Friday, 2 September 2016

প্রতিশোধ


বিরক্ত লাগছিল অন্তরার। এত সুন্দর জায়গাটা,জনমানব বিবর্জিত ঘন সবুজ প্রকৃতির মাঝে বিশাল ফাঁকা মাঠ, একটু দূরেই বয়ে যাচ্ছে একটা ছোট নদী, তবে খাত যতটা চওড়া, জল তার সিকি ভাগও নেই। হয়তো বর্ষাকালে থাকে, আপাতত এই ডিসেম্বরের শীতে শুকিয়ে এসেছে। বিয়ের পর থেকেই বিগত এক যুগ ধরে অন্তরা আমেদাবাদের স্থায়ী বাসিন্দা। কিন্তু শহরটাকে কোনদিন ভালবাসতে পারেনি। আমেদাবাদের শোরগোল থেকে পালিয়ে এসে এই অপরূপ নির্জনতা ওর শরীরের কোষে কোষে মিশে যেতে চাইছে। কিন্তু নিসর্গকে উপভোগ করবে কি, জামাইবাবু তখন থেকে বকেই চলেছেন। জামাইবাবু আসলে ওর নন্দাই, ওর বর জয়ের বড় দিদির বর। ওনারা দীর্ঘ দিন ধরে, চাইবাসার বাসিন্দা, জামাইবাবু এখানকার সিমেন্ট প্ল্যান্টের বড় ইঞ্জিনিয়ার। সামনের জানুয়ারিতে ওনাদের বিবাহের কুড়ি বছর পূর্ণ হবে, জানুয়ারিতে জয় আসতে পারবে না বলে, দিদির আব্দারে ক্রিসমাসের ছুটিতে ওরা এসেছে আগাম সেলিব্রেট করতে। চাইবাসার অদূরেই জামাইবাবুদের কোম্পানি আর একটা প্ল্যান্ট খুলছে, যার সব দায়িত্ব নাকি জামাইবাবুর ওপর ন্যস্ত হয়েছে। ব্যাপারটা নিয়ে উনি এবং ওনার স্ত্রী অর্থাৎ অন্তরার ননদিনী যৎপরনাস্তি গর্বিত। আজো জামাইবাবু তাঁর শালা এবং শেলেজকে নিয়ে এসেছেন হবু প্ল্যান্টের সাইট পরিদর্শনে। একে তো এত সুন্দর জায়গাটা সিমেন্ট ফ্যাক্টরি হয়ে নষ্ট হয়ে যাবে ভাবতেই অন্তরার রাগ হচ্ছিল, তায় তখন থেকে জামাইবাবু বকবক করেই চলেছে। সিইও ওনার ওপর কতটা খুশি, কেন খুশি, উনি নিজের কাজে কতটা দক্ষ, তাই নিয়ে ওনার সহকর্মীরা কতটা ঈর্ষান্বিত ইত্যাদি ইত্যাদি। জয় আর জয়ের দিদি হাঁ করে শুনছে, দিদির ঘাড়টা পতির গর্বে উঁচু হয়ে আছে।
বিরক্ত হয়ে সরে গেল অন্তরা, মাঠের মাঝে সরু পায়ে চলা লাল পথ ধরে পায়ে পায়ে এগোতে লাগল নদীর দিকে। বেশ খানিকটা এগিয়ে একবার পিছন ফিরে দেখল, ওরা তিনজনে এখনও একই ভাবে মগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, অন্তরার অনুপস্থিতি কেউ খেয়ালই করেনি। ফুসফুস ভরে টাটকা বাতাস টানল অন্তরা, আমেদাবাদের দুষিত বাতাসে ওর দম আটকে আসে, আদতে চন্দননগরের মেয়ে ও, বিয়ে হয়েছিল শোভাবাজারের ছেলে জয়ের সঙ্গে। স্বপ্নেও ভাবেনি কোনদিন কলকাতা ছেড়ে যেতে হবে, অথচ তাই হল, বিয়ের ছয় মাসের মধ্যেই আমেদাবাদের চাকরিটা পেয়ে গেল জয়। এক ধাক্কায় তিনগুণ বেতন বৃদ্ধির আশ্বাস, অন্তরার তীব্র আপত্তি সত্ত্বেও ছাড়তে হল তিলোত্তমাকে। জয় আশ্বস্ত করেছিল, একটা ভালো অফার পেলেই আবার ফিরে আসবে, কিন্তু মনের গহিনে অন্তরা জানত সে আর কোনদিনই হবে না। ভাবতে ভাবতে অনেকদূর চলে এসেছে, দূরে জয় আর ওর দিদি জামাইবাবুকে দেখে ক্ষুদ্র মানবক মনে হচ্ছে। আসে পাশে আর কেউই নেই, শুধু জঙ্গল, মাঠ, নদী, হুহু হাওয়া আর অন্তরা। এটা যেন অন্তরার রাজত্ব। রাণী অন্তরার নির্দেশেই যেন সদ্য সূর্য ডুবেছে, অথচ এখনও নামেনি সন্ধ্যা। রানীর অন্তরার নির্দেশ ভিন্ন একটা পাতাও আজ নড়বে না, ভাবতে ভাবতে আপন মনেই হেসে ফেলল অন্তরা। রাণীর রাজত্বে এক ক্ষুদ্র প্রজার আগমন ঘটেছে, একটু দূরে নদীর পাড়ে একটি মুসলমানদের বউ। পরনে জংলা প্রিন্টের ছাপা শাড়ি, আঁচলটা হিজাবের মত মাথায় জড়ানো। একটি বাছুরকে গলার দড়ি ধরে টেনে নিয়ে আসছে। ঝুপ ঝুপ করে সন্ধ্যা নামছে, অন্তরা আপনমনে হাঁটতে হাঁটতে চলেছে নদীর দিকে আর উল্টো দিক থেকে বউটা দুষ্টু বাছুরটাকে টেনে নিয়ে আসছে, দুজনে মুখোমুখি হয়েও পাশ কাটিয়ে চলে গেল। অন্তরার হঠাৎ মনে হল, বউটি ওর পাশ দিয়ে যাবার সময় পরিষ্কার বাংলায় বলল, “কেউ কথা রাখে না।চমকে উঠে অন্তরা জিজ্ঞেস করল, “আমায় কিছু বলছেন?” বউটি খানিকটা এগিয়ে গিয়েছিল, ওর ডাকে পিছন ফিরে তাকাল, এক সম্পূর্ণ অচেনা মেয়ের মুখ, আচমকা অন্তরার চোখের সামনে বদলে গেল মুখটা, এ কে? এ তো অনু। অনুরাধা, অন্তরার স্কুলের সহপাঠী। কিন্তু অনু তো আজ বারো বছর আগে মৃত। মুহূর্তের মধ্যে অনুর ফর্সা দুর্গা প্রতিমার মত মুখটা অন্তরার চোখের সামনে পুড়তে লাগল। পুড়ে ঝলসে গেল অনু, মুখের চামড়া গুলো পুড়ে গুটিয়ে যেতে লাগল। দুর্গা প্রতিমার মত কপালের ওপর পড়ে থাকা ঘন কোঁকরা চুল পুড়ে পুড়ে উঠে গেল। কি বীভৎস লাগছে অনুকে। অন্তরা চিৎকার করতে গেল, “অনু পালা। অনু তুই পুড়ে যাচ্ছিস। কে আছ? বাঁচাও।একটা শব্দও উচ্চারণ করতে পারল না। ধকধক করে জ্বলছে অনুর দুটো চোখ। জ্ঞান হারালো অন্তরা।
নামেই ফিস্ট, আসলে মোচ্ছব। ডোমজুড়ের কাছে, বিশাল ফার্ম হাউসে সারা দিন ব্যাপী খানা-পিনা সাথে নাচা-গানা। দেবী অর্থাৎ দেবিকার ভালোই লাগে এই পার্টি গুলো, ফোকটে দামি মাল খাওয়া যায় কোম্পানির পয়সায়। তবে আজো কেন জানি না দু পেগ হুইস্কি খেয়ে আর খেতে ইচ্ছে করল না, বরং একটা বিড়ির জন্য প্রাণটা হাঁকপাঁক করতে লাগল। এত দামি ফার্ম হাউসে বিড়ি খাওয়াটা নেহাৎ বাঁদরামো, চাইলে সিগারেট ধার করাই যায়, যে কোন সহকর্মীর থেকে। কিন্তু সিগারেট খেতে একদম ইচ্ছা করছে না, বিড়িই চাই। চুপচাপ পার্টি ছেড়ে বেরিয়ে এল দেবী, ঘড়ির কাঁটা বলছে সবে পৌনে পাঁচটা, কিন্তু ডিসেম্বর মাস তাই এখনই বেশ সন্ধ্যা ঘনিয়ে আসছে। ক্লাবের বাইরেটা বেশ ফাঁকা, হাইরোডের ধারেই একদম। হাইরোডের ওপাশে বিশাল ফাঁকা চাষের জমি। এখন অবশ্য ফাঁকা। ক্লাবের গেটের একটু দূরেই একটা ছোট্ট দোকান। এক বৃদ্ধ মুসলমান ভদ্রলোক একাই বসে আছেন, খরিদ্দার বিশেষ কেউই নেই। বুড়ো চাচার থেকে গোটা পাঁচেক বিড়ি কিনে, আয়েস করে একটা ধরালও দেবী। মনের আনন্দে কখন যে হাইরোড টপকে ও পাশের খোলা মাঠে চলে গেছে খেয়াল করেনি। হঠাৎ দেখে, দূরে এক স্থানীয় মুসলিম মহিলা একটা বাছুরকে গলার দড়ি ধরে টানতে টানতে আনছে।
রাত আটটা বাজে, কলকাতাতে হয়তো বড়দিনের সময় রাত আটটা এমন কিছুই সময় নয়, কিন্তু চাইবাসাতে যেন মধ্যরাত। অন্তরার ননদের বাড়িটা সাবেকি বাংলো প্যাটার্নের দোতলা বাড়ি, লাল রঙ, বাইরে চতুর্দিকে অনেকটা করে কেয়ারী করা বাগান, বাগানকে ঘিরে উঁচু পাঁচিল, পারিপার্শ্বিক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে বাড়িটাকে। দোতলার দক্ষিণপূর্ব কোনের ঘরটাই ছেড়ে দেওয়া হয়েছে জয় আর অন্তরাকে। ওদের ছেলে পুপাই তার পিসতুতো দাদার সাথে শুচ্ছে। জয় এতক্ষণ অন্তরাকে আগলে রেখেছিল, সদ্য নীচে গেল বউ এর জন্য গরম সুপ আর কড়কড়ে টোস্ট আনতে। জয় নেমে যেতেই অন্তরা উঠে নিজের ফোনটাকে সুইচ অন করল। কাউকে কিছু বলেনি অন্তরা, জয়কেও না। বললে হয় হাসবে, নয়তো ওকে পাগল ঠাওরাবে। আজ যা দেখেছে তা শুধু একজনের সাথেই শেয়ার করা যায়। জ্ঞান হওয়া ইস্তক অন্তরা সুযোগ খুজছিল, একটু নিরালা চাই ওর।
সেই বিকাল থেকে পাগল পাগল লাগছে দেবীর, অসভ্যের মত পার্টি ছেড়ে চলে এসেছে, ন্যূনতম বিদায় জানিয়ে আসার সৌজন্যটুকুও ও দেখায়নি। দেখানো সম্ভব ছিল না। মাতালের মত টলতে টলতে ফ্ল্যাটে ঢুকে অবধি অন্তত পঞ্চাশ বার ফোন করেছে, মালটাকে। এত বড় হারামজাদা, ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছে। হোয়াটস অ্যাপে খিস্তির বন্যা বইয়ে দিয়েছে, কিন্তু একটা মেসেজও ডেলিভার হয়নি। আজ দেবী যা প্রত্যক্ষ করেছে, তা ও শুধু একজনের সাথেই শেয়ার করতে পারে।
বিগত দু-আড়াই ঘণ্টায়, দু প্যাকেট সিগারেট ফুঁকেছে দেবী, আর পাড়া যাচ্ছে না। ফ্ল্যাটে এক ফোঁটাও মদ নেই, কিন্তু এমতবস্থায় মদ না গিললে আজ ও চোখ বন্ধ করতে পারবে না। হাফ প্যান্টের ওপর টি- শার্টটা গলিয়ে বেরোতে যাবে, ফোনটা বেজে উঠল। কোথায় ছিলি রে মালটা? ফোন বন্ধ করে কি ইয়ে করছিলি?” খিঁচিয়ে উঠল দেবী। ও পাশ থেকে অন্তরার ক্লান্ত আওয়াজ ভেসে উঠল, “ দেবী আমি আজ অজ্ঞান হয়ে গিয়েছিলাম জানিস।দেবী ব্যঙ্গের সুরে বলল, “ তা বেশ করেছ মামণি। তা আবার সুখবর তো?” অন্তরা কিছু বলতে যাবে, তার আগেই দেবী বলে উঠল, “ শোন, আমার সাথে আজ কি হয়েছে-। সবে দেবী শুরু করেছে, “একটা মুসলমানদের বউ একটা-। ক্লান্তি ঝেড়ে ফেলে অন্তরা উত্তেজিত হয়ে বলে উঠল, “তুইও দেখেছিস? তুইও দেখেছিস!দেবী গলার আওয়াজ সপ্তমে উঠে গেছে, হাঁপাতে, হাঁপাতে চিৎকার করল, “তুইও? অন্তু? অনুকে দেখেছিস? ওঃ কি বীভৎস লাগছিল ওকে। কে বলবে আমাদের অনু অত সুন্দরী ছিল। তো মনে আছে, ওর দেহটা যখন শেষবারের মত পিজি থেকে ওদের বাড়ি আনা হল।অন্তরা মন্ত্রমুগ্ধের মত বলল, “ কোনদিন ভুলব না। শুধু চোখ বাদে গোটা মুখ ভয়াবহ ভাবে পোড়া, মাথার চুলের জায়গায় লাল লাল পোড়া পোড়া মাংস। গলার চামড়া পুড়ে থুতনির সাথে আটকে গেছে।দেবী বলল, “তুই তো কেঁদেই যাচ্ছিলি। আমার প্রচন্ড রাগ হচ্ছিল। মনে হচ্ছিল কোথাও যদি ঐ শুয়োরের বাচ্ছাটাকে পাই, ল্যাম্প পোস্টে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেব। হারামি-।অন্তরা বলল, “তোর মনে আছে দেবী, অনুকে শেষ বারের মত ওদের উঠোনে শোয়ানো হল। কাকিমা ওর মৃতদেহের পায়ের কাছে বসে ডুকরে ডুকরে কাঁদছিলেন। কাকু রোয়াকে বসে অবাক চোখে তাকিয়েছিলেন। তখন শ্রাবণ মাস। হঠাৎ বৃষ্টি এল। সবাই ব্যস্ত হয়ে বলল, ‘এই বডিটাকে ভেতরে নিয়ে যাও, বডি ভিজছে, বডির যা অবস্থা একে আর পোড়ানো যাবে না।কাকু উদাস স্বরে বললেন, ‘থাক। ভিজুক। বড় জ্বলেছে আমার মেয়েটা। বড় কষ্ট পেয়েছিস না মাম? দেখ এবার ঠাণ্ডা লাগবে।দেবী গলা ঝেড়ে বলল, ‘ হু। তুই, আমি আর কাকু ছাড়া কেউ ভেজেনি। সেদিন আমার প্রচণ্ড রাগ হচ্ছিল কাকিমার ওপর, মেয়েটা বারবার বলত, ‘মা আমি আর শ্বশুর বাড়ি যাব না। ওরা আমায় বড্ড কষ্ট দেয়।কাকিমা কোনদিনের জন্য ওর কথাকে সিরিয়াসলি নেয়নি। বললেই বলত, ‘ওঃ রকম কত হয়। মানিয়ে নিতে শেখ।মানাতে মানতে মরেই গেল মেয়েটা।দীর্ঘক্ষণ দুজনেই নীরব রইল, তারপর দেবী বলল, “ কিন্তু মরার বারো বছর পর কেন বলতে এল কেউ কথা রাখে না’ ? কি চায়? একা লাগছে নাকি? মরেও আমাদের ছাড়তে চাইছে না? নিয়ে যাবে ভাবছে নাকি বে?” অন্তরা আনমনা হয়ে বলল, “জানি না রে। আমিও ভাবছি। কি চায় ও? কি কথা রাখিনি? আমরা কি ওকে কোন কথা দিয়েছিলাম?”
সেদিন রাতে অন্তরার চোখে কিছুতেই ঘুম আসছিল না। অনুরাধা, অন্তরা আর দেবিকা ছিল তিন অভিন্ন হৃদয় বন্ধু। তিনজনেই চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী ছিল। অন্তরা আর দেবিকা বরাবরই ব্যাক বেঞ্চার। পড়াশোনায় কোনদিনই ওদের খুব একটা মনোযোগ ছিল না। ফলে রেজাল্টও হত অতিসাধারণ, তাই নিয়ে দুজনের কেউই ভাবিত ছিল না। কিন্তু অনুরাধা, ছিল অতি সিরিয়াস টাইপ। গাঁতিয়ে পড়ত, কিন্তু পরীক্ষার ফলাফল বেরোলে দেখা যেত, অন্তরা-দেবিকার সমান সমান এমনকি মাঝে মাঝে দু এক নম্বর কমই পেত। অনুর মা ছিলেন খুব কড়া ধাতের মহিলা, মাকে অনু যমের মত ভয় পেত। ক্লাশ টেন অবধি ওর মা ওকে স্কুলে দিতে এবং আনতে যেতেন। বিকাল বেলায় অন্তরা আর দেবিকা যেত অনুর বাড়ি খেলতে, কারণ ওদের বাড়ির মেয়েরা নাকি রাস্তায় বা মাঠে দৌড়োদৌড়ি করে খেলে না। অনুদের বিশাল সাবেকি বাড়ি, পাশেই গঙ্গা, ওদের ছাতে ওরা তিনজন খেলা করত। তাও কাকিমা পাঁচবার বাহানা করে এসে দেখে যেতেন। মাধ্যমিক পাশ করার পর অনুরাধার পারিবারিক অনুশাসন একটু ঢিলে হল। অন্তরা আর দেবিকার সাথে স্কুল জাওয়া-আসার অনুমতি পেল অনুরাধা।
সেই সময়ের কথা ভাবতে ভাবতে অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি এল অন্তরার। দেবী বলেছিল, “ শোন, আমরা মাধ্যমিক পাশ করে গেছি। হাঁ কারো রেজাল্টই পাড়াপ্রতিবেশীকে মিষ্টি খাওয়ানোর মত হয়নি বটে, তাওপাশ তো করেছি। উই শুড সেলিব্রেট। চল সিগারেট খাই।গঙ্গার ধারে পদ্মনাভ বাবুদের একটা ভাঙা বাড়ি ছিল, লোকে বলত হানা বাড়ি, সেই বাড়ির প্রায় ধসে পড়া শান বাঁধানো ঘাটটা হয়ে দাঁড়ালো ওদের ঠেক। দেবীই এক পাড়াতুতো দাদার কাছ থেকে চেয়ে এনেছিল তিনটে সিগারেট। উফ প্রথম দিন সিগারেটে টান মেরে তিনজনেরই সে কি কাশি। আর সিগারেট ফুরিয়ে যাবার পর, সে কি আতঙ্ক। বাড়িতে মারা যদি গন্ধ পায়, উদোম কেলাবে। গন্ধ মারতে লেবু পাতা ছাগলের মত কচকচ করে চিবিয়ে খেয়েছিল ওরা। আর বাড়ি গিয়েই সোজা চান ঘরে সেদিয়েছিল।
সে তো একরকম হল, উচ্চ মাধ্যমিক পাশের পর, দেবী বলল, “এত দিনে আমরা সাবালক হলাম। আমাদের সবার নাম ভোটার লিস্টে উঠে গেছে, প্লাস আমরা উচ্চ মাধ্যমিকও উৎরে গেছি। ডবল ধামাকা। এটা সিগারেট বিড়ি দিয়ে সেলিব্রেট করা যায় না। চল মাল খাই।মাল তো খাবে, কিন্তু পাবে কোথায়? এতো আর দু তিনটাকার সিগারেট বিড়ি নয়, যে বাবার প্যাকেট থেকে ঝাড়বে। বা কোন ছেলে বন্ধুকে দিয়ে কেনাবে। শেষে দেবী বলল, “দাঁড়া আমাদের পাড়ার গাবুদাকে বলে দেখি। গাবুদা ডাকসাইটে মাতাল। ওর বাপ ঠাকুরদাও বিখ্যাত মাতাল ছিল। ওদের বাড়িতে নির্ঘাত দু এক বোতল থাকবে, একটা ওষুধের শিশি নিয়ে গিয়ে বলব, গাবু দা একটু দাও বস। যদি পঞ্চাশ একশ টাকা চায় আমরা ভাগ করে দিয়ে দেব। কি বলিস?”
পরের দিন মুখ তেঁতো করে ওদের ঠেকে এল দেবিকা। শালা। রাম ড্যামনা রে গাবু।অন্তরা আর অনুরাধা একত্রে বলে উঠল, “কেন দেবে না?” অনুরাধা ঢোঁক গিলে বলল, “এই বাড়িতে বলে টলে দেবার ভয় দেখায়নি তো? আমার মা মাইরি আমায় কেটে ছাইগাদায় পুঁতে দেবে।দেবী বিরক্ত হয়ে বলল, “ ধুর। সেসব না। ও বলেছে ও আমাদের এক ভিটামিনের শিশি ভর্তি হুইস্কি দেবে, কিন্তুকিন্তু কি? কত টাকা চাইছে? কুড়ি তিরিশের বেশি দিতে পারব না, ভাই।অন্তরা শঙ্কিত হয়ে বলে উঠল। দেবী হেসে বলল, “ না ও বিনা পয়সায়ই দেবে। তবে। অনু রেগে চিৎকার করে উঠল, “বল না, সাসপেন্স অনেক হয়েছে, তবে কি চায়?” দেবী মুচকি হেসে বলল, “একটা চুমু।” “কিঃ?” সমস্বরে চেঁচিয়ে উঠল অনু আর অন্তু। কাকে?” দেবী চোখ মটকে তাকাল অনুরাধার দিকে। অন্তরা হাসতে হাসতে মাটিতে বসে পড়ল, আর অনুরাধা? তীব্র ক্রোধে মুখ লাল হয়ে গেল প্রথমে, পরক্ষণেই দুচোখ ভরে গেল জলে। এক বোতল মদের জন্য? তোরা? তোরা একটা পেঁচো মাতালকে আমায় অ্যাবিউজ করতে দিবি? সেক্সুয়াল অ্যাবিউজ?” শেষের দিকে গলার আওয়াজটা ফিসফিসানির পর্যায়ে চলে গেল। অনুরাধা খুব রেগে গেলে তাই হত। ও চেঁচাতে পারত না। অন্তু হেসেই যাচ্ছে, দেবী ঘাবড়ে গিয়ে বলল, “ লেহ। সেক্সুয়াল অ্যাবিউজ কাকে বলে জানেই না মামণি, বড় বড় কেতাবি কথা বলছে। চেয়েছে তো একটা চুমু? গালে দিস না?” অনু রেগে ঠেক ছেড়ে বেরিয়ে যেতে গেল। অন্তু তড়াক করে লাফিয়ে উঠে ওকে ধরল, “ দাঁড়া না। একে তো মাল পাওয়া যাবে নির্ঝঞ্ঝাটে, তায় ফ্রি। এই দেবী আমি রাজি আছি চুমু দিতে।” “ আমি রাজি আছি চুমু দিতেভেঙিয়ে বলল দেবিকা। যেন আমি বলিনি ওকে। ও তোকে চায় না। আরে সেরকম হলে তো আমিই দিয়ে দিতাম। ল্যাঠা চুকে যেত।অন্তরা চোখ বড় বড় করে বলল, “ আমায় চায় না? কেন বে?” দেবী রহস্যময় হেসে বলল, “ তুই রোগা। তাই।” “কিঃ! তোরা আমায় মোটাও বললি?” হাউমাউ করে বাচ্ছাদের মত কাঁদতে লাগল অনুরাধা। সবাই বলে আমি মোটা। আমি নাকি বেশি খাই। আমি নাকি কুঁড়ে। অলস। তোরাও? তোরা আমার প্রানের বন্ধু। তোরাও আমায় আজ তাই বললি?” দেবী আর অন্তু খানিকক্ষণ হতভম্বের মত দাঁড়িয়ে থাকল, তারপর তীব্র ক্রোধে ফেটে পড়ল, দেবী, “আব্বে তোকে কখন মোটা বললাম বে? তুই ইয়ে কি যেন বলে ভলাপচুয়াস। তাই ঐ পেঁচো মাতালটার তোকে পছন্দ। তোর ইচ্ছে না থাকলে দেখি কোন শালা তোকে চুমু খায়।পরম নির্ভরতায়ে অনু জিজ্ঞেস করল , “ সত্যি বলছিস তো? গ্রাজুয়েশনের পর হয়তো তোদের পানু দেখতে ইচ্ছে হল, তখন কারো কাছে ক্যাসেট চাইতে গেলি, সে বদলে আমায় চাইল- তখন?” অন্তরা হাসতে হাসতে বলল, “উফ কি ইমাজিনেশন মাইরি!কিন্তু দেবী সিরিয়াস হয়ে বলল, “তাকে কেটেই ফেলব।” “ কথা দিচ্ছিস তো? অন্তু তুই ও তো?” “একদম।অন্তু আর দেবী অনুর হাত ধরে ছদ্ম গাম্ভীর্যের সাথে বলতে লাগল, “আমরা সজ্ঞানে প্রতিজ্ঞা করছি যে কোন শালা যদি তোর ইয়ে তাহলে আমরা তাকে ছাড়ব না।” “গা ছুঁয়ে বললি কিন্তু। কথা রাখবি তো? আমার সাথে কেউ অন্যায় করলে তোরা প্লিজ তাকে যোগ্য জবাব দিস।হাসতে হাসতে বলল অনুরাধা। দম আটকে ছটফটিয়ে ঘুম টা ভেঙে গেল অন্তরার। চাইবাসার ঐ প্রবল ঠাণ্ডায় দরদর করে ঘামছে। জয় ওকে জড়িয়ে ঘুমোচ্ছে, বেড সাইড টেবিলে রাখা ঘড়ি বলছে, সময় রাত দেড়টা। আসতে আসতে জয়ের হাতটা নামিয়ে পাশে টেবিল থেকে মোবাইলটা টেনে নিয়ে সুইচ অন করল, ও জানত মেসেজ আসবে। মিনিট খানেকের মধ্যেই দেবীর মেসেজ ঢুকল, “ কথা আমরা দিয়েছিলাম।
বারো বছর আগে, নিহত বান্ধবীর হত্যার প্রতিশোধ নিতে হবে। এ ক্ষেত্রে প্রতিশোধ মানে কি? খুন? খুন করবে কে? অন্তরা আর দেবিকা? মধ্য তিরিশের দুজন নিতান্ত সাধারণ মেয়ে, যারা জীবনে মশা আর আরশোলা ছাড়া আর কিছুই মারেনি। যারা ক্যারাটে বা জুডোর মত মার্শাল আর্টের অ আ ক খ পর্যন্ত জানে না। আর খুন করবে কাকে? অনুরাধার বরকে ওরা শেষ দেখেছিল অনুর বউভাতের দিন, প্রায় পনেরো বছর আগে। লোকটার নামটুকুও আজ আর মনে নেই। ওদের শুধু এটুকুই মনে আছে যে অনুর শ্বশুরবাড়ি ছিল কোন্নগর। মানতে কষ্ট হলেও অনুর ছিল নিছকই ভালোবাসার বিয়ে। ওরা তখন কলেজে পড়ে, কলেজ এক হলেও তিনজনের সাবজেক্ট ছিল আলাদা। তবুও ওরা চেষ্টা করত, একসাথে কলেজ যাওয়াআসা করার। চন্দননগর থেকে কলেজ স্ট্রিট অনেকটা রাস্তা। থার্ড ইয়ারে উঠে বিচ্ছিন্ন হয়ে গেল দেবী। তখন পাস কোর্স ছিল দুবছরের মাত্র। অন্তরা আর অনুরাধারও সেই ঘনিষ্ঠতা রইল কই? পড়ার চাপে ছত্রভঙ্গ হয়ে গেল ওদের বন্ধুত্ব। কার কখন ক্লাশ, কে কখন আসে, কখন ফেরে তালগোল পাকিয়ে গেল ওদের জীবন। তখন তো আর মোবাইল ছিল না। আর সোশ্যাল মিডিয়াও বহুদূর।
সেদিন কলেজে কোন একটা ফেস্ট ছিল, ক্লাশ-টাস তেমন কিছু হল না দেখে অন্তরা গিয়ে হামলা করল অনুরাধার ডিপার্টমেন্টে। অনুর ডিপার্টমেন্টে গিয়ে অনুকে তো খুঁজে পেলই না, উল্টে অনুর এক বান্ধবী তির্যক হেসে জানাল, যে অনু আজ কলেজ কেটে অ্যাপোকরতে গেছে। অনু গেছে ডেট করতে? কার সাথে? অনুর পক্ষে প্রেম করা অসম্ভব। ওর মা যা কড়া, মায়ের ভয়ে বিগত তিন বছরে অনু নিজের ক্লাশের পুরুষ সহপাঠীদের সাথে বার্তালাপ পর্যন্ত করেনি। মাথা নিচু করে কলেজে ঢোকে, মাথা নিচু করে কলেজ ছাড়ে অনু। তাহলে?
ব্যাপারটা ভালো ঠেকেনি অন্তরার। দেবী যদিও হেসে উড়িয়ে দিয়েছে। লজ্জা পাচ্ছে মালটা। বুঝলি না। ছেড়ে দে, ও নিজে থেকেই সব বলবে।সত্যি অনু বলেছিল, ততদিনে ওর বিয়ের দিন স্থির হয়ে গেছে। পাকা দেখার জন্য নিমন্ত্রণ করতে হেসে করুণ ভাবে বলেছিল, “দাদার বিয়েতে দেখা, বৌদিদের কি রকম লতায় পাতায় আত্মীয় হয়। পালটি ঘর। মায়েরও আপত্তি নেই।অন্তরা ওকে তখনও ক্ষমা করতে পারেনি, তাই তির্যক হেসে বলেছিল, “তা বিয়েটা মা ঠিক করল? না তুই?” অনু লজ্জায় লাল হয়ে বলেছিল, “ আমারই পছন্দ। মাকে বলেই দিয়েছিলাম, ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। বাবার অবশ্য একটু আপত্তি ছিল। বয়সটা একটু বেশিই, আর দেখতেও তেমন ভালো নয়। কিন্তু আমার সুন্দর দেখতে ছেলের দরকার নেই অন্তু। আমার এমন কাউকে প্রয়োজন, যে আমার রূপে মুগ্ধ হবে। আমায় ভালবাসবে, যত্নে রাখবে।
অনুর বিয়ের দিন ওর বরকে দেখে হতবাক হয়ে গিয়েছিল অন্তু আর দেবী। বয়স অন্তত ত্রিশ তো বটেই, বেশিই হবে হয়তো। অনুর থেকে কমপক্ষে দশ বছরের বড় হবে, আর ততোধিক কুৎসিত। ওরা কেউই বর্ণ বিদ্বেষী নয়, তবে অনুর দুধে আলতা রঙের পাশে বড় বেশি কালো লাগছিল। আর ততোধিক গম্ভীর, প্যাঁচার মত মুখ করে অনুর পাশে বসেছিল, যেন কতই না বিরক্ত হয়েছে। তবে শেষ বিচারে রূপে কি বা আসে যায়? অনু যে প্রচণ্ড খুশি তা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। পূর্ণিমার চাঁদের মত ঝকঝক করছিল অনুরাধা। সেই চাঁদে যে এত শীঘ্র গ্রহণ লাগবে তা ওরা ভাবতেও পারেনি।
বিয়ের পর খুব কমই বাপের বাড়ি এসেছে অনুরাধা। তবু যখনই এসেছে, শত ব্যস্ততার মাঝেও ছুটে গেছে অন্তু আর দেবী। প্রত্যেকবারই অনুকে দেখে মনে হয়েছে ও ভাল নেই। চেহারার সেই ঔজ্জ্বল্য নেই, চোখের তলায় গাড় কালিমা। ওরা গেলে অনু ওদের সাথে একটু নিরালায় কথা বলার জন্য ছটফট করত, কিন্তু অনুর মা গ্যাঁট হয়ে বসে থাকত, ওদের সামনে। পাছে শ্বশুর বাড়ির কোন বদনাম করে বসে অনু। ওরা কোন প্রশ্ন করলে কাকিমাই তার জবাব দিত, অনু মুখ খুলেও বন্ধ করে নিত। যেমন ওরা যদি জানতে চাইত, “ অনু কেমন আছিস?” অনু বলার আগেই কাকিমা লাফ দিয়ে বলতেন, “খুব ভালো আছে। জামাই কত ভালবাসে, শ্বশুর শাশুড়ি তো মাথায় করে রাখে, ওদের কোন মেয়ে নেই কি না।যদি জানতে চাইত, “অনু তোর চোখের নীচে এত কালি পড়ল কি করে?” কাকিমা আগ বাড়িয়ে বলতেন, “ রাতে ঘুমোতে পায় কি? দাঁড়া তোদের বিয়ে হোক-।তবুও এরই ফাঁকে, সুযোগ পেয়ে অনু একবার বলেই ফেলেছিল, “ওরা খুব রাগী। বিয়ের পর সব কাজের লোক ছাড়িয়ে দিয়েছে। সব আমাকে দিয়ে-। কাকিমা মুখ ঝামটে বলেছিল, “নিজের সংসারে খাটবি না? বাইরের লোকের কাছে ঘরের নিন্দা করছিস? তোর ওপর ওনারা রেগে যাবেন না?”
এই অবধি ঘটনা অন্তু দেবী দুজনেই জানে। কিন্তু দেবী জানে না যে, মারা যাবার সপ্তাহখানেক আগে অনু লুকিয়ে অন্তরার সাথে দেখা করতে এসেছিল। দেখা করতে নয়, আসলে এক কাপড়ে পালিয়ে এসেছিল অনুরাধা। অন্তুর হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল, ওকে একটু আশ্রয় দেবার জন্য। অন্তরার বিয়ে হতে তখন আর মাত্র দুমাস বাকি। বিয়ের যোগাড় যন্ত্র, নিমন্ত্রণ জোরকদমে চলছে। এর মাঝে কি করে অনুরাধাকে থাকতে দিত ও। অনু কাতর ভাবে বলেছিল, “প্লিজ অন্তু আমার কোথাও যাবার জায়গা নেই। মা আমাকে জোর করে শ্বশুর বাড়ি পাঠিয়েই ছাড়বে। আর ও বাড়িতে ফিরলে এ বার আমি আর বাঁচব না রে।অন্তরা ওকে কিছুতেই বোঝাতে পারছিল না, যে বাড়িটা ওর নয়, ওর বাবার, আর অনুরাধাদের পরিবার এ তল্লাটের বেশ প্রতিপত্তিশালী পরিবার, ওদের সাথে বিরোধ অন্তরার বাবার কখনই কাম্য নয়। অন্তরা বিরক্ত হয়ে বলেছিল, “তুই নিজের বাড়ি ফিরে যা। কাকিমাকে বোঝা। আমাদের বাড়িতে তোকে থাকতে দিলে, তোদের বাড়ির লোকেরা বলে বেড়াবে, যে আমরা তোর সংসার ভেঙেছি। আর তাছাড়া তুই কতদিন থাকবি এভাবে? কে তোর দায়িত্ব বহন করবে? একটা চাকরি বাকরি থাকলেও কথা ছিল-।প্রতিবাদ বা ঝগড়া করায় অনু কোনদিনই দক্ষ ছিল না। মাথা নিচু করে চলে গিয়েছিল, শুধু যাবার আগে, সজল চোখে বলেছিল, “একটা চাকরি খুঁজতে হবে বল?”
অনুরাধা মারা যাবার পর দীর্ঘদিন অনুর সেই সজল চোখ, আর মাথা নিচু করে চলে যাওয়া অন্তরাকে চাবুক মারত। লজ্জায় কোনদিন দেবীকে বলতে পারেনি। আজ বলল, আজ বড়দিন, চাইবাসার ননদের বাড়িতে বিশাল পার্টি। দেবীর অফিসেও পার্টি ছিল, কিন্তু আপাতত ওদের দুজনেরই পার্টি করার মানসিকতা নেই। দেবী অফিস থেকে ফিরে ফোন করেছিল, অন্তরাও নিজের ফোনটা নিয়ে ছাতে চলে এসেছে। কনকনে ঠাণ্ডা হাওয়া দিচ্ছে, আজ বোধহয় অমাবস্যা, চাঁদ নেই, কুচকুচে কালো আকাশ। দেবীকে কথাটা বলতে বলতে হুহু করে কেঁদে ফেলল অন্তরা, “বুঝতে পারিনি। বিশ্বাস কর, যদি জানতাম-। দেবীর গম্ভীর গলা ভেসে এল, “কাঁদিস না। ও আমার কাছেও এসেছিল। অনেক রাত, সবে বাড়ি ঢুকেছি, দেখি মালটা বসে আছে। হাতে একতাড়া কাগজ। সব সার্টিফিকেট নিয়ে এসেছে। আমায় বলল, “দেবী আমায় একটা চাকরি খুঁজে দিবি রে?” অনেক বোঝালাম ঐ ভাবে হুট করে চাকরি হয় না, আর নামে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, আসলে করি তো দোকানে দোকানে ঘুরে ওষুধ বিক্রি। ঐ কাজ ঐ মামণি করতে পারত? আর ওকে কোনমুখে আমার বাড়ি থাকতে দিতাম বল? ওদের ফ্যামিলির সাথে বৈরিতা কে করবে? আর আমাদের নিজেদেরই তখন কি অবস্থা, বাবা হেপো রুগি, মার কেমোথেরাপি চলছে, এত কিছু সামলে সংসার চালাতে হিমশিম খাচ্ছি আমি। তিনজনেরই পেট চলে না, আবার শঙ্করা কে ডাকি আর কি? পরে যতবার ভেবেছি নিজেকে লাথি মারতে ইচ্ছা হয়েছে। ভয়ে তোকে বলিনি, যদি তুই আমায় ঘেন্না করিস-।
অন্তরা গলা ঝেড়ে বলল, “ যাক। খুন তো করতেই হবে। শোন এবার থেকে আমরা নিজেদের ফোন থেকে একে অপরকে এই ব্যাপারে কোন ফোন বা মেসেজ করব না। তুই চাঁদনী থেকে একটা পুরনো ফোন কিনে আমায় পাঠাস। আমি একটা তোকে পাঠাব। ফোনগুলো বন্ধই রাখব আমরা, দিনের একটা নির্দিষ্ট সময়ে, কোন জনবহুল জায়গায়, যেটা আমাদের বাড়ি বা অফিসের কাছাকাছি নয় অবশ্যই। যেমন ধর্মতলা বা তোদের করুণাময়ী। সেখানে সুইচ অন করে, শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলা হবে।
দেবী গা ঝাড়া দিয়ে সহর্ষে বলল, “উরিঃ শালা। কত ভেবেছিস মাইরি। তা মামণি সিম কার্ডটার কথা ভেবেছ? সিম নিতে গেলে ডকুমেন্ট লাগে-লাগে নাঅন্তু সহজ স্বরে বলল। দেখবি কাজের মেয়েরা এক ধরণের সিম ব্যবহার করে, পাঁচ- দশ- পচিশ টাকায় কেনে ওরা। কিছুদিন ব্যবহার করে ফেলে দেয় বা বন্ধ হয়ে যায়। এমনকি ফোনে যারা ফ্রড করে তারাও ঐ রকম সিম ব্যবহার করে। ঐ রকম সিম একটা জোগাড় কর। আমিও করছি। অনুর জন্যদৃঢ় ভাবে কথাটা শেষ করল অন্তু। দেবীও ততোধিক দৃঢ়তার সঙ্গে বলে উঠল, “অনুর জন্য!
টিংআওয়াজটায় ঘুমটা ভেঙে গেল প্রণয়ের। মেসজ এসেছে। হোয়াটস অ্যাপ নয়, পাতি এস এম এস। নির্ঘাত কোন প্রমোশনাল মেসেজ, আজকাল কে আর এস এম এস করে। দেখব না দেখব না করেও খুলেই ফেলল ইনবক্সটা। রিমঝিম গিরে শাওন।বুকটা ধড়াস করে উঠল প্রণয়ের। অজানা নম্বর। কে হতে পারে? যদি ধরে নেওয়া যায় এটা কোন মেয়েই পাঠিয়েছে, তাহলে কোন বাঙালি মেয়ে হলে নির্ঘাত রবি ঠাকুরের কোন লাইন পাঠাত। তবে কি? পর্দা সরানো কাঁচের জানলার ওপারে মন কেমন করা আবহাওয়া। সারা রাত বৃষ্টি হয়েছে। এখনও আকাশ কালো, ঘন সবুজ গাছের পাতাগুলো বেয়ে টুপটাপ করে ঝরে পড়ছে মুক্তোর মত জলবিন্দু। এমন দিনে প্রণয়ের কান্না পায়। বৃষ্টি মেঘার খুব প্রিয় ছিল। প্যাচপ্যাচে কাদা, জমা জল কোন কিছুকেই পাত্তা দিত না মেঘা, বৃষ্টি পড়লে ওর ভেজা চাই। বিশেষ করে এরকম মেঘলা সকালে পাগল হয়ে যেত মেঘা। মেঘা আদতে পাঞ্জাবি মেয়ে, বাগুইআটির এক ডান্স বারে ওকে প্রথম দেখে প্রণয়। প্রণয়ের জীবনে তখন ঝড় বয়ে যাচ্ছে, পাগল পাগল লাগত এক একটা সময়। অ্যান্টিডিপ্রেসান্ট খেয়ে খেয়ে ফুলে যাচ্ছিল, তখনই ওর কোন সহকর্মী একদিন ওকে অফিস ফেরতা নিয়ে গিয়েছিল ঐ ডান্স বারে। সেদিন মেঘাকে দেখে বিশেষ কিছুই মনে হয়নি, বেশ লম্বা, ক্ষীণ কটি, গুরু নিতম্ব, গমের মত রঙ, কাটা কাটা মুখশ্রী। কিন্তু সে তো নাকি নর্তকীদেরও তাই। বারে ওর নাম ছিল পায়েল।
বেশ কিছু দিন বাদে আবার দেখা, এবার মল রোডে, একটা গলির মধ্যে। সেদিনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বর্ষাতিতেও মানছিল না, তাই বাইকটা রাস্তার ধারে দাঁড় করিয়ে, একটা দোকানের নীচে গিয়ে দাঁড়িয়েছিল প্রণয়। ওর পাশেই দাঁড়িয়েছিল মেঘা, একটা চন্দন রঙের শিফনের সালোয়ার কামিজ পরা, খোলা লম্বা তামাটে চুলে মুক্তো কনার মত অসংখ্য জলরাশি। হাত বাড়িয়ে বৃষ্টির জল ধরার চেষ্টা করছিল মেঘা, কি যে অপরূপ দেখাচ্ছিল ওকে। নিজের অজান্তেই হাঁ করে দেখছিল প্রণয়, তারপর মেঘার ঘুরে ওর দিকে তাকানো, মিষ্টি করে হাসা, সারা জীবনেও ভুলবে না প্রণয়। আর ভাবতে চাইল না, ভাবলেই কান্না পায়। কে যে নিয়ম বানিয়েছে, যে ছেলেরা কাঁদতে পারবে না। ছেলেরা বুঝি মানুষ নয়, তাদের বুঝি ব্যথা, বেদনা, অনুভূতি কিছুই নেই। আজ বছর ঘুরতে চলল, মেঘা ওকে ছেড়ে চলে গেছে, প্রণয় আজো ভুলতে পারেনি ওকে। সারাদিন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল একটাই কথা, কে পাঠালো মেসেজটা। সাহস করে ঘুরিয়ে ফোন করতে পারেনি প্রণয়। যদি মেঘা না হয়, তাহলে চূড়ান্ত আশাহত হবে। আর যদি হয়--- তাহলে কি হবে ভাবতেও বুক কাঁপে প্রণয়ের।
দুদিন কিছুই হল না, তৃতীয় দিন আবার মেসেজ, “ ক্যায়সে মুঝে তুম মিল গ্যায়ে?” বুকটা আবার ধড়াস করে উঠল, ফোন করতে গিয়েও করল না প্রণয়। এরপর আরও দুটো তিনটে মেসেজ এল কয়েক দিনের মধ্যে, আজকাল মনটা ফুরফুরে থাকে প্রণয়ের। থেকে থেকেই ফোনটা চেক করে। এর মধ্যে একদিন ঘুরিয়ে ঐ নম্বরটায় ফোন করেছিল প্রণয়, ফোনটা সুইচড অফ। মনের মধ্যে নানা কল্পনার জাল বোনে প্রণয়। একদিন মেসেজ পাঠালো মে আই নো, হু ইজ দিস?” দিন দুয়েক পরে জবাব এল, “ সামওয়ান হু রিয়েলি কেয়ারস ফর ইউ।কে রে বাবা? ওর জন্য কে কেয়ার করে, ভাবতে বেশ হাসিই পেল প্রণয়ের। এক সপ্তাহ কোন মেসেজ এল না, তারপর আবার একটা মেসেজ এল, “ লুকিঞ সো গুড। ব্লু সুটস ইউ।চমকে উঠল প্রণয়। সত্যি নীল পরেছে আজ ও। সমুদ্র নীল রঙের শার্ট, মেঘার পছন্দ করা। তারমানে যে এই মেসজ পাঠায়, সে ওর আসেপাশেই আছে। সঙ্গে সঙ্গে মনটা দমে গেল, মেঘা তো কলকাতায় নেই। কোথায় আছে কেউ জানে না। ওর পরিচিত বন্ধু বান্ধব যে দু একজন ছিল, তারা কেউই বলতে পারেনি। তবে সাম্প্রতিক কালে বম্বের একজন টেকনিশিয়ানের সঙ্গে ওর দোস্তি হয়েছিল। সে ওকে বম্বের টিভি সিরিয়ালে সুযোগ দেবার কথাও বলেছিল। তাই মাঝে মাঝেই প্রণয়ের মনে হয়, হয়তো তার সাথে বম্বেই আছে মেঘা।
এইভাবে আর কতদিন চলে, অবশেষে একদিন ঘুম থেকে উঠে প্রণয় মেসেজ করেই বসল, “মেঘা?” বেলা সাড়ে নটায় ডং করে মেসেজ এল, “ হু দা ফাক ইজ মেঘা?” মনের গভীরে প্রণয় বোধহয় মেনেই নিয়েছিল, তাই খুব একটা আশাহত হল না। জবাব দিল, “মেঘা আমার স্ত্রী।আজ বছর ঘুরতে চলল, সে আমায় ছেড়ে চলে গেছে।জবাব এল, “কিন্তু কেন? তোমার মত স্বামীকে কি করে ত্যাগ করতে পারল? ফরগেট হার, ও তোমার যোগ্যই ছিল না। গিভ মি আ চান্স জানু, আইল মেক ইউ সো হ্যাপি। আই লাভ ইউ সো মাচ।এরপর আর পরিচিত হতে সময় লাগেনি। মেয়েটির নাম আয়েশা। অবাঙালী খানদানি মুসলিম পরিবারের মেয়ে। খুব গোঁড়া ওর পরিবার। না জানি কোন যুগে মধ্যপ্রাচ্য থেকে এদেশে এসেছিল ওর কোন পূর্বপুরুষ, আজ অবধি ওরা সেই রক্তের শুদ্ধতা বজায় রেখে চলেছে। নিজেদের ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যেই ওরা বিয়ে শাদি করে। ওদের নাকি দেখলেই বোঝা যায়, যে খাঁটি আর্য রক্ত বইছে ওদের ধমনীতে। ফলপট্টিতে বিশাল কারবার ওর বাবার, পোষা গুন্ডাও আছে, আয়েশার সাথে ওরই এক তুতো দাদার বিয়ে ঠিক হয়ে আছে। সেই দাদা ডাক্তার, আপাতত কাতারে থাকে, আয়েশা এখনও কলেজে পড়ে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেই ওর বিয়ে হয়ে যাবে। আয়েশা এখানে থাকে না, কোন পাহাড়ি এলাকার মিশনারি কলেজে পড়ে, খুব কড়া নজরে রাখা হয় ওকে সর্বক্ষণ। তারই ফাঁকে সুযোগ পেলেই লুকিয়ে প্রণয়কে ফোন আর মেসেজ করে আয়েশা। কিন্তু প্রণয়ের ফোন করা কঠোর ভাবে নিষেধ।
এইভাবে ফোনে শুকনো প্রেম আর কতদিন চলে, আর ওরা ঠিক করেছে এবার দেখা করবেই। সৌভাগ্যক্রমে এবার ইদ পড়েছে বড়দিনের দিন দুয়েক পরেই। ইদের দিন বিশাল দাওয়াত দেয় আয়েশার বাবা। আগের দিন সারারাত ধরে তার তোড়জোড় চলে, পরদিন ভোর থেকেই আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করে। ঠিক হল, আয়েশা নৈশাহার সমাপ্ত করে, মাথা ধরার বাহানা করে জলদি শুতে যাবে। তারপর রাত সাড়ে দশটা এগারটা নাগাদ, লুকিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে আসবে প্রণয়দের আবাসনে। একত্রে বেশ কিছুক্ষণ কাটিয়ে আবার ভোর হবার আগেই ফিরে যাবে। প্রণয়ই ছেড়ে আসবে ওকে। প্রণয় ওকে আনতেও চেয়েছিল, কিন্তু আয়েশা রাজি হয়নি। আয়েশার আব্দার রাখতে চটজলদি বাবা-মাকে দেওঘর পাঠিয়ে দিয়েছে প্রণয়, যাতে ইদের আগের রাতটা সত্যি চাঁদরাতহতে পারে।
রাত এগারোটা বাজে, প্রণয়দের ঝিনচ্যাক হাউসিঙ ঘুমে ঢুলছে, প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে এবার, ঘন থকথকে কুয়াশা ধীরে ধীরে গ্রাস করছে কলকাতাকে। সেই সাড়ে দশটা থেকে বিশাল পার্কটায় একা বসে আছে প্রণয়।চারদিকে সুদৃশ্য বিল্ডিংরাজি আর মাঝখানে এই সুসজ্জিত পার্ক। পার্কে কোন আলো নেই, পার্কের চতুর্দিকের রাস্তার আলো কুয়াশা ভেদ করে যেটুকু ঢুকছে, তাতে আরও গাছমছমে রহস্যময় লাগছে পার্কটাকে। দুবার ফোন করেছে, আয়েশার ফোন যথারীতি বন্ধ। পার্কের বেঞ্চে আর বসা যাচ্ছে না, ঠাণ্ডায় আঙুলের ডগা গুলো অসাড় হয়ে যাবে এবার, উঠে যাবে কিনা ভাবছে যখন হঠাৎ উল্টো দিকের ঘন গোলাপ ঝাড়টা ঠেলে একটা মেয়ে প্রবেশ করল। বুকটা ধক করে উঠল প্রণয়ের। এল তাহলে। আধো অন্ধকারে মনে হল, মাঝারি উচ্চতা, একটু ভারি গড়ন, পরনে একটা কালো রঙের ট্রাক প্যান্ট আর কালো হুডেড জ্যাকেট। লাল ও হতে পারে, অন্ধকারে কালোই মনে হচ্ছিল। হুডটা অনেকটা টানা, মুখ প্রায় দেখাই যাচ্ছে না। প্রণয় সাহস করে জিজ্ঞেস করতে পারছে না, মেয়েটিই এগিয়ে এল, দাঁতে দাঁত চেপে অবাঙালী উচ্চারণে বলল, “ প্রণয়? আই গেস। প্রণয় মাথা নেড়ে এগিয়ে গেল, হঠাৎ মেয়েটা নাক চেপে পিছিয়ে গেল, “ ইইউ। ইউ স্টিঙ্ক। ইয়াক।অস্বীকার করতে পারল না প্রণয়, সন্ধ্যে থেকে এই অভিসারের উত্তেজনা একা একা সইতে পারছিল না, তাই উত্তেজনা কমাতে ছোট করে দুপাত্র মদ্য পান করে এসেছে। ভাগ্যিস করেছিল, নাহলে এই ঠাণ্ডায় জমে আইসক্রিম হয়ে যেত। আত্মপক্ষ সমর্থনে প্রণয় কিছু বলতে যাবে, তার আগেই মেয়েটি নিজের পকেট থেকে একটা পারফিউমের শিশি বড় করে, প্রণয়ের গায়ে ছিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে কাটা কলাগাছের মত ধপ করে পড়ে গেল প্রণয়। দূরের গোলাপ ঝাড় থেকে নিঃশব্দে ছুটে এল কালো শাল মোড়া আর একজন।
দুমাস কেটে গেছে, প্রাথমিক উত্তেজনা কেটে গিয়ে রীতিমত হতাশ লাগে আজকাল ওদের। এই দুমাসে ওরা অনুরাধার বরের নাম বা ঠিকানা কিছুই জোগাড় করতে পারেনি। রোজ নানা পরিকল্পনা করে দেবিকা, আর অন্তরা শোনা মাত্র তা নাকচ করে দেয়। যেমন দেবী হয়তো বলল অনুর মাকেই জিজ্ঞাসা করি না ওর বরের নাম ঠিকানা?” “অনুর মাকেই জিজ্ঞাসা করি নাভেংচে উঠল অন্তরা, “যাতে মালটা টেঁসে যাওয়া মাত্রই পুলিশ আমাদের বাড়ি এসে কড়া নাড়ে? এত বছর হল অনু চলে গেছে, কতবার গেছিস ওদের বাড়ি? আর আজ এক যুগ পরে গিয়ে কি শুধাবি? কাকিমা অনুর বরের নাম ঠিকানাটা দাও তো, মালটাকে ভোগে পাঠাব?” দেবী বিরক্ত হয়ে শেষে একদিন বলল, “এবার তো দেখছি অনুকেই ডাকতে হয়, আর একবার আয় রে মালটা, পেত্নী কাহিকা। তোর বরের নাম-ঠিকানা কিছুই জানি না, তাকে খুন করব কি করে?” “শশশশশহিসিয়ে উঠল অন্তরা, “ডু নট ইউজ দ্যাট ওয়ার্ড।দেবী জিভ কাটল, একটু গোপনীয়তার জন্য কি পাঁপড়ই না বেলছে দুজনে, পুরানো সস্তার ফোন, দুনম্বরী সিম কার্ড, তাও সারাদিন বন্ধ রাখে ওরা। নির্দিষ্ট দিন এবং ক্ষণে বাড়ি তথা অফিস থেকে বেশ দূরের কোন জনবহুল এলাকা থেকে একে অপরকে ফোন করে ওরা, তাও কিয়ৎ ক্ষণের জন্য মাত্র। অন্তরা খানিকক্ষণ নীরব থেকে বলল, “আমি আজকাল রোজই অনুকে স্বপ্নে দেখি জানিস।” “তাই?” সহর্ষে বলল দেবী, “কি দেখিস? ভাল করে ভাব, হয়তো কিছু বলতে চায় ও।আমেদাবাদের ইস্কন মেগা মলে উয়িন্ডো শপিং করতে করতে অন্তরা আনমনে বলল, “না তেমন কিছু নয়। রোজই স্বপ্নে ও আমাদের বাড়ি আসে। আমরা প্রচুর গল্প করি। সেই কলেজের অনুরাধা।” “কি নিয়ে গল্প করিস? কোথায় যাস? বাড়ির কোন বিশেষ জায়গায়?” দেবী উত্তেজিত হয়ে বলল। কোথাও নয়। আমার ঘরে-বলে থমকে গেল অন্তরা, “এই মনে পড়েছে, রোজ আমি বিছানায় বসি আর ও আমার ঘরে রাখা লোহার সিন্দুকটার ওপর বসে। আলতো করে হাত বোলায় ওর গায়ে। সেই লাল লোহার সিন্দুকটা, তোর মনে আছে?” দেবী মুখ ভেটকে বলল, “সেই লোহার ট্রাঙ্কটা? যাতে তুই গল্পের বই আর কাঁচের চুড়ির বাক্স রাখতিস? কিন্তু ভূত তো শুনেছি লোহাকে ভয় পায়? পেত্নিটা কি মাইরি। অন্তরা সিরিয়াস হয়ে বলল, “দেবী তোকে একবার আমাদের বাড়ি যেতে হবে। আমার ঘরে আজকাল আমার ভাইঝি শোয়, কিন্তু ঐ ট্রাঙ্কটার চাবি মা ওকে দেয়নি। ওতে নির্ঘাত কিছু আছে। শোন তুই আমার আসল নম্বরে হোয়াটস অ্যাপ কর যে আমার বাংলা গড ফাদারটা তোর চাই।” “সেই লীলা রায়ের অনুবাদটা? ওটা তো আমার কাছেই আছে। তোর থেকে ঝেড়েছিলাম।জিভ কেটে বলল দেবী। অন্তরা পাত্তা না দিয়ে বলল, “জানি। তাই জন্যই বলছি। আমি মেসেজ করব, বইটা সম্ভবত ট্রাঙ্কে আছে।
শুধু একটা বাংলা গড ফাদারের জন্য চন্দননগর যাওয়াটা আদৌ যুক্তি গ্রাহ্য নয় বলেই, দেবিকা নিজের অসুস্থ ছোটকাকাকে দেখার বাহানা করে ফিরে গেল নিজেদের পুরানো শহরে। সেই চন্দননগর, সেই গঙ্গার ধার, অচেনা হয়ে আসা চেনা চেনা পথঘাট, বুড়ো হয়ে যাওয়া পরিচিত লোকজন, মন খারাপ হয়ে গেল দেবিকার। ওরা ছিল ত্রয়ী, আর আজ কোথায় অনুরাধা, কোথায়ই বা অন্তরা। কাকাকে দেখে, অন্তরার নির্দেশ মত গিয়ে হাজির হল ওদের বাড়ি। অন্তুর মা ওকে দেখে খুশি হলেও অন্তরার বৌদি আদপেই হল না। একাধিক বার চাওয়া সত্ত্বেও অন্তরার ঘরের আলমারি বুককেসের চাবি ওর মা কাছছাড়া করেননি, অথচ অন্তরার বন্ধু এসে চাইতেই এক কথায় দিয়ে দিলেন, ব্যাপারটা বৌদির আদৌ মনঃপূত হয়নি। ঠায় দাঁড়িয়ে রইল দেবিকার পিছনে, কি নিয়ে যেতে এসেছে দেখার জন্য। দেবী বিরক্ত হয়ে মেসেজ পাঠাল, “ তোর বৌদি একটা স্যাম্পল মাইরি। আমার পিছনে চিটকে গেছে।অন্তরা তৎক্ষণাৎ জবাব দিল, “ডোন্ট অরি ডার্লিং। একটা আরশোলা বেরোলেই বৌদি পালাবে, ট্রাস্ট মি, ট্রাঙ্কে এক ডজন আরশোলা পাবি।
অন্তরার ভবিষ্যতবাণী যথার্থ প্রমাণ করে আরশোলা দেখা মাত্র বৌদি মূর্ছা পেয়ে পালালেন, দেবিকা একা একাই তন্নতন্ন করে খুঁজতে লাগল ট্রাঙ্ক, একগাদা লাল হয়ে যাওয়া গল্পের বই, ডাইরি, কবিতার খাতা, গাদা গাদা কাঁচের চুড়ির বাক্স, ঘাঁটতে ঘাঁটতে চমকে উঠল, ট্রাঙ্কের একদম তলায়, একরাশ আরশোলার নাদির মাঝে পরে আছে একটা প্রায় বিবর্ণ লাল খাম, যার এককোণে হলুদের ফোটাটা আজো অম্লান, আর এককোণে লেখা শুভবিবাহ।
অনুরাধার বিয়ের কার্ড থেকে পাওয়া ঠিকানায় আজ এসেছে দেবিকা, পরনে খাদির সালোয়ার কামিজ, ওড়নাও নিয়েছে। সেই স্কুল ছাড়ার পর থেকে কোনদিন সালোয়ার পড়েনি দেবিকা, ওর পরিচিতরা ওকে দেখলে চিনবে কি না সন্দেহ, কিন্তু অন্তরার হুকুম। তাই চোখে কালো চশমা পরে, ওড়নাটা হিজাবের মত মাথায় জড়িয়েছে। আজকাল রোদ থেকে বাঁচতে অনেকেই এভাবে ওড়না নেয়। বেশ জনবহুল বাজার এলাকা, যদিও গলি, অনুরাধার শ্বশুর বাড়ির কোণাকুণি উল্টো দিকে একটা পানের দোকান, সেখানে গিয়ে, নেকু সুরে জিজ্ঞেস করল, “আচ্ছা দাদা, ২২/B কোন বাড়িটা?” পানওয়ালা অন্যমনস্ক ভাবে একটা বড় হলুদ বাড়ি দেখাল। বাড়িটা দেবী আগেই দেখে রেখেছে। ওর চাই খবর, অনুর বরের হাল হকিকৎ। পরিতোষ মল্লিক এখানেই থাকেন তো?” পানওয়ালা একটু ভেবে বলল, “এখানে মল্লিক বাড়ি তো একটাই। তবে পরিতোষ-। দেবিকা ঢোঁক গিলে দুখু দুখু স্বরে বলল, “আসলে আমার বাবার বন্ধু, বাবার খুব অসুখ তো তাই বন্ধুকে দেখতে চায়।বলেই জিভ কাটল দেবী, বড্ড জলো হয়ে গেল কি? পানওয়ালা যদিও বিশ্বাস করে নিল, “ পরিতোষ বলে তো কেউ আছে কি? দাঁড়ান দেখছি
সে আবার পাশের মনিহারি দোকানে জিজ্ঞেস করল, দোকানি ঘাড় নেড়ে বলল, “পরিতোষ হল ও বাড়ির সেজ কর্তা। তারা তো বহুদিন হল চলে গেছে, নিজেদের অংশ বেচে দিয়ে।মুহূর্তের জন্য দেবীর মনে হল, ধরণী দ্বিধা হও। ভদ্রলোক বোধহয়, কালো চশমা আর হিজাবের মত জড়ানো ওড়না ভেদ করে পড়তে পারলেন ওর মনের ভাষা, তাই আশ্বস্ত করার ভঙ্গীতে বললেন, “ সেজদা বসত বাড়ি বেচে কলকাতায় চলে গেছেন গো। তবে ব্যবসার অংশ বেচেছেন কি না জানি না। বড় বাজারে ওনাদের বিশাল চুড়ির আড়ত, কাঁচের চুড়ির। ওনাদের মায়ের নামেই দোকান, ক্যানিং স্ট্রিটে খুঁজলেই পাবে।” “কি নাম যদি বলেনদেবী হর্ষ চেপে জিজ্ঞাসা করল, লোকটি হেসে বলল, “ওদের বাড়ির যা নাম স্বর্ণময়ী স্টোরস।
স্বর্ণময়ী ষ্টোরস? ক্যানিং স্ট্রীট?” অন্তরা চিন্তান্বিত হয়ে বলল। হুঁ। দেখি অফিস থেকে একদিন টুক করে ঘুরে আসববলল দেবিকা। ক্ষ্যামা দে মা। তুই যাবি চুড়ির দোকানে, কি করতে চুড়ি কিনতে? তোর ঐ ছেলেদের মত বাটি ছাঁট চুল, ফেডেড জিন্স আর সেমি ফর্মাল শার্ট দেখে কোন ছাগলে বিশ্বাস করবে? কানে হাতে গলায় আঙুলে কোথাও কোনদিন কিছু পড়লি না, আর আজ যাবি কাঁচের চুড়ি কিনতে।বিরক্ত হয়ে বলল অন্তরা। তাছাড়া ক্যানিং স্ট্রিটের আড়ত বললি, ওরা আদৌ পাইকারি বিক্রেতা কি না আগে দেখতে হবে। তুই বরং এমনি লোকেশনটা দেখে আয়, আর পাইকারি বিক্রেতা কি না দেখে আয়। কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করতে যাস না।” “বেশ! তাহলে কে যাবে মামনি? তুমি আসবে নাকি জিজ্ঞাসাবাদ করতে?” বিদ্রূপের সুরে বলে উঠল দেবিকা। হ্যাঁ। আসব। মার্চ মাসে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলেই কয়েকদিনের জন্য-। আসতে আমাকে হবেই।
মার্চ মাস, দোল গেছে কিছুদিন হল, আপাতত মার্কেট একটু ডাউন, তাই নিয়ে অবশ্য বড় বাজার আদৌ ভাবিত নয়, কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে চৈত্র সেল আর পিলপিল করে খরিদ্দার এসে হাজির হবে। দুপুর তিনটে বাজছে, রোদের আজ বেশ তাত, স্বর্ণময়ী স্টোর এই মুহূর্তে বেশ ফাঁকা। বহুদিনের পুরানো কর্মী ভূদেব বাবু তাই আপাতত চুড়ি দেখানোর সাথে সাথে খোশ গল্প জুড়েছেন খরিদ্দারের সাথে। একটি অল্প বয়সী মেয়ে, পরনে মামুলী সুতির সালোয়ার কামিজ, ভূদেব বাবু ভেবেছিলেন হয়তো কাপড় মিলিয়ে এক দু ডজন চুড়ি কিনবে, কিন্তু মেয়েটি অনেক কিনল। সত্যি কথা বলতে কি ভূদেব বাবু যা যা দেখিয়েছেন কোনটাই মেয়েটি না করতে পারেনি। খরিদ্দারকে এক নজর দেখলেই উনি বুঝে যান, কার কি পছন্দ। বিকিকিনি হয়ে যাবার পরও মেয়েটি উঠল না, হাঁ করে দোকানটা দেখতে দেখতে বলল, ‘ ছোট থেকে এই দোকানের চুড়ি কিনছি জানেন। এটা পরিতোষ কাকুদের দোকান তো, জানেন, উনি বাবার সাথে স্কুলে পড়তেন।ভূদেব বাবু স্বস্নেহে বললেন, “তাই নাকি? সেজ কর্তার বন্ধু নাকি?” মেয়েটি সলজ্জ ভাবে হেসে বলল, “ কেমন আছেন কাকু? আজকাল আর আসেন না দোকানে?” ভূদেব বাবু হেসে বললেন, “ বহুদিন আসেন না। ওনার শেয়ার উনি বাকি তিন ভাইকে বেচে দিয়েছেন।দৃশ্যত আশাহত হয়ে মেয়েটি বলল, ‘ এ বাবা! কেন?” পরক্ষণেই গলা নামিয়ে ষড়যন্ত্র করার ভঙ্গীতে বলল, “ওনাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তাই জন্য কি?” ভূদেব বাবু মাথা নেড়ে বললেন, “ হ্যাঁ সেই ওনার পুত্রবধূর আত্মহত্যাটা তো? সে সব তো কবেই চুকেবুকে গেছে। মেয়েটির প্রাক্তন প্রেমিকের সাথে আশনাই ছিল, সুইসাইড নোট পাওয়া গিয়েছিল তো। আদালত বেকসুর খালাস করে দেয় ওর ছেলে কে।মেয়েটি স্বস্তির নিশ্বাস ফেলে বলল, “যাক বাবা। বে-ক-সু-র খা-লা-স। ভূদেব বাবু উৎসাহিত হয়ে বললেন, “ওনার ছেলে তো আবার বিয়েও করেছে, তাও বেশ অনেক বছরই হল। সেজ বাবু তো কোন্নগরের বাড়িও বেচে দিয়েছেন, এখন ছেলে বউয়ের সাথে থাকেন।” “বাঃ। আসলে ঐ ঘটনার পরই আমরা বিলাসপুর চলে যাই। তারপর তো ওখানেই বিয়েশাদি করে সেটল হলাম, ওনাদের খবর আর নেওয়া হয়নি। বাবা কিছুদিন যোগাযোগ রেখেছিল, তারপর যা হয় আর কি। তা কাকু ওনার কোন ফোন নম্বর পাব আপনার কাছে?” ভূদেব বাবু মাথা নাড়লেন।
যাঃ শালা। কিছুই জানতে পারলি না?” সিগারেটের ধোঁয়া দিয়ে রিং ছাড়তে ছাড়তে বলল দেবী। পুরানো ঠেকে বসেছে দুজনে, সেই গঙ্গার ধার, সেই পদ্মনাভ বাবুদের ভাঙা হানা বাড়ি, এত বছরেও বিক্রি করতে পারেনি ওরা, বা করেনি হয়তো। ভাঙা ঘাটের সিঁড়িতে বসে আনমনে গঙ্গার দিকে তাকিয়ে মাথা নাড়ল অন্তরা। তারপর হঠাৎ ঘুরে বলল, “ আচ্ছা অনু সত্যি সুইসাইড করেনি তো?” “মানে?” সিগারেটটা ছুঁড়ে ফেলে খাড়া হয়ে বসল দেবী। কি বলতে চাইছিস?” অন্তরা অন্যমনস্ক হয়ে বলল, “ সত্যি যদি পুরানো প্রেম-।দেবী সিরিয়াস হয়ে বলল, “ স্বয়ং অনু এসেও যদি স্বীকার করে আমি মানব না। অ-নু আর বিবাহ বহির্ভূত প্রেম? আরে গাড়ল ওরা তো ওসব বলবেই। শোন তোর মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, তুই ফিরে যা। আই উইল অ্যাভেঞ্জ হার এলোন। কোন শালা কে দরকার নেই।অন্তরা শ্বাস ছেড়ে বলল, “গাড়লের মত কথা বলিস না। অনু যতটা তোর ততোটাই আমার। আমি শুধু ভাবছিলাম, যে সত্যি আমরা অনুকে দেখলাম, নাকি সবটাই আমাদের মনের ভুল? তুই তো শালা মাল খেয়ে কি দেখতে কি দেখলি, কিন্তু আমি কি দেখলাম? মাঝে মাঝে সন্দেহ হয়, একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে আমরা দেবী রেগে চলে যাচ্ছিল, অন্তু দৌড়ে গিয়ে ধরল, “আসল কথাটা না শুনে চলে যাস না, বাবুসোনা মিত্র এন্ড ব্রায়ানে চাকরি করে।” “ কে বাবুসোনা? মাথাটা গেছে তোর।বিজ্ঞের মত হেসে অন্তরা বলল, “ বাবুসোনা হল শ্রী প্রিয়ব্রত মল্লিক, পরিতোষ মল্লিকের একমাত্র পুত্র।” “গ্রেট গুরু। ফাটিয়ে দিয়েছ মাইরি। মিত্র এন্ড ব্রায়ান চাটারড অ্যাকাউন্ট? মিশন রো এ অফিস, আমার এক বন্ধু ডালিয়া ওখানে চাকরি করে। উফ! এতদিনে মনে হচ্ছে একটু এগোনো গেল।অন্তরা চিবিয়ে চিবিয়ে বলল, “ শোন একটা কথা বলি, প্রিয়ব্রত মালটা আবার বিয়ে করেছে, হয়তো বাচ্ছা কাচ্ছাও আছে। এমতবস্থায় ওকে কিছু করলে ওর বউ বাচ্ছা কিন্তু তার ফল ভোগ করবে।” “ফুঃ যুদ্ধে কিছু নিরীহ মানুষও মরে অন্তু।” “না, ওভাবে আমরা দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। যদি ওর বউ বাচ্ছা থাকে তাহলে কিন্তু কথা শেষ করতে পারল না অন্তু, দেবী হাত তুলে বলে উঠল, “অলরাইট ভেরি গুড। যদি ওর বউ বাচ্ছা থাকে তুই কিছু করিস না, আমি মেরে হারামজাদার হাত-পা ভেঙে দেব।
যত সহজে এগবে ভেবেছিল ওরা, তা হল না। ডালিয়ার অফিসে কোন প্রিয়ব্রত মল্লিক কাজ করে না। শুধু এই খবরটুকুর জন্য দেবী আজ ডালিয়ার বাড়ি এসেছে, সাথে ৪০০/৫০০ টাকার উপহার এনেছে ডালিয়ার কয়েক মাসের ছেলের জন্য। ডালিয়া প্রায় আসতে বলত, দেবী জানত কোনদিনই যাবে না, কিন্তু অনুর জন্যআজ ছুটির দিন ঘুম বাতিল করে ওকে ঠেঙিয়ে আসতে হয়েছে সোদপুর। অন্তু বারবার নিষেধ করে দিয়েছে, তড়িঘড়ি যেন না করে। প্রায় ঘণ্টা খানেক ধরে দন্ত বিকশিত করে ডালিয়ার বাচ্ছার গপ্প শুনেছে, অবশেষে সুযোগ বুঝে যেই প্রশ্ন করেছে, ডালিয়া তো আকাশ থেকে পড়ল। দেবী কিছুক্ষণ হতাশ হয়ে বসে রইল, তারপর মাথায় একটা আইডিয়া এল, “ এই নামটা আমি ভুলও বলতে পারি জানিস। বাবুসোনাদার ভালো নাম অন্য কিছু ও হতে পারে জানিস। আমাদের ওদিককারই ছেলে, সেদিন দেখা হল বলল, মিত্র এন্ড ব্রায়ানেই আছে। আচ্ছা পি মল্লিক বলে কি কেউ নেই তোদের অফিসে।ডালিয়া বোধহয় আবার নিজের ছানার গপ্প শুরু করতে যাচ্ছিল, মাথা চুলকে বলল, “ মল্লিক একজনই আছে রে, প্রণয় মল্লিক। কিন্তু সে তো বৈষ্ণবঘাটা-পাটুলির ওদিকে একটা ঝিনচ্যাক হাউসিঙ এ থাকে। তোদের মফস্বলের ছেলে নয়।দেবী অস্ফুটে একটা খিস্তি দিল, “শালা থাকিস সোদপুরে আর কোন্নগরকে মফস্বল বলছে!কিন্তু বাইরে দেঁতো হাসি হেসে বলল, “ না রে। আজকাল আর ওরা ওখানে থাকে না। ওনার জীবনে একটা মিসহ্যাপ ঘটেছিল, তারপর ওরা আমাদের শহর ছেড়ে চলে যায়।ডালিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল, “হু। হতে পারে। ওনার প্রথম পক্ষের বউ মারা গিয়েছিল শুনেছি।হৃদস্পন্দন প্রায় স্তব্ধ হয়ে এল দেবীর, চোরের মত বলল, “ হ্যাঁরে। খুব প্যাথেটিক। তবে আবার বিয়ে করেছে, শুনেছি এখন খুব সুখে আছে।ডালিয়া বিরক্ত হয়ে বলল, “ কে জানে। প্রণয়ি তোর বাবুসোনাদা কি না। খুব গম্ভীর প্রকৃতির, অফিসে কারো সাথে সদ্ভাব নেই।একটু দম নিয়ে, পরচর্চা করার ভঙ্গীতে বলল, “ অনেক দিনই তো বিয়ে হয়েছে, বাচ্ছাকাচ্ছা আছে বলে তো শুনিনি, আর এই বউয়ের সাথেও নাকি বনিবনা নেই। সেও বোধহয় ভেগেছে জানিস। হিঃ হিঃ হিঃ। একটা লোকের একটা বউ সুইসাইড করে আর একটা বউ ভেগে যায় মানে কি বলতোচোখ টিপে জিজ্ঞেস করল ডালিয়া। খুশিতে দেবীর বুকের ভিতর ততক্ষণে পপকর্ণ ফাটছে, মুখে যদিও বলল, “ফোট শালা। এই গসিপ করিস তোরা অফিসে। বাবুসোনাদার নম্বরটা দে।হাত উল্টে ডালিয়া বলল, “ওসব গোমড়াথোরিয়ামের নম্বর আমি রাখি না। দেখতেও যদি ভাল হত!
ব্যাক টু স্কোয়ার ওয়ান। না ঠিকানা পাওয়া গেল, না ফোন নম্বর।বলল অন্তরা। দেবিকা চিন্তান্বিত স্বরে বলল, “কি করা যায়? অবশ্য ও কোথায় কাজ করে, সেটা জানি- তো?” খিঁচিয়ে উঠল অন্তরা, “ কি করবি? সোজা ওর অফিসে গিয়ে হাজির হবি? ওতো বড় একটা মুস্কো লোককে ঠেঙাবার মত গায়ের জোর আমার বা তোর নেই। অ্যাক্সেপ্ট ইট। আর না হলে কি করবি? ওকে ফলো করবি? তুই একটা নামি মেডিসিন কোম্পানির সেলস এক্সিকিউটিভ, কোন পেশাদার টিকটিকি নস।দেবিকা তাও মিনমিন করে বলল, “অ্যাটলিস্ট এটুকু জানি যে মালটা বৈষ্ণবঘাটা-পাটুলি-মাঝপথে অন্তরা আবার খিঁচিয়ে উঠল, “ আঃ। গাধার মত কথা বলিস না। বৈষ্ণবঘাটা-পাটুলিতে ঝিনচ্যাক হাউসিঙ কটা আছে জানিস? আর একেকটায় কটা ফ্ল্যাট আছে জানিস? কোথায় কোথায় খুজবি?” দেবিকা দীর্ঘশ্বাস ফেলল। কথাটা ওর মাথাতেও এসেছে। অন্তরা উত্তেজিত হয়ে বকেই যাচ্ছে, দেবী আশাহত হয়ে বলল, “ একটাই ভালো খবর, ওর এই বিয়েটাও সম্ভবত ভাঙছে।অন্তরা কেজো গলায় বলল, “সেটাও শিয়র নস। অফিসে নোংরা গসিপ চলেই। হয়তো ওদের মামুলীদাম্পত্য কলহ চলছে।
শুক্রবার রাতটা এলেই প্রচন্ড আনন্দ লাগে অন্তরার। আগামী দুটো দিন অন্তত একটু আরাম পাওয়া যাবে, আজো রান্নাঘর গুছিয়ে, শোবার ঘরে উঁকি মেরে দেখল ক্লান্ত হয়ে পুপাই ঘুমিয়ে পড়েছে, আনন্দে গান গাইতে ইচ্ছা করছিল অন্তরার, পা টিপে টিপে স্টাডি রুমে উঁকি মেরে দেখল জয় আপন মনে ল্যাপটপ নিয়ে কাজ করছে, তার মানে জলদি শুতে আসার সম্ভবনা নেই। একটা সিগারেটের জন্য প্রাণটা হাঁকুপাঁকু করতে লাগল, লক্ষ্মী বউয়ের মত জয়কে বলে ছাতে উঠে এল অন্তরা। সিগারেট খাওয়া জয়ের একদম পছন্দ নয়, অগত্যা গৃহবিবাদ এড়াতে লুকিয়ে ধূমপান করতে হয় তাও নমাসে ছমাসে। এই মুহূর্তে অন্তরা ছাড়া আর কেউই নেই ছাতে, দূরে নিওন জলা রাস্তা, এত রাতেও গাড়ির বিরাম নেই। আকাশে হাল্কা মেঘ আছে, চাঁদের মুখ দেখা যাচ্ছে না, আপন মনে সিগারেট ফুঁকছিল অন্তরা, হঠাৎ বেশ শীত শীত লাগতে লাগল। কি হল রে বাবা জ্বর আসছে নাকি? সিগারেটে শেষ টান মেরে ফেলবার আগেই থরথর করে কাঁপতে লাগল অন্তরা, কি অসহ্য দম বন্ধ করা ঠাণ্ডা রে বাবা। ষষ্ঠ ইন্দ্রিয়ের বিপদ সঙ্কেত বুঝে দ্রুত নীচে নামবে বলে পিছন ফিরতেই দেখে, ঠিক ওর পিছনেই দাঁড়িয়ে আছে অনু। সেই পুড়ে যাওয়া, গলে যাওয়া অনুরাধা। দুচোখে এক অদ্ভুত শীতলতা, অন্তরা পড়ে যেতে যেতে ছাতের কার্নিশটা খপ করে ধরে ফেলল, গোটা শরীর জমে যাচ্ছে, গলায় কথা গুলো পর্যন্ত। অনুই বলল, “ গৃহপ্রবেশ করবি না অন্তু?”
গৃহপ্রবেশ? মানে কি?” অসহিষ্ণু গলায় বলল দেবিকা। অন্তরা বলল, “আমি বুঝেছি ও কি বলতে চায়। শোন আমাদের একটা ফ্ল্যাট আছে, কলকাতায়, এয়ারপোর্টের কাছে। কখনও থাকিনি যদিও। আমার ধারণা প্রিয়ব্রত ওখানেই থাকে।” “ফ্ল্যাট না হাউসিঙ?” দেবী জানতে চাইল। হাউসিঙঅন্তরা একটু থেমে থেমে বলল, একটা জলাকে ঘিরে বিশাল হাউসিং। প্রায় বারোশ ফ্ল্যাট আছে।” “বা-রো- শ? এত লোকের মাঝে খুঁজব কি করে?” দেবী হতাশ গলায় বলল। অন্তরা গলা ঝেড়ে বলল, “ খুঁজতে তো হবেই। না হলে ও আবার আমায় বা তোকে দেখা দেবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঐ বীভৎস রূপ আর না দেখতে হয়। শোন আমি সব ভেবে রেখেছি। তুই বলছিলি না, তোর ফ্ল্যাটটা রিমডেলিং করাবি, মাস দুই তিন লাগবে, ততদিন অন্য কোথাও ফ্ল্যাট ভাড়া খুঁজছিস। তুই আমাদের ফ্যাল্টে শিফট করে যা। তোর অফিস নিউটাউনে, আমাদের ওখান থেকে সুবিধাই হবে, আর তোর ভাড়াটাও বেঁচে যাবে।
মাস খানেকের মধ্যেই বাড়ি বদল করল দেবিকা। সকাল সন্ধ্যা অন্তরার নির্দেশ মত, জলার চারপাশে হাঁটে ও। এই আবাসন এমনকি আসেপাশের আবাসন থেকেও লোকে হাঁটতে আসে এখানে। সপ্তাহ দুয়েক ব্যর্থ প্রচেষ্টায় কাটার পর, অবশেষে একদিন পাখির দেখা মিলল। চিনতে অসুবিধা হল না। বয়সের সাথে সাথে আরও বৃষস্কন্ধ হয়েছে লোকটা, মাথার চুলগুলো মস্তানদের মত ছোট ছোট করে কাটা, দূর থেকে ওকে অনুসরণ করতে লাগল দেবিকা, লোকটা হাঁটতে আসেনি, অফিস থেকে বাড়ি ফিরছে। নীরবে বিল্ডিং অবধি অনুসরণ করলেও লিফটে আর উঠল না দেবিকা। দিন দুয়েক পর, দুপুর বেলা গিয়ে হাজির হল ঐ বিল্ডিংয়ে, লিফটে না উঠে পায়ে হেঁটে প্রতিটা ফ্ল্যাট দেখতে লাগল। পাঁচতলা বিল্ডিং, একতলা গ্যারাজ বাদে মোট ষোলটা ফ্ল্যাট, চারতলার একটা ফ্ল্যাটের দরজায় কাগজ সাঁটা মল্লিকবলে।
এর পরের ধাপ ছিল ঐ বাড়ির মাসিকে জোগাড় করা, অন্তরাদের এই হাউসিংয়ে অনেক গুলো কোওপারেটিভ, প্রতিটা কোওপারেটিভের নিজস্ব সিকিউরিটি তথা নিরাপত্তা ব্যবস্থা আছে। ভাগ্য ভাল, যে মল্লিকদের ফ্ল্যাট আর অন্তরা দের ফ্ল্যাট বেশ দূরে দূরে হলেও একই কোওপারেটিভের অন্তর্গত। অন্তরার নির্দেশ মত সিকিউরিটির সাথে আগে থেকেই ভাব জমিয়ে রেখেছে দেবিকা। কাজে কাজেই ঐ ফ্ল্যাটে কোন মাসি কাজ করে আর কোন মাসি রান্না করে জানতে কোন সমস্যাই হল না দেবীর। রান্নার মাসির নাম নাজিয়া, সেই দীর্ঘদিন ধরে ও বাড়িতে রান্না করছে। সিকিউরিটির সৌজন্যে নাজিয়া এবাড়িতেও রান্না করতে লাগল। নাজিয়ার হেভি ডিমান্ড, তেমনি খর মেজাজ। রাতে একবার এসে রান্না করে দিয়ে যাবে, সকালে তাই গরম করে খেতে হবে। আর মাসে চারদিন সবেতন ছুটি। সব শর্ত মেনে নিল দেবী। অচিরেই বোঝা গেল, নাজিয়া হচ্ছে গসিপ কুইন। এত বুড়ো বয়সেও দেবী কেন বিয়ে করেনি, এই নিয়ে নাজিয়ার যেমন কৌতূহল, তেমনি হাউসিংয়ের কোন ফ্ল্যাটে কি হচ্ছে সে খবর শোনাতেও সে ব্যগ্র। প্রণয় ওরফে প্রিয়ব্রতর খবর জানতেও বিলম্ব হল না ওদের। প্রিয়ব্রত যে একটা বার ডান্সারকে বিয়ে করেছিল, এবং তাই নিয়ে ওর বাবা-মার সাথে ওদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছিল সে খবর নাজিয়াই দিল। প্রিয়ব্রতকে নাজিয়া বেশ পছন্দ করে, “দাদা খুব ভাল জান তো দিদি। কিন্তু বউটা ভাল ছেল না। বউ মানুষ, না শাড়ি না সিঁদুর-।দেবী বিরক্ত হয়ে বলল, “ এখানে কোন বউটা শাড়ি শাঁখা পলা সিঁদুর পড়ে গো নাজিয়াদি?” নাজিয়া মুখ বেঁকিয়ে বলল, “ নাই পরুক, তাই বলে বাড়িতে সবাই হাফ প্যান্ট পরে ঘোরে নাকি? সারাদিন বিছানায় গড়াগড়ি দিত, আর নাহলে সাজুগুজু করত। একটা কাজ করত না, চা খেয়েও কাপটা সিঙ্কে নামিয়ে আসত না। আর দাদা তো মেগা মেগা করে অস্থির।” “মেগা? ও আচ্ছা মেঘা হবে।” “ঐ হল। কোন শাশুড়ি বউয়ের ঐ ধিঙ্গিপনা সইবে বলদিনি? কাকা-কাকি তো এখানে আসতো না। সম্পর্কই তুলে দিয়েছিল। পাটুলি না কোথায় ওদের নিজেদের ফ্ল্যাট আছে, সেখানে থাকত। এটা তো ভাড়ার ফ্ল্যাট। বউ ও যেত না জান। তারপর কাকির এমন অসুখ হল, বুড়ো মানুষ কে দেখবে বল? ওদের এখানেই নিয়ে এল দাদা। ব্যস ওমনি অশান্তি লেগে গেল। রোজ রোজ খিটিমিটি। কাকি তো আমার কাছে কাঁদত, বাড়ির বউ মদ খায়? আর ফোন? সারাদিন ফোনে চিপকে থাকত। একদিন গিয়ে দেখি নেই, পাখি উড়ে গেছে। দাদা অবশ্য বলে বাপের বাড়ি গেছে, কিন্তু কাকি বলেছে আমায়, পালিয়েছে, যাবার সময়, দাদা যত দামি দামি জামা, জুতো সাজের জিনিষ আর গয়না দিয়েছিল, সেগুলোও-।বলে কুৎসিত ইশারা করে হাসল নাজিয়া।
ওকে। এবার? এবার কি করণীয়?” জিজ্ঞাসা করল দেবিকা। ফোন নম্বরটা জোগাড় কর।হিসিয়ে উঠল অন্তরা। করেছি। আজই।” “কি ভাবে?” উত্তেজিত হয়ে বলল অন্তরা। জাঙিয়া যখন রান্না করছিল, ওর ফোনটা খাওয়ার টেবিলে পড়ে ছিল। পাতি নোকিয়া। খুলে সার্চ করে দেখলাম।” “জাঙিয়া?” “ঐ গসিপ কুইনকে আর কি নামে ডাকব? কি নোংরা মুখ।হাসতে হাসতে অন্তরা বলল, “ তা বেশ। কিন্তু নম্বরটা ওর বাবার ও তো হতে পারে।” “নারে লাবটা। ওরই। আমি জাঙিয়ার ফোন থেকে ফোন করে দেখেছি।” “বুঝতে পারেনি?” “নাঃ। সাধে কি বলি জাঙিয়া।
প্রিয়ব্রতকে তো খুঁজে পাওয়া গেল, এবার বাকি রইল শুধু তিনটি প্রশ্ন কবে, কোথায় আর কি করে? অনেক ভাবনাচিন্তা বাকবিতণ্ডার পর ওরা সহমত হল। এর পরের কাজ ছিল টোপ ফেলা। নাজিয়ার দৌলতে প্রিয়ব্রতের দ্বিতীয় পক্ষের স্ত্রীর প্রায় সব খুঁটিনাটি ওদের নখদর্পণে, প্রিয়ব্রত ওরফে আজকের প্রণয় যে তার বিরহে কাতর সেটাও ওদের অজানা নয়। সুতরাং মেঘাকে না দেখেও যতদূর সম্ভব মেঘার আদলে তৈরি করা হল আয়েশাকে। পাঠানো হতে থাকল বেনামি এসএমএস। প্রণয় চট করে টোপ গেলেনি । ধীরে ধীরে মিছরির ছুরির মত প্রণয়ের জীবনে ঢুকেছে আয়েশা। অবশেষে আজ মিলনরাত্রি, প্রণয় আর আয়েশার। দিন দুয়েক আগেই বড়দিন গেছে, উদ্দাম আনন্দে ভেসে গেছে এই আবাসন। আবার আগামী কাল খুশির ঈদ, তাই আজকের রাতে যেন একটু তাড়াতাড়িই ঝিমিয়ে পড়েছে ওদের হাউসিং। ঠাণ্ডাও পড়েছে জম্পেশ। শুনশান পথঘাট, অন্তরাদের বিল্ডিং এর সামনেই একটা ছোট পার্ক, সেখানেই প্রণয়কে আসতে বলেছে আয়েশা, পার্কটা নারকেল, সুপারি আর পান্থপাদক গাছ দিয়ে গোল করে ঘেরা। পার্কের মধ্যেও গোলাপ আর মেহেন্দি গাছের একাদিক সাজানো ঝোপ আছে। তেমনি একটা অপেক্ষাকৃত অন্ধকার ঝোপের পিছন থেকে ওরা লক্ষ্য করছিল প্রণয়কে। সাড়ে দশটার আগেই এসে হাজির হয়ে গেছে প্রণয়, অস্থির ভাবে একটা শিশিরে ভেজা বেঞ্চে বসে সিগারেট ধরাল, অস্থির ভাবে পার্কের চারদিকের রাস্তায় গোল চক্কর মেরে এল, ফোন করার চেষ্টা করল, কিন্তু ফোন বন্ধ। এগারোটা পাঁচ নাগাদ, প্রণয় যখন হতাশ হয়ে উঠে যাবে, দেবী ঝোপের পিছন থেকে বেরিয়ে এল, পরনে ঘন কালো ট্রাক প্যান্ট,জ্যাকেট, মাথায় হুড তোলা। প্রণয় বিগলিত হয়ে এগিয়ে আসতেই স্প্রে রেডি ছিল। বার চারেক স্প্রে করা মাত্রই প্রণয় কাটা কলা গাছের মত ধপ করে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ছুটে এল অন্তরা, পরনে প্রায় এক পোশাক, ওপরে একটা কালো শাল জড়ানো, দ্রুত প্রণয়কে খাড়া করে ভালো করে শাল মুড়ে নিল দোহে।
সেই মুহূর্তে পার্কের আসেপাশে কেউ থাকলে দেখত, একটা মেয়ে তার মদ্যপ পুরুষসঙ্গীকে জড়িয়ে নিয়ে যাচ্ছে, আর বেশ পিছনে আর একটি মেয়ে কানে ইয়ার ফোন গুঁজে হাঁটতে বেড়িয়েছে। আচমকা পিছনের মেয়েটি ওদের পাশ কাটিয়ে গিয়ে দাঁড়াল একটি বিল্ডিংএর সামনে, পকেট থেকে চাবি বার করে, তালা খুলে ভিতরে ঢুকে দরজাটা হাট করে খুলে দাঁড়াল, তার কয়েক মুহূর্ত পরেই মদ্যপ যুগল সেই বিল্ডিঙেই গিয়ে ঢুকল। একতলা অন্ধকার, প্রকৃতপক্ষে প্রতিটা প্যাসেজই অন্ধকার, সব ফ্লোরেই কোন না কোন ফ্লাটের বাসিন্দা ইতিমধ্যেই আলো গুলো নিভিয়ে দিয়েছে। অন্ধকার প্যাসেজে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগল অন্তরা, “ কি ভারি রে শালা। দেবী এবার তুই টেনে নিয়ে চলহিসহিসিয়ে বলল অন্তরা। নিঃসাড়ে লিফটে গিয়ে উঠল ওরা, অচেতন প্রণয়ের শরীরটাকে টানতে টানতে। লিফটে উঠে হাঁপাতে হাঁপাতে অন্তরা বলল, “ আর ইউ সিয়র যে এই সিসিটিভি গুলো এখনও কাজ করে না?” দেবী মাথা নেড়ে বলল, “পসিটিভ। তোদের কোওপারেটিভের ম্যানেজারের সাথে সাধে খোশ গল্প করি? আপাতত শুধু মেন গেটে আর কোওপারেটিভ অফিসের সামনের গুলো ওয়ার্কিং। বাকি গুলো হতে আরও মাস খানেক সময় লাগবে।
প্রবল ঠাণ্ডা জলের ঝাপটায় প্রণয়ের জ্ঞান ফিরে এল, ছটফট করে উঠতে গেল প্রণয় পারল না, শক্ত করে চেয়ারের সাথে বেঁধেছে ওকে, হাত দুটো পিছন দিকে হাতকড়া দিয়ে আটকানো। পুলিশ ছাপ স্টিলের হাতকড়া নয়, রীতিমত ভেলভেট মোড়া পালক বসানো, টেনে খুলতে গেল প্রণয়, বিফল হল, ভিতরে সলিড স্টিল। কোথায় আছে ও? চোখে ঠুলি পরানো, নরম শারটিনের, কিন্তু দুর্ভেদ্য, এক বিন্দু আলোও আসছে না ওর চোখে। কাঁপতে কাঁপতে বলল, “আয়েশা? এসব কি হচ্ছে? আমি কোথায়?” উল্টো দিক থেকে একটা তীক্ষ্ণ খোনা গলায় কেউ বলে উঠল, “জামাইরাজা।বলার সাথে সাথেই হাঁটুতে এক ঘা পড়ল, যন্ত্রণায় ককিয়ে উঠতে গেল প্রণয়, গলার কাছে, ঠাণ্ডা ধাতুর স্পর্শ অনুভব করল, কানে কেউ ফিসফিস করে বলে উঠল, “চিল্লিয়েছিস কি মরেছিস।তীব্র আতঙ্কে চিৎকারটা বেমালুম গিলে নিল প্রণয়। কাতর ভাবে বলল, “প্লিজ, তুমি কে? আমি কোথায়? কি চাও?” “এক এক করে জবাব দিছি জামাইরাজা। প্রথম প্রশ্ন? আমি কে? উত্তর হলঅল্প নীরবতার পর আওয়াজটা হেসে বলল, “সেটা তোর জানার দরকার নেই রে কুত্তা।সাথে সাথেই বাঁ পায়ের হাঁটুতে আর এক ঘা। ঐ হাঁটুটা কয়েক বছর আগে ভেঙেছিল, যন্ত্রণায় প্রায় অজ্ঞান হতে বসল প্রণয়, কিন্তু পারল কই, আবার ঠাণ্ডা জলের ঝাপটা। খোনা গলা আবার বলে উঠল, “দ্বিতীয় প্রশ্ন, তুই কোথায়? জবাব হল,” আবার নীরবতা, আসন্ন বিপদের আতঙ্কে কেঁপে উঠল প্রণয়, কিন্তু খোনা গলা খিকখিক করে হেসে বলল, “ তুমি সোসুর বাড়ি এসেছ সোনা। তোমার সোসুর পাঠিয়েছে আমাদের, তোমাকে রামকেলানি দিয়ে হাত পা ভেঙে গলার নলি কাটার জন্য।বলার সাথে সাথেই গলায় ঠাণ্ডা ধারালো ধাতুর স্পর্শ, গলায় একটু চাপ দিতেই আতঙ্কে প্যান্ট ভিজিয়ে ফেলল প্রণয়। খোনা গলা খিকখিক করে হেসে বলল, “এইতেই মুতে ফেললে সোনার চাঁদ। এখনও তো পুরো রাত বাকি জান।বাচ্ছা ছেলেদের মত হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে প্রণয় বলতে লাগল, “প্লিজ- প্লিজ- প্লিজ আমায় ছেড়ে দাও। কি চাই তোমাদের, টাকা-। মাঝ পথে মস্তকে এক প্রবল বাড়ি খেয়ে থমকে গেল প্রণয়, “এঃ। একে বে? আমাদের টাকা দিবি? টাকা তো অলরেডি দিয়ে রেখেছে তোর সোসুর, তোকে জবাই করার টাকা। তুই ওর মেয়েকে গায়েব করেছিস।
মেঘা?” অবিশ্বাসীর সুরে বলল প্রণয়, “অসম্ভব। মেঘা অনাথ। আমি ছাড়া ওর তিনকুলে কেউ নেই।হাঃ হাঃ করে হেসে উঠল খোনা গলা। তাহলে তো তুই কিছুই জানিস না। মেঘার বাবা গুরগাওয়ের কুখ্যাত ল্যান্ড মাফিয়া। বাপের পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়নি বলেই পালিয়ে নাম ভাঁড়িয়ে কলকাতায় থাকত। তোকে ভালবেসে বিয়ে করল আর তুই কি না তাকেই ভোগে পাঠালি? বল মেঘা কোথায়?” সাথে সাথে ডান হাতের কনুইয়ে আর এক ঘা, ঝনঝন করে উঠল সারা শরীর, চোখে সর্ষে ফুল দেখতে দেখতেও প্রণয় গোঙাতে লাগল, “আমি জানি না। আমি জানি না। মেঘা আমায় ছেড়ে চলে গেছে, বম্বে গেছে এক টিভি সিরিয়ালের প্রডুসারের সাথে, আমি এটুকুই জানি।” “তুই বলবি আর মেনে নেব, আগের বউটাকে কি ভাবে মেরেছিলি আমরা বুঝি জানি না। সত্যি বল, কি করেছিস মেয়েটার সাথে?” আবার বাঁ পায়ের শিন বোনে মার পড়ল, ককাতে ককাতে প্রণয় বলেই চলল, “ আমি মারিনি মেঘাকে। প্লিজ বিশ্বাস কর।কিছুক্ষণের বিরতির পর সবে প্রণয় একটু সামলেছে খোনা গলা বলে উঠল, “বেশ মানলাম। কিন্তু তুই খুনি এটা তো মিথ্যা নয়? আগেরটাকে তো পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালিয়েছিলি। আমাদের কাছে সব খবরই আছে। মিথ্যা বলার চেষ্টা করলেইবলেই গদাম গদাম করে হাঁটু আর কনুইয়ে মারতে লাগল, “সেটাও তো তোর ভালবাসার বিয়ে ছিল নাকি রে হারামজাদা? কি যেন নাম ছিল তার? হ্যাঁ অনুরাধা। তাকেও ফাসিয়েছিলি, মেঘাকেও ফাঁসালি, তাকেও পুড়িয়ে মেরেছিলি, মেঘাকেও-।প্রণয় তড়বড় করে বলে উঠল, “আমি মেঘাকে ভালবাসতাম, তাকে নয়। অনুরাধাকে বিয়ে করার কারণ ছিল ওর বাবা।সবাই চুপ, বিষাক্ত সাপের মত হিসিয়ে উঠল প্রণয়, “ ঐ লোকটাকে শিক্ষা দেবার জন্যই, অনুরাধাকেমানে?” “ মানে? মানে ঐ লোকটার জন্য আমার পিসি, আমার একমাত্র পিসি আত্মহত্যা করেছিল। ছোট থেকে পিসির কাছেই মানুষ, কোলে পিঠে করে বড় করেছিল পিসি। তারপর একদিন বিয়ে করে বসিরহাট চলে গেল। বসিরহাটে বেশ সম্পন্ন পরিবারে বিয়ে হয়েছিল পিসির। ওদের অনেক জমি জায়গা, সেই কাল হল, ভাগাভাগি নিয়ে শরিকি ঝামেলায় খুন হয়ে গেল পিসেমশাই। ওদেরই এক শরিক আর তার ভাইয়েরা মিলে সবার চোখের সামনে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মারল। কেস উঠল অনুরাধার বাবার এজলাসে। কেস চলল, চেনা গল্প, অধিকাংশ সাক্ষী বিরূপ হল, কেউ টাকা খেয়ে, কেউ বা ভয়ে। যখন ফল বের হল, সবাইকে বেকসুর খালাস করে দিল অনুরাধার বাবা। পরে জানা গেল, ঐ খুনি গুলোর ছোট ভাইয়ের সাথে অনুরাধার পিসির বিয়ে হয়েছে। অনুরাধার বাবার অসৎ বলে বদনাম ছিল, কিন্তু এ ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন হয়নি, তার বদলে নিজের কুৎসিত খোঁড়া হেপোরুগি বোনটাকে পাত্রস্থ করেছে অনুরাধার বাবা।সবাই চুপ। কোথাও কোন শব্দ নেই, তারপর তীব্র ঘৃনা মাখানো গলায় কে যেন বলে উঠল, “ তুই মানুষ? লোকটার ওপর রাগ ছিল তো তাকে মারতে পারতিস। তার নিরীহ গোবেচারা মেয়েটা কি দোষ করেছিল? সে তো তোকে ভালবাসত।হাহা করে হেসে উঠল প্রণয়, “ ওকে মারলেই তো ও মরে যেত। তাতো চাইনি। চেয়েছিলাম তিলতিল করে মরুক। তাই ওর একমাত্র মেয়েকে _। আদালতে আসত বুড়ো, বিচার চাইতে, এমন আটঘাট বেঁধে সব করেছিলাম, কিস্যু প্রমাণ করতে পারেনি। কুঁজো নুয়ে পড়া লোকটাকে দেখতাম আর ধর্ষকাম আনন্দ পেতাম। গলায় দড়ি দিয়ে মরেছিল আমার পিসি, আর ওর মেয়েকে জীয়ন্ত জ্বালিয়ে দিয়েছিলাম। তড়পে তড়পে মরেছিল ওর ফুলটুসি মেয়েটা।

আর কিছু বলতে পারল না প্রণয়, একটা প্লাস্টিকের প্যাকেট ওর মাথায় পড়িয়ে দিল কেউ। ছটফট করতে লাগল প্রণয়, বাঁচার তীব্র আকুতিতে কেঁপে কেঁপে উঠতে লাগল শরীরটা, একটু বাতাস, একটু বাতাসের জন্য আকুলি বিকুলি করতে করতে একসময় থেমে গেল প্রণয়।
পরদিন বেলা নটা দশটার সময় যখন লেকের জলে পাওয়া গেল প্রণয়ের মৃতদেহ, ততক্ষণে কলকাতার মাটি ছেড়েছে অন্তরার প্লেন। অসুস্থ্য মাকে দেখতে মাত্র দিন চারেকের জন্য কলকাতা এসেছিল অন্তরা, ভোরে ফ্লাইট বলেই রাতে বন্ধুর কাছে রয়ে গিয়েছিল। রুটিন এনকয়ারি হল, লেকের আসে পাশে বিল্ডিং গুলোতেই বেশি, দেবিকাদের বিল্ডিংয়েও একদিন জিজ্ঞাসাবাদ করতে এল ওরা, মামুলী কিছু প্রশ্ন করে চলে গেল। মাস তিন চার পরে প্রথামত কোওপারেটিভকে জানিয়ে নাকতলায় নিজের ফ্ল্যাটে ফিরে গেল দেবিকা, কেউ আটকাল না। তারপর কি হল? কেউ জানে না। 
(
শেষ)

প্রেমের তুই কি বুঝিস রুপু?

মনখারাপ?
কই? না তো--। আজ ওকে দেখলাম জানিস। 
কালিঘাটের মোড়ে। পরনে টকটকে লাল শাড়ি, হাতে পুজোর ডালা। 
কপালে লেপ্টে আছে পুজোর মেটে সিঁদুর। চশমার নীচে নাকের ডগায় টলটল করছে দু ফোঁটা ঘাম। 
থুতনীর পাশে, বাম গালের কালো জড়ুলটা-
তারপর? ডাকলি না ?
ডাকলাম বৈকি। বাস থেকে নেমে পড়ে, চিৎকার করে উঠলাম,‘ র-চ-না’!!
তারপর? শুনল সে, সে ডাক? সাড়া দিল?
শুনতে পেল, বোধহয়- চমকে তাকাল এদিক- ওদিক। দেখল আমায়, সে চোখে কি যে ছিল? বিরক্তি নাকি ক্ষোভ নাকি নিছক তাচ্ছিল্য জানি না। 
মুখ ঘুরিয়ে আঁকড়ে নিল বরের হাত-
চলে গেল? সে কি? ভুলেই গেল নাকি?
জানিস একই সাথে বেড়ে ওঠা, পাশাপাশি বাড়ি। 
একই সাথে লুকোচুরি, ঝগড়া- ভাব- আড়ি। 
প্রায় বলত,‘ রুপু বড্ড ভালবাসি তোকে’-
তারপর?
তারপর আর কি? স্কুলের গণ্ডী পেরিয়ে বন্ধুর হল পথ-
ওরাও ছাড়ল পাড়া, আমাদের সেই পুরানো পাড়া, আমাদের পলেস্তারা খসা বাড়ি-
আগে গেল বাবা, মাও রইল কোথায়?
যাবার আগে মা বলেছিল,‘ রুপু বড় চিন্তা হয়। বড় একা তুই’-
হেসেছিলাম। একা কোথায়? বন্ধু আছে সাথে-
ওকে বলিনি কিছুই। ঐ বলত, ওর সব কথা- নতুন প্রেমের উদ্দামতা । 
হঠাৎ একদিন এসে হাজির হল, ঝড়ের মত- মন ভেঙেছে ওর। প্রথম নাকি ভালবাসা । কাঁদছিল খুব-
দেওয়াল থেকে হাসছিল মা। 
বললাম, ‘প্রেমের আবার প্রথম- দ্বিতীয় কি?আবার আসবে প্রেম, ভুলিয়ে দিয়ে তোর সব বেদনা’-
রেগেই গেল- প্রেমের তুই কি বুঝিস রুপু?’
আবার নিরুদ্দেশ যথারীতি - আবার ফিরে আসা- -
তারপর?

ওর বিয়ের আগের সন্ধ্যা, যত্ন করে তত্ত্ব সাজাচ্ছিলাম- 
ও এসে বসল পাশে, কাঁচা হলুদ রঙা শাড়ি, হাতে সদ্য পরা শাঁখা- পলা, গালের কালো জড়ুল- চশমার ঠিক নীচে নাকের ডগায় দু ফোঁটা নোনতা জল টলটল করছে-
সময় বোধহয় থমকে গেল- জানিস, বসে রইল নীরবে না জানি কতক মুহূর্ত 
তারপর উঠে গেল- যাবার আগে বলে গেল,‘ ভালোবাসার তুই কি বুঝিস রুপু?’

Sunday, 31 July 2016

মধ্যরাতে মনখারাপে-


নমস্কার কলকাতা। কেমন আছেন সবাই?
 ঘড়ির কাঁটা বলছে এখন মধ্যরাত্রি , আর আমি রুদ্রাণী নিয়ে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ,‘মধ্যরাতে মনখারাপে-’।
তিনদিন ধরে আকাশভাঙা বৃষ্টি,  জল থইথই মহানগর।
জনহীন পথঘাট, এমন রাতে নরম বিছানা ছেড়ে আসতে কার ইচ্ছা করে?
কিন্তু আর জে মনখ্যাপার যে মন খেপেছে, তাই বুঝি সে নিরুদ্দেশ-
আর আমি? আমি নিরুপায়- আমি নিবেদিত প্রাণ আমার শ্রোতাবন্ধুদের প্রতি।
তাই তো এসে হাজির হয়েছি,  এবার আপনিও আসুন না-
 খুব জমবে, আপনি, আমি আর?
এমন জনহীন বর্ষণমুখর মধ্যরাতে গা ছমছমে ভূতের গল্প।
আজ্ঞে হ্যাঁ মশাই, ভূত।  জানা আছে কি এমন গল্প?  তাহলে এখুনি ফোন করুন  উদ্দাম এফ এম এ।
আমি বসে আছি আপনার পথ চেয়ে না জানি কোন শতাব্দীর ওপার থেকে।
দেখি, লাইনে কে আছে? হ্যালোঃ
- মিতু।
-ক-কে? ভুল হয়ে গেল দাদা আমি মিতু নই। আমি রু-
-জানি। তুমি আর জে রুদ্রাণী, কিন্তু সে তো তোমার ছদ্মনাম মিতালি ।
- মি-তা- লি?
-হ্যাঁ মিতালী। লাখটাকার লাখটোকিয়া   স্কুলের ফার্স্ট গার্ল মিতালি ধাড়া দেখ তো আমায় চিনতে পার কি না?
- কে তুমি?
-সে কি? আমি না তোমার প্রথম প্রেম?
- কি যাতা বলছেন? আমি ফোন রাখছি।
- দেখ রাখতে পার কি না। আজ আবার ১৬ই অগস্ট। আজ আবার শনিবার।
- উফ লাইনটা কাটছে না কেন?কন্ট্রোল রুমে সবাই ঘুমোচ্ছে না কি?
- ভয় করছে মিতালী? তবে যে বললে এমন জনশূন্য বর্ষণময় মধ্যরাতে শুধু তুমি আমি আর গা ছমছমে ভূতের গল্প?
- দেখুন, ভাল লাগছে না আর-।
- ভাল তখন তো লাগত? তুমি আমি আর ভিজে কৃষ্ণচুড়া। আমার লাগত জান।
মনে হত এভাবেই হেঁটে যাই তোমার পাশাপাশি।
অবিশ্বাসী বস্তুবাদী মন আমার ক্ষণিকের জন্য  বিশ্বাস করে নিত তোমার মধুমাখা কথা গুলো।
জানতাম।  বিশ্বাস কর, জানতাম লাখটোকিয়া স্কুলের মিতালিরা কখনই গুরুচরণ শিক্ষালয়ের রুপমদের প্রেমে পড়ে না। তবুও-
আজ বলবে? কেন খেলেছিলে সেদিন?
-ফোন রাখুন।  প্লিজ কেউ কি নেই আজ এই স্টেশনে। সবাই মরে গেল নাকি?
- একি মিতু তুমি কাঁদছ? আমার মাও কেঁদেছিল জানো? খুব কেঁদেছিল।  তোমায় তো সবই বলেছিলাম, আমাদের ভাড়াবাড়ি। বাবার মুদির দোকান-
তিন দিনের জ্বরে যখন চলে গেল বাবা আমি তখন ষোলো । মা চাইতো আমি দোকান চালাই।
আমার শখ কমপক্ষে স্নাতক হব - তোমার সাথে প্রথম দেখা বছর খানেক পর।
-রুপমঃ।  তুমি তো-
- চিনলে মিতু? অবশেষে।
- তু তুমি তো?
- মরে গেছি? ধাক্কা  দিয়েছিলে তুমি। মনে আছে?
-বিশ্বাস কর।  ইচ্ছে করে নয়- আমি-
-কি?  বোঝোনি বুঝি? পড়লে আমি বাঁচব না?
- রাগের বশে।  রুপম বয়সটাও কম ছিল- প্লিজ বোঝ।
- দুর্ঘটনা? এটাই বলেছিল মাকে।  তোমার কাকা মস্ত পুলিশ। তোমার বাবার অনেক টাকা।
-রুপম- আমি-সরি।
-সরি? বড্ড ছোট শব্দ সোনা- খোঁজ নাওনি তো, এত বছরেও।
- ওরা বলেছিল তুমি- তুমি-
-মরে গেছি? আর তুমিও বিনা  বাক্যব্যয়ে চলে গেলে ব্যাঙ্গালোর? পড়া, চাকরি, বিবাহ, বিবাহবিচ্ছেদ ঘটিয়ে ফিরে এলে কলকাতা। এখন তুমি আর জে রুদ্রাণী। রোজ সকালে, “মন -খেয়া”তে সুরে ভাসাও কলকাতা।
-এত খবর? তবে কি?
-নাঃ। বেঁচে নেই। হারিয়ে গেছি চিরতরে ষোল বছর আগেই।
- কে তুমি? কি চাও?
- মনে আছে মিতু, তুমি বলেছিলে হবে আমার ছায়াসঙ্গী।  আজ আমি নিজেই ছায়া- সঙ্গীর বড় অভাব- তাই তো তোমায় ডাকতে এলাম।
-নাঃ।  নাঃ।  নাঃ।
- এস মিতু।  তিনটৈ বাজে, আর দেরি নয়-
- না না না না না♥♣♠♦
#aninditasblog
https://amianindita.blogspot.in

আবার দেখা হয় যদি-



আচ্ছা যদি আবার দেখা হয়?
মাঝে মাঝেই ভাবি জানো, তুমিও ভাব কই?
ঘড়ির মোড়ে দাঁড়িয়ে আছি আমি, একা উদাস-আনমনা,
হঠাৎ এগিয়ে এলে তুমি, “কেমন আছিস?”
পেটের মধ্যে ডানা ঝাপটালো  হাজার প্রজাপতি, গলার কাছে প্রবল ব্যথা।
তবুও তোমায় চিনলাম কই, ঘুড়িয়ে নিলাম মুখ।
কেমন নীলচে হল তোমার মুখখানি, ব্যথা পেলে বুঝি?
একটু না হয় পেলে, রোজই তো পাই আমি।
বলেছিলাম তোমায়, মনে আছে? তুমিই প্রথম পুরুষ, বাবা হারিয়ে গেছে সেই কবে,
চটকলে কাজ করত বাবা, মস্ত নেতা, সাম্যের গান গেয়ে দুবেলা দুমুঠো ভাতের  দাবি খুব বেশি ছিল কি?
সেই গানই বুঝি কাল হল, হঠাৎ হারিয়ে গেল বাবা, আমি তখনও ঘুমিয়ে মায়ের অন্তরে।
তারপর সেকি লড়াই! দুমুঠো ভাতের জন্য, জানে শুধু মা আর দিদি।
বাসন মাজতো মা, আর সেলাই করত দিদি, আর আমি? স্কুল পেড়িয়ে পাড়ি দিলাম কলেজে।
কলেজে দেখা তোমার সাথে, মনে আছে? আমার আছে জানো, তোমার  সেই সমুদ্র নীল জিন্স আর ভ্যানিলা গন্ধি শার্ট- লুকিয়ে দেখতাম তোমায়, লজ্জা করতো খুব। আমার সেই সস্তা ছিটের জামা।
কি ভালোই না বেসেছিলাম তোমায়! তুমিও বেসেছিলে ভালো, তাইতো বলেছিলে তখন?
কলেজ শেষে হঠাৎ হারিয়ে গেলে তুমি, ফোন করেছি কত, তোমার মা ধরতো জানো?
বলতো ‘বোকা মেয়ে’। সত্যি কি বোকা ছিলাম আমি?
সত্যি দাঁড়িয়ে আছি আজো সেই ঘড়ি মোড়ে, থমকে গেছে ঘড়ি। কিন্তু তুমি কোথায়?
এবার যদি প্রশ্ন কর। কেমন আছি আমি, জবাব দেব দেখো।

Tuesday, 19 July 2016

অনির ডাইরি ১৮ ই জুলাই


( ১৬ ই জুলাইয়ের পর)
আজ ১লা জুলাই, প্রাতরাশ করেই আমরা বেরিয়ে পড়লাম মহীশুরের উদ্দেশ্যে। রাতে বৃষ্টি হলেও, সকালটা বেশ ঝরঝরে। গাড়িতে মালপত্র ওঠানো হচ্ছিল যখন, আমি আর অন্বেষা দুটো বাচ্ছাকে নিয়ে শেষ বারের মত ফার্ন হিলের আশপাশটা ঘুরে নিলাম। শৌভিকের এক দক্ষিণ ভারতীয় বন্ধু বেড়াতে আসার আগে বলেছিল, “তোমরা দার্জিলিং এর রাজ্যের লোক হয়ে, খামোখা উটি যাচ্ছ কেন?” কথাটা হ্যতো সত্যি, কিন্তু উটি আমাদের দারুণ ভাল লেগেছিল। তার মুখ্য কারণ অবশ্যই ফার্ন হিল স্টারলিং রিসোর্ট, শহরের বাইরে, উঁচু নিঃসঙ্গ টিলার ওপর ছবির মত সুন্দর হোটেল। আমার আজ অবধি বেড়াতে গিয়ে থাকা সবথেকে ভাল হোটেলের গুলির মধ্যে অন্যতম। ফার্ন হিলের আর একটা বৈশিষ্ট হল ওদের এলাহি ব্রেকফাস্ট। অধিকাংশ ভাল হোটেলের মত, এখানেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। বিশাল ডাইনিং হল জুড়ে, থরে থরে সাজানো নানা ধরণের ব্রেড, যথা- সাদা ব্রেড, মিক্সড গ্রেন ব্রেড, ক্রশা ব্রেড, স্টার শেপড ব্রেড বাকি গুলির তো নামই জানি না। পাশেই টোস্টার রাখা আছে, মনের মত করে সেঁকে নেবার জন্য। একটা বড় কাঁচের বোলে ডুমো ডুমো করে কাটা মাখন, প্যান কেক, ওয়াফ্লস, নানা জাতের কেক, নানা ধরণের জুস (সব্জি এবং ফল), গরম, ঠান্ডা দুধ, মিল্ক শেক, তিন চার রকমের সিরিয়াল যেমন- কর্নফ্লেক্স, ওট ফ্লেক্স, মুসেইলি, তুত্তুরির প্রিয় চকোস্, এছাড়া ডুমো ডুমো করে কাটা দু-তিন রকমের ফল (যেমন- তরমুজ, ফুটি বা পাকা পেঁপে), নানা ধরণের স্যালাড, স্প্রাউট (কলা ওঠা ছোলা ও কাঁচা মুগ), মধু, জ্যাম, সটে ভেজিটেবলস। এছাড়া দেশি যাবতীয় জলখাবার যেমন পুরি- সব্জি, চানা-বাটুরা, ইডলি, সাম্বার, বন্ডা, পাওভাজি, উপমা, উত্তপম, চিঁড়ের পোলাও, পোঙ্গল ইত্যাদি। আমিষ কাউন্টার আলাদা- সেখানে সিদ্ধ ডিম, স্টিমড চিকেন সসেজ, গ্রিল্ড বেকন ইত্যাদি। এতেও না পোষালে, শেফ কাউন্টার আছে, সেখানে হাসি মুখে শেফ দাঁড়িয়ে আছেন, বললেই গরম গরম অমলেট (সাদা বা মশলা যা আপনার রুচি), পুরি বা ধোসা বানিয়ে আপানার টেবিলে পাঠিয়ে দেবেন। চাইলে আপনার মনের মত ব্রেডও পাবেন, ফ্রেশলি ব্রেকড।

তাই বলে আমরা কেউ রাক্ষস ছিলাম না যে এত কিছু চেখে দেখব। অন্বেষা তো মোটামুটি ফলের ওপর দিয়েই ব্রেকফাস্ট সারত। আর তুত্তুরির ছিল চকোস আর ঠান্ডা দুধ। আর আমার প্রিয় ব্রেকফাস্ট ছিল, হাল্কা করে সেঁকা ক্রসা ব্রেড আর মাখন, সাথে এক টুকরো চিকেন সসেজ বা মশালা অমলেট। শেষে এক গ্লাস মিল্ক শেক যেটার অর্ধেকটা তুত্তুরি খেত। এত ভাল ক্রসা ব্রেড আমি জীবনে খাইনি, আর সত্যি কথা বলতে কি এর থেকেও অনেক বেশি আইটেম হয়তো অন্য জায়গায় পেয়েছি, কিন্তু এত মাখনের প্রাচুর্য কোন হোটেলে পাইনি, সর্বত্রই আপনার টেবিলে বা ওদের কাউণ্টারে সিল করা আমুল মাখনের ছোট কিউব থাকে, ছুরি দিয়ে লাগিয়ে নিতে হয়। কিন্তু ফার্ন হিলেই প্রথম দেখলাম, বড় পাঁচশ গ্রাম আমুল মাখন কে কেটে টুকরো টুকরো করে কাঁচের বাটিতে রাখা থাকত। যার যতগুলি ইচ্ছা নিত, প্রায়ই ব্রেকফাস্ট করে ফেরার পথে দেখতাম, অথিতিরা খেয়ে উঠে গেছেন, প্লেটে পড়ে আছে একাধিক বড় বড় অভুক্ত মাখনের টুকরো। তখন সত্যি দুঃখ হত, হোক কমপ্লিমেন্টারি, তবু আমাদের মত দেশে, এই অপচয় কি সত্যিই মানা যায়?
সাড়ে নটায় উটি ছেড়ে বেরনোর কথা ছিল, বের হতে হতে প্রায় দশটা- সোয়া দশটা হয়ে গেল। যেতে প্রায় চার- সাড়ে চার ঘণ্টা তো লাগবেই। দেবু উৎফুল্ল হয়ে বলল, “লাগুক লাগুক। মাহিশুরের হোটেলে চেক ইন টাইম বেলা দুটো। আগে গিয়ে কি করবি? আর আমরা যাব দু-দুটো ঘন জঙ্গলের (পড়ুন অভয়ারণ্য) মধ্যে দিয়ে, ড্রাইভার সাব জিতনা দের লাগে ঠিক হ্যায়।” সত্যি আমরা দুটি অভয়ারণ্যের মধ্যে দিয়ে যাব, প্রথমটা তামিলনাড়ুর মুদুমালাই আর দ্বিতীয়টা কর্ণাটকের বন্দিপুর। ড্রাইভার জানিয়েই দিল, এই জঙ্গলে প্রচুর জীবজন্তু আছে, কিন্তু এখানকার সবথেকে হিংস্র জীবটাই আর জীবিত নেই। বছর বারো আগে, তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্স গুলি করে মেরেছিল তাকে। তার নাম? কুশ মুনিস্বামী বিরাপ্পন, সেই বিখ্যাত চন্দন দস্যু।
উটি শহর ছাড়িয়ে ফাঁকা পাহাড়ে উঠল গাড়ি, এদিকে আবার আকাশ কালো করে বৃষ্টি নামল, ড্রাইভার সাহেব গাড়ি চালাতে চালাতে জানালেন, যে এই রাস্তায় ৩৬ টা (যতদূর মনে পড়ছে) হেয়ারপিন বেন্ড আছে। শুনেই প্রমাদ গুনলাম, কারণ হেয়ারপিন বেন্ড থাকলে খুব দ্রুত পাহাড়ে নামা বা ওঠা যায় যেমন, তেমনি যাদের বমি করার ধাত থাকে, তাদের কষ্টও বহুগুণ বেড়ে যায়। আমার আজকাল আর হয়না, কিন্তু এদিকে তুত্তুরি আর ওদিকে অন্বেষার খুব কষ্ট হবে। আমার আশঙ্কা সত্য প্রমাণ করে তুত্তুরি যথারীতি দুবার বমি করল, তবে ঐ টুকু ছাড়া আর কোন সমস্যা হয়নি। হুহু করে মাত্র আধঘণ্টার মধ্যে আমরা নীলগিরি থেকে নেমে এলাম। রাস্তা মসৃণ, অপরূপা প্রকৃতি, তবে যাবার সময় নীলগিরির যে রূপ দেখেছিলাম,সেই সৌন্দর্যের কণা মাত্র এ পথে পেলাম না। প্লেনে নামার সাথে সাথেই সোয়েটার, চাদর খুলে ফেলতে হল, আকাশ ঝকঝক করছে, দেবু আর শৌভিক উল্লসিত হয়ে উঠল, এই রকম আবহাওয়ায় নাকি প্রচুর জন্তু দেখা যায়। দেবুর এক বন্ধু বারংবার বলেছে, মুদুমালাই এর ওপর দিয়ে যাবার সময় সে নাকি প্রচুর জীবজন্তু দেখেছে। দেবু আবার ড্রাইভারকে জিজ্ঞাসা করল, “ড্রাইভার সাহেব টাইগার দিখেগা?” আমাদের তামিল ড্রাইভার মাথা নেড়ে বলল, “ লাক আচ্ছা হওনে সে জরুর দিখেগা সাব।” মুস্কিল হল, “লাক আচ্ছা”র সংজ্ঞা আমাদের এক এক জনের কাছে এক এক রকম। আমি শৌভিক আর দেবু যেমন মনে প্রানে চাইছিলাম, যেন অন্তত একটি বার বাঘের চন্দ্রবদন দেখতে পাই, তেমনি অন্বেষার ঐকান্তিক প্রার্থনা ছিল আমাদের ইচ্ছা যেন ব্যর্থ হয়।
(চলবে)
#Anirdiary #AninditasBlog
https://amianindita.blogspot.in

Saturday, 16 July 2016

অনির ডাইরি ১৬ ই জুলাই


( ১২ ই জুলাইয়ের পর)
৩০শে জুন, আজই উটিতে আমাদের অন্তিম দিন, গতকাল সারারাত ধরে বৃষ্টি হয়েছে, তাও সকাল থেকেই আকাশের মন খারাপ। কালকের ভেজা জুতো আর গরম জামা সারা রাত রুম হিটার চালিয়ে শুকানো হয়েছে। আজ আবার ভিজতে হবে ভাবলেই কান্না পাচ্ছে। অন্বেষা তো বলেই দিল আজ আর বেরোবে না। পুটপুট আর তুত্তুরিকে নিয়ে হোটেলেই থেকে যাবে, আর তাছাড়া যাবেই বা কি করে, আমাদের সব কটা শৌখিন থ্রি ফোল্ড ছাতাই তো ভেঙে বসে আছে। শেষ পর্যন্ত অন্বেষারই উদ্যোগে হোটেল থেকে একটা বিশাল ছাতা যোগাড় হল, পৌনে দশটা নাগাদ আমরা যখন বেরলাম, তখনও আকাশের মুখ ভার, তবে বৃষ্টি ধরেছে। আজ আর দূরে কোথাও নয়, উটি শহরেরই আসে পাশে ঘোরা। শৌভিক আর দেবু হিসেব কষছিল, আমরা যেদিন উটিতে এলাম সেদিন ঠিক মধ্যাহ্নে বৃষ্টি শুরু হয়েছিল এবং কালকেও মোটামুটি ঐ একই সময় থেকেই প্রবল বৃষ্টি এসেছিল। সুতরাং যা যা দেখার আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য গুলি, প্রথমে দেখে নেওয়াই নিরাপদ। সেইমত ড্রাইভারকে নির্দেশ দেওয়া হল, প্রথমেই ডোডাবেতা পিক এ নিয়ে যাবার জন্য। ডোডাবেতা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, উটি শহর ছাড়িয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। সদ্য বর্ষায় ধুয়ে যাওয়া ঘন সবুজ নির্জন, গা ছমছমে জঙ্গলের মধ্যে পৌঁছে মন খুশি হয়ে যায়। খুশির চোটে দেবু তো বলেই ফেলল, “দেখছিস, কি রকম সময়ে এসেছি, টুরিস্ট নেই প্রায়। একটাও বাঙালি পাবি না, আসে পাশে।” । কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না, ডোডাবেতার মাথায় পৌঁছে দেখা গেল, প্রচুর গাড়ি এবং ততোধিক লোক। স্থানীয় লোকজন পসরা সাজিয়ে প্রায় বাজার বসিয়ে ফেলেছে। গাড়ি যেখানে নামিয়ে দেয়, সেখান থেকে পাথরের চওড়া চওড়া সিঁড়ি উঠে গেছে, সিঁড়ির দুদিকে হরেক রকম পসরার বাজার। কেউ বিক্রি করছে গরম পোশাক, কেউ বা বাচ্ছাদের খেলনা, কোথাও কাঁচা আম বিক্রি হচ্ছে, কোথাও বা স্থানীয় বিশাল বিশাল গাজর। এছাড়া চানা, বাদাম তো আছেই। তবে এ সব জায়গায় সাধারণত প্রচুর বাঁদর বাঁ হনুমানের উৎপাত থাকে। ডোডাবেতায় তেনাদের একটিকেও দেখতে পেলাম না।
চারিদিকে ঘন মেঘের চাদর, তীব্র বেগে হাওয়া বইছে, অন্বেষা নামল না। তুত্তুরিকেও আমরা আর নামালাম না, যা হাওয়ার বেগ, যদি উড়ে যায়। আমি, শৌভিক আর দেবু দৌড়লাম সিঁড়ি ভেঙে। ডোডাবেতার মাথায় পৌঁছে বেশ হতাশ হলাম। পার্কের মত ফাঁকা বাঁধানো জায়গা, মাঝে একটা ওয়াচ টাওয়ার আছে। আমাদের ঘরের পাশের টাইগার হিলের স্মৃতি উস্কে দেয়, যদিও টাইগার হিল অনেক বেশি রাজকীয়। ডোডাবেতার মাথায়ও প্রচুর দোকান পাট, আইসক্রিম পার্লার, যদিও সবই বন্ধ। নীচে যত গাড়ি বা লোক দেখে এলাম তার দশ ভাগের এক ভাগও ওপরে নেই। হাওয়ার তীব্র দাপটে সবাই গিয়ে জড় হয়েছে, ওয়াচ টাওয়ারের ভিতর। ফাঁকা ধুধু ডোডাবেতায় আমরা চারদিক ঘুরতে লাগলাম। রুক্ষ পাথুরে চুড়া চূড়ান্ত নির্জন চারদিকে ঘন জঙ্গল, মেঘে ঢাকা। খানিক ক্ষণ ঘোরাফেরা করে, কাঁচামিঠে আম খেয়ে আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে। জনবহুল এলাকা ছাড়িয়ে গাড়ি আবার জঙ্গলে ঢুকল। দেবু বিরক্ত হয়ে বলল, “যেখানে পাহাড়ের মাথা অবধি গাড়ি যায়, সেখানে আর কি বা আশা করি? ট্রেকিং না করলে আবার পাহাড়ে চড়া কিসের?” শৌভিক প্রস্তাব দিল, “ আমরা বরং এই জঙ্গলের মধ্যেই খানিকটা হাঁটি, দুধের স্বাদ অন্তত ঘোলে মিটবে।” গাড়ি দাঁড়িয়ে রইল, তুত্তুরিকে নিয়ে হাঁটতে লাগলাম। গভীর জঙ্গল, পাখির ডাক ছাড়া আর মাঝে মাঝে পাশ দিয়ে এক-আধটা গাড়ি চলে যাবার আওয়াজ ছাড়া আর কোন শব্দ নেই, গাড়ি থেকে রাস্তা যত ভাল মনে হচ্ছিল, নেমে দেখলাম ততোটাও ভাল নয়। মাঝে মাঝেই খানা খন্দ রয়েছে, রাস্তায় এর মধ্যেই শ্যাওলা পড়ে গেছে, এখানে বাতাসের বেগ প্রায় নেই বললেই হয়। গাছের পাতা থেকে টুপটাপ করে জল পড়ছে, মাঝ খান দিয়ে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে গেলাম আমরা। একজায়গায় এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। কোন দিকে যাই? গাড়ি টাকে ডেকে নেওয়াই ভাল। ফোন করতে গিয়ে দেখা গেল, কারো ফোনেই টাওয়ার নেই। অগত্যা দেবু দৌড়ল গাড়ি ডাকতে, আমরা থ্রি মাস্কেটিয়ার্স রয়ে গেলাম জঙ্গলের মধ্যে একা। কিছু ক্ষণ পরেই শুরু হল হাওয়ার অত্যাচার, সে কি হাওয়া, হাড় পর্যন্ত কাঁপতে লাগল হিহি করে। সাথে শুরু হল টিপটিপ বৃষ্টি। দৌড়তে লাগলাম আমরা, প্রায় মিনিট দশেক পর, আমাদের গাড়ির দেখা পেলাম, মজার কথা হল, যেখানে আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, সেখান থেকে গাড়িতে মিনিট পাঁচেক গেলেই উটি শহর। শহরের এত কাছে ছিলাম, অথচ ঘুণাক্ষরেও বুঝতে পারিনি।
পরবর্তী গন্তব্য টি ফ্যাক্টরি। যত বলি নারে বাপু, আমরা দার্জিলিং এর রাজ্য থেকে আসছি, খামোখা নীলগিরিতে এসে কেন চা এর কারখানা দেখতে যাব, ড্রাইভার বুঝলে তো? অগত্যা যেতেই হল, পাহাড়ের কোলে মাঝারি মাপের কারখানা। পাশেই পাহাড়ের গায়ে ধাপে ধাপে চায়ের বাগান। কোন এন্ট্রি ফি নেই, উল্টে ওঁরাই কমপ্লিমেন্টরি চা খাওয়ান। গাইড ভদ্রলোক অত্যন্ত যত্ন করে একটা একটা চা গাছের ডাল নিয়ে বোঝালেন, চা পাতা প্রসেস করলে প্রথমে পাওয়া যায় হোয়াইট টি। যা প্রায় সবটুকুই বিদেশে রপ্তানি করা হয়, এর উচ্চ ঔষধি গুণাবলীর জন্য। হোয়াইট টি নাকি, একই পাতা সকাল, বিকাল সন্ধ্যে তিনবেলা ব্যবহার করতে হয়, এবং শেষবার চা করার পর ঐ পাতা না ফেলে দিয়ে চিবিয়ে খেতে হয়। হোয়াইট টিতে দুধ বা চিনি মেশাতে নেই। হোয়াইট টির পর পাওয়া যায় গ্রিন টি। ওনার বক্তব্য অনুসারে, গ্রিন টির ক্ষেত্রেও একই টি ব্যাগ তিনবার ব্যবহার করা উচিৎ। যদিও এ ক্ষেত্রে পাতা চিবিয়ে খেতে হয় না। শেষে বিভিন্ন ফ্লেভার যুক্ত সাধারণ চা পাওয়া যায়। চা ফ্যাক্টরি থেকে গোটা উটি শহর দেখা যায়, নৈস্বর্গিক সৌন্দর্য অতুলনীয়। গাইড ভদ্রলোক আমাদের মহা সমাদরে নিয়ে গেলেন চা খাওয়াতে, খেয়ে ভাল লাগলে ওঁদের বিপণি থেকে কেনাও যায়। ওঁদের চা এই বিপণি ছাড়া এমনি বিক্রি হয় না, মূলত এক্সপোর্ট হয়।
ওনার বক্তব্য সবথেকে মন দিয়ে আমিই শুনেছিলাম বা বলা যায়, পুরোটা শুনেছিলাম বলেই কি না জানি না, উনি আমাকে হোয়াইট টি খাইয়েই ছাড়লেন। সে যে কি কদাকার খেতে, মনে হচ্ছিল কাগজের কাপে ঈষৎ উষ্ণ গরম জল খেলাম। বাকিরা সকলে মহানন্দে দক্ষিণ ভারতীয় সুগন্ধি কার্ডামম চা খেল। আমি বোধহয় লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ছিলাম, তাই শেষ পর্যন্ত এক কাপ আমারও জুটল। যেমন মিষ্টি তেমনি সুন্দর গন্ধ।

এরপর গন্তব্য উটি বোটানিক্যাল গার্ডেন। পরিশেষে উটি লেক। উটি লেক প্রাকৃতিক লেক নয়। জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার। তবে বেশ বড় এবং সুন্দর। এখানে লোকজন বেশ ভাল ইংরাজি এমনকি ভাঙা ভাঙা হিন্দিও বোঝে। বেশ খানিক ক্ষণ বোটে চড়ে আমরা ফিরে গেলাম হোটেলে। ততক্ষণে বৃষ্টি ধরে গেছে, রাস্তা ঘাট শুকনো। আজ শুধু রেস্ট নেওয়া, আর ব্যাগ গোছান, কাল সকালে প্রাতঃরাশ করেই আমরা বেরিয়ে পড়ব, পরবর্তী গন্তব্য মহীশুর।
(চলবে)
#AnirDiary #AninditasBlog
https:amianindita.blogspot.in

Tuesday, 12 July 2016

অনির ডাইরি ১২ ই জুলাই


( ১০ ই জুলাইয়ের পর)


দৌড়ে যখন গাড়িতে উঠলাম, ততক্ষণে সব কটা ছাতার হাল কাহিল। আমরাও বেশ ভালই ভিজে গেছি, কিন্তু মজার কথা হল বৃষ্টিটাও ধরে গেছে। পরবর্তী গন্তব্য পাইকারা লেক। জঙ্গলের মধ্যে বিশাল হ্রদ। উটি এলে পাইকারা লেকে বোটিং করা অবশ্যকরণীয় । আমরা ছয় জন, একটু বেশি টাকা দিয়ে আট সিটার বোট বুক করা হল। কাউন্টার থেকে জানাল বোটটি আপাতত যাত্রী নিয়ে হ্রদ পরিভ্রমণে গেছে, মিনিট বিশেক দাঁড়াতে হবে।
পাইকারা লেকের সামনে একটা ছোট্ট ঢাকা দেওয়া ক্যাফে আছে। হিহি করতে করতে সেখানই ভিড় জমালাম আমরা। বৃষ্টি না হলেও হ্রদ থেকে উঠে আসা কনকনে হাওয়া হাড় পর্যন্ত কাঁপিয় দিচ্ছিল। ধূমায়িত নীলগিরির কফিও গা কাঁপুনি বন্ধ করতে পারছিল না। মিনিট বিশেক অপেক্ষা করার পর শৌভিক বলল, “নাঃ জেনে আসি বোটটা এসেছে কি না।” জেনে আবার আমাদের ডাকতে আসবে? অগত্যা বাকিরাও ওকে অনুসরণ করলাম। টিকিট কাউন্টারে কেউ কিছু বলতে পারল না, বোট কোথায়, কখন আসবে- শৌভিকের ইংরাজি, হিন্দি সবই ব্যর্থ হল, অবশেষে দৈহিক বিভঙ্গের দৌলতেই হয়তো, কাউন্টার ক্লার্ক কি বুঝল জানি না, ঠেট তামিলে (তামিলই হবে!) কিছু বলে, ইঙ্গিতে দেখাল, বোট চড়তে হলে জেটিতে যাও। কাউন্টারেই যদি এই হাল হয় তো জেটিতে কি হতে পারে সহজেই বোধগম্য। জেটিতেও ঐ একই ঘটনার পুনরাভিনয় ঘটতে দেখা গেল। যত বলা হল, আমরা স্বতন্ত্র ভাবে নৌবিহার করব বলে, এক গাদা গাঁটগচ্চা দিয়ে এইট সিটার বোট বুক করেছি, ততো তামিল মাঝি (মাঝি ছাড়া আর কি বা বলা যায়?) হাত-পা মাথা নাড়ে। শেষে হতোদ্যম হয়ে মাঝির ইশারা মত সামনে দাঁড়িয়ে থাকা বিশাল ঢাকা বোটেই চড়া হল। আমাদের সমগ্র দক্ষিণ ভারত ভ্রমণের সবথেকে হতাশা জনক অধ্যায় ছিল এই পাইকারা লেকে বোটিং। বিশেষ করে ৯ মাইলে ঐ দুরন্ত অভিজ্ঞতার পর প্রত্যাশাও ছিল অনেকটাই বেশি। বোটের খোলের ভিতর দিকে জানলা দিয়ে প্রকৃতি দর্শন আদৌ আমাদের মন ভরাতে পারল না। বোটের খোলা অংশে যাবার চেষ্টা করলেই মাঝি বাবু তার মাতৃ ভাষায় ধমক দিচ্ছিলেন, ঘোরাবার কথা ছিল বিশ মিনিট, দশ মিনিট চক্কর কেটেই বোট ফিরে যেতে উদ্যত হল, আমাদের সব উত্তেজনা ততক্ষণে ঠাণ্ডা হয়ে গেছে। আমরা কিছু না বললেও সহযাত্রী স্থানীয় লোকজন চিৎকার করতে লাগল, মাঝিও ততোধিক সেয়ানা, কিনারায় গেল না বটে তবে বাকি দশ মিনিট শম্বুক গতিতে পাড়ের কাছেই ঘুরতে লাগল। বিরক্ত হয়ে বোট থেকে নেমে মনে হচ্ছিল, এবার ফিরে গেলেই হয়, কিন্তু ড্রাইভার সাহেব অনুরোধ করলেন, পাইকারা ফলসটা দেখে যাবার জন্য। প্রাকৃতিক ঝর্না নয়, স্থানীয় হাইডেল পাওয়ার প্রজেক্টের জলাধার থেকে ছাড়া জলে তৈরি। নিমরাজি হয়ে ঘ্যানঘ্যান করতে করতে চললাম আমরা।
গাড়ি যেখানে নামাল, সেখান থেকে পাঁচশ মিটার হেঁটে যেতে হয় পাইকারা ফলসে। উঁচু নিচু পাহাড়ি রাস্তা, বেশ ফাঁকা, আমাদের মত এক আধজন টুরিস্ট ছাড়া প্রায় কেউই নেই। পথের এক ধারে ফাঁকা ফাঁকা জঙ্গল, অপরদিকে নিচু উপত্যকা, সেখানে গরু চড়ছে মৃদু মন্দ হাওয়া দিচ্ছে, হাঁটতে মন্দ লাগছিল না। পাঁচশ মিটার শেষ হলে টিকিট কাউন্টার, সেখান থেকে চওড়া চওড়া সিঁড়ির ধাপ নীচে নেমে গেছে, পাশেই একটা জলাধার, নতুনত্ব কিছুই নেই, বেশ খানিকটা নেমেও কোন জলপ্রপাতের চিহ্ন চোখে পড়ল না। রেগে আমি আর অন্বেষা ঠিক করলাম আর নামবই না। আকাশ মেঘলা, কখন আবার বৃষ্টি আসে, এই দেখার জন্য সময় নষ্ট করার কোন মানেই হয় না। দেবু তবু আশাবাদী, আর একটু নীচে নামলে কি কিছুই দেখা যাবে না? জলপ্রপাত যখন, জলটা নিশ্চয় কোথাও না কোথাও পড়বে। পুটপুটকে কাঁধে চড়িয়ে কয়েক ধাপ নেমে দেবু সহর্ষে বলল, “নেমে আয়। আছে! আছে!” শৌভিক ছবি তুলছিল, ও আগে দৌড়ল, পিছু পিছু বাকিরা। নেমে চূড়ান্ত হতাশ হলাম, শিশু জলপ্রপাত, উচ্চতা ফুট খানেক মাত্র।

বিরক্ত হয়ে গজগজ করতে করতে আমরা সবে ফিরব বলে ঘুরেছি, ঝমঝম করে বৃষ্টি, তেমনি জোর হাওয়া। ছাতা গুলো মটমট করে আমাদের মাথার ওপরেই ভেঙে গেল, জনবিরল জঙ্গুলে এলাকা, কাছাকাছি কোথাও দাঁড়াবার মত জায়গা পর্যন্ত নেই। শেষ পর্যন্ত যখন হোটেলে পৌঁছলাম, ঘড়ির কাঁটা আড়াইটে ছুঁয়ে গেছে। সকলে ভিজে চুপচুপ করছি। সবথেকে খারাপ অবস্থা জুতগুলোর। ফার্ন হিলে সাড়ে তিনটে অবধি লাঞ্চ আওয়ার, তারপর টুকটাক খাবার পাওয়া গেলেও ভরপেট লাঞ্চের আশা দুষ্কর। যে যার বর, তাকে হুঁশিয়ারি দিল, ভেজা জামাকাপড় পাল্টে মিনিট পনেরোর মধ্যেই নামতে হবে, নাহলে ফার্ন হিলের কফি শপই ভরসা। আগের দিন রাতে তুত্তুরির আবদারে, আমরা হাক্কা নুডলস আর স্প্যাগেটি খেয়েছিলাম, এত ভাল স্প্যাগেটি (উইথ পেস্টো সশ) আমি কখনও খাইনি। ঠিকই করেছিলাম, এই কটা দিন আমরা সকালবিকাল শুধুই স্প্যাগেটি খাব। পেস্টো ছাড়া বাকি সশ গুলোকেও তো খেয়ে দেখতে হবে, সে আশায় জল ঢেলে দিল শৌভিক। ও কার্ড রাইস খাবে, কার্ড রাইস ছাড়া আর কিছুই খাবে না। স্বপ্নসুন্দরী শ্রীদেবী নাকি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, উনি আজীবন শুধু কার্ড রাইস খেয়েই কাটিয়ে দিতে পারেন, আর কৃষ্ণমচারী শ্রীকান্ত কোথাও বলেছিলেন উনি প্রত্যহ প্রাতরাশ সারেন শুধুই কার্ড রাইস দিয়ে, তাই শৌভিককেও খেতেই হবে। যত বোঝাই ওরে ভাই, সাদামাঠা দই ভাত, বাড়িতে মাঝে মাঝে গরমকালে আমিই বানাই, দুদ্ধর্ষ কার্ড রাইস। ঠাণ্ডা দই আর ভাত মিশিয়ে, গরম তেলে (আমি সর্ষের তেল দি, এরা নাকি জিঞ্জিরি অয়েল দেয়) শুকনো লঙ্কা, কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ঐ ভাতে মেশানো, সাথে পরিমাণ মত নুন আর আচার মিশিয়ে নিলে খারাপ লাগে না। কিন্তু সে নাকি বাঙালি দই ভাত, শৌভিক অথেনটিক কার্ড রাইস খাবেই। অগত্যা ওকে সঙ্গ দেবার জন্য আমরাও রাজি হয়ে গেলাম, তবে কার্ড রাইস নয়, আমাদের জন্য খিচুড়ি।
পুটপুট রোজই খিচুড়ি খায়, তার অবশিষ্টাংশ দিয়েই অন্বেষার দ্বিপ্রাহরিক আহার হয়ে যায়, আজ আমি আর দেবুও তাই অর্ডার দিলাম। যথাসময়ে ধপধপে পোর্সিলিনের বাটি করে এল, কার্ড রাইস আর খিচুড়ি। পইপই করে বলেছিলাম খিচুড়িতে যেন মাখন অবশ্যই দেয়, দিয়েছে নিশ্চয়, কোন গন্ধ নেই তার। বেশ বিস্বাদ, নুন, ঝাল, মিষ্টি কিছুই বুঝলাম না। আর দই-ভাত এক চামচ খেয়ে শৌভিক বলল, “মন্দ নয়, তবে না দইয়ে কোন স্বাদ আছে না ভাতে। এমনকি নুন পর্যন্ত দেওয়া নেই। যাকগে দুদিন ধরে যা হাই ক্যালোরি খাবারদাবার খাচ্ছি আজ পেটটা একটু রেস্ট পাওয়াই ভাল।” আমার মনের কথাটা দেবুই বলে দিল, “এবেলা সিদ্ধসাদ্ধা খাচ্ছি বটে, তবে রাতে কিন্তু পরোটা আর মাটন খাওয়া হবে আগেই বলে দিচ্ছি।”

রাতে সত্যিই লাচ্চা পরোটা আর মাটন রোগন জোস খাওয়া হয়েছিল, লাল খসখসে আটার সেঁকা পরোটা, তাতে তেলের নামগন্ধ নেই আর রোগন জোস বলে যেটা দিল এক গামলা লাল ঝোলে পাঁচ পিস বোনলেস সুসিদ্ধ মাটন। খেতে একদম টিক্কা মশালার মত। শেষ পাতে একটু মিষ্টি না হলে কি বাঙালীর মন ভরে, ওঁরাই বলল, পরোটা (অর্থাৎ আটার তন্দুরি রুটি) মাংসের সাথে গুলাবজাম খেয়ে দেখতে। এক প্লেট গুলাবজাম দেড়শ টাকা, তাতে নাকি মাত্র তিন পিস থাকে। পঞ্চাশ টাকার পান্তুয়া! তার ওপর আবার ট্যাক্স, না জানি কি দেবভোগ্য বস্তুই না হবে। যখন এল সত্যি সত্যি আকাশ থেকে পড়লাম, এইটুকু ছোট্ট চার আনার সাইজের তিনটি সুজির বল চটচটে গরম রসে ভাসছে। খেতে মন্দ ছিল না, কিন্তু কমপক্ষে ছটা খেলে তবে মনে হবে একটা বাঙালি পান্তুয়া খেলাম। খাবার শেষে ওরা যখন জিজ্ঞেস করছিল, “হাউ ডু ইউ লাইক দা ফুড স্যার-” দেঁতো হাসি হেসে বললাম “ভেরি গুড”( অবশ্যই যখন আমার দিকে তাকিয়েছিল) - মন চাইলেও তো আর সর্বত্র সত্যি কথা বলা যায় না। 
[চলবে]