#১ ০৭/১১/২০১৭
সক্কাল সক্কাল তানিয়াদির ফোন, “ওরে মেইল আইডি টা দে রে।” কাল রাতে কথা দিয়েছিলাম,আজ অফিসে ঢুকেই, এক বিশেষ সরকারী দপ্তরের মেইল আইডি পাঠিয়ে দেব। যথারীতি ভুলে গেছি, তড়িঘড়ি মেল খুলে বললাম, “একটু লিখে নেবে প্লিজ।”
“বল”।
“wbhgl”
“ডবলু বি এইচ আর কি বললি বি?”
“বি নয় রে বাবা জি।জি। জি ফর গোয়াল ঘর।”
তানিয়া দি ফোনের ওপাশে হাল্কা হেসে গম্ভীর ভাবে বলল, “আমি বলতে যাচ্ছিলাম গরু আর তুই বললি গোয়ালঘর। কি বিস্ময়কর মিল আমাদের চিন্তাধারায়! ”
কি করব বলুন। দিনরাত্রি সবাই মিলে যে ভাবে গরু, গোমাতা, গোমূত্র, গোময়, গোবলয় নিয়ে পড়েছেন, আমাদের মত দুই তুচ্ছ মহিলাশ্রমিকের মাথাতেও আজকাল তাই জি দিয়ে গরু, গোয়ালঘর এসবই আসে।
What ever I like...what ever I feel.... form movies to books... to music... to food...everything from my point of view.
Monday, 13 November 2017
অফিস অফিস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment