সেখানে তো খেলা করার কথা-ওম পোয়ানো গলা সোনা রোদ,
প্রথম আষাড়ের বাঁধনছেঁড়া বৃষ্টি,
টাটকা খেজুর রসের গন্ধবাহী ভোরের টলটলে শিশির। ইতিউতি উড়ে বেড়াবে প্রজাপতি আর কর্মী মৌমিছির দল।
কিন্তু সেখানে যে দগদগে ঘা।
সময় বড় যাদুকর বটে। কেমন সারিয়ে দেয় দেখো, মিলিয়েও যায় দাগছোপ।
আবার উন্মুখ।আর একবার,একটিবার আসুক ফিরে বসন্ত। উড়ে বেড়াক ত্রস্ত প্রজাপতি-মধুপের দল।
টুপটুপ ঝরে পড়ুক সোনা রোদ, বৃষ্টি- টলটলে শিশির।
আসে-যায়। বড় ক্ষণস্থায়ী।
আসাটা বড় বিলম্বিত অথচ যাওয়াটা!
নতুন উপলব্ধি, দগদগে ঘা নিয়ে বাঁচাই তবে ভবিতব্য।
মেনে নিয়ে-মানিয়ে নেওয়াই ভাল।
ব্যথাট্যথা গুলোও গা সওয়া হয়ে যায়। আজকাল আর ততোটাও কষ্ট হয় না।
তারপর?
মৃতপ্রায় সভ্যতার বুকে একদিন আচমকা আছড়ে পড়ে ঝড়।
উন্মুক্ত হবার আগে ভেবেও দেখে না-ঝড় তো ঝড়ই। কতটুকুই বা তার স্থায়িত্ব?
What ever I like...what ever I feel.... form movies to books... to music... to food...everything from my point of view.
Sunday, 31 December 2017
Kabita
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment