ত মুখের লোকনাথ বাবা ইতিপূর্বে দেখিনি। তাঁর মুখের  সামনের রডে, একটা কালো প্লাস্টিকের ব্যাগ ঝোলানো থাকে, ব্যাগ ভর্তি একই রকম কালো প্লাস্টিক। পাশেই দরজার উপরে বড় বড় করে লেখা, "বমি করলে প্লাস্টিক ব্যবহার করুন"। হরদমই কেউ না কেউ যায় আর লোকনাথ ব্রহ্মচারীর মুখের সামনে থেকে প্লাস্টিক নিয়ে আসে, বৃদ্ধের বিরক্ত হবার যথেষ্ট এবং যুক্তিসঙ্গত কারণ আছে।


তবে, বাসটাতে বসে বড় আরাম। দুজনের সিটে আমার মত চেহারার দুজন আরাম করে ধরে যায়। কাউকে 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' হয়ে সফর করতে হয় না। কন্ডাক্টার ড্রাইভার হেল্পারের ব্যবহারও খুব ভালো। মাত্র পঞ্চাশ টাকায়, এসির হাওয়া খেতে-খেতে, ঢুলতে-ঢুলতে, অফিস পৌঁছে যাই। যদি ঘুমিয়েও পড়ি, হেল্পার বা কন্ডাক্টর ঠিক ডেকে তুলে দেয়। তবে বাসটাকে পাওয়াই দুষ্কর। ব্যাটার কোন সময় জ্ঞান নেই, কোনদিন নটা ১৩য় ন্যাজ তুলে পালায়, তো কোনদিন নটা ২৪ এও তার দেখা মেলে না। কোন কোন দিন আবার থাকেও না অযথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়রান হই আমি।


গতকালই যেমন বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। নূপুর বাবু, মহকুমা শাসকের ড্রাইভার যিনি প্রত্যহ 'দাবাং' স্টাইলে আমাকে বাসে তুলে, একটা সিটের ব্যবস্থা করে দেন, আশ্বাস দিলেন, "কুন ব্যাপার নয় ম্যাডাম, ঐ বাসটাই ধরিয়ে দেব আপনাকে।" অন্য দিন আমরা কিছুটা পিছিয়ে গিয়ে দীঘা বাইপাস থেকে বাসে উঠি, যাতে সিট পাওয়া যায়। বাসটা ওখান থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড হয়ে রূপশ্রী বাইপাসে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। নুপুর বাবু আজ না পিছিয়ে সোজা গাড়ি ঘোরালেন রূপশ্রী বাইপাসের দিকে।


রূপশ্রীতে দুটো বাস দাঁড়িয়ে আছে বটে, তবে, তারা আমার লাল্টু বাসটা নয়। "হুঁ" বলে গাড়ি ঘুরে গেল সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দিকে। পথে যদি দেখা মেলে তার। দেখতে দেখতে, পৌঁছেও গেলাম। অপেক্ষা করতে লাগলাম লাল্টু বাসটার জন্য। বাস আসে, বাস যায়, আমার বাসটাই কেবল গরহাজির। একটা স্টেট বাস তাকাতে তাকাতে পাশ দিয়ে চলে গেল। নূপুর বাবু উঠতে দিলেন না, " দেখতেছেন ম্যাডাম কি ভিড়! এই গরমে নন এসি বাসে যাবেন কেমন করে? বসেন না আপনার লাল বাসটাই ধরাব আপনাকে।" 


 শেষমেষ অবশ্য জানা গেল যে আমার বাসটা আজ আদৌ যাবে না। তাড়াহুড়ো করে যে বাসটায় উঠলাম, সেটিও নন এসি। উঠে, বসে, স্বস্তির নিঃশ্বাস ফেলে, মনে হল, নন এসি বাসই ভালো। বাসের নিজস্ব লড়ঝড়ে আওয়াজে আর অন্য কিছু শোনা যায় না। এসি বাসের ভিতরে বাইরের শব্দ ঢোকে না বটে, সে অভাব পূরণ করে দেয় সজোরে বাজা গুটিকয়েক মোবাইল। ঝাড়া দু ঘন্টা রিলস্ দেখতে দেখতে যায় লোকে। এতটুকুও ভাবে না, সহযাত্রীদের মাথায় কেমন দমাদম হাতুড়ি পিঠছেন ওনারা।


একেবারে অসহ্য না হওয়া অব্দি দাঁতে দাঁত চিপে সয়ে যাই। মনে মনে খিস্তি মেরে গুষ্টি উদ্ধার করে দিই। তারপর মুখ খুলতেই হয়। "একটু আসতে শুনুন না, প্লিজ-"। বললে কেউ কেউ, "হাঁহাঁ" বলে আওয়াজ কমিয়ে দেয়। কেউ আবার পাত্তাও দেয় না। দীঘা থেকে ছুটি কাটিয়ে কলকাতা ফেরা জনৈকা যাত্রী তো আমাকে গুচ্ছের জ্ঞানই দিয়ে দিলেন গতকাল, "বাবাঃ। এটা বাস দিদি, একটু এ্যাডজাস্ট করতে শিখুন।না পারলে গাড়িতে যান।" এমন ভয় পেয়ে গেলাম যে বাকি পথ মুখে কুলুপ এঁটে ওনার মোবাইলের আওয়াজ শুনতে শুনতে মাথা ধরিয়ে অফিস গেলাম। রাতে খেতে বসে শৌভিক শুনে বলল, " আরে এটা তো তোর ডায়লগ। ও বলল কেন? বলবি তো, আপনি গাড়িতে যান মোবাইল শুনতে শুনতে-"। চোর পালালে বুদ্ধি বাড়ে আর কি।


আজ অবশ্য সে যন্ত্রণা নেই, ঐ হুব্বা পাবলিক গুলো নন এসি বাসে চড়ে না। বাইরে থেকে হু হু করে ছুটে আসছে বোশেখের তপ্ত বাতাস। ড্রাইভারের কেবিনের পিছনে, ছোট্ট স্ক্রিনে পরিমিত ভল্যুমে চলছে, বাংলা কোন সিনেমা। বছর চল্লিশের প্রসেনজিৎ ছলছল চোখে কার দিকে যেন তাকিয়ে আছে। পাশ থেকে শুভাশিস মুখোপাধ্যায় উদয় হয়ে বললেন,"-আমার বাবা। পাগল হয়ে গেছেন। তাই ওইসব কথা বলে বেড়ান।" নায়ক জানতে চান কিভাবে পাগল হলেন উনি, শুভাশিস বাবু গোল গোল জবাব দেন বটে, মাঝখান থেকে দেখতে শুরু করেও আমার বুঝতে অসুবিধে হয় না, " তুঝে সব হ্যায় পতা" প্রসেনজিৎ।  

অজ্ঞ শুভাশিস বাবু, কলির মহানায়ক কে চিনতে পারেন না। তাই জানতে চান, তিনি কে এবং গ্রামে কেন এসেছেন। নায়ক নাম বলতে গিয়ে, ঢোঁক গিলে, চোখ ঘুরিয়ে বলেন, " সু -,  সুরেশ। আমার নাম সুরেশ।" শুভাশিস বাবু বিশ্বাস করলেও, আমি মোটেই বিশ্বাস করি না। ওনার নাম আর যাই হোক না কেন, সুরেশ নয় বাপু। 


সুরেশ গ্রাম দেখতে এসেছেন এবং হোটেল খুঁজছেন শুনেই ধরণী দ্বিধা হয়। এক গলা জিভ কেটে, শুভাশিস বাবু এক অজ্ঞাত কুলশীল বছর চল্লিশের শহুরে ছোকরাকে( তখনও জানি না যে এই শহুরে ছোকরা সদ্য কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন) বগলদাবা করে নিয়ে যান তাঁর গৃহে।  "আমার বাড়ি থাকতে হোটেলে থাকবেন কেন- হেঁঃ হেঁঃ।" 


বাড়িতে ওনার উন্মাদ পিতাকে দেখতে পাই না বরং দর্শন পাই এক অতীব রূপসী তন্বী ভগিনীর। নাম বোধহয় রীনা। অভিনেত্রী অপরিচিতা।  রীনা এখনও পুতুল খেলে, পুতুলের বিয়ে দেয়। ঠিক যেমন শৈশবের সাথীর সাথে খেলত। সেই সাথী নিরুদ্দেশ বহু বছর, কিন্তু "করণ-অর্জুন" সিনেমার রাখির মত রীনাও বিশ্বাস করে যে, সে ‘আয়েগা। জরুর আয়েগা। ’ ঢ্যাং করে ঘন্টা পড়ে। মঞ্চে ছলছল চোখে সুরেশের প্রবেশ দেখে আমি মাঝ পথেই বুঝে যাই, যে ইনিই তিনি। রীনা অব্যশই বোঝে না। বুঝে গেলেই তো গপ্প শেষ। 


দুজনের ন্যাকা প্রেম, খুনসুটি, চা বাগানে নাচানাচি দেখতে দেখতে বিরক্ত হয়ে ভাবছিলাম একটু ঘুমিয়ে নিই, ঠিক এই সময়, "কোন সাপের বাচ্ছা মহিম হালদারের ছেলের গায়ে হাত তুলেছে রে? যা গিয়ে সাপের বাচ্ছাটার ল্যাজ ধরে টেনে আন।"  বলে গর্জে ওঠে কে যেন। চোখ রগড়ে উঠে বসে দেখি যে মঞ্চে মহিম হালদার রূপী দীপঙ্কর দে প্রবিষ্ট হয়ে খেলা জমিয়ে দিয়েছেন। সঙ্গতে লাল পাড় সাদা শাড়ি, এলো চুল, ধ্যাবড়া সিঁদুরের টিপ পরা কটা চোখের অনামিকা সাহা। কতদিন বাদে দেখলাম ভদ্রমহিলাকে। সাধারণতঃ খলনায়িকার চরিত্রচিত্রন করতেন, এখানে যদিও মহিম হালদারের সাধ্বী স্ত্রী তথা বিবেকের ভূমিকায়। “ওগো এমন করো না গো। গরীব মানুষের চোখের জল সইবে না-“ইত্যাদি প্রভৃতি। আমার মতই দীপঙ্কর দেও শেষে বিরক্ত হয়ে বললেন, “ম্যালা ফ্যাচফ্যাচ করো না তো। যাও ছেলের জন্য এক গ্লাস মাল নিয়ে এসো। বেশ কড়া করে।” বাসের পিছনের সিট থেকে পটাপট কয়েকটা তালি পড়ে গেল। 


বাস গড়ায়, নাটক জমে। আরো একজন নায়িকার উদ্রেক হয়। মহিম হালদারের কন্যা তথা সুরেশের কলেজের প্রেমিকা। দুই নায়িকা মিলে সুরেশকে নিয়ে ব্যাপক দড়ি টানাটানি করে। মাঝখান থেকে জানা যায় সুরেশের আসল নাম সূর্য। মহিম হালদার সূর্যর বাপের হত্যাকারী। তাই প্রতিশোধ নিতে গাঁয়ে ফিরেছে সূর্য। একা ফেরেনি সঙ্গে রঞ্জিত মল্লিক সহ আরো চার বৃদ্ধকেও নিয়ে ফিরেছে। যাদের একজন দেবেশ রায়চৌধুরী, আরেকজন রাজেশ শর্মা। মাথায় গোঁফে ট্যালকম পাউডার ঢেলে পাকা চুলদাড়ি বানালেও, যাদের বৃদ্ধ বলে হজম হয় না। তো এই তরুণ বুড়োর দল আর্মির পোশাক আর টুপি পরে যত্রতত্র ঘুরে বেড়ায় আর ডিস্যুম ডিস্যুম করে। জানা যায় এরা আসলে সূর্যর স্বর্গীয় পিতৃদেবের দাস (পড়ুন গৃহপরিচারক) ছিলেন। শৈশবে সবাই মিলে স্টিলের দুধের গ্লাস নিয়ে শিশু প্রসেনজিৎকে তাড়া করতেন। দুষ্টু মহিম হালদার নিজে খুন করে সবকটাকে জেলে পাঠান। 


এরপর আরো অনেক কিছু হয়, প্রেম, কান্না, ত্যাগ, আত্মবলিদান, চোখের জল এমনকি মার্ডারও। মহিম হালদার আর তার কুপুত্রকে কোতল করে, এক ডজন চেলাচামুণ্ডাকে ঠেঙিয়ে হাসপাতালে পাঠিয়ে, মহিম হালদারের স্যাঙাত থানার ওসিকে বেল্ট পেটা করে মাথা ফাটিয়ে মাননীয় জেলা শাসক মহোদয়ের ভূয়সী প্রশংসা পায় প্রসেনজিৎ। ঠিকই তো, দুষ্টের দমন তো করারই কথা। যার ল্যাজে আগুন লাগবে সেই তো লঙ্কা পোড়াবে। ওসব আইন- আদালত- পুলিশ থাকার দরকারটাই বা কি। এই তো জীবন কালি দা। 


দিব্যি খোশ মেজাজে নিমতৌড়ি স্টপে নামলাম। আহা এমন সিনেমা কতদিন দেখিনি গো। আফসোস কেবল একটাই, রঞ্জিত মল্লিক একবারও বেল্টটা খুললেন না, এই যা। ঠিক করলাম আজ আমার সাথে যারই দেখা হবে তাকেই এই গপ্পটা শোনাব। কারা যেন ডেপুটেশন দিতে আসবে বলে ভয় দেখিয়ে রেখেছে, আসুক ব্যাটারা। আগে আমার গল্প শুনতে হবে, তবে অন্য কথা। 


আর রাত টা নামতে দিন, কি যেন বলছিল শৌভিক, বিলি ওয়াইল্ডারের ডবল ইনডেমনিটি দেখাবে? যা কিনা পৃথিবীর সর্বকালের সেরা সিনেমা গুলির মধ্যে অন্যতম? সত্যজিৎ রায়ের প্রিয়তম সিনেমা? যেটা দেখে বিমোহিত হয়ে উনি বিলি ওয়াইল্ডারকে ১১ পাতার এক খানা চিঠি লেখেন, ওনার জীবিত অবস্থায় যার কোন প্রত্যুত্তর আসেনি। অস্কার প্রদান অনুষ্ঠানে প্রচারিত ওনার ভাষণে উনি সেই কথা জানাতে, বিলি ওয়াইল্ডার সাহেব চিঠি লিখতে বসেন বটে,তবে সে চিঠি পাবার আগেই ইহলোক ত্যাগ করেন সত্যজিৎ। অবশ্যই দেখব, তবে তার আগে আমার গপ্পটা শুনতে হবে।

অনির ডাইরি ২১শে মে, ২০২৩

 

#অনিরডাইরি #কাঁথি_থেকে_তমলুক 


আজ বেরতে একটু দেরি হয়ে গেছে। বেশি না, মিনিট কতক। তবে প্রিয় লাল বাসটা যে এতক্ষণে ভাগলবা হয়ে গেছে তা বুঝতে নূপুর বাবু বা আমার কোন সমস্যা নেই। আরেকবার পরিচয় করিয়ে দিই, নূপুর বাবু হলেন মহকুমা শাসকের সরকারি বাহন চালক। এই নিয়ে নয় জন মহকুমা শাসককে সওয়ারি করাচ্ছেন ভদ্রলোক। আমার এই বাসে করে অফিস যাওয়াটা কিছুতেই গলদ্ধকরণ করতে পারেন না ভদ্রলোক। প্রায়ই বলেন, " চলেন তো ম্যাডাম, আপনাকে অফিসে ছেড়ে দিয়ে আসি। স্যার তৈরি হতে হতে চলে আসবনি-"।  সেটা হতেই পারে, কারণ আমি যখন নাকে মুখে গুঁজে বাস ধরতে দৌড়াই, তখনও স্নান করতেই ঢোকে না শৌভিক। বাস্তবে যদিও ব্যাপারটা ওই জল্পনা কল্পনার স্তরেই সীমাবদ্ধ থাকে। সত্যি সত্যি রূপশ্রী বাইপাসের লক্ষণ রেখা অতিক্রম করার দুঃসাহস নূপুর বাবু বা আমার হয় না। 


 প্রায় দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি, একটাও বাসের দেখা নেই। প্রতি দেড় মিনিট অন্তর নূপুর বাবু এসে জিজ্ঞাসা করছেন, "ম্যাডাম এসি চালিয়ে দেব?"  অথবা, " চলুন ম্যাডাম বেরিয়ে পড়ি। উত্তমকে একটু এগিয়ে আসতে বলে দিন। মাঝপথে নেমে পড়বেন।" প্রস্তাব খানা লোভনীয় হলেও উত্তমের দৈনন্দিন রুটিন আমার অজ্ঞাত নয়। ঘড়ি বলছে, উত্তম এখন সাইকেলে চাপিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে। এরপর ফিরে পুকুরে ডুব গেলে, চাট্টি ভাত খেয়ে ডিউটি করতে বেরোবে। আমার ফোন পেলে হুড়োহুড়ি করে বেরিয়ে পড়বে হয়তো, তবে ভাত আর জুটবে না ছেলেটার। এক প্যাকেট বিস্কুট চিবোতে চিবোতে চলে আসবে। আগে বলে রাখলে হত হয়তো, এই মুহূর্তে ও পথে না এগোনই ভালো।


তীর্থের কাকের মত রাজপথের দিকে তাকিয়ে বসে ছিলাম। আচমকা নূপুর বাবু ইশারায় ডাকলেন। বাসের টিকিও দেখা যাচ্ছে না, তাহলে খামোখা নামব কেন? ভাবতে ভাবতে ঝোলাঝুলি সমেত নেমেই পড়লাম। উল্টো দিক থেকে একটা মেরুন রং এর অলটো গাড়ি এসে থেমেছে, তারই ড্রাইভারের পাশের দরজাটা খুলে ধরে আমায় ডাকছিলেন নূপুর বাবু। শাটল ট্যাক্সিতে আগেও চড়েছি, মনটা খুশি হয়ে গেল। এই পথে শাটল পাওয়া মানে নিরুপদ্রবে অল্প সময়ে অফিস পৌঁছে যাওয়া।


তবে এটা সত্যিই শাটল, নাকি নূপুর বাবু ম্যাডামের সুবিধার্থে কারো গাড়িতে জোর করে তুলে দিলে, জানতে গাড়ির চাকা গড়াতেই প্রশ্ন করলাম, "আরো যাত্রী নেবেন তো?" ড্রাইভারের বয়স পঞ্চাশের খারাপ দিকে। দোহারা চেহারা, পুড়ে তামাটে হয়ে যাওয়া গাত্র বর্ণ, মাথা জোড়া চকচকে টাক। ঝোড়া গোঁপ, সম্ভবত কলপ করা, কারণ গালে সদ্য জন্ম নেওয়া দাড়ি গুলি সবই সাদা। পরণে বেগনি রঙের ঢোলা প্যান্ট আর কনুই অবধি গোটানো পার্পল রঙের ফুলহাতা শার্ট। ভদ্রলোক মিনমিন করে বললেন," বেশি লোক নেব না। যদি কেউ ওঠে তো ভালো না হলে এমনিই বেরিয়ে যাব।"

খড়গপুর বাইপাস, রুপশ্রী মোড়ে বার কয়েক হর্ন বাজালেন ভদ্রলোক, সামান্য ধীমে হল গতি কিন্তু কেউ হাত দেখাল না। গাড়ি আবার ছুটল। নাচিন্দা ছাড়াতে না ছাড়াতেই নামলো বৃষ্টি। মিহি জলকণায় ঢেকে গেল গাড়ির কাঁচ। দু-চারটে  দুষ্টু জলকণা ভিতরে এসে ভিজিয়ে দিল আমাকেও। ওয়াইপার চালাতে চালাতে ভদ্রলোক প্রশ্ন করলেন, "জানলা তুলে, এসি চালিয়ে দিব ম্যাডাম?" সজোরে মাথা নেড়ে না বললাম। ভদ্রলোক আবার প্রশ্ন করলেন, "অফিস যাচ্ছেন তো? নিমতৌড়ি নামবেন মানে নিশ্চয়ই সরকারি দপ্তর। আমিও সরকারি অফিসেই গাড়ি চালাই। এই গাড়িটায় কে চড়ে জানেন?" নিজের অজ্ঞতা স্বীকার করে নিলাম। শুনলাম জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কোন বড় পদাধিকারী চড়েন। মূলতঃ পশ্চিম মেদিনীপুরেই চলে গাড়িটা। আধিকারিক ছুটিতে থাকলে টুকটাক ভাড়া খাটে গাড়িটা। তেমনি ভাড়ায়  কাউকে দীঘা ছাড়তে এসেছিলেন ভদ্রলোক।


ভালো শ্রোতা হিসেবে বোধহয় নিজেকে প্রমাণ করতে পেরেছিলাম, ভদ্রলোক জানালেন অনেকদিন ধরে গাড়ির লাইনে আছেন। বর্তমানে ওনার ছটা না নটা যেন গাড়ি, দুই ছেলে তারাও গাড়ি চালায়। সবকটা গাড়িরই কম বেশি বাঁধা খদ্দের আছে। 

বৃষ্টি থেমে গেল অচীরেই। কালিনগরের খাল পেরোলেই দুদিকে চোখ জুড়ানো সবুজ ধান ক্ষেত। মাঠ থেকে উঠে আসা ভিজে হাওয়ায় ঘুমে ঝুলে আসছে চোখ, তাও সজাগ হয়ে বসে আছি, যেহেতু গাড়িতে অন্য কোন সহযাত্রী নেই। ভদ্রলোকের এর মধ্যে বেশ কয়েকটা ফোন এল। কেউ বোধহয় ক্ষীরপাইয়ের ওদিকে ডাক্তার দেখাতে যাবেন, তাঁর এই গাড়িটাই চাই। ড্রাইভার ভদ্রলোক জানালেন ওনার মেছেদা বা কোলাঘাট ঢুকতে অন্তত আরো ঘন্টা দুয়েক লাগবে। ততক্ষণ সওয়ারি কেন অপেক্ষা করবেন খামোখা, বরং অন্য বিশ্বস্ত কোন গাড়ি খুঁজে দিচ্ছেন উনি তার গাড়িতেই যান। তবে ভাড়া বেশি লাগবে। যেহেতু যাওয়া আসা দুটোই। ওদিকের ভদ্রলোক বোধহয় নিমরাজি হলেন।


এবার শুরু হল মেচেদা বাসস্ট্যান্ডের বিভিন্ন ড্রাইভারকে ফোন করা। "এই ইয়াসিন, এই রবিউল, এই শাকিব ভাড়া যাবি?" যা বুঝলাম, কেউই যেতে রাজি হল না। ভদ্রলোক নশো টাকা থেকে বাড়তে বাড়তে বারোশো টাকা অবধি ভাড়া বাড়ালেন, তাও কোন লাভ হল না। ইতিমধ্যে অপেক্ষমান সওয়ারি বেশ কয়েকবার ফোন করে তাগাদা দিয়ে ফেললেন।


যদিও পাকা ড্রাইভার, রাস্তাও ফাঁকা, তবুও এইভাবে এক হাতে স্টিয়ারিং ধরে, এত হিসেব-নিকেশ ঠিক সহ্য হচ্ছিল না আমার। শেষে থাকতে না পেরে বলেই ফেললাম, "আপনি বরং গাড়িটা দাঁড় করিয়ে কথা বলে নিন।" ভদ্রলোক জিভ কেটে বললেন, " না,না ম্যাডাম। আপনার অফিসে পৌঁছাইতে দেরি হয়ে যাবে। চিন্তা করবেননি, আমি সেই ১৯৮৩ সাল থেকে গাড়ি চালাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। উনি একবার কোলাঘাটে এসেওছিলেন সেই সময়। আমি তখন কত আর, খুব জোর বছর ১৫। পুলিশের পাইলট ভ্যান চালাই। তখন সব গাড়ি পেট্রোলে চলত। পেট্রোলের দর কত ছিল বলুন তো?"


নিজের অজ্ঞতা স্বীকার করে নিলাম আবার। ১৯৮৩ সালে পেট্রোল কাকে বলে, তাই জানতাম না আমি। উনি হেসে বললেন, " তিন টাকা/লিটার। ভাবতে পারেন?"  তিন টাকা লিটার পেট্রোল যদিও বা ভাবতে পারি, মাত্র ১৫ বছর বয়সে পুলিশের পাইলট ভ্যান চালানো সত্যি কল্পনা করতে ব্যর্থ হলাম। সে কথা বলাতে উনি হাসলেন।" ল্যাখাপড়া তো তেমন শিখিনি ম্যাডাম। ১২ বছর হতেই আব্বা নিয়ে গিয়ে মেছেদা বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়ে এল। বলল, ' গাড়ি ধুবি।আর সুযোগ পেলেই চালাবি।' তাই করতাম। মাঝে মাঝে এক আধবার স্টিয়ারিং ধরতে পেতাম। সবই উপরওয়ালার মর্জি বুঝলেন তো। এই করতে করতেই প্রথমে ট্যাক্সি, তারপর ওই পাইলট ভ্যান চালানো।'


"তবে ম্যাডাম এখনকার ছেলেদের মত, কুঁড়ে ছিলুম নি। দেখতেছেন তো, ফোন করে করে কত সাধছি, একটা বুড়ো লোককে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে যাওয়ার জন্য। একটাকেও রাজি করাতে পারলুম কেমন? কত টাকার তেল পুড়বে? খুব জোর ৪০০ টাকা। ৯০০ টাকা ভাড়া নিলেও ৫০০ টাকা লাভ। তাও যাতেচ্ছে না হতভাগারা। বাসস্ট্যান্ডে বসে আছে, তাও যাতেচ্ছে না। এই ভাবে ব্যবসা হয়? 


জীবনে একটা পয়সা বাজে খরচ করিনি ম্যাডাম।যা পেতাম, সামান্য খরচ করে,বাকিটা জমাতাম। এই পয়সা জমিয়ে জমিয়ে,১৯৮৯ সালে একটা এম্বাস্যাডার গাড়ি কিনে ফেললাম। ঝকঝকে নতুন সাদা এম্বাস্যাডার। দাম পড়েছিল ৫০০০ টাকা। কি গাড়ি ম্যাডাম। জম্পেশ গাড়ি। এই সেদিন পর্যন্ত ভাড়া খেটেছে গাড়িটা। তো যাই হোক গাড়িটা কিনে পুলিশ লাইনেই দিয়ে দিলাম। অমুক সাহেব চড়তেন। এর মধ্যে হল কি, পেট্রোলের দাম খুব বেড়ে গেল। প্রায় ন টাকা/লিটার। ডিজেল তখন সাড়ে তিন টাকা/লিটার। বুদ্ধি খাটিয়ে করলাম কি, নতুন গাড়ির ইঞ্জিনটা দিলাম বদলে, পেট্রোল থেকে ডিজেল।"


তাজ্জব হয়ে বললাম, তা আবার হয় নাকি? উনি জোর গলায় বললেন," আলবাৎ হয়। আমিই করিছি। সরকারি গাড়ি তখন সব পেট্রোলে চলত, ফলে পুলিশ থেকে আমায় যে পেট্রোল দিত ওটা আমি জ্যারিকেনে করে নিয়ে গিয়ে বেচে দিতাম। আর গাড়িতে ডিজেল ভরে নিতাম। এছাড়া কিছু কেরোসিন পেতাম সেটাও বাজারে বেচে দিতাম। পুলিশের অমুক সাহেব আমাকে এত ভালবাসতেন, যে উনি রিটায়ার হবার আগে কনস্টেবল হিসেবে আমাকে ঢুকিয়ে দিয়েছিলেন ফোর্সে। হিসেব করে দেখলাম, কনস্টেবল হলে তো আর তেল চুরি করতে পারবুনি। মাইনা যা পাব, তাতে চলবে নি। তাই হাত জোড় করে বললাম,' স্যার আমায় মাফ করে দেন।' না হলে আজ ওই চাকরিটাই করতে হতো। তাহলে কি আর নিজের ব্যবসাটাকে দাঁড় করাতে পারতাম?"


এক হতভাগ্য সরকারি নৌকর হিসেবে নীরব থাকাই সমীচীন বলে বোধ হল। ভদ্রলোক আবার ফোন করতে লাগলেন। শেষমেষ বৃদ্ধকে ডাক্তার দেখিয়ে আনতে রাজি হয়ে গেল জনৈক গাড়িওয়ালা, কিন্তু বেঁকে বসলেন বৃদ্ধ সওয়ারি খোদ। উনি এই ড্রাইভারের সাথেই যাবেন। চণ্ডীপুর ছাড়িয়েছি আমরা, কোলাঘাট ঢুকতে আরো এক ঘন্টা অন্তত লাগবে। সে কথা বললেন ও ড্রাইভার দাদা, কিন্তু ওপারের বৃদ্ধ নাছোড়বান্দা। উনি প্রয়োজনের দেড় ঘণ্টাও অপেক্ষা করতে প্রস্তুত। 


 ফোন রেখে এক গাল হেসে ড্রাইভার দাদা কইলেন," দেখছেন তো ম্যাডাম। একবার আমার গাড়িতে চাপলে, লোকে আর অন্য কোন গাড়িতে চাপতে চায় না। সবই উপরওয়ালার দয়া। মানুষ আমাকে এত ভালোবাসে কি বলব! ব্যবসাটা আমি খুব ঈমানদার হয়ে করি ম্যাডাম। উল্টোপাল্টা ভাড়া চাই না। মানুষ বিপদে পড়লে অনেক সময় বিনা ভাড়াতেও গাড়ি করে নিয়ে যাই। এই তো সেদিন, তখন রাত ন'টা। ডিউটি করে বাড়ি ফেরার পথে মেছেদা স্টেশনে বসেছিলাম, এক ভাঁড় চা খাব বলে। দেখি একটা ছেলে, কি সুন্দর দেখতে। আপনাদেরই কাস্টের হবে। বছর ২৪ বয়স। উদভ্রান্তের মতন ঘুরছে, একবার এদিক, একবার ওদিক। রাতের মেছেদা বাস স্ট্যান্ড খুব ভালো জায়গা তো নয়। বেশ কিছুক্ষন লক্ষ্য করার পর ছেলেটাকে ডাকলাম, একভাঁড় চা হাতে ধরিয়ে বললাম, " বাবা। সত্যি কথা বলত, বাড়ি থেকে পালিয়েছিস তাই না?" ছেলেটা ভেঙে পড়ে বলল হ্যাঁ। বলল, বাগনানে বাড়ি। বেশ সম্পন্ন পরিবার, কাকার পেট্রোল পাম্প আছে, হাই রোডের ওপরে। বাড়ির একটাই ছেলে। মাস তিনেক হল বিয়ে হয়েছে। বউটা আন্দুলের মেয়ে। কলেজে পড়ে। প্রথম প্রথম শ্বশুরবাড়ি থেকেই কলেজ করত, তাতে পড়াশোনার ক্ষতি হচ্ছে দেখে, এখন থেকে বাপের বাড়ি থাকবে বলে মনস্থ করেছে, পরীক্ষা না হওয়া অবধি। এই নিয়েই দুজনের ঝগড়া। বাবু বউয়ের ওপর রাগ করে, কাউকে কিছু না জানিয়ে, মানিব্যাগ,মোবাইল না নিয়েই পালিয়ে এয়েছেন।"


"অনেকক্ষণ ধরে বোঝালাম। আরো কয়েক কাপ চা-কেক- মিষ্টি খাইয়ে মাথাটা ঠান্ডা করে বললাম, 'তোর বাড়ির ফোন নম্বরটা দিবি বাপ? আর কিছু নয়, আমি কেবল একটা ফোন করে জানাব যে তুই নিরাপদে আছিস। একবার ভাব, মা কতখানি চিন্তা করছেন। বউটাও নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে।' কি ভাবল কে জানে, বাড়ির নম্বর দিল না বটে, কাকার ফোন নম্বরটা দিল। আমি ফোন করতে দেখি, ওদিকে হুলস্থূল কাণ্ড। সবাই মিলে ছেলেটিকে খুঁজতে বেরিয়েছে। আমায় জিজ্ঞাসা করল, ' আপনি কোথায় আছেন বলুন, আমরা এক্ষুনি আসছি।' ছেলেটার যা মানসিক অবস্থা, এসব শুনে যদি আবার পালিয়ে যায়? তখন তো আমি বিপদে পড়ব। তাই বললাম, 'না। আপনারা থাকুন। আমি আসছি।একটু সময় দেন। আগে ওর মাথাটা একটু ঠিক হোক। উঠতি বয়সের ছেলে, আপনাদের দেখলে যদি আবার পালিয়ে টালিয়ে যায়। ভরসা রাখুন, আমি বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে নিয়ে যাব।' 


ছেলেটাকে নিয়ে যখন পৌঁছলাম তখন রাত সাড়ে বারোটা। ওর বাবা-মা তো আমাকে জড়িয়ে সে কি কান্না। জানেন, ওরা ২৫০০০ টাকা নিয়ে অপেক্ষা করছিল, আমায় পুরস্কার দেবে বলে। আমি বললাম, আমি পুরস্কারের লোভে আপনাদের ছেলেকে ফেরত আনিনি। আমি এনেছি, কারণ মানুষ হিসেবে মনে হয়েছে সেটাই আমার কর্তব্য। আমাকে কেবলমাত্র তেলের দামটা দিন। কারণ ফিরে যেতে হবে তো।' বিশ্বাস করবেন নি, ম্যাডাম ওরা আজও যোগাযোগ রাখে। বউয়ের সঙ্গে ঝগড়া হলেই ছেলেটা আমায় ফোন করে।" 


দেখতে দেখতে আমার অফিস এসে গেল। ভাড়া দিয়ে নেমে পড়লাম গাড়ি থেকে। ভদ্রলোক যদিও জোরাজুরি করছিলেন, অফিস অবধি ছেড়ে আসার জন্য। জানালাম তার দরকার নেই। রাস্তার ওপারে অপেক্ষা করছে উত্তম কুমার। গাড়ি থেকে নেমে নিজেই দরজা খুলে দিলেন ভদ্রলোক, হাত দেখিয়ে রাস্তা পার করে দিলেন আমাকে। কি বলব বুঝতে পারলাম না, একই মানুষের মধ্যে যে কত বৈচিত্র থাকে। ভাগ্যে এই চাকরিটা পেয়েছিলাম না হলে কত অভিজ্ঞতা থেকে যে বঞ্চিত হতাম।

অনির ডাইরি ১ লা জুন, ২০২৩

 

#অনিরডাইরি 


রাত দেড়টা বাজছে। পাশে অঘোরে ঘুমাচ্ছে শৌভিক। কেবল আমিই তন্দ্রাহারা। মন আর মাথা জুড়ে গিজগিজ করছে কত যে স্মৃতি। বন্ধ চোখের সামনে বারবার ভেসে উঠছে কাকু-কাকিমা- দাদা-বৌদি আর ওদের বাচ্ছাটার মুখ। 


কাকু বাবার সহপাঠী ছিলেন এককালে। বিদ্যালয় জীবনে যদিও তেমন বন্ধুত্ব ছিল না দুজনের। স্কুল ছাড়ার পর দূরত্ব আরো বাড়ে। আগুনে সত্তরে বাবা যখন নকশাল নেতা, আর পাঁচজন সুবোধ বালকের মত কাকুও নাকি এড়িয়ে চলতেন বাবাকে। ভাগ্য বৈগুণ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেলেও, না দেখার ভান করে পাশের গলিতে নাকি ঢুকে যেতেন কাকু। 


একগাদা রক্ত ঝরিয়ে বিদায় নিল সত্তর। ব্যর্থ বিপ্লব আর দিন বদলের অলীক স্বপ্ন ছেড়ে রুক্ষ বাস্তরের মাটিতে আছড়ে পড়ল বাবা। বাধ্য হল ঘোরতর সংসারী হয়ে উঠতে। কাকু তো জন্ম সংসারী। এরই মধ্যে টাকা জমিয়ে একফালি জমিও কিনে ফেলেছেন। ব্যারাকের ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে উঠে আসা কেবল কয়েকটা দিনের গল্প। মুস্কিল হল সব গল্প গুলি যদি এমনিই সরলরেখা বরাবর চলত। ভিত তৈরি করতে গিয়েই হোঁচট খেলেন কাকু। সৌজন্য পাড়ার দাদারা এবং তাদের কেলাব। ক্রীত জমির গরিষ্ঠাংশ দাবী করে বসলেন তারা। বড় কেলাব বিল্ডিং বানাবেন।  নিজের রক্ত জল করা পয়সায় কেনা জমি, কোন মধ্যবিত্ত বাঙালি ছাড়তে পারে। এই নিয়েই দ্বৈরথ। খিস্তিখেউড়। 


সেটা ছিল রবিবার। হঠাৎ আমাদের বুড়ো সদর দরজায় এসে উদয় হলেন কাকু। পিছু হঠতে হঠতে হঠাৎ মনে পড়ে গেছে, পাশের গলিতেই তো থাকে তাঁর ছোট বেলার বন্ধু। বিরাট নকশাল নেতা অলোক। থলে নিয়ে সাপ্তাহিক  রেশন তুলতে যাওয়া আমার বাবার গায়ে ততোদিনে নকশালত্বের কোন গন্ধই আর অবশিষ্ট নেই। তবুও বলে না, মরা হাতি লাখ টাকা। বাবার বেশ কিছু ভক্ত অনুরক্ত তখনও হাওড়া এবং শহরতলী কাঁপায়। সিগারেট ফুঁকতে ফুঁকতে কাকুকে বগলদাবা করে বাবা গিয়ে হাজির হল কেলাবে। 


এতক্ষণের খিস্তিখেউড় পলকে মোলায়েম অনুরোধে বদলে যায়। “মাইরি বলছি হিটলারদা। জানতুম না, উনি আপনার ন্যাংটো বেলার বন্ধু। সরি দাদা। মাপ করে দেন দাদা। এতদিন ঐ জমিতেই আমরা বসতুম,  আড্ডা মারতুম। ওখেনেই আমদের কালী পুজো হয়। যদি মায়ের নামে কিছুটা জায়গা দেন। কেলাব বানাব না, শুধু মায়ের আরাধনা করব, একটা পাকা মঞ্চ বানিয়ে। এইটুক কথা শুনুন লক্ষ্মী দাদা আমার। ”


বিপদ কালে বুদ্ধিমানরা অর্ধেক পরিত্যাগ করে। কাকু সেখানে কয়েক ছটাক জমি পরিত্যাগ করলেন বটে, তবে বাবার সাথে সম্পর্কটা বাঁধিয়ে নিলেন সোনা দিয়ে। এরপর থেকে গোটা আশি- নব্বইয়ের দশকে এমন একটা দিন, একটা সন্ধ্যে যায়নি যেদিন কাকু এসে বাবার খবর নিয়ে যায়নি। দেখা গেল কাকিমার সাথে মায়ের পরিচয় ছিল আগে থেকেই। মা যখন শিবপুর পোস্ট অফিসে ডিউটি করতে যেত, ঠিক তখনি, ঐ একই বাসে করে কাকিমাও যেতেন প্রাথমিক স্কুলে পড়াতে। 


কাকু-কাকিমার সাথে পারিবারিক  সম্পর্ক গড়ে উঠলেও দাদার সাথে কোনদিনই বন্ধুত্ব হয়নি আমার। একে তো বয়সে অনেক বড়, তারপর কেমন যেন ছিল। গম্ভীর, ভোম্বল প্রকৃতির। ঢলঢলে হাফ প্যান্ট পরে, বগলে ট্যালকম পাউডার ঢেলে ইয়া বড় ভুঁড়ি বার করে ঘুরত। বিকম পাশ করার পর কাকুর পরিচিত একটি কারখানায় আ্যাকাউন্টসের কাজ করত দাদা। নব্বইয়ের দশকের শেষ দিকে ছেলের বিয়ে দেবার জন্য পাগল হয়ে উঠলেন কাকু। কারণ ওণার মা যাতে নাতবৌয়ের মুখ দেখে যেতে পারেন। ১৯৯৯ এর মার্চ বা এপ্রিলে সম্বন্ধ করে বিয়ে ঠিক হল দাদার। পাত্রী আমাদের পিছনের পাড়াতেই থাকে। পাত্রীর বাবা আবার ছোটকাকুর বন্ধু। 


বিয়েতে আমি যেতে পারিনি। বউভাতেও নয়। পরীক্ষা চলছিল। বাবা মা যদিও ঘরের লোকর মতই সবেতে হাজিরা দিয়েছিল। বউভাতের পরের দিন সন্ধ্যে বেলা পড়তে বসেছি, হঠাৎ দেখি নবোঢ়া পুত্রবধূকে বগলদাবা করে কাকু হাজির। “এই যে ঝুনু,তুমি বিয়েতে যেতে পারোনি বলে বউদি নিজেই এসেছে তোমার সাথে আলাপ করতে।” বেশ লম্বা, ফর্সা, একটু ভারীর দিকে চেহারা বৌদির। ঘোর কৃষ্ণ দুই ভ্রুর নীচে এক জোড়া ফুরফুরে অতিকায় চোখ, একটা মস্ত থ্যাবড়া নাক আর একটু পুরু হাসিহাসি দুই ঠোঁট। প্রথম আলাপেই আপন হয়ে গিয়েছিল বউদি। জানলাম বৌদিও তারা সুন্দরীর ছাত্রী। যদিও আমাদের থেকে বছর চারেক সিনিয়র। সম্পর্ক বিহীন এক সম্পর্কে জড়িয়ে গেলাম আমরা চারজন। বাবা-মা- আমি আর বৌদি। 


প্রথম প্রথম কাকুর অনুগামী হয়ে আসলেও ধীরে ধীরে বউদি একাই চলে আসতে শুরু করল। বাপের বাড়ি যাচ্ছি, বলে সোজা আমাদের বাড়ি। মা প্রায়ই বলত,‘মিথ্যে কথা বলে কেন আসিস বাপু। মাঝেমধ্যে বাপের বাড়িও যা।’ বললেই হেসে গড়িয়ে পড়ত বৌদি। ‘ওবাড়িতে আমায় কেউ ভালোবাসে না কাকিমা। কিছু বললেই মা বলে,‘ বিয়ে দিয়ে দিয়েছি। এবার তোমারটা তুমি বুঝে নাও।’ 


দাদা অবশ্য জানত। অফিস ফেরৎ বউকে নিতে আসত। এমনি একদিন হঠাৎ চলে এসে হাপুস নয়নে কাঁদছিল বউদি। বাবা, মা, আমি তো হতভম্ব। দীর্ঘক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল মা। অনেক আদর করল মা। আদা দিয়ে ঘন দুধের চা করে আনল মা। তারপর মুখ খুলল বউদি,‘জানেন সরমা কাকিমা, বিয়ের আগে আমি বাবাকে শুধু একটা কথাই বলেছিলাম, আমাকে এমন ছেলের সাথে বিয়ে দিও, যে মাসে অন্তত ১০ হাজার টাকা বেতন পায়।  আমাকে বলা হয়েছিল ও নাকি তাই পায়। আজ রামরাজাতলা গিয়েছিলাম আমরা, ফেরার পথে স্টেশনে বসে জিজ্ঞাসা করলাম তো বলল, ওর বেতন মাত্র দুই হাজার টাকা। শুনতে শুনতে মনে হচ্ছিল উল্টো দিক থেকে আসা ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ি। ”


একজন পুরুষকে শুধু মাত্র তার উপার্জন দিয়ে বিচার করা হয় না আমাদের বাড়িতে। তাহলে তো একজন কেন্দ্র সরকারী কর্মচারী হিসেবে জেলখাটা লোককে বিয়ে করারই কথা নয় আমার মায়ের। সেটাই বোঝাল বাবা আর মা। আজকের বাজারদরে সংসার চালানোর দায় পুরুষের একা নয়। তুমিও কিছু কর। দুজনে মিলে রোজগার করে নাও দশ হাজার। দাদা ও ছুটে এসেছিল বউয়ের পিছু পিছু, মাথা নত করে তিনিও শুনলেন। 


সেরাতে দুজন চুপচাপ বাড়ি ফিরে গেলেও, অল্প দিনের মধ্যেই আবার এসে হাজির হল বৌদি। বাইরে সেদিন অঝোর ধারাপাত। একই ধারাপাত বৌদির দু নয়নে। হাতে একটা গাঁটরিতে কয়েকটা শাড়ি। দুর্মুখ শাশুড়ি পাঠিয়েছে। “জানো অনিন্দিতা বিয়ের আগে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম। বেশি না পাঁচশ টাকা বেতন দিত। তাও তো আমার নিজের উপার্জন। তোমার ঐ কাকিমা আমাকে চাকরি ছাড়তে বাধ্য করল। চাকরি করলে নাকি ভালো করে সংসার করা যায় না। আমি সংসার সামলাব আর উনি পড়াতে যাবন। সেই মহিলা আজকাল কথায় কথায় খোঁটা দেয়। বলে বাড়ি বাড়ি গিয়ে দুটো শাড়ি বিক্রি করলেও তো পারো।’ 


সেদিন দাদাকে খুব বকেছিল বাবা।" ও শাড়ি বিক্রি করতেই পারে,যদি ও চায়।" নাঃ শাড়ির ব্যবসাটা চলেনি বৌদির। একটাও বোধহয় বিক্রি করতে পারেনি। চায়ওনি। এর কিছুদিন পর বাটিকের কাজ শেখার ক্লাশে ভর্তি করে দেয় কাকু। বেশ ভালোই শেখে কাজটা। মাকে একটা বাটিকের ব্যাগ, বাবাকে বাটিকের শার্ট পিস, আমার জন্য রুমাল বানায় বৌদি। ‘হ্যাঁরে তোর মাকে দিয়েছিস? শাশুড়িকে দিয়েছিস?’ প্রশ্ন করে মা। মুখ বেঁকায় বৌদি। ‘কেন দেব কাকিমা? যাদের ভালোবাসি তাদের দেব। ’ 


“ জানেন কাকিমা কি দেখলাম আজ রাস্তায়? আমার বোন একটা ছেলের সাথে গল্প করতে করতে যাচ্ছে। পিছন পিছন আসছে আমার মা। ভাবতে পারেন? আমি কোন ছেলের দিকে চোখ তুলে তাকালেও গায়ে হাত তুলত মা। যাতা বলে অপমান করত বাবা। আর বোনের বেলায় সব বজ্র আঁটুনি খুলে গেল?” বোনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসলেও, খুব কড়া অনুশাসনে বড় হওয়া বউদি কিছুতেই মানতে পারত না, তার ঘোরতর রক্ষণশীল পিতামাতার এই দ্বিচারিতা। 


বাটিকের নেশাও একদিন ফিকে হয়ে গেল। বউদি পাগল হয়ে উঠল সন্তানের মুখ দেখার ইচ্ছেয়। কিছু শারিরীক জটিলতা ছিল, সেসব কাটিয়ে কোন এক বছর জুলাই মাসে এক ফুটফুটে পুত্র সন্তান প্রসব করল বৌদি। ছেলেই চেয়েছিলও। বলত, ‘আমার শাশুড়িকে তো জানোই।  মেয়ে হলে কত যে কথা শুনতে হবে। এমনিই উঠতে বসতে বলে, ‘দেখো যেন মেয়ে না হয়।’ কাকিমার আশঙ্কা দূর করে দক্ষিণ কলকাতার এক বড় নার্সিং হোমে জন্মাল বাবু। নাতির জন্মের যাবতীয় খরচ বহন করল বৌদির বাবা। ততোদিনে কাকুর মধ্যে সুস্পষ্ট ভাবে দেখা দিয়েছে অ্যালঝাইমার্স আর পার্কিনসন ব্যধি। মাঝেমধ্যেই খেই হারিয়ে ফেলছেন কাকু। ঐ অবস্থায়ও ধুমধাম করে অন্নপ্রাশন হল ছেলেটার। ব্যয়ভার বহন করলেন কাকু। 


অনেক সাধনার ফসল বাবু, দেখতে যেন মাখনের তাল। প্রায় দিনই ছেলে কোলে আমাদের বাড়ি পালিয়ে আসে বৌদি। মুণ্ডপাত করে কাকিমার। হাহুতাশ করে উঠতি বাজারদরের। চাকরির পরীক্ষার জন্য ভর্তি হয়েছি আমি।  স্কুলসার্ভিসের ক্লাশও তার মধ্যে ধরা। যদিও শিক্ষিকা হওয়ার কোন ইচ্ছেই আমার নেই। তবুও বৌদির জন্য ক্লাশ করতে রাজি আমি। নোটস্ এনে দেব, তুমি পরীক্ষাটা তো দাও। তখন হুড়মুড়িয়ে লোক নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। 


‘না অনিন্দিতা। আমার ছেলেটাকে কে দেখবে?’ আর বললাম না। মা শুদ্ধ বিরক্ত হয়ে বলল,‘ছেড়ে দে। ওর চাকরি করার কোন ইচ্ছেই নেই।’ আমার কথাটা সেদিন শুনলে হয়তো ভালো করত বৌদি। অচীরেই চোখ বুঝলেন কাকু। অবসর নিলেন কাকিমাও। সংসার চালানোর দায়ভার কিছুটা এসে বর্তাল দাদার ওপর। এতেই ঘোরতর আপত্তি বৌদির। ‘সারা জীবন কেবল সংসারই করে যাব? একটু আনন্দ ফূর্তি করব না? আর কটাদিনই বা বাঁচব, কাকু।’ 


কাকুর মৃত্যুর পর হঠাৎ করে জরা এসে গ্রাস করল কাকিমাকে। খিটখিটেও হয়ে গেলেন খুব। সংসারে নিত্য অভাব। নিত্য অশান্তি। বৌদির শান্তিনিকেতন কেবল আমাদের বাড়ি। যাবতীয় অনুযোগ কেবল আমাদের কাছে। কতবার যে বাবা ধমকে তাড়িয়ে দিয়েছে, আবার চলে এসেছে ছেলে বগলে। পুরী গিয়ে নিজে নিজেই পুজো দিয়ে এসেছে আমার নামে। ‘তোমার চাকরি হচ্ছে না বলে কাকিমা কষ্ট পাচ্ছেন কিনা। দেখবে জয় জগন্নাথ সব ঠিক করে দেবে। ’


দিয়েও ছেন। চাকরী পেলাম। রাইটার্সে কমার্স ইন্ডাস্টিজ্ দপ্তরে। সেদিন ১৯শে জুলাই, বউদির ছেলে বাবুর জন্মদিন। বছর ঘুরল না লেবার সার্ভিস পেয়ে গেলাম।  চাকরীর দুশ্চিন্তা ফেলে মায়ের মাথায় চাপল আমার বিয়ের ভূত। আবার স্বতঃপ্রণোদিত হয়ে জয় জগন্নাথদেবের শরণাপন্ন  হল বৌদি। বিয়ে হল।  বিয়ের পর জানতে পারলাম, শৌভিকের দাদুর দেওয়া নাম,‘জগন্নাথ। ’ যদিও তিনি চলে যাবার পর ঐ নামে আর কেউ ডাকে না। 


আমার বিয়ের তত্ব সাজানো থেকে শুরু করে যাবতীয় কাজে ছেলে ট্যাঁকে হাজির বৌদি। সঞ্চিতা আর পম্পার সাথে হাত মিলিয়ে সব কাজ করল। পরের দিন ভোরবেলা আয়লা মাথায় ছুটে এল, শুধু বিদায়ের আগে আমাদের আশির্বাদ করবে বলে। দুটো মস্ত ক্যাডবেরি দুজনের হাতে দিয়ে মস্তক চুম্বন করল বৌদি। বাবা মাকে ছেড়ে যেতে যেতে একটা সান্ত্বনা নিয়ে গেলাম, আর কে কি করবে জানি না, এই ভদ্রমহিলা অন্তত নিয়মিত মায়ের খোঁজ নেবে। বকে বকে মায়ের মাথা ধরিয়ে দেবে। যতক্ষণ না বাবা ধমকে বলবে,‘ এবার বাড়ি যা।’


জীবনের গল্প যদি সত্যিই নির্দিষ্ট ফর্মুলা মেনে চলত। পরের এক দশকে কি যে হয়ে গেল। কাকিমা চলে গেলেন। বাবার পই পই করে নিষেধ করা সত্ত্বেও, কাকুর অত সাধের বাড়ি প্রমোটারকে দিয়ে দিল দাদা আর বৌদি। বারো লাখ টাকা আর একটা ফ্ল্যাটের বিনিময়ে। সেই বারোর আটই ওরা পেয়েছিল। বাকি চার, দালাল যিনি আবার সম্পর্কে ওদের আত্মীয় সিম্পলি ঝেঁপে দেয়। বাবার কাছে ছুটে এসেছিল দোঁহে, কিন্তু বাবার সেই ম্যাজিক এখন আর কই। পরিচিত সব লোকই প্রায় মৃত। দুঃখ ভুলে মনের মত করে ফ্ল্যাট সাজায় বৌদি। বিশাল ঝাঁকজমক করে গৃহপ্রবেশ হয়। আর তারপরই দাদার চাকরিটা চলে যায়। 


আমি সদ্য চুঁচুড়ায় বদলি হয়েছি। একদিন দুপুরে অফিসে মায়ের ফোন। অসময়ে বাড়ির ফোন এলে বুক কেঁপে ওঠে এমনিই, তার ওপর আবার মায়ের ক্রন্দনোন্মুখ কণ্ঠস্বর,‘এই মানা শোন না, অমুকের বরের চাকরিটা চলে গেছে। তুই ওকে একটা চাকরি দেখে দে। ’ করজোড়ে নিজের জননীকে বললাম, আর কেউ না জানুক,তুমি অন্তত জানো আমি অত বড় কেলেমবক্স নই। কাউকে চাকরি পাইয়ে দেওয়া আমার সাধ্যাতীত। মা তাও দমে না। ফোন করতে থাকে একে ওকে তাকে। বারবার। শেষ পর্যন্ত আমার মাসতুতো দাদা একটা চাকরি খুঁজেও দেয়, অ্যাকাউন্টিং এর কাজ। অফিস নিউটাউন। বেতন আট/নয় হাজার।


দাদা জাস্ট গেলই না। কারণ হাওড়া থেকে নিউটাউন নাকি অনেক দূর। মায়ের মুখ পুড়ল। ভেবেছিল আর ওদের সমস্যা নিয়ে ভাববে না, কিন্তু কমলি যে ছাড়ে না। নিত্য কেঁদে কেঁদে ফোন করে বউদি, “কাকিমা সংসার চলবে কি করে?” শাড়ির ভাঁজে, আলমারির কোণে লুকিয়ে রাখা মায়ের সীমিত পুঁজি ভেঙে বৌদির হাতে তুলে দেয় মা। মায়ের রেস্ত শেষ হলে, এগিয়ে আসে বাবা। আমিও। ফোন করে সাহস দিই, এভাবে ভেঙে পড়লে চলবে নাকি। সবটা দাদার ওপর ছেড় না। তুমিও কিছু কর। বাটিকের কাজ শুরু কর। এত ভালো রাঁধো, হোম ডেলিভারির ব্যবসা শুরু করতে পারো। ছেলেকে একাই এতদিন পড়িয়ে এসেছ, সেই বিদ্যেটা কাজে লাগাও। টিউশ্যনি করো। মূলধনের চিন্তা আমার।


সবই কাকস্য পরিবেদনা। দিনের শেষে সেই,“ কিছু টাকা ধার দাও।ছেলেটাকে পাঁচদিন শুধু আলু সিদ্ধ ভাত ছাড়া কিছু খাওয়াতে পারিনি।  দাদা চাকরি পেলে শুধে দেব।“ধার দেওয়া টাকার অঙ্ক পাঁচ সংখ্যা ছাড়িয়েছে বহুদিন। ওগুলো ধার হিসেবে দেখিও নি আমরা। ফেরৎ পাবার আশা/ আকাঙ্খাও রাখিনি। কিন্তু এভাবে কত দেওয়া যায়। আর কতদিন বুকফাটা হাহাকার শোনা যায়। সদুপদেশ দিলেও শোনে না। ব্যবসা শুরু করবে বললে তাও একটা কথা ছিল। ধারের পয়সায় কতদিন সংসার চলে- ইদানিং বউদি নিজেও আসত না। দাদা বা বাবুকে পাঠিয়ে টাকাটা নিয়ে যেত। 


আস্তে আস্তে দূরত্ব বাড়ছিল। টাকা দিতে পারব না বললে এমন কাঁদত যে ভয়ে বার তিনেক ওর ফোন ধরিনি আমি। তারপর একদিন হঠাৎ ফোন আসা বন্ধ হয়ে গেল। মা বলল,‘ছেলেটা মনে হয় চাকরি পেয়ে গেছে। ঠাকুর। ’ কোন যোগাযোগই আর করল না দাদা বৌদি। বাবা বলল,‘পাছে টাকা ফেরৎ চাই তাই এড়িয়ে যাচ্ছে। যাক। ওরা ভালো থাকলেই হল।’ ভালো যে নেই অচীরেই জানতে পারলাম। আমার এক সহকর্মী একদিন ফোন করে বলল,‘ দিদি তোমার ঐ বউদি না আমায় এক্ষুণি ফোন করেছিলেন। বললেন খুব বিপদে পড়েছেন। ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। চল্লিশ হাজার টাকা ধার চাইছেন। বললেন তোমায় না জানাতে। তাও আমি ভাবলাম-’। 


বউদির সাথে দু একবারই দেখা হয়েছিল মেয়েটার। আমিই পাঠিয়েছিলাম বৌদির কিছু কাজের জন্য। তার কাছেও টাকা চাইছে? ছি ছি। লজ্জায় মাথা কাটা গেল যেন। রূঢ় ভাবেই বললাম,‘পাড়াতুতো বৌদি। ওর বরের চাকরি চলে যাবার পর আমাদের কাছেও ধার করেছে। এবার তুমি যা বুঝবে।’ কি বুঝেছিল মেয়েটা, কি হয়েছিল তারপর জানি না। এরপর একদিন বৌদির বাবা মা এসে হাজির আমাদের বাড়ি। ওদের থেকেও নিয়মিত টাকা চাইত বৌদি। যতদিন পেরেছেন ভদ্রলোক দিয়েছেন। আর দিতে পারবেন না জানাতেই অশান্তি। দাদা নাকি বুড়ো শ্বশুরকে মারতে গেছে। বুড়ি শাশুড়ি মাকে বাজারের মেয়েছেলে বলে খিস্তি করেছে। সবটুকুই হয়েছে বৌদির সামনে। তিনি নাকি নূন্যতম প্রতিবাদ ও করেননি। অসহায় বুড়োবুড়ি অপমানিত লাঞ্ছিত হয়ে কাঁদতে কাঁদতে ছুটে এসেছে আরেক বুড়োবুড়ির কাছে। ওনারা আসার পর যেটা হল, নির্মম ভাবে মন থেকে কেটে ফেলে দিলাম সব অনুভূতি দাদা বৌদির প্রতি। 


গত বছর আবার ফোন করেছিল মেয়েটি,‘ দিদি শুনেছ? তোমার ঐ বৌদির হাজব্যান্ড মারা গেছেন। সাহায্য চাইছিলেন।’ শুনে কেঁপে উঠলাম। আকাশ থেকে পড়লাম। চটজলদি বৌদির পরিচিত আরেক বন্ধুকে ফোন করলাম। কথাটা কি সত্যি? এটা কি আদৌ সত্যি হতে পারে? দাদা কতই বা বড় আমার থেকে? বছর দশেক মেরেকেটে। শুনলাম সত্যিই উনি চলে গেছেন। বেশ কিছুদিন আগে।  হার্ট ফেল। কিছু করা যায়নি। 


বন্ধুটির কাছে, তার শাশুড়ি মায়ের কাছেও টাকা ধার করেছিল বৌদি। বন্ধুটি শোনাল সে কথা। খবরটা শুনেই মনে হয়েছিল ছুটে যাই বৌদির কাছে। জড়িয়ে ধরি। সাহস হয়নি। কি বলব গিয়ে? আর সেই বা কি বলবে? খবরটা শুনে মা খুব কেঁদেছিল। দীর্ঘক্ষণ হাতে মাথা রেখে বসেছিল বাবা। আমাদের কাছে যতগুলো নম্বর ছিল সবই ঘোরানো হল। কোনটাই লাগল না। তারপর যা হয়, কলকাতা থেকে তমলুক। তমলুক থেকে কাঁথি। মায়ের হসপিটালাইজেশন, বাবার অসুস্থতা, শাশড়ি মায়ের আছাড় খেযে ফিমার ভাঙা, ২/৩ এ নেমে যাওয়া হিমোগ্লোবিন, ডাক্তার কতৃক শ্বশুরমশাই এর দেহে পুনরায় কর্কট রোগের আশঙ্কা সব মিলিয়ে এমন ঘেঁটে গেলাম, ভুলেই গেলাম বিপদের দিনের বন্ধুকে। 


আজ সন্ধ্যেয় জনৈকা সহপাঠিনীর ফোনটা যখন হঠাৎ এল, মনে পড়ে গেল এর ছেলে তো বৌদির ছেলের সাথে পড়ত। বৌদির খুব ঘনিষ্ঠ ছিল মেয়েটি। কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করেই ফেললাম, বৌদি কেমন আছে রে? ওদিক থেকে জবাব এল,‘ও তো মারা গেছে।’ ধপ করে বসে পড়লাম সোফায়। কি বলছিস? ওর বর মারা গেছে। বন্ধুটি বলল,“ হ্যাঁ। গত বছর ওর বর মারা গেছে যে দিন, এ বছর ঠিক সেদিন নিউমোনিয়া নিয়ে ওকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন বাদে ও মারা যায়। একমাস হল-। জানিস অনি, আমার খুব ভালো বন্ধু ছিল। শেষের দিকে টাকা পয়সা নিয়ে এমন করল। সবার কাছে এত ধার করে ফেলল যে আমরা ওকে এড়িয়ে যেতাম। এভাবে যে চলে যাবে স্বপ্নেও ভাবিনি । এত অপরাধ বোধ হয় কি বলব। কেন ওর সাথে এত খারাপ ব্যবহার করলাম -’। 

রাত সোয়া চারটে। খবরটা শোনা ইস্তক এক মুহূর্ত শান্তি পাচ্ছি না। চোখের সামনে কেবল বৌদির মুখটা ভেসে উঠছে। কানে ভাসছে,‘ গরীব বলে একটু আনন্দ ফূর্তিও করব না? আর কটাদিনই বা বাঁচব অনিন্দিতা। “  যেখানেই থাকো বৌদি, খুব ভালো থেকো। অনেক অনেক আনন্দ, ফুর্তি করো। আর যদি পারো তো  এই অপদার্থ ননদটাকে ক্ষমা করে দিও।

অনির ডাইরি ৯ই জুন, ২০২৩

 

#অনিরডাইরি 


Shadow and Bone webseries টা এমনিই একদিন চলে এসেছিল আমার নেটফ্লিক্সের দেওয়ালে। নতুন সব show ই যেমন আসে। দেখব না, দেখব না করে দেখেই ফেললাম। কিছু শব্দ বুঝতে প্রথম দিকে সমস্যা হচ্ছিল, তারপর বুঝেও গেলাম - কাল্পনিক দেশ রাভকা আসলে রাশিয়া, প্রতিপক্ষ দেশ ফিয়েড্রা নিশ্চয় রাশিয়ার প্রতিবেশী স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশ। সু হান অবশ্যই চীন। Grisha অর্থাৎ wizards। Otkazat'sya অর্থাৎ Muggle। আমার Harry Potter পাগল মন, নিমেষে ভালো লেগে গেল সিরিজটা।

গুগল বলল লেখিকার নাম Leigh Bardugo। বেশ জনপ্রিয় লেখিকা। ওনার দুটো সিরিজ এর মুখ্য চরিত্র গুলোকে মিলিয়েজুলিয়ে, সব গুলিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। ভালো লাগলেও এমন কিছু প্রভাব ফেলেনি সিরিজটা যে বই গুলো পড়ার কথা ভাবব। 


দেখতে দেখতে দ্বিতীয় সিরিজ ও চলে এল। দেখলাম। শেষ হয়েও গেল। চরিত্র গুলোকে অসম্ভব ভালো লাগলেও, এবারে আর গল্পটা অতটা ভালো লাগল না। বরং বেশ বিরক্ত লাগল। মনে হল অনর্থক সময় নষ্ট।  সবাই কি আর JK ROWLING হয় মশাই, এই ভেবে ভুলেও গেলাম। 


গল্পটা এখানেই শেষ হবার কথা। কিন্তু হল না। সৌজন্য তুত্তুরীর বাপ। বিবাহের চৌদ্দতম জন্মদিনের সন্ধ্যেবেলা, ফুল নয়, চকলেট নয়, হীরে নয়, তিনি উপহার দিলেন তিন খান জাব্দা বই। Leigh Bardugo র Shadow and Bone Series। কোন এক সোহাগী রাতে আমিই নাকি আব্দার করেছিলাম, যদিও উপহার চাইনি। বলেছিলাম ক্রেডিট কার্ডে কিনে দে, পরের মাসের মাইনে পেলে দাম দেব। এটা আমি প্রায়ই বলি। হীরে থেকে জিরে অনেক কিছুরই আব্দার করি। অধিকাংশ আব্দারই বিফলে যায় যদিও। 


প্রতি বাংলা এবং ইংরেজি নববর্ষে সংকল্প করি, যে বছরে ১২টা বই অবশ্যই পড়ব। গড়ে মাসে একটা।গত বছর সেই সংকল্প পুরণ করতে পারলেও, এই বছর সত্যিই পড়া হয়নি সেভাবে। ঘোরতর ব্যস্ত জীবনের ফাঁকে ফোকরে পাওয়া সময় গুলোর ওপর একচ্ছত্র অধিকার সাব্যস্ত করেছে OTT প্ল্যাটফর্ম গুলো। ইউরোপিয়ান বিভিন্ন ভাষার থ্রিলার, রোমান্স, তুরস্কের গা ছমছমে রহস্য, জর্ডানের জিনের দৌরাত্ম্যে বই পড়তেই ভুলে গেছি আজকাল। এই বছরে মে মাসের আগে একটাই বই পড়েছিলাম, " ইন্দুবালা ভাতের হোটেল"। জনমানসে এই বইটা বা ওয়েব সিরিজটার যা প্রভাব, তাতে ওয়েবসিরিজ দেখিনি বা বইটা অত্যন্ত সাদামাটা চর্বিতচর্বন লেগেছে বলার সাহস আমার হয়নি। আজ বলেই ফেলি দেশভাগের ওপর যদি কিছু পড়তেই হয়, একটু কষ্ট করে দীপেন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায় পড়ুন। আমাদের বিয়েতে উপহার দিয়েছিলেন আমার দেওরের প্রিয়তম অধ্যাপক পণ্ডা স্যার। দুটো গল্প পড়তে পেরেছি আজ অবধি। ওই বিভৎসতা অকল্পনীয়। আজও মনে পড়লে হাত ঠান্ডা হয়ে যায়। বিশ্বের কোথাও, কোন জাত, ধর্ম, সম্প্রদায়ের মানুষকে ওই যাতনা না আর ভোগ করতে হয়। এই ভাবে চিনির মোড়কে সুখী সুখী পরিবেশন, বোধহয় সেদিনের সর্বহারা মানুষগুলোর অপমান ছাড়া আর কিছু নয়। 


যাই হোক ফিরে আসি, শ্যাডো এন্ড বোন এ। কিন্ডল ভার্সন কিনলে অনেক সস্তা হত,এক গাদা দাম দিয়ে যখন পেপার ব্যাক দিয়েছে, তখন তো পড়তেই হয়। শৌভিক এর ভয়েই বলতে পারেন পড়তে শুরু করা। প্রথম বইটা হুবহু ওয়েব সিরিজের মতই। বা বলা যেতে পারে প্রথম সিজনটা মোটামুটি বইকে অনুসরণ করেই বানানো। দ্বিতীয়টা পড়তে গিয়ে হোঁচট খেলাম। যা দেখেছি তার সাথে কোন মিলই খুঁজে পেলাম না। গল্প তো সম্পূর্ণ অন্য পথে চলছে। আর তৃতীয়টা তো ফিরিঙ্গি ভাষায় যাকে বলে breathtaking। মাত্র ১৬ দিনে তিনখানা বই শেষ করে একটা কথাই বলতে পারি, Madam Leigh Bardugo আজ থেকে আপনার অনুরক্ত ভক্তদের সংখ্যা আরেকটি বাড়ল আজ্ঞে। অনেক অনেক ধন্যবাদ Shouvik Bhattacharya  । নতুন করে বইয়ের সাথে গাঁটছড়া বেঁধে দেবার জন্য। যখনই সুতো ছেঁড়া ঘুড়ির মত আকাশে লাট খাই, ঠিক ধরে নাও তুমি। ইয়ে বলছি আর দুটো বই কিনে দেবে নাকি? Crows Duology? তুমি আপাতত ক্রেডিটে কিনে দাও, মা কালীর দিব্যি মাইনে পেলেই 😁😁।

অনির ডাইরি, ১০ই জুন, ২০২৩

 


#বুনো_তেউড়ির_ফুল #অনিরডাইরি #টিমচুঁচুড়া


বছর দুই আগের কথা। বিশের বিষ নামতে না নামতেই, পুনরায় ফিরে এসেছে করোনা। ঘোষিত হয়েছে লক ডাউন। আকাশে বাতাসে এক মুঠো প্রাণবায়ুর জন্য হাহাকার। বোকা বাক্সের পর্দায়, প্রভাতী সংবাদ পত্রের প্রথম পাতা জুড়ে কেবলই মৃত্যু মিছিল। কি হৃদয় বিদারক সব ছবি!হাসপাতালের সামনের ফুটপাতে শায়িত মরণাপন্ন  স্বামীর ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে প্রাণ বাঁচানোর চরম আকুতি গৃহবধুর। সে চোখে দেখা যায় না। ভাবতে বসে আজও কেঁপে উঠছে বুক।


এরই মধ্যে নির্দেশ এল সূঁচ ফোটানোর। দায়িত্ব নিয়ে সূঁচ ফোটাতে হবে শ্রম দপ্তরের আপামর কর্মচারীকে। সেক্রেটারিয়েট ছাড়াও, শ্রম দপ্তরের আছে বেশ কয়েকখানা ডাইরেক্টরেট। সবাইকে দলবদ্ধ ভাবে সূঁচ ফোটাতে হবে। সূঁচ মানে ভ্যাকসিন, আশা করি বুঝতে পারছেন। হুগলী জেলার নোডাল বানানো হল অধমকে। অতঃপর সকলের নাম,ফোন নাম্বার জোগাড় করা, ডেটাবেস বানানো, তাই নিয়ে জেলা প্রশাসনের ছোটদা- ছোটদিদের সাথে কথাবার্তা বলা। বড়দা-মেজদার সাথে আমাদের বড়দি কথা বলছিলেন। তাঁদের নির্দেশ মত স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করে দিন স্থির করা, ভ্যেনু বুক করা, লোকজনকে বাবা বাছা করে ডেকে আনা ইত্যাদি প্রভৃতি। যত সহজে লিখে ফেললাম, আসলে ব্যাপারটা ছিল ততোটাই জটিল। সবপক্ষকে খুশি করে, বাবা বাছা করে ডেকে এনে সূঁচ ফোটাতে আক্ষরিক অর্থেই উঠছিল নাভিশ্বাস। 


সরকারি চাকরগিরির বৈশিষ্ট্যই হল, বারংবার আপনার অপারগতাটুকুকেই বড় করে দেখা। আর সাফল্যটুকুকে চুপড়ি চাপা দিয়ে রাখা। ওটা তো আপনার কাজ মশাই,নিজের কাজটুকু করার জন্য আবার বাহবা চান নাকি? 


ভাগ্যে আমার ওপরওয়ালারা এমন ছিলেন না। প্রোবেশন পিরিয়ডের হাকুচ তেঁতো, পাঁচন এবং পিছন মার্কা অভিজ্ঞতা টুকু বাদ দিলে, বারবরই আমার ওপরওয়ালা এবং ওয়ালীরা যুগিয়ে গেছেন পূর্ণ সমর্থন, করে গেছেন চোখ বন্ধ করে বিশ্বাস। আর নীচের তলা প্রমাণ দিয়ে গেছে অখণ্ড নির্ভরশীলতার। তাই বোধহয় পেরেছিলাম, নাহলে আগের দিনেও তো  বলেছিলেন মগরার ইন্সপেক্টর অরুণ বাবু, ‘ম্যাডাম, এতো গুলো লোক, তারপর যখনই জানাজানি হবে, এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, হামলে পড়বে আসেপাশের মানুষ। আগের দিন এনিয়ে ব্যাপক মারামারি হয়েছে। কি ভাবে সামলাব আমরা? আপনি সিভিক পুলিশ রিকুইজিশন করুন।’ করিনি আমি। ভরসা ছিল আমার টিমের ওপর, কতজন আসবে? শ পাঁচেক? কত লোক আসে আমাদের মেলায়? নূন্যতম হাজার?তারওপর থাকে ভিআইপি,মিডিয়া আর স্টলের লোকজনের ভিড়, যারা হেলায় ঐ জনপ্লাবন সামলে দেয়, তাদের কাছে এতো নিছক নস্যি।   


কে বলবে লক ডাউন? চলছে না গাড়িঘোড়া? পৌনে দশটার মধ্যেই চুুঁচুড়ার হাইমাদ্রাসায় জমায়েত হয়ে গিয়েছিল আমার টিম চুঁচুড়া। নাঃ আমি যাইনি। আমি বসেছিলাম অফিসে। জনৈক স্নেহশীল বড়দা বারবার বলছিলেন ফোন করে, ‘তুই একবার যা। গিয়ে দেখ তো, কোন সমস্যা হচ্ছে কি না?’ আমি যাইনি। কারণ, জানতাম আমি গেলেই তৈরী হবে সমস্যা। উথলে উঠবে অভিমানের ঝাঁপি। ওরা জানে, আমি পাশেই আছি, যে কোন সমস্যায় শুধু একটা ফোনের দূরত্ব।  


আমার কাজ শুধু মাথা ঠাণ্ডা রাখা, আর ফোন করে যাওয়া পরপর। লোক জমায়েত হল কি? ভ্যাকসিন এল কি? কি বলছেন আরো ল্যাপটপ লাগবে? ওয়াইফাই লাগবে? এই আশঙ্কাই করেছিলাম, কপালের নাম গোপাল। দিন দুয়েক আগের দমকা ঝড় আর বজ্রপাতে দেহ রেখেছেন আপিসের অর্ধেক কম্প্যুটার আর যাঁরা জীবিত তাঁরা ইন্টারনেট কি বস্তু বুঝতেই পারছেন না। বাধ্য হয়ে তুত্তুরীর ক্লাশ করার জিওফাইটা ব্যাগ বন্দি করে নিয়ে এসেছি। ও রমেশ (এসএলও), এসে নিয়ে যা বাবা। পাসওয়ার্ড কেবল সোমনাথের(সিকেসিও) মোবাইলেই পাঠাব। বড় ভালো ছেলে আমার সোমনাথ। সাঁওতাল বলেই বোধহয় এত ভালো, এমন সাদাসিধে- ‘সোমনাথ দেখো বাবা,ঐ ওয়াইফাই দিয়ে ইস্কুল করে তুত্তুরী, এমন কিছু কেউ খুলো না,যে তুত্তুরী আমায় প্রশ্ন করে, ‘মা এটা কি বস্তু?’ লজ্জায় মাটিতে মিশে যায় সোমনাথ।  


এগারোটা বেজে যায়, রমরমিয়ে শুরু হয়ে যায় শ্রীরামপুর আর আরামবাগের ছুঁচ ফোটানো কর্মসূচী। চুঁচুড়ার কি হল? নির্মল? অরুণ বাবু? চালু করলেন আপনারা? রমেশ আর বর্মন সাহেবের ল্যাপটপ আর তুত্তুরীর ওয়াইফাই নিয়ে প্রস্তুত আমাদের সোমনাথ আর বাদল, বাইরে জমে উঠেছে জনপ্লাবন, কিন্তু পোর্টালের মুখ ভার যে। ঢুকতেই দিচ্ছে না আমাদের। তা হ্যাঁ পোর্টাল, আমাদের ওপরই কেন এত ক্ষোভ বাপু তোর? শুরু হতে হতে সাড়ে বারোটা বাজালি? আর একটা ল্যাপটপ হলে ভালো হত, শুনে মাটিতে মিশে যাই আমি, আমার ল্যাপটপ খানা আনলেই হত, কিন্তু প্রথম কথা তাতে ক্লাশ করছেন কেউ আর দ্বিতীয়তঃ তার কিবোর্ড থেকে B এবং Z অক্ষর দুটি কে জানে কি ভাবে যেন গায়েব হয়ে গেছে। এই নিয়ে প্রতি দিনই চলে দোষারোপ তথা পাল্টা দোষারোপের পালা। যতক্ষণ না তিতিবিরক্ত শৌভিক চিৎকার জোরে, ‘তোরা দুটোই সমান অলম্বুষ। ’ 


বাইরে থেকে ক্রমেই ঢুকে আসছে অন্য মানুষজন, প্রিয়াঙ্কা-সমীর-প্রদীপ-শান্তনু-আশিস সামলাতে সামলাতে বেদম, ‘দাদা আজ এখানে শুধু লেবার দপ্তরের লোকজনেরই ভ্যাকসিনেশন। ছুঁচ তো গোনাগাঁথা। আপনারা বরং সদর হাসপাতাল বা পৌরসভায় চলে যান। ’ তাও আসতে থাকে অনুরোধের ঠেলা, ‘আমি লেবারের লোক না হলেও, আমার মামাতো কাকার পিসেমশাই লেবারে চাকরি করেন। ’ প্রিয়াঙ্কা গম্ভীর মুখে জানায়,লিস্টে নাম নেই।  কখনও বা আসে মৃদু হুমকি, ‘আমি অমুক দাদার লোক।  দাদা বলে দিয়েছেন।’ দাদা দেখালেই এগিয়ে যায় নির্মল, ‘ভাই আমাদের হাতে তো ছুঁচ নেই, ওটা স্বাস্থ্যদপ্তর দেখবে। আপনারা বরং দাদাকে বলুন, ওণাদের জানাতে।’ আবার কখনও বা আসে মরমী অভিমান, ‘আমি লেবারের নই বলে কি আমায় দেবেন না? তাহলে শুধু আপনারাই বাঁচুন। আমার আর বেঁচে থেকে লাভ নেই। ’ এত করুণ-কঠোর বাক্যবাণ হজম করতে পারে না আমার টিম। নির্মল তাকে আদর করে বসায়, ‘ভ্যাকসিন নেবেন তো? একটু বসুন। দেখছি।’ তারপর ফোন করে আমায়, ‘একে ফেরাতে পারব না ম্যাডাম। ’ 


সাড়ে বারোটা বেজে যায়। সকাল সকাল এক কৌটো ঘরে তৈরি আমসত্ত্ব দিয়েছিল সায়নী, টেনশনে তার অর্ধেক সাফ করে ফেলি আমি। উপহার হিসেবে পাওয়া যায় এক কৌটো সূর্য মোদকের পান্তুয়া আগেভাগে সরিয়ে রাখে ধীমান। ‘ম্যাডাম এটা খুলবেন না কিন্তু। এটা তুত্তুরীর জন্য। ’


পৌনে একটা বাজে। পোর্টালের বাঁদরামির জন্য এখনও শুরু হয় না ভ্যাকসিনেশন। আর এক কাপ চা পেলে ভালো হত, কিন্তু কালেক্টরেটের দুই চাওয়ালাকেই জবরদস্তি ভ্যাকসিন দিতে নিয়ে গেছে ধীমান। স্থানীয় স্বাস্থ্য অধিকর্তা আশ্বস্ত করেন, ‘ঘাবড়াচ্ছেন কেন, আধঘন্টায় আপনার লাইন ফাঁকা করে দেবো আমরা।’ তবে পোর্টালের অভিমান তখনও হয় না দূর।  আপাততঃ ম্যানুয়াল এন্ট্রি মারতে থাকে সোমনাথ আর বাদল। দুটোর মধ্যে ময়দান সাফ। হোয়াটস্অ্যাপ ভরে ওঠে টিম চুঁচুড়ার বিখ্যাত, ‘ভি-সেলফি’তে।  মাম্পি এসে দিয়ে যায় এক ব্যাগ চারাগাছ আর নদীর পলিমাটি।  কি নেই তাতে-মানিপ্ল্যান্ট থেকে লতানে পান, সিঙ্গোনিয়ামের ঝাড় থেকে ক্যালাঞ্চো। কারি পাতা থেকে ইংলিশ ক্রিপার আর একগাদা গুঁড়ি গুঁড়ি ফুলের গাছ। সাথে এক বস্তা বালিও বয়ে এনেছে মেয়েটা, অল্প করে ছড়িয়ে দিতে হবে শিশিতে রাখা গাছের জলে। পাগল মেয়েটার জন্যই এই গরমেও আমাদের অফিসে ডানা মেলেছে থোকা থোকা পুদিনা। লতিয়ে বাড়ছে পার্পল হার্ট। খাড়া হয়ে দাঁড়িয়ে আছে কি যেন একটা পাতা বাহার গাছ। এক হাতে গাছ,অন্য হাতে বালি আর বগলে খোন্তা নিয়ে আমার চেম্বারে ঢোকে মেয়েটা। ঢোকার আগে আপিসের গাছগুলোর মাটি খুবলে এসেছে। তিনবার প্রশ্ন করে মেয়েটা, ‘বালি নেবেন না?’ না রে বাবা। এতো গাছ নিয়ে যাবার অপরাধেই হয়তো নির্বাসন দেবে বর আমার-। তারওপর এককলসি বালি কোথায় রাখি? 


গঙ্গাপাড়ের বুড়ো ডাচ কলোনিতে নামে মেঘলা বিকেলের স্নিগ্ধতা । নির্মল জানায়, স্বাস্থ্য দপ্তরের কর্মীবৃন্দ বিদায় নিলেন, এবার আমাদের পোর্টালে এন্ট্রি করা আর মেসেজ পাঠানোর পালা। তাতে লাগবে ঢের সময়। রাত আটটা তো বটেই। জেলাতুতো আধিকারিক বোন আর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মেসেজে ধন্যবাদ জানাই। এতদিন ধরে আমাকে সহ্য করা কি কম বড় কথা! আর বড়দির কাছে জানাই, রাত আটটা বাজবে মনে হচ্ছে। দুটো ল্যাপটপ আর তিনটে মোবাইল মিলিয়ে কাজ করছে আমার টিম তাও-। বড়দি জানেন, মাঝেমধ্যে অমন সুখী সুখী ঘ্যানঘ্যান করি আমি। বড়দি বলেন ,‘সাবধানে থেকো, ছেলেমেয়েগুলো কিছু ভালোমন্দ খাইয়ে দিও। ’ সে তো দেবোই,তবে আজ না। অন্যদিন, যেদিন কাজের অজুহাতে শুধু খেতেই জমায়েত হব সবাই, আজ খাওয়ালে উপভোগ করতে পারবে না কেউ। আজকের জন্য বড়জোর ঘড়ির মোড়ের ব্যানার্জীর দোকানের রুটি তড়কা বা প্রাক্তন বড় সাহেবের প্রিয় নৈশ ভোজ, রুটি আর আলুপোস্ত। তবে তার আগে, একপ্রস্থ ছবি তোলা হবে না, তা আবার হয়? সারাদিনের উত্তেজনায়, গায়েগতরে খাটুনিতে সবার মুখে জমেছে পুরু তেলের আস্তরণ, অবিন্যস্ত কেশবাস- তবে মুখে ঝলকাচ্ছে খুশির দীপ্তি। এই ছবির নাম থাক, ‘বুনো তেউড়ির ফুল।’ 


পুনশ্চঃ নামটা আমার খুড়তুতো ভাই শ্রী অয়ন চট্টোপাধ্যায়ের থেকে ধার নেওয়া। আমাদের বুড়ো চাটুজ্জে বাড়ির এবড়োখেবড়ো আঙিনায় অযতনে ফুটে থাকা থোকা থোকা রঙবেরঙের একরাশ বুনো ফুলের নাম, অয়ন বাবু রেখেছে বুনো তেউড়ির ফুল। এরাও তেমনি আমার বুনো তেউড়ির ফুল। আর এই ডাইরি হল, উপরওয়ালা হিসেবে আমার কৃতজ্ঞতা। প্রায় দুবছর হল ছেড়ে এসেছি ওদের। বদলি হয়ে গেছে অনেকে। ছত্রভঙ্গ হয়ে গেছে অনির টিম চুঁচুড়া। সময়ের ধুলো জমেছে স্মৃতিগুলির ওপরেও। কিছু ভুলেছি আমি, ওরাও গেছে ভুলে। আজ আমি অন্য টিমের অধীশ্বরী, অন্য এক দলের নয়নমণি।সরকারি নির্দেশনামা মোতাবেক আজ আমার কোন অধিকারই নেই সেদিনের সহকর্মীদের ওপর। তবুও বলি, খুব খুব ভালো থেকো আমার বুনো তেউড়ির ফুলেরা। তোমাদের ভালোবাসাই এই চাকরি জীবনের শ্রেষ্ঠ উপহার। বাকিটা তো নিছক চাকরানী গিরি।

অনির ডাইরি ১৭ই জুন,২০২৩

 


#অনিরডাইরি 

যতদিন যাচ্ছে ক্রমেই ইউরোপীয় চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি। ইংরাজির পাশাপাশি মন কেড়ে নিচ্ছে স্প্যানিশ, ফরাসি, ইটালিয়ান শো গুলিও। 


কিছুদিন আগে এমনই একটা রোম্যান্টিক ইতালিয়ান সিরিজ দেখে এমনই চন্দ্রাহত হয়েছিলাম, যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ঐটাই দেখতাম। কিছু দৃশ্য, কিছু সংলাপ, কিছু অভিব্যক্তি। কি সাদামাটা গল্প, অথচ অভিনয়, পরিচালনা আর এডিটিং এর গুণে অনন্য। একেবারে যেন কাঁঠালের আঠা। একবার ইংরেজি ডাবিং এ শুনতাম তো, একবার হিন্দি। ঠিক কি বলতে চাইল অ্যালিচে(নায়িকা) দাভিদেকে(নায়ক)। তারপর শুনতাম ইটালিয়ান ভাষায়,  কেমন করে জবাব দিল দাভিদে, অ্যালিচেকে। 

না ঝাঁ চকচকে টেকনোলজির চমক, না মূল্যবান গাড়িবাড়ি, নাই ডিজাইনার পোশাক পরিচ্ছদ। একেবারে সাদামাটা, সোজাসাপটা জৌলুস বিহীন ঘরোয়া প্রেমের গল্পও যে কি আকর্ষণীয় হতে পারে, শিরশিরে রোমাঞ্চকর হতে পারে, হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। নেশা ধরছিল বুঝলেন মশাই, নেশা। তুত্তুরীরা যাকে বলে ক্রাশ খাওয়া। 


খেলাম ক্রাশ। ফলো করলাম নায়ককে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যাকে বলে ঘড়ি ধরে  রীতিমত স্টক করা। প্রেমের মতোই ক্রাশও চাপা থাকে না বুঝলেন তো। এ পুলক চাপা যায় না। অন্তত Aquarian রা তো পারেই না। "বদনাম হবে জেনেও ভালবেসেছিলাম" থুড়ি ক্রাশ খেয়েছিলাম। টিনএজারদের মত, সোশ্যাল মিডিয়া থেকে নায়কের ছবি ডাউনলোড করে দিতে থাকলাম স্টোরিতে। পাঠাতে লাগলাম শৌভিক, সুকন্যা, সঙ্গীতা, বিদিশাদির মত প্রিয় বান্ধবীদের। দেখ কেমন লাগে।এমন শিরশিরে গোলাপি খোঁয়ারি যে শেষ কবে হয়েছিল। সামান্য ছদ্ম অপরাধবোধ যদিও কমলা ব্লাশ অনের মতন বুলিয়ে নিচ্ছিলাম মুখে। দেড় দশক পুরাণ বাঙালি বধূ, দ্বাদশী কন্যার জননীর বোধ হয় আর ক্রাশ খাওয়া চলে না। তারপর দেবশ্রীদি একদিন অভয় দিল,স্বভাব সিদ্ধ ভালোবাসা আর ধমকের ককটেলে বলল, " দূর ক্রাশ খাবার আবার বয়স আছে নাকি? ক্রাশই তো খাচ্ছ, পেট ভরে খাও।" 


নিষিদ্ধ ফলের মতোই যতদিন নিষিদ্ধ ছিল ক্রাশটা, ততদিনই বোধহয় ছিল তার উত্তেজনা। কিছুদিন বাদে কেমন যেন ফিকে হতে হতে কেটেই গেল সব খোঁয়ারি। ইনস্টা বা ফেসবুকে যে লোকটার হাজার অনুরক্তের একজন আমি ছিলাম,  সে কেবলই কেৎ মেরে ইটালিয়ান ভাষায় ঈশ্বর জানেন কি বলে। এই লোকটা আর যাই হোক আমার ক্রাশ নয়। আমার ক্রাশ তো দাভিদে, ওই চরিত্রটা। আর তাকে অ্যালিচের পাশেই ভালো মানায়।


সিরিজটার মোহও কেমন যেন ধীরে ধীরে কেটে গেল। ব্যস্ত জীবনের ফাঁকফোঁকর গলে যেটুকু সময় বার করতে পারলাম মন দিলাম বই পড়ায়। নিঃসঙ্গ নেটফ্লিক্স বসে বসে কাঁদে, মাসে মাসে ঢাক ঢোল পিটিয়ে টাকা কেটে নেয় আমার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ঐ অবধিই। কিগো হিরাশিনোর ডিটেকটিভ গ্যালিলিও সিরিজের নতুন একটা বই ধরেছি।  নেটফ্লিক্সকে হেব্বি না উঁচু করে কইলাম, আর জ্বালিওনি বাপু। দিনে একটা চ্যাপ্টারের বেশি পড়ারই টাইম পাচ্ছিনি, আর তুমি কইছু বিঞ্জ ওয়াচ করতে। কোন দেশের ক্যাবল বাপু তুমি।


গতকাল রাত্রে তা সত্ত্বেও কিভাবে যেন পদস্খলন ঘটেই গেল। মতি নন্দী বোধহয় একেই হৃদিস্খলন বলে গেছেন। কেলোটা করলাম প্রোমো দেখতে গিয়ে, সংক্ষিপ্ত বিবরণে লেখা ছিল, "space-time rift with unimaginable consequences"। টাইম ট্রাভেল আমার আদি অকৃত্রিম, চিরন্তন এবং নিখাদ ভালোবাসা। তার সাথে যদি মিশে থাকে রহস্য রোমাঞ্চ আর ত্রিকোণ প্রেম তাহলে তো সোনায় সোহাগা।

দক্ষিণ ফ্রান্সের বাঁয়াস্ত (Brest) নগরী। ১৯৯৮ সালের জুলাই মাসের কোন এক প্রাতে, নিদ্রিত কয়েক মাসের শিশু কন্যা আর বরকে বাড়িতে ছেড়ে, দৌড়তে বেরোয় মেঁল্যু। আর ফিরে আসে না। ঘরের পাশের সৈকতে আবিষ্কৃত হয় তার নিথর দেহ। প্রাতঃকালীন শরীরচর্চা করতে গিয়ে, পা ফস্কে পাশের টিলা (cliff) থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে মেঁল্যু এই সিদ্ধান্তে উপনীত হয়ে কেসটা বন্ধ করে দেয় বাঁয়াস্ত পুলিশ। স্ত্রীর মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়ে ল্যুঁডো। যে নিজেও পেশায় একজন পুলিশ অফিসার। 


তারপর কেটে যায় অনেক গুলো বছর। ঠিক ২৭ বছর পর আবার এক জুলাই মাসে,  ঠিক ওই জায়গাতেই আবিষ্কৃত হয় আরেক মহিলার দেহ। ময়না তদন্তে দেখা যায় মৃত মহিলার ফুসফুস ভর্তি জল। জলে ডুবে মৃত্যু বলে আবার হাত গুটিয়ে নিতে চায় বাঁয়াস্তের পুলিশ। ভুলতে পারে না, ছাড়তে পারে না কেবল ল্যুঁডো। আজ তার বয়স ৫২। আজ সে প্রৌঢ়। মুখে বলিরেখা, চোখে চালশে চশমা, চোখের তলায় পুরু কালি। এক মাথা অবিন্যস্ত কাঁচাপাকা চুল। সেদিনের দুর্যোগ আজ অতীত। আজ সে এক সুখী গৃহকোণের অধীশ্বর। মেঁল্যুর মৃত্যুর ১২ বছর পর, নতুন করে আবদ্ধ হয়েছে বিবাহ বন্ধনে। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে পালিয়ে আসা এক আফগানি রমণী পারভানা ভরিয়ে তুলেছে তার জীবন। পারভানা নিজে নার্স, তাকে দেখে অনুপ্রাণিত হয়ে মেঁল্যু আর ল্যুঁডোর কন্যা জুলিয়েট ওরফে জুঁজু আজ ডাক্তার। ঘর আলো করে এসেছে নতুন অতিথি। ছেলে হয়েছে ল্যুঁডো আর পারভানার, সেও প্রায় বছর দশেকের ছোকরা। 

এরই মধ্যে এই হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়ে যায় ল্যুঁডোকে। ফিরিয়ে দেয় যাবতীয় অতীত দুঃস্বপ্ন। অকুস্থলের ছবি, ভিডিও, ড্রোন রেকর্ডিং ইত্যাদি মিলিয়ে এক থ্রিডি ক্রাইম সিন তৈরি করা হয় ইদানিং বাঁয়াস্ত শহরে। যাতে বারবার ঘটনাগুলি দেখতে পারে, শুনতে পারে, যাবতীয় খুঁটিনাটি বিষয় বারবার পর্যবেক্ষণ করতে পারে পুলিশ।  কেস স্পেসিফিক বিশেষ চশমা পরে, VR অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি রুমে ঢুকে কেস স্টাডি করে পুলিশ। নতুন কেসে তেমনি করতে গিয়ে ল্যুঁডো দেখতে পায়  মেঁল্যুকে। 


১৯৯৮ এর মেঁল্যু, কানে সেই পুরাণ হেডফোন। আপন মনে দৌড়াচ্ছে নিরালা সৈকতে, ঠিক যেমন দৌড়ত সেই সকালগুলোয়। হতভম্ব হয়ে যায় ল্যুঁডো। এটা কি করে সম্ভব? মেঁল্যুর কেস ওভারল্যাপ হয় কি করে এই কেসের সাথে? তার থেকেও বড় কথা মেলুর মৃত্যু রহস্য তো সেই বিগত সহস্রাব্দের কেসগুলির মধ্যে পড়ে, যা এখনও ডিজিটাইজ করাই হয়নি। অবহেলায় পড়ে আছে কোন ধুলি মলিন ক্যাবিনেটে। 


ঘটনাটা কাউকে বলতেও পারে না ল্যুঁডো। সমস্ত ব্যাপারটা চোখের বা মনের ভুল কিনা দেখতে,  অফিস ফাঁকা হতেই পুনরায় বিশেষ চশমা পরে ভিআর রুমে ঢোকে লুডো, আবার দেখতে পায় মেঁল্যুকে। এখন আর দৌড়াচ্ছে না মেঁল্যু, বরং চুপ করে বসে আছে সাগরের অসীম জলরাশির দিকে তাকিয়ে। ল্যুঁডো ডাকতেই চমকে ওঠে মেঁল্যু।  চিনতে পারেনা যদিও। ল্যুঁডো হতবাক হয়ে যায়, কোনভাবে দুটো ফাইল ওভারল্যাপ হলেও ওকে দেখতে বা শুনতে পাবার তো কথা নয় মেঁল্যুর।তাহলে কি অন্য কিছু হচ্ছে, কোনভাবে সময়ের আবর্তে কাছাকাছি চলে এসেছে ১৯৯৮ আর ২০২৫ এর দুটো টাইম লাইন, তৈরি হয়েছে কোন "Vortex"। 

প্রথমদিকে ল্যুঁডোর কথায় অবিশ্বাস করে, ভয় পায় মেঁল্যু। ধীরে ধীরে সরে যায় অবিশ্বাসের আস্তরণ। মেঁল্যু জানতে পারে তার আয়ু আর মাত্র কয়েকটা দিন। মেঁল্যুকে নির্দিষ্ট দিনের আগে, কোথাও চলে যেতে বলে ল্যুঁডো। যাতে এড়ানো যায় দুর্ঘটনা। ১৯৯৮ এর মেঁল্যু সেই মতন টিকিটও কেটে ফেলে বাইরে যাওয়ার। কিন্তু তাতে ২০২৫ সালের ফাইলে মেলুর মৃত্যু এগিয়ে আসে দুই দিন। টাইমলাইন নিয়ে খেলা করার পরিনাম কি ভয়ংকর হতে পারে তা প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে পড়ে ল্যুঁডো।


 মেঁল্যুকে বাঁচানোর পাশাপাশি নিজের বর্তমান স্ত্রী পুত্রকে হারানোর ভয়ে শঙ্কিত হয়ে ওঠে ল্যুঁডো।পাছে মেঁল্যু কোনো অপরিণামদর্শী পদক্ষেপ গ্রহণ করে, তাই ল্যুঁডো তাকে খুলে বলে নিজের নতুন জীবন, নতুন পরিবারের কথা। আশ্বস্ত করে মেঁল্যুকে বাঁচাতে জান দিয়ে দেবে ল্যুঁডো, শর্ত একটাই- প্রাণ বেঁচে গেলেও ল্যুঁডোকে ছেড়ে চলে যেতে হবে মেঁল্যুকে। আর সেটাও যেদিন তার মৃত্যু হয়েছিল, ঠিক সেই দিনেই। যাতে অটুট থাকে ল্যুঁডো আর পারভানার সংসার।


একজন স্ত্রী এবং মা হিসেবে কখন যেন একাত্ম হয়ে পড়ি মেঁল্যুর সাথে। তার দুঃখে, তার অসহায়তায়, তার চাপা কান্নায় উপচে যায় আমারও নয়নসরসী। সবার সব অটুট থাকবে, সব হারিয়ে যাবে কেবল মেঁল্যুর? বেঁচে থাকলেও কি আর মরে গেলেও কি? রাগ করতে পারি না  ল্যুঁডো বা পার্ভানার ওপরও। নিরপেক্ষ ভাবে দেখলে দোষ যে ওদেরও নেই।  গল্প এগোয়, গল্পের নিজস্ব গতিতে। শেষ ও হয়ে যায় এক সময়,রেখে যায় কেবল একটা মিষ্টি মনখারাপের অনুভূতি আর ভিজে বালিশটা। ভাগ্যে এমন ক্যাথারসিস রোজ রোজ হয় না।


পুনশ্চঃ- প্রথম সিরিয়ালটির নাম "An Astrological Guide for Broken Hearts" আর দ্বিতীয়টি "VORTEX"। নীচে দাভিদের ছবিটা দিলাম। যদিও ভদ্রলোক আর আমার ক্রাশ নন। আর ওনার আসল নাম হল মিশেল রোজেলিও।

তুত্তুরী উবাচ ১৯ শে জুন, ২০২৩

 

#তুত্তুরীউবাচ 

👧🏻- (Directive Principles of State Policy পড়তে বসে) মা, "Equal Distribution of wealth" বলতে কি বোঝায় গো?

👩🏻- সম্পদের সম বণ্টন। দেশের সম্পদ কেউ যেন কুক্ষিগত করে না রাখে, তাহা যেন দশের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। এই আর কি। 

👧🏻- ও বুঝেছি। তুমি প্রায়ই বলো না, "লেখাপড়া তো করবি না, দাদুকে বরং বল, দুটো গরু কিনে দিতে, চরাবি।" দাদুকে সেদিন সত্যিই বললাম যখন, দাদু বলল, বড়মামা নাকি আগেই বলে রেখেছে,দুটো নয় চারটে গরু কিনতে। দুটো দাদার ( বুল্লু বাবুর) আর দুটো আমার। এটাই তো, "Equal Distribution of wealth"? Equal Distribution of গরু, কি তাই তো? ঠিক বুঝেছি তো মা? 

👩🏻- (দীর্ঘশ্বাস চেপে) হ্যাঁ মা। ঠিক বুঝেছ। গরু চরানোর ব্যাপার যদি তুমি না বোঝ, তো কে বুঝবে মা।