👩🏻- শৌখিন বানান কি?
👧🏻- স এ ঔ কার-
👩🏻-কি? ওটাই তো অশুদ্ধ বানানটা ছিল। তুই কি শুদ্ধ বানানগুলো না পড়ে উল্টোটাই পড়েছিস?
👨🏻-(পাশ থেকে ফাইল সই করতে করতে, মুচকি হেসে) ঠিকই আছে। ও সুখ থেকে না হয় সৌখিন করেছে।
👩🏻- (বিরক্ত হয়ে) ভুলভাল শেখাস না। বাবার কথায় কান দিস না তো। পুষ্প বানান কি?
👧🏻- প এ উ-স্প।
👩🏻- উফঃ ভগবান। বিশেষণ বানাণ কি?
👧🏻- ব এ ই(দম নিয়ে)- শ য়ে একার-(পুনরায় দম নিয়ে) ষ (আবার দম নিতে গিয়ে মায়ের রক্ত চক্ষু পর্যবেক্ষণ পূর্বক তড়িঘড়ি) ন।
👩🏻- উফঃ। আবার? আরেঃ ওটা তো অশুদ্ধ বানানটা।
👧🏻-(প্রবল চিন্তান্বিত হয়ে) তাহলে কি ণ?
👩🏻- হুঁ। তোকে ণত্ব-ষত্ব বিধান বলেছিলাম না। ষ য়ের পর সবসময় ণ বসে। আগে র এর পরও বসত। এখন বসে না।
👧🏻-(প্রবল বিরক্তি নিয়ে বিশেষণ বানান লিখতে লিখতে স্বগতোক্তির ঢঙে) কিছুদিন পর ষ এর পরেও বসবে না।
👩🏻-কল্যাণীয়েষু বানান কি?
👧🏻-( বেশ কয়েকবার ঢোঁক গিলে, এক ডজন চোখ পিটপিট করে, বাবার দিকে সাহায্যের অভিলাষায় ফ্যালফ্যাল করে তাকিয়ে বিফল মনোরথ হয়ে) ক-ল এ য ফলা- দন্ত্য ( মায়ের থমথমে মুখের দিকে তাকিয়ে তড়িঘড়ি) ণ এ ঈ। কল্যাণী। (বিকট দীর্ঘশ্বাস ছেড়ে) এষু বানানটা যেন কি? ও হ্যাঁ এ শ এ উ।
👨🏻-(দড়াম করে ফাইল বন্ধ করে) ঐ শুটা ইংরেজি। মানে জুতো। তোর মা যেটা আনতে যাচ্ছে। শু-শিক্ষা দিতে।
No comments:
Post a Comment